সর্বশেষ সংবাদ-
সংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধনআমরা গদির দখলের রাজনীতি করি না-দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেকদেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালাশ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালাসাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক মালিকের কাছে হস্তান্তর সাতক্ষীরায় র‌্যাবের হাতের সাত মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসাতক্ষীরায় রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী : থানায় সাধারণ ডায়েরিসাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সদর উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন ঘোষ। বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী, নির্বাচন কমিশনার বিভূতিরঞ্জন ও শফি উদ্দিন। এছাড়া নয়া কমিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি আমানউল্যাহ, সুকৃতি রায়, কৃষ্ণানন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মন্ডল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. নজিবুল ইসলাম, কার্যকরী সদস্য বিএম সামছুল হক, অরূপ সাহা, হরি সাধন ঘোষ, এবাদুল হক, আতাউর রহমান, হালদার সহদেব কুমার, ফজলুর রহমান, ভোলানাথ চক্রবর্তীসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে শিক্ষকরাই জাতি গড়ার সৈনিক। শিক্ষকরা আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সোনার দেশ গড়তে নিরলসভাবে কাজ করেন। দেশ প্রেমিক সুনাগরিক বিজ্ঞান মনস্ক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের ভাগ্যোন্নয়ন ছাড়া মধ্যম আয়ের দেশ কল্পনা করা অসম্ভব বলে মন্তব্য করে বক্তারা আরো বলেন, শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। সে দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়ভিত্তিক সকল আন্দোলন সংগ্রামে স্থির প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির গৌরবময় অতীত ঐতিহ্যকে স্মরণ করে বক্তারা বলেন, ভাষা সৈনিক শেখ আমান উল্যাহ সারা দেশের শিক্ষকদের ভাগ্যোন্নয়নে সুমহান ব্রত নিয়ে এই সংগঠন গড়েছিলেন। বক্তারা ব্যর্থতার গ্লানি ভুলে নতুন উদ্দীপনায় শিক্ষক কর্মচারীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নয়া কমিটির দপ্তর সম্পাদক নজিবুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ছাত্রলীগের কমিটি দেয়ায় জেলা আওয়ামীলীগের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক হিসাবে সৈয়দ সাদিকুর রহমান ও যুগ্ম-সম্পাদক হিসাবে আসিফ সাবাজ খানকে মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি, সাবেক এমপি একে ফজলুল হক, আবুল খায়ের, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, এড. এস এম হায়দার, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, কৃষি সম্পাদক সরদার মুজিব, তথ্যগবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস, শিক্ষা সম্পাদক শফিউল আযম লেলিন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিল্প বাণিজ্য সম্পাদক আলহাজ্ব আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ- দপ্তর সম্পাদক জে এম ফাত্তাহ, উপ-প্রচার সম্পাদক অধ্যাপক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রমুখ। অনুরূপ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স ম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলার সভাপতি এ বিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলার সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদস্য এড. শাহানাজ পারভীন মিলি, মমতাজুন নাহার ঝর্না, কোহিনুর ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা. মিজানুর রহমান, ডা.মুনসুর আহমেদ, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম নাদিরা আলী ও সাধারণ সম্পাদিকা রেবেকা পারভীন রিক্তা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি শ্রীউলায় শিক্ষকের বিদায় সংবর্ধনা

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমিনুল ইসলাম বুলুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠতি হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রাক্তন শিক্ষক আলহাজ্ব জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতুয়াডাঙ্গা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শীতলপুর সর: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মিনানুর নাহার, ভগিরথ বাছাড়, দিপংকার কুমার, জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, শ্যামল কুমার, সালমা পারভীন, ফারজানা ইয়াসমিন সহ এলাকার অবসরপ্রাপ্ত সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি পূর্বপাড়ায় দুই শিশুসন্তানসহ মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হন।

নিহতরা হলো, তারাকান্দি পূর্বপাড়ার মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার (২৮), ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)।

আজ শনিবার সকাল সাতটার দিকে মবিন (২৬) নামে এক কলেজ ছাত্র ঘটনাটি ঘটিয়েছে। সে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মবিনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। সে তারাকান্দি পূর্বপাড়া গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোশারফ হোসেন ও মবিনের পিতা প্রবাসী আলম সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে তাদের মাঝে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সে এই তিন খুনের ঘটনা ঘটিয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজনকে হত্যা করে পালিয়ে যাবার সময় এলাকাবাসীকে মবিনকে আটক করে।
পরে তাকে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।

অন্যদিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ শনিবার। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। সারাদেশে জাতীয়ভাবে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্টপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শুক্রবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। উদ্বোধন শেষে বাদ মাগরিব ওয়াজ করেন তেজগাঁওস্থ মদীনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।

ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর’১৭ পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল। দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ এ মাহফিলে বয়ান করবেন। এছাড়া বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় ৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মহানবী (সা.) জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মিলনায়তনে বাদ আসর অনুষ্ঠিতব্য সেমিনার রেকর্ডিং করে বাংলাদেশ বেতারের এফ এম ১০৬ মেগাহার্টজে প্রতিদিন রাত সোয়া ১০টায় প্রচার করা হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় বাদ জোহর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাতিজার হাত ধরে চাচি উধাও!

টমটমচালক ভাতিজার হাত ধরে এবার উধাও হয়েছেন এক চাচি। দুই সন্তানের জননী চাচির বয়স ৩৩ বছর। অন্যদিকে ভাতিজা মো. ইলিয়াছের বয়স ২২।

গত সপ্তাহে সিরাজগঞ্জে ফুফুকে নিয়ে ভাতিজা উধাও হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামে এই ঘটনা ঘটল। স্বামীর জমানো টাকা-পয়সা নিয়ে ভাতিজার হাত ধরে চাচির নিরুদ্দেশ হওয়ার বিষয়টি দুর্গম পানছড়িতে চায়ের টেবিলে ঝড় তুলেছে।

জানা গেছে, পানছড়ির আইয়ুব নগর গ্রামের আবদুল বারেকের ছেলে শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে মাটিরাঙ্গার মেয়েকে বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।

প্রায় এক যুগ ধরে শাহাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে স্বামী শাহাদাত হোসেনের আপন বড় ভাই দেলোয়ার হোসেনের ছেলে টমটমচালক ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

এরপর বুধবার রাত ১২টার দিকে ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
বন্ধ রয়েছে তাদের দুইজনের মোবাইল নম্বর। ছেলের এমন ঘটনায় ভেঙে পড়েছেন ইলিয়াছের বাবা কৃষক দেলোয়ার হোসেন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রামে কর্মরত স্বামী শাহাদাত হোসেন বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আমিরুল বশর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১০

চীনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনে শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর রাত ৪টার দিকে তিয়ানজিনের হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের সাজসজ্জার সরঞ্জাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বসুন্দরীর বলেও ছক্কা পেটালেন বিরাট

‘আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদের আপনি কী দিতে চান?’ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশ্ন করেছিলেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। এক বাক্যের প্রশ্নের উত্তরে অনেক উত্তর দিয়েছেন বিরাট। স্বভাবতই তাতে মুগ্ধ ভারতের নতুন মিস ওয়ার্ল্ড।

সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাটের হাত থেকে সংবর্ধনা নেন মানুষী। সেখানেই প্রশ্নটি করেন। বিরাট উত্তরে বলেন, মানুষ যদি বুঝতে পারে তুমি ভান করছ তা হলে তারা আর তোমার কাছে আসবে না। আমি কখনওই কারও মতো হতে চাইনি, সব সময়ই নিজের মতো হতে চেয়েছি। আমাকে নিয়ে মানুষের বিভিন্ন অভিযোগ ছিল, সমস্যা ছিল। কিন্তু আমার ছিল না। যখন মনে করেছি বদলানো প্রয়োজন, আমি তখনই বদলেছি।

বিরাট আরও বলেন, মাঠে নেমে কোনও প্রত্যাশা থাকে না, শুধু নিজের কাজটাই করি।
আমার কাছে জীবনের আনন্দ মানে, বলকে ভাল করে দেখে ব্যাটের মাঝ বরাবর সেটাকে মারো। সব সময় মাঠে গিয়ে রান করা বা উইকেট নেওয়ার ক্ষমতা থাকে না। আমরা শুধু কঠোর পরিশ্রম করতে পারি এবং নিজেদের প্রতি সৎ হতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest