সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

আইটেম গানে কার কত পারিশ্রমিক?

কখনও ‘চিকনি চামেলি’ আবার কখনও ‘টিঙ্কু জিয়া’, বলিউডের মশলাদার গান কিংবা আইটেম গানে চাহিদা কিন্তু দর্শকদের বেশ তুঙ্গে। মালাইকা অারোরা খান কিংবা গওহর খানদের সঙ্গে এখন সিনেমার আইটেম গানে দেখা যাচ্ছে কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফদের মত প্রথম সারির অভিনেত্রীদের। কিন্তু, জানেন কি, এক একটি আইটেম গানের জন্য বলিউড অভিনেত্রীরা কত করে পারিশ্রমিক নেন?

এক একটি আইটেম গানের জন্য মালাইকা নাকি এক কোটি করে পারিশ্রমিক দাবি করেন। সে দাবাং-এর ‘মুন্নি বদনাম’ হোক কিংবা ‘আনারকলি ডিস্কো চলি’ হোক।

অভিনয়ের পাশাপাশি আইটেম গানের জন্য সোনাক্ষী সিনহার দাবি ৬ কোটি করে।

‘বেবি ডল’-খ্যাত সানি লিওন তাঁর আইটেম গানের জন্য ৩ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।

‘রামলীলা’-য় ‘গালিও কি রাসলীলা’-র জন্য প্রিয়াঙ্কা নাকি ৬ কোটি করে নিয়েছিলেন।

কারিনা কাপুর খান আইটেম গানের জন্য নেন ৫ কোটি করে। তাঁর ‘ফেভিকল’ এবং ‘মেরা নাম মেরি’ বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গান।

‘শিলা কি জওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’খ্যাত ক্যাটরিনা কাইফ এক একটি আইটেম গানের জন্য ৩.৫ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসুন সবজি না মশলা? জানতে ভারতের আদালতে মামলা

রসুন কি সবজি নাকি মশলা, তা নির্ধারণে এবার আদালতে মামলা হয়েছে। ভারতের রাজস্থান হাইকোর্টে এ অদ্ভুত মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। অথচ রাজস্থান সরকারেরই এক নির্দেশের ফলে রসুন নিয়ে এই বিভ্রান্তি।

২০১৬ সালে জারি করা এক নির্দেশে সে রাজ্যের সবজির পাইকারি বাজারগুলিতে রসুন বিক্রি করা নিষিদ্ধ হয়। পরিবর্তে দানাশস্যের বাজারে রসুন বিক্রি করতে হবে বলে জানিয়েছিল সরকার। দানাশস্যের বাজারে রসুন বিক্রি করলে দুই শতাংশ কমিশন পাওয়া যায়, অথচ যখন সবজি বাজারে যখন রসুন বিক্রি হত, তখন ছয় শতাংশ কমিশন পাওয়া যেত।

আয় কমে যাওয়ার ফলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে যোধপুর আলু-পেঁয়াজ ও রসুন বিক্রেতা সংগঠন। তাদের প্রশ্ন কেন দানাশস্যের বাজারে রসুন বিক্রি করা হবে?

সংগঠনটির প্রধান বংশীলাল সাঙ্খলা বলছেন, “গত ৪০ বছর ধরে সবজি বাজারেই রসুন বিক্রি করছি আমরা। কোনও সমস্যা হয় নি। শুধু সবজির পাইকারি বাজারের জায়গাটা এখন কম হচ্ছে।
সরকার তো সেটা ব্যবস্থা করতে পারত। তা না করে রসুন বিক্রিই বন্ধ করে দিল সবজি বাজার থেকে। ”

রাজ্য সরকার গতবছর থেকেই এই নতুন ব্যবস্থা চালু করেছে। মামলা হওয়ার পরে অবশ্য বার বার চেষ্টা করেও রাজস্থান সরকারের কোনও বক্তব্য জানা যায় নি এই বিষয়ে। তবে রসুন সবজি না মশলা – তা নিয়ে বিতর্ক রয়েই গেছে।

ভারতীয় কৃষি গবেষণা সংস্থার বিজ্ঞানী ড. প্রীতম কালিয়া বলেন, “রসুন মূলত সবজিই, কিন্তু এর ব্যবহার হয় মশলা হিসাবে। রসুনের চাষও হয় সবজি হিসাবেই। আনাজ বাজারে রসুন বিক্রি করার কথা কেন বলা হচ্ছে জানি না, কারণ রসুন কোনোভাবেই আনাজ বা দানাশস্যের মধ্যে পড়ে না। ”

পেঁয়াজ যেরকম মাটির নীচে হয়, সেই একই প্রজাতির সবজি রসুন আর টিউলিপ। পেঁয়াজ আর রসুনকে ভাই-বোনও বলা চলে – দুটো নাম অনেক ক্ষেত্রেই এক সঙ্গেই উচ্চারিত হয় রান্নাঘরে।

অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ভাইরাল আর অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ সমৃদ্ধ রসুনের উপকারিতা প্রাচীনকাল থেকেই স্বীকৃত। শুধু যে জ্বর-কাশি এসব থেকে রক্ষা করে রসুন, তা নয়। রসুনের মধ্যে যেসব রাসায়নিক আছে, সেগুলো প্রাকৃতিক ব্লাড-থীনার বা রক্ত পাতলা করার কাজ করে। যার ফলে ধমনীতে কোলেস্টেরল জমে গিয়ে ব্লকেজ হয়ে হৃদযন্ত্র অচল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে চিকিৎসকরা মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশের প্রেক্ষাগৃহে ‘হালদা’

১ ডিসেম্বর ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। এবার বিদেশের মাটিতেও মুক্তি পাচ্ছে ছবিটি। কানাডা, আমেরিকা ও আরব আমিরাত এর ১৩ টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। এসব হলে প্রথম সপ্তাহে সর্বমোট ২৪৭ টি শো পেয়েছে সিনেমাটি।

ওমানের ৪ টি হলে আগামী ১৫ ডিসেম্বরেই মুক্তি পাবে। কানাডার ৪টি হলে মুক্তি পাবে ২০১৮ এর জানুয়ারী মাসের ১৯ তারিখ। ‘হালদা’র বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ইনক।

ছবিতে নাদের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। নুসরাত ইমরোজ তিশা হাসু, মোশাররফ করিম বদিউজ্জামান এবং ফজলুর রহমান বাবু মনু মিয়া অর্থাৎ হাসুর বাবার চরিত্রে অভিনয় করেছেন। আর নাদেরের প্রথম স্ত্রী জুঁই চরিত্রে আছেন রুনা খান। এ ছাড়াও বিশেষ চরিত্রে রূপদান করেছেন দিলারা জামান, শাহেদ আলী ও মোমেনা চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমুদ্রে বিশাল জলস্তম্ভ! ভিডিও ভাইরাল

সমুদ্রে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। সুবিশাল সমুদ্র পাড়ে দাঁড়ালে মনে হয় আকাশ যেন নেমে এসে মিশে গেছে সমুদ্রের সাথে। তবে আবহাওয়াগত পরিবর্তনের কারণে, অনেক সময় ঝড় বা ঘুর্ণিঝড়ও সৃষ্টি হয়। ঘুর্ণিঝড়ের কারণে সমুদ্রে ওয়াটার স্পাউট বা জলস্তম্ভেরও দেখা মেলে। আর সে রকমই একটি ওয়াটার স্পাউটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ, এই জলস্তম্ভটি আকারে বিশাল।

উত্তর-পশ্চিম ইতালির সানরেমোতে ধরা পড়েছে বিশাল আকারের ওয়াটার স্পাউটটি। কোনও স্থানীয় বাসিন্দার তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র থেকে একটা মোটা পাইপের মতো জলস্তম্ভ উঠে গেছে উপরের দিকে। যেন তা আকাশ ফুঁড়ে বেরিয়ে গেছে। এই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে এই ঘুর্ণিঝড়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ২ তরুণী উদ্ধার

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে গ্রাম পুলিশ ও স্থানীয়রা। শুক্রবার রাতে বৈকারী ইউনিয়েনের কালিয়াটি গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তরুণীদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখার পর সকালে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া তরুণীরা হলেন, পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার লাবনা গ্রামের মনিরুল ফকিরের মেয়ে কামরুন্নাহার (১৫) অপরজন ফরিদপুর জেলার মধুখালি উপজেলার পিচুলিয়া গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়ে মায়া সুলতানা(১৪)।
স্থানীয় কালিয়াটি গ্রামের সোহাগ হোসেনসহ একাধিক লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে দুই তরুণী সাতক্ষীরা শহরে পৌঁছায়। সেখান থেকে বৈকারী গ্রামের নছির উদ্দীন মোড়লের ছেলে আবুল মোড়ল তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কালিয়াটি গ্রামের শওকত আলীর বাড়ীতে রাখে। রাতে তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা গ্রাম পুলিশকে খবর দেয়। তারা জিজ্ঞাসাবাদকালে তারা ভারতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাদের আনা হয়েছে বলে স্বীকার করে। এ সময় তাদের উদ্ধার করা হয়। এদিকে, এ ঘটনার পর পরই পাচারকারী আবুল মোড়ল ও শওকত আলী পালিয়ে যায়।
বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে এসব ঘটনা নিশ্চিত বলেন, মেয়ে দুটি বিজিবি সদস্যরা আমার হেফাজতে রাখার পর সকালে তাদেরকে সদর থানায় সোপার্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ এ ঘটনার সতত্যা স্বীকার করে জানান, উদ্ধারকৃত দুই তরুণীর পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সাধারণ মানুষের সাথে এমপি রুহুল হকের নির্বাচনী মতবিনিময়

বিজয় ঘোষ : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

শুক্রবার সকাল ১০ টায় সখিপুর মোড়, ১১ টায় নাংলা বাজার, সাড়ে ১১ টায় নওয়াপাড়া বাজার পথসভা সহ-সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সখিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্য বিবাহ প্রতিরোধ ও মাতৃ মৃত্যুহার কমাতে সাতক্ষীরায় সংসদ সচিবালয়ের সেমিনার

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ ডিসেম্বর নলতা অডিটোরিয়ামে এবং ১০ ডিসেম্বর আশাশুনি উপজেলা এতিমখানা শিশুদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বাল্য বিবাহ দূর করে মাতৃ মৃত্যুর হার কমানোর জন্য স্থানীয় পরামর্শ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট এলাকার স্থনীয় সরকারের জনপ্রতিনিধি বিভিন্ন ইউপি চেয়ারম্যানও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) আ.ই.ম. গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখবেন, প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ। মূল বক্তব্য উপস্থাপন করবেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও সংশ্লিষ্ট উপজেলা চয়ারম্যানগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিক্ষোভ-সংঘর্ষে রণক্ষেত্র গাজা-পশ্চিম তীর, আহত ৩১

বিক্ষোভ-সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর। ক্ষুব্ধ ফিলিস্তিনিরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে ইসরায়েলি বাহিনী তাদের দমনে বলপ্রয়োগ করলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পবিত্র শহর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে এ বিক্ষোভ দেখান ফিলিস্তিনিরা। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই ঘোষণার পর ক্ষুব্ধ ফিলিস্তিনিরা রাস্তায় নেমে আসেন। শুক্রবার থেকে নতুন ইন্তিফাদারও ডাক দিয়েছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। ফিলিস্তিনিদের ঠেকাতে ইসরায়েল পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

ফিলিস্তিনিরা রাস্তায় টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করেন। তারা পাথর ছুড়লে ইসরায়েলি সেনারা গুলি করার পাশাপাশি টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়েছে। এর জবাবে ইসরায়েলি ট্যাংক ও বিমান থেকে গাজায় ‘সন্ত্রাসীদের দুটি পোস্টে’ হামলা চালানো হয়। তবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার গাজায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা ইসমাঈল হানিয়া বলেন, শত্রুর মোকাবিলায় আমাদের ইন্তিফাদা ঘোষণা করা এবং সে অনুযায়ী কাজ করা উচিত। একইসঙ্গে শুক্রবার থেকে গণবিক্ষোভের ডাক দেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে তিনি বলেন, ‘জেরুজালেমকে রক্ষার নতুন ইন্তিফাদায় অংশ নিতে শুক্রবার থেকে ফিলিস্তিনিদের রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছি। দখলদারদের বিরুদ্ধে এ ইন্তিফাদায় বিজয়ের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস রয়েছে। যে কোনও ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হামাসের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest