সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passi

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বুধহাটা বাজারের তিন রাস্তার মোড়ে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাতক্ষীরার এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।

বুধহাটা শাখা ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেল্স ম্যানেজার মোঃ জাকির হোসেন, শাখা অফিসার খলিলুর রহমান ও খালিদ সাইফুল্লাহ, কাদাকাটি আরার মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাফিউল্লাহ বাদশা, গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিমেষ রায়, কুন্দুড়িয়া পিএন মাধ্যঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রজেন্দ্র রায়, মোঃ রায়হানুজ্জামান প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদেও পেশ ইমাম মাওঃ আব্দুল আলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তালা ডেস্ক : তালার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন- তালা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, মহান বিজয় দিবস পালন ও সাংগঠনিক উন্নয়ন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সাধারন সভা ৩ ডিসেম্বর ২০১৭ (রোববার) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত অধিকাংশ সদস্যদের সম্মতিক্রমে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন (দৈনিক গ্রামের কাগজ) সভাপতি এবং বি.এম. জুলফিকার রায়হান (দৈনিক সংবাদ, ডেইলি এশিয়ান এইজ ও দৈনিক প্রবাহ) সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২টি অধিবেশনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য এই কমিটি (আংশিক) গঠিত হয়েছে।
প্রথম অধিবেশনে অনুষ্ঠিত সাধারন সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের আহবায়ক মীর জাকির হোসেন। সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান’র সঞ্চালনায় এসময় সিনিয়র সদস্য পি.এম. গোলাম মোস্তফা, এম.এ. জাফর, হাফিজুর রহমান, আপতাব হোসেন, মো. রফিকুল ইসলাম, অমল সেন, মো. ফারুক হোসেন, সিদ্দিক শেখ, শাহীনুর রহমান, মোমরেজ আলম, আব্দুর রহমান ও শাহীন প্রমুখ বক্তৃতা করেন। সভায়, আলোচ্যসূচী’র উপর আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিধি মোতাবেক আহবায়ক কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশন আহবান করা হয়। উক্ত অধিবেশনে ক্লাবের সিনিয়র সদস্য পি.এম. গোলাম মোস্তফাকে ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচিত করা হয়। দ্বিতীয় অধিবেশনে পি.এম. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মাধ্যমে মীর জাকির হোসেন আবারও সভাপতি এবং বি. এম. জুলফিকার রায়হান সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা ৯২ ব্যাচের পঁচিশ বছর পূর্তি উৎসব

প্রেস বিজ্ঞপ্তি : এস.এস.সি ১৯৯২ – এইচ.এস.সি ১৯৯৪ ব্যাচের পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ শুক্রবার আমাদের প্রিয় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে পুনর্মিলনী ও পিকনিক এর আয়োজন করা হয়েছে। উক্ত পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ১০ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে নিবন্ধন করার জন্য আহবায়ক সোহেল (০১৭১১২৯৯৮৭২) এবং সদস্য সচিব হাবীব (০১৭৩৭৯২৮৫৬৯) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় শহিদ আবু স্মৃতি ক্রিকেট লীগ

দেবহাটা প্রতিনিধি : পারুলিয়া যুব সমাজ আয়োজিত ত্রি-বার্ষিকী শহীদ আবু রায়হান স্মৃতি ক্রিকেট লীগ ৩য় খেলা দঃ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। খেলার মাঝ পারুলিয়া গাজী বাড়ীর একাদশ ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে ৭৭ রানের টার্গেটে খেলতে নেমে সখিপুর মিতালী সংঘ ৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌছে যায়। খেলায় ৪২ রান ও ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হামিদুর রহমান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হামিদুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ও পারুলিয়া যুব সমাজের আহবায়ক আফসার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বুধহাটা করিম সুপার মার্কেটস্থ আশাশুনি রিপোটার্স ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান ময়না, দপ্তর সম্পাদক এম এম নূর আলম, নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমিন হোসেন ছোট্টু ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকা পরিবেশক মোঃ রেজাদুল ইসলাম। সভায় আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বিজয় দিবস পালন, বার্ষিক বনভোজন ও নতুন বছরের ক্যালেন্ডার তৈরী সহ ক্লাবের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিবন্ধীদের সঠিক তদারকি করলে তারাও দেশের জন্য অবদান রাখতে পারে – নূর আহম্মেদ মাছুম

কালিগঞ্জ ব্যুরো : প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারও দেশের কল্যানকর অবদান রাখতে পারে। প্রতিবন্ধীদের অবহেলার চোখে নয়, সমাজ ও দেশের উন্নয়নে ভাল ভাল কাজ করছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ব্যাপারে অধিক আন্তরিক ও সহযোগিতার হাত প্রসারিত করছে। সমাজের বৃত্তশালিরাদের ও প্রতিবন্ধীদের সহয়তায় এগিয়ে আসতে হবে। শনিবার সকাল ১০টায় সরকার স্বীকৃত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের আয়োজনে র‌্যালিউত্তর আলোচনা সভায় এ কথা বলেন। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আগম্মেদ মাছুম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রতিবন্ধী স্কুলের পরিচালক আজহারুল ইসলাম, সমাজসেবা অফিস সহকারী আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, এমজেএফ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যলি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিএইচডি করেও তিনি সাধারণ কৃষক!

সবার একটি স্বপ্ন বা নির্দিষ্ট কিছু করার ইচ্ছা থাকে। শিক্ষা শেষে কোনো বড় কোম্পানিতে চাকরি অথবা নিজেই কোনো বড় কোম্পানি খুলে বসার একটি প্রয়াস থাকে। কিন্তু এরকম কি কেউ ভাবে পিএইচডি করে আমি একজন সাধারণ কৃষক হবো! আমরা হলে হয়তো ভাবতাম, এতো পড়াশুনা করে কৃষক, অসম্ভব।

কিন্তু এমন ধারণাকেই সত্যি করেছেন চীনের শি ইয়ান। শি ইয়ান চীনের টিশিংঘুয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। কিন্তু পিএইচডি করে তিনি কোনো বড় কোম্পানি অফিসে যাননি বরং তিনি তার স্নাতক পাশ সহকর্মীদের থেকে ভিন্নভাবে জীবনযাপন করছেন।
শি ইয়ান বেইজিংয়ে নিজের কৃষিকাজ প্রতিষ্ঠা করে, সেখানে একজন সাধারণ কৃষক হিসাবে কাজ করেন। এই কোম্পানি একটি নতুন ব্যবসা মডেলের অধীনে কাজ করে যেখানে প্রযোজকরা সরাসরি গ্রাহকের সঙ্গে সংযুক্ত থাকেন।প্রায় ২ হাজার পরিবার এই কোম্পানির কাছ থেকে তাদের পণ্য অর্ডার করেছে এবং ৭০০ এরও বেশি সদস্য সদস্য হয়েছেন। তারা ফল এবং সবজি, দুগ্ধজাত দ্রব্য বা মাংসের একটি সাপ্তাহিক বিতরণ পেয়ে থাকেন। এদিকে, শি ইয়ান এবং তার স্বামীর বর্তমান মাসিক আয় ৮ লাখ ইউয়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্তর জ্বলছে পরীর

অন্তর জ্বলছে পরীর

কর্তৃক Daily Satkhira

জ্বলছে। আগামী কয়েকদিন আরও জ্বলবে। এ জ্বালা দর্শকরা আরও ত্বরান্বিত করতে পারেন। তারা ইচ্ছা করলে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, আবার তারাই জল ঢেলে নিভিয়ে দিতে পারেন। বলছি, মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ ছবির কথা। পরীমণি ও জায়েদ খান অভিনীত এ ছবিটি বড় পর্দায় উঠবে আগামী ১৫ ডিসেম্বর। মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘অন্তরজ্বালা’। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে ছবিটি ঘিরে। এ বছর বেশ কয়েকটি ছবি সাফল্যের শীর্ষ বিন্দু ছুঁয়েছে। আর কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই বছরের শেষে ফিল্মপাড়ার লোকজনও মুখিয়ে আছেন এ ছবিটির দিকে।

অন্যদিকে, ছবিটির অভিনেত্রী পরীমণিরও যেন তর সইছে না। অপেক্ষার প্রহর গুনছেন কখন মুক্তি পাবে  ছবিটি। কারণ এতে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন বলে তিনি জানালেন। পরীমণি বলেন, সত্যি সত্যি আমার অন্তর জ্বলছে। অপেক্ষায় আছি কখন বড় পর্দায় উঠবে।বাকিটা না হয় দর্শকরাই বিচার করবেন।

এদিকে, মুক্তির আগেই রেকর্ডসংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে ছবিটি। অন্তরজ্বালা ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করেছেন পরিচালক নিজেই। মালেক আফসারী জানান, এই হল সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে, ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন জায়েদ খান। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে জুটিবদ্ধ হয়েছেন তারা। তাই এই ছবিটি জায়েদ-পরী রসায়নের ‘এসিড টেস্ট’ বলে মনে করছেন কেউ কেউ। অপেক্ষা করছেন দর্শকরা এ জুটিকে কীভাবে গ্রহণ করেন। এখন দেখার পালা সত্যি সত্যি তারা অভিনয় দিয়ে দর্শকহৃদয়ে কতটা আগুন জ্বালাতে পারেন?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest