সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালন

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, বাংলাদেশি বংশোদ্ভূত আটক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরিজা মেকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে আটক করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাইমুর জাকারিয়া রহমানকে (২০)। আজ বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

দ্য গার্ডিয়ান বলছে, অভিযোগ আছে, লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বোমা ও ছুরি মেরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার ছক এঁকেছিলেন নাইমুর।

এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মাদ আকিব ইমরানকে (২১) সহযোগিতা করার অভিযোগও উঠেছে নাইমুরের বিরুদ্ধে। ইমরান জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে যুক্তরাজ্য ছাড়তে চেয়েছিল। উভয়কেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করা হয়েছে।

গত ২৮ নভেম্বর নাইমুর ও ইমরানকে আটক করে পুলিশ। পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাফিজুর রহমান মাসুমকে বঙ্গবন্ধু সৈনিকলীগের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের পক্ষ থেকে দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরার জনপ্রিয়তম অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পত্রিকা অফিসে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী(সুমন), সহ-সভাপতি আমজাদ হোসেন শোভন, সাধারণ সম্পাদক এড. তৌহিদুর রহমান শাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, সাংগঠনিক সম্পাদক শেখ শাহীনুল ইসলাম(শাহীন), সহ-সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান বকুল, দপ্তর সম্পাদক সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, অর্থ সম্পাদক শেখ রফিকুল ইসলাম খোকন, অর্থ সহ সম্পাদক তাহিয়াতুল হক মুকুল, ক্রীড়া সম্পাদক এস এম আসাদুজ্জামান লিটু, কার্যকরী সদস্য আরিফুজ্জামান রাসেল, শাহিনুর রহমান শাহীন, ২নং কুশখালী ইউনিয়ন আ’লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মহসীন কবির জোনাকী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্র মৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের গৌরবোজ্জল বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সভাপতি প্রণয় সরকার। জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক দেবাশিস সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল জলিল মোড়ল, শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বিশ্বনাথ কয়াল, জেলা ছাত্রমৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দেবাশিষ মন্ডল, জেলা ছাত্রমৈত্রীর সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পলাশ দাশ, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, জেলা ছাত্রমৈত্রীর বতর্মান সম্পাদক মন্ডলীর সদস্য সাকিব মোড়ল, আনন্দ সরকার, ব্রজগোপাল সরকার, বেলাল হোসেন, হেলাল খান। এছাড়াও উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রমৈত্রীর নেতারা কুষ্ঠিয়ায় ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। এর আগে শহীদ জুবায়ের চৌধুরী রীমুর স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ইয়াবা ও গাঁজাসহ দু’জন আটক

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ ২ মাদক সেবী ও ববসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের দূর্গাপুরে মাদক বিক্রির সময় স্পটে হানা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি সদরের মাদক সেবী ও ব্যবসায়ী তফিল উদ্দিন সরদারের পুত্র সাইফুল ইসলাম (৪৪) ও অজিয়ার সরদারের পুত্র সাবেক ইউপি সদস্য রেহেনা ইসলামের স্বামী নূর ইসলাম (৪৫) কে হাতেনাতে আটক করেন। পুলিশ তাদের দেহ তল্লাসি করে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজা উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে আশাশুনি থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) টেবিল (৭)/ক, ৯(ক)/২৫ ধারায় মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আখড়াখোলায় পানিতে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সদর উপজেলার আখড়াখোলায় পানিতে ডুবে হাবিবা সুলতানা (১৭) নামের এক কলেজ ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। সে ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা গ্রামের আবু বকর ছিদ্দিকের বড় মেয়ে। সে ঝাউডাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বুধববার দুপুর সাড়ে ১২টায় বাড়ির পাশের বেত্রাবতী নদীতে গোসল করতে করতে পানিতে ডুবে সে মারা যায়। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, প্রতিদিনের ন্যায় কলেজ থেকে ফিরে হাবিবা সুলতানা নদীতে গোসল করার জন্য পানিতে ডুব দেয়। পানিতে ডুব দেওয়ার অনেকক্ষণ পরও তাকে উঠতে না দেখে নদীতে জাল দিয়ে মাছ ধরতে থাকা স্থানীয়রা তার চাচা ও বাবাকে খবর দেয়। পানিতে নেমে তারা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। স্থানীয় এক ডাক্তারকে তাৎক্ষণিকভাবে দেখে মৃত বলে ঘোষণা করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাসে কোহলির ভারত

ইতিহাসে কোহলির ভারত

কর্তৃক Daily Satkhira

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কে? প্রশ্নের উত্তরে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম বলতে পারেন আপনি। তবে পরিসংখ্যান বলছে, দেশটির ইতিহাসে বিরাট কোহলির মতো সফল অধিনায়ক আর একজনও নেই। দেশকে এ পর্যন্ত ৩২টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তাতে ২০টিতেই জিতেছে ভারত। কমপক্ষে পাঁচটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন এমন ক্রিকেটারের মধ্যে কোহলির সাফল্যের হার সবচেয়ে বেশি।

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে হারিয়েছে বিরাট কোহলির দল। এ নিয়ে টানা নয়টি সিরিজ জিতল ভারত। ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বেশি সংখ্যক টানা সিরিজ জয়ের রেকর্ড নেই। আজ অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে বসল কোহলির দল। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা নয়টি টেস্ট সিরিজ জিতেছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডও টানা নয়টি টেস্ট সিরিজ জিতেছে। সেটি ১৮৮৪-৯২ পর্যন্ত। এই সময়ের মধ্যে সাতটি অ্যাশেজ ও দক্ষিণ আফ্রিকাকে দুটি সিরিজে হারায় ইংল্যান্ড।

২০১৪ সালের ডিসেম্বরে কোহলি অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচটাই হারে ভারত। এর পরের বছর শ্রীলঙ্কা সফরেও হারে কোহলির দল। তবে এরপরই যেন জয়ের নেশা টেপে ধরে কোহলিকে। সেই সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নিয়ে শুরুটা করেন তিনি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতে ভারত।

একটা দিক দিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ভারত। ইংল্যান্ড যে নয়টি সিরিজ জিতেছিল, সেখানে ম্যাচ ছিল ২৩টি। পন্টিংয়ের অস্ট্রেলিয়া যে নয়টি সিরিজ জেতে সেখানে ২৬টি ম্যাচ ছিল তবে কোহলির দল নয়টি সিরিজ জিততে খেলেছে ৩০টি টেস্ট।

আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত। এই সিরিজটা জিতলে টানা দশটি সিরিজ জিতে ইতিহাস তৈরি করবে কোহলি দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপনি বঙ্গবন্ধুর মেয়ে-বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া

হ্যালো সোফিয়া, কেমন আছ?

—ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি ভালো আছি। আমি গর্বিত। আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়া দারুণ ব্যাপার।

এই কথোপকথন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচিত রোবট সোফিয়ার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর এবারের আয়োজনের বড় আকর্ষণ এই যন্ত্রমানবী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন। বক্তৃতা পর্ব শেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের সমন্বয়ে গড়া রোবট সোফিয়ার সঙ্গে কথোপকথনের মাধ্যমে ট্যাব চেপে তিনি মেলার উদ্বোধন করেন।

পরের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে আসা সোফিয়ার কাছে জানতে চান, ‘তুমি আমাকে কীভাবে চিনলে?’ জবাবে বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া এই রোবট বলে, ‘আমি জানি, আপনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আপনি মাদার অব হিউম্যানিটি। আপনার নাতনির নামও সোফিয়া।’ প্রধানমন্ত্রী তখন উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, জয়ের (প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়) মেয়ের নাম সোফিয়া।’ হলুদ-সাদা রঙের জামদানির পোশাক পরা সোফিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর ইংরেজিতে কথোপকথন চলে।

যার আদলে সোফিয়াকে বানানো হয়েছে সেই বিখ্যাত হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নও বাংলাদেশে এসেছিলেন। ১৯৮৯ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশে এসে প্রায় এক সপ্তাহ ছিলেন।বাসসের খবরে বলা হয়েছে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এবং বাংলাদেশ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও বিজয় সফটওয়্যারের প্রবক্তা মোস্তাফা জব্বার। আইসিটি মন্ত্রণালয়ের সচিব সুবীর কিশোর চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, কম্পিউটার খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

কয়েকটি আইটি সংগঠনের সহযোগিতায় আইসিটি বিভাগ ও বেসিস ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর আয়োজন করেছে। চার দিনব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘রেডি ফর টুমরো’। ৯ ডিসেম্বর পর্যন্ত মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে কোনো টিকিট লাগবে না, তবে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। মেলা প্রাঙ্গণেও নিবন্ধন করার সুযোগ থাকছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউনেস্কোর স্বীকৃতি পেল বাংলাদেশের শীতলপাটি

বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী শীতলপাটির বয়নশিল্প ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য ২০১৭ তে (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটি) তালিকায় ঠাঁই পেয়েছে।

আজ বুধবার ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণের জন্য আন্তঃরাষ্ট্রীয় কমিটি শীতলপাটির বয়নপদ্ধতির স্বীকৃতির ঘোষণা দিয়েছে।

সিলেটের ঐহিত্যবাহী শীতলপাটির আকার-আকৃতিতে ও নকশায় রয়েছে বৈচিত্র্য। পাখি, ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা, মসজিদ, চাঁদ, তারা, পৌরাণিক কাহিনীচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, শাপলা, পদ্ম; কী নেই? সুযোগ আছে প্রিয়জনের নাম লেখার।

বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন শীতলপাটি। মুর্তা বা বেতগাছের বেতি থেকে বিশেষ বুননকৌশলে শিল্পরূপ ধারণ করে এই লোকশিল্পটি।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ জাতীয় জাদুঘর ২০১৬ খ্রিষ্টাব্দে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে ইউনেস্কোর Intergovernmental Committee for the Safeguarding of the Intangible Cultural Heritage এর ১২তম অধিবেশনে বিশ্বের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য (The Intangible Cultural Heritage of Humanity) হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য প্রস্তাবনা উত্থাপন করে।

সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনী, বরিশাল, ঝালকাঠি, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, টাঙ্গাইল ও নেত্রকোনায় এই গাছ পাওয়া গেলেও এই পাটির বেশির ভাগ শিল্পীই বৃহত্তম সিলেট বিভাগের বালাগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের। সিলেট অঞ্চলের এই পাটির শতবর্ষী ঐতিহ্য রয়েছে। এখানকার এক শ গ্রামের প্রায় চার হাজার পরিবার এই কারুশিল্পের সঙ্গে জড়িত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest