সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার নাংলা বাজারস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা অনিক ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এই পূজার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের পরিচালক(কার্যক্রম) ও সরকারের যুগ্ম সচিব আবু ইউসুফ।

অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডাঃ অধির কুমার গাঈন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, প্রতিষ্ঠানটির উপ-পরিচালক আবু সাঈদ, বিশিষ্ট সমাজসেবক বাবুর আলী প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে ময়দা, ডাল, তেল ও সাবান প্রদান করা হয়। এসময় সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কালেক্টরেটের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে চীফ জুডিশিয়াল আদালত ভবনের গেট নির্মাণ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি মাকসুদার রহমান খান চৌধুরী সুজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারী সমিতির সহ-সভাপতি জেপি মোশারফ হোসেন, এস.এম শফিকুল ইসলাম, সাতক্ষীরা কালেক্টরেট কর্মচারী সমিতির উপদেষ্টা এস.এম শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাতক্ষীরা কালেক্টরেটের নাজির খাজা শাহবুদ্দিন, জিন্নাতুন আরা খানম, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি হোসনে আরা খানম, শামীমা আক্তার, তপন কুমার সরদার, শেখ নুরুজ্জামান, মো. আলতাফ হোসেন, কামরুজ্জামান, নাসরুল্লাহ বাবু, মো. আবুল হোসেন, তবিবর রহমান, আফতাবুদ্দিন, জগদিশ চন্দ্র বিশ^াস, পুতুল রাণী বৈরাগী, নুর মোহাম্মদ মোড়ল প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা কালেক্টরেট ভবন ও এর চার পাশের প্রাচীর নির্মিত হয় মন্ত্রি পরিষদ বিভাগের অনুমোদিত নকশা অনুযায়ী। সাতক্ষীরা কালেক্টরেটের নিরাপত্তা দক্ষিণ পাশের প্রাচীর ভেঙ্গে চীফ জুডিশিয়াল আদালত ভবনের গেট নির্মাণ হলে এই অফিস ও আদালতে আসা জনগণসহ কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা বিঘি¥ত হবে। সাতক্ষীরা কালেক্টরেটের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে গেট নির্মাণ করতে হলে মন্ত্রি পরিষদ বিভাগের অনুমতি নিতে হবে বলে জানান বক্তরা। এসময় কালেক্টরেট কর্মচারী সমিতির সদস্য, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দুর্নীতির মামলায় সাত জনপ্রতিনিধিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের এক লাখ ৯৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন নড়াইলের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, তৎকালীন কমিশনার শরফুল আলম লিটু, মুশফিকুর রহমান, আহমদ আলী খান, রফিকুল ইসলাম ও তেলায়েত হোসেন।। এঁদের মধ্যে সোহরাব হোসেন পলাতক। অন্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এ মামলার আরেক আসামি পৌরসভার তৎকালীন ভারপ্রাপ্ত সচিব মতিয়ার রহমান মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, ২০০৪-০৫ অর্থবছরে আসামি সোহরাব হোসেন নড়াইল পৌরসভার মেয়র ছিলেন। ওই সময় রূপগঞ্জ পশুর হাট ইজারার দরপত্র আহ্বান করা হয়। এইচ এম সোহেল রানা পলাশ নামে এক ব্যক্তি সর্বোচ্চ ৬৫ হাজার ৫৫৫ টাকায় ওই হাটের ইজারা পান এবং তিনি দরপত্রের নিয়ম অনুযায়ী ৩৩ হাজার টাকা জমা দেন। পরে তিনি দরপত্র মূল্য দিতে অপারগতা প্রকাশ করে ইজারা থেকে অব্যাহতির আবেদন করেন এবং মেয়র হিসেবে সোহরাব হোসেন তা মঞ্জুর করেন। এরপর ইজারাদাতাকে তাঁর জমা করা টাকা ফেরত দেওয়া হয়। একই সঙ্গে নতুন করে ইজারা আহ্বান না করে সবাইকে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই হাট তিন বছর ধরে খাস দেখিয়ে এক লাখ ৯৬ হাজার টাকা আদায় করেন এবং সব অর্থ আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী বিশ্বাস ২০০৮ সালের ৭ আগস্ট আটজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ বিচারক প্রত্যেক আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা টাকা, জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলার ১৭৮টি পূজামন্ডপে এ অনুদান বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেনর সভাপতিত্বে উক্ত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক ও সকল পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটিকে কার্যক্রম পরিচালনা থেকে কেন বিরত রাখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে এই আদেশের ফলে বিসিবির এজিএম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

মঙ্গলবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার এই রুল জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। বিসিবির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালত থেকে বের হয়ে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, কার্যনির্বাহী কমিটির বিষয়ে রুল জারি করেছেন আদালত। তবে রুল দিলেও এজিএম হতে বাধা নেই।

গত ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে আইনি নোটিশ পাঠানো হয়।

মামলার বাদী স্থপতি মোবাশ্বের হোসেনের দাবি, রায় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের কোনো বৈধতা নেই সাধারণ সভা ঘোষণা করার। তারপরও তা করায় সাধারণ সভা ও বিশেষ সভাসহ বোর্ডের সব কার্যক্রম বন্ধের জন্য বিসিবি, বিসিবি সভাপতিসহ সাত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বরাবর তিনি এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বিসিবিকে বার্ষিক ও বিশেষ সভা আয়োজনের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে। একইসঙ্গে বর্তমান বোর্ড সভাপতি ও পরিচালনা পর্ষদকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। আইনি নোটিশ পাওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হলো, সেটি তিন দিনের মধ্যে না জানালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

নোটিশের জবাব না পাওয়ায় এজিএমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক। হাইকোর্টে করা রিটের শুনানি গতকাল শেষ হয়েছে। পরে এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করে আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য ম্যাচটি দুই দেশের জন্যই ছিল মহাগুরুত্বপূর্ণ। টানা দুই জয়ে শিরোপার সুবাস পেতে থাকা বাংলাদেশের সামনে এদিন প্রতিপক্ষ ছিল নেপাল। জিতলেই শিরোপার আরও একধাপ কাছে চলে যেত বাংলাদেশ। রেস থেকে ছিটকে যেত নেপাল। এমন সমীকরণের ম্যাচে নেপালের কাছে হেরে বসেছে বাংলাদেশের যুবারা। কঠিন করে তুলেছে শিরোপার স্বপ্ন।

সোমবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজদের বিপক্ষে ১-২ গোলে জয় পেয়েছে নেপালিরা। তবে হারলেও কাগজে-কলমে শিরোপা জয়ের সুযোগ থাকছে এখনও। সেক্ষেত্রে ভুটানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত ফাইনাল হয়ে গেল। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও। ২৭ তারিখে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ।

নেপালের ম্যাচ শেষে এখন ৬ পয়েন্ট সংগ্রহ চারটি দলের। শীর্ষস্থান থেকে বাংলাদেশ নেমে গেছে তৃতীয় স্থানে। নেপাল দ্বিতীয় ও চতুর্থ ভুটান। দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারানো ভারত গোল পার্থক্যে শীর্ষে। কাগজে-কলমে তাই বাংলাদেশ, ভারত ও নেপাল— তিন দেশের সামনেই থাকছে শিরোপার সম্ভাবনা।

থিম্পুতে ম্যাচের ২২ মিনিটেই লিড নেয় নেপাল। গোল করেন অভিষেক রিজাল। সমতা ফেরাতে খুব একটা সময় নেয়নি জাফর-আল আমিনরা। ৩০ মিনিটেই গোল শোধ করে দেয় বাংলাদেশ। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান মোহাম্মদ আল-আমিন। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধে গোল পায়নি কোনও দলই।

সমতায় থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমানতালে আক্রমণ করতে থাকে দুদল। একাধিকবার গোলের কাছে গিয়েও ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য মিলছিল না। কিন্তু ম্যাচের ৫৩ মিনিটে বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ লাল-কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ধাক্কা খায় লাল-সবুজরা। পরে দশ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশের জালে দ্বিতীয়বার বল জড়িয়ে দেয় নেপাল।

খেলার তখন মিনিট দশেক বাকি। ম্যাচ ধীরে ধীরে যাচ্ছিল ড্রয়ের দিকে। সে সময়ই কাজের কাজ করে ফেলে নেপালিরা। ৮০ মিনিটে দ্বিতীয়বার লিড নিয়ে ফেলে তারা। বাকি সময়ের অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিতের মাটি কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. ফজলুর রহমান, শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক, সহ-সম্পাদক মো. মজিব হোসেন নান্নু, কার্যকরী সদস্য কাজী আমিরুল হক আহাদ, মিশন আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ ও ডা. শেখ আব্দুস সামাদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাশ্মীর সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এক বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা সোমবার সিনহুয়াকে এ কথা জানায়।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর সিটির ১১৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে উড়ি শহরের সীমান্তবর্তী বন এলাকা কলঘে গ্রামে ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে ওই তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানান পুলিশের এক মুখপাত্র। তিনি বলেন, বন্দুকযুদ্ধ রোববার সকালে শুরু হয়ে রাত পর্যন্ত চলে।
পুলিশ জানায়, ওই এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest