সর্বশেষ সংবাদ-
তারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ৯৪ হাজার মুক্তিযোদ্ধাকে আমরা আড়াই লক্ষ করেছি বলেই মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পান না আলিপুরে জামায়াতের নির্বাচনী পথ সভাআমাকে নমিনি করার পরে নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে: কাজী আলাউদ্দীনদেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধনসাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা : উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিসাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালা

কালিগঞ্জে কৈশোরকালীন যৌন ও প্রজনন শীর্ষক গোলটেবিল বৈঠক

কালিগঞ্জ ব্যুরো : কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুজন উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিতে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দি-হাঙ্গার প্রজেক্টের উজ্জীবক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, দি-হাঙ্গার প্রজেক্টের ডুমুরিয়া উপজেলা সমন্বয়কারী পলাশ মজুনদার, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন, ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলু, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিক, সংরক্ষিত ইউপি সদস্য লাইলি পারভীন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ২৩ শতাংশ কিশোর-কিশোরী ১০-১৯ বছর বয়েসে মধ্যে প্রজনন ক্ষমতায় প্রবেশ করছেন। এই সময় স্বাস্থ্য সেবার পাশাপাশি তাদের প্রজনন সেবারও প্রয়োজন রয়েছে। বয়:সন্ধিকালে আকর্ষিক শরীর ও মানষিক পরিবর্তনের ফলে কিশোর-কিশোরীদের মনের মধ্যে নানা ধরণের প্রশ্নের জম্ম দেয়। অথচ বাংলাদেশের সংস্কৃতিতে প্রজনন ইন্স্যুটি এতোই স্পর্শকাতর যে এ সম্পর্কে আলোচনার বিষয়কে লজ্জার ব্যাপার বলে মনে করেন অনেকেই। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে সুস্থভাবে বেড়ে ওঠা, বয়:সন্ধিকালে যতœ, পরিবার পরিকল্পনার পদ্ধতি নির্বাচন, স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্কসহ সিদ্ধান্ত হীনতায় কারণে স্বাস্থ্যসেবাটি সম্পর্কে আমরা অনেকেই জানিনা। ফলে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই জীবনের এসব গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা চর্চা এখনো গড়ে ওঠেনি। এই গুরুত্বপূর্ন বিষয়টিকে সচেতন করার জন্য সরকারি বে-সরকারি পর্যায়ে নানা উদ্যোগ থাকলেও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে এখনো খোলামেলা আলোচনার পরিবেশ তৈরী হয়নি। প্রজনন শব্দের অর্থ বংশবৃদ্ধি, প্রজনন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে বংশ বিস্তার হয় এবং মানুষ, প্রাণী ও প্রকৃতি তাদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জানুয়ারিতে অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় উন্নয়ন মেলা-২০১৮ আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমাউন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, বিআরটি সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী তানভীর ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

সাতক্ষীরায় উন্নয়ন মেলা-২০১৮ আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয় তিনদিন ব্যাপি এ মেলা চলবে। আগামী ০৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি উন্নয়ন মেলা চলবে। আগামী ০৯ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং তিন দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মেলায় সরকারিভাবে স্টল থাকবে ৯০টি ও বেসরকারিভাবে স্টল থাকবে ৫৭টি। তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার মানুষের মাথা বদল!

অঙ্গ বদল এখন আর বিজ্ঞানের নতুন বিষয় নয়। কিডনি, যকৃত ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গের প্রতিস্থাপনে মরণাপন্ন রোগীদের সুস্থ হয়ে ওঠার আখ্যান মাঝেমধ্যেই সামনে আসে। কিন্তু তাই বলে মাথা বদল? এমন অসম্ভবকেই এবার সম্ভব করে ফেলেছে বিজ্ঞান। দাবি করলেন ইতালির অধ্যাপক সার্জিও ক্যানাভারো।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তুরিন অ্যাডভান্সড নিউরোমডিলিউশন গ্রুপের প্রধান অধ্যাপক সার্জিও ক্যানাভারো একজন বিতর্কিত ব্যক্তিত্ব। গত বছরই তিনি একটি বাঁদরের মাথা প্রতিস্থাপনে সফল হয়েছিলেন।

এবার তাঁর দাবি মানুষের মাথা প্রতিস্থাপনেও তিনি সফল হয়েছেন। চীনের চিকিৎসক জিওয়াওপিং রেনের নেতৃত্বে একটি দল এই সফল অস্ত্রোপচার করেছে।

ক্যানাভারো জানিয়েছেন, ‘এরপরের পদক্ষেপ হবে মস্তিষ্কের মৃত্যু হওয়া একজন মানুষের মাথা প্রতিস্থাপন।

সেই কাজে সাফল্য এলে এই গবেষণা পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন ক্যানাভারো। তবে বিতর্কিত এই মানুষটির দাবি আদৌ সত্যি কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা তিনি এই অস্ত্রোপচারের সপক্ষে কোনও মজবুত প্রমাণ প্রদর্শন করতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ

কলারোয়া প্রতিনিধি : সোমবার দুপুরে কলারোয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে ফুলেল মালা,এ শুভেচ্ছা জানালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুরজ্জামান তুহিন সেচ্ছাসেবক লীগের আহবায়ক, আশিকুর রহমান মুন্না,যুবলীগের সহ-সভাপতি মাসুমুজ্জামান মাসুম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তরুন ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল। এ সময় উপস্থিত ছিলেন-সাবেক ছাত্রলীগের সভাপতি মোস্তফিজুর রহমান মোস্তাক, সহ.সভাপতি শুভ, এসএম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস, সহ-সভাপতি তুষার, শুভ, মারুফ হোসেন জনি, যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, ইলিয়াস হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকী জনি, অর্থ সম্পাদক রিপন, ছাত্রলীগ নেতা মাহফুজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মল্লিক, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট, বর্তমান সভাপতি ফাহিম, সহ.সভাপতি হৃদয়, ছাত্রলীগ নেতা রেজওয়ান জামিল, কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপ্পি, সাধারণ সম্পাদক সুমন,ছাত্রলীগের নেতা আকাশ কুশোডাঙ্গা ছাত্রলীগের সভাপতি হাসান, আমানুল্লাহ কলেজ ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুন্না, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ, ফরিদউজ্জামান খান, মাসুম রাজিব, অন্তিক, টিপু, সোহাগ হোসেন, মুজাহিদুল ইসলাম মুজাহিদ, আবুল কাশেম, রফিকুল টুটুল, শাহীন, নয়ন, মাহফুজ, ফরহাদ, রিপন, মামুন, জাহিদ, অমিত, আকাশসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তরের মেয়র প্রার্থী নিয়ে গুঞ্জন

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে এরইমধ্যে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়ে গেছে। কে হচ্ছেন নতুন মেয়র, কে শেষ করবেন প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো, সেসব নিয়ে আলোচনা এখন গলির মোড়ে চায়ের দোকান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে।

দলীয় প্রার্থী চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ; চলছে নানামুখী তদবির। এ নিয়ে প্রকাশ্যে কেউ এখনি মন্তব্য না করলেও ঘুরে ফিরে আসছে কয়েকটি নাম।

এ উপনির্বাচনকে বিএনপি আগামী সংসদ নির্বাচনের আগে একটি ট্রাম্পকার্ড হিসেবে দেখছে। এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচনের আগে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের পাশাপাশি সাংগঠনিক ঐক্যও পরীক্ষা করে দেখতে চায় দলটি। এই উপনির্বাচনের ফলাফল একাদশ জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে এমনটাই মনে করছে দলটির নীতি নির্ধারণী পর্যায়। তাই এখানে শক্তিশালী প্রার্থী দেওয়ার পাশাপাশি দলের সকল উইং ব্যবহার করে ফলাফল নিজেদের ঘরে তুলতে চায় দলটি।

আর এক্ষেত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম উঠে এসেছে আলোচনায়। তবে তিনি নির্বাচনে না এলে তার পুত্র তাবিথ আউয়াল সম্ভাব্য প্রার্থীদের দৌড়ে শীর্ষে রয়েছেন। বিষয়টি নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।

অন্যদিকে সরকারের শেষ সময়ে এ উপনির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারাও এমন কাউকে প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইছেন যিনি জনপ্রিয়তা ও ভোটব্যাংকের ভিত্তিতে সবার থেকে এগিয়ে। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় প্রথমেই উঠে আসছে প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নাম। এছাড়া আনিসুল হকের একমাত্র ছেলে নাভিদুল হকও রয়েছেন এ আলোচনায়। তবে মেয়র পরিবারের বাইরেও কয়েকজনের নাম ঘুরেফিরে আলোচনায় আসছে।

আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি একেএম রহমতুল্লাহ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি ও ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরী এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নামও প্রার্থী বাছাইয়ে দলের পছন্দের তালিকায় রয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বিশাল ভোটারগোষ্ঠী ও ওই অঞ্চলের রাজনীতিতে প্রভাব থাকার কারণে আলাউদ্দিন আহমেদ নাসিমের নাম আলোচনায় উঠে আসছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়া থেকে ফিরলেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা।

ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য হওয়ায় আগামী ফেব্রুয়ারির মধ্যে উপনির্বাচনের উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৯০ দিনের মধ্যেই ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে তারা। মেয়র পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন হাতে পেলেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন চিত্রনায়ক সাকিব খান

ডেস্ক রিপোর্ট : ঢাকাই চলচ্চিত্রের বিখ্যাত নায়ক সাকিব খান তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্স এর চিঠি পাঠিয়েছেন। সাকিব খানে ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সম্প্রতি হঠাৎ করেই গণমাধ্যমে এসে সাকিবের সাথে নিজের বিয়ের খবর প্রকাশ করেন অপু বিশ্বাস। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরে সাকিব বিয়ে এবং সন্তানের কথা স্বীকার করেন। এরপর থেকে বিষয়টি সকলের সামনে আসে। নতুন প্রজম্মের চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে সাকিব ও অপুর মধ্যে টানাপোড়েন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয়: হাইকোর্ট

‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে রবিবার আইনজীবী ড. বশির আহমেদ সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। সোমবার প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

গত ২০ নভেম্বর আরেকটি রিটের বিষয়ে এই আদালত বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান ছিল সবার, সব শ্রেণি-পেশার মানুষের। কিন্তু এখন ‘জয় বাংলা’ বললে সবাই বলে রাজনৈতিক। ‘

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ, জাতীয় জাদুঘর স্থাপন ও দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল।

আদালত বলেন, জয় বাংলা স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। যার ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিম কেন খাবেন

শিম কেন খাবেন

কর্তৃক Daily Satkhira

স্বাস্থ্য ও জীবন : শিম শীতকালীন সবজি হিসেবে পরিচিত। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল। যারা সরাসরি প্রোটিন খান না অর্থাৎ মাছ, মাংস খাওয়া হয় না, তাদের জন্য শিমের বিচি শরীরে প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে। যাদের আমিষ খাওয়ায় সীমাবদ্ধতা আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। শিম পরিপাকের জন্য খুব ভালো। এ ছাড়া শরীর ঠান্ডা রাখে। শিমে ক্যালোরির পরিমাণও বেশ কম। বড় আকারের শিম রুচিকর। এছাড়া বাতব্যথা, ক্ষুধা ও মুখের স্বাদ বাড়ায় এ সবজিটি।
কোনো কিছু কামড়ালে শিমপাতার রস দিনে দুবার করে তিন দিন করে লাগালে আরাম পাওয়া যায়। শিমের মধ্যে থাকা খনিজ চুল পড়া রোধ করে। এ ছাড়া চুলের স্বাস্থ্য সুরক্ষায়ও ভূমিকা রাখে।
নিয়মিত শিম ত্বকে মাখলে উজ্জ্বল ও নরম থাকে ত্বক। চর্মরোগও উধাও হয়। শিমের পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শিম কোলন ক্যানসার প্রতিরোধেও কার্যকর। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য আক্রান্তদের জন্যও উপকারী সবজি।
যে জ্বরে জিভে চটচটে একটি প্রলেপ পড়ে থাকে, মাঝে মাঝে ঝিমুনি, অরুচি অথচ পিপাসা থাকে, আবার মাঝে মধ্যে শীত শীত করে। এ অবস্থায় শিমের বীজ বালিতে ভেজে, খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিতে হয় এবং সে গুঁড়ো ৫০০ মিলিগ্রাম মাত্রায় এক কাপ গরম পানিতে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিনে ৩-৪ বার করে কয়েক দিন খেতে হয়।
নাক দিয়ে রক্ত পড়া হলো সাময়িক ও ঊর্ধ্বগত রক্তপি-ের লক্ষণ। এ সময় গোটা শিমের বিচি গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম মাত্রায় ঠান্ডা পানিতে দিয়ে সকাল ও বিকেলে খেতে হয়। তাতে এ রোগ সেরে যায়। আমিষের ঘাটতি হলে শিম ও শিমের বিচি খেলে তা পূরণ হয়।
প্রচ- ঠান্ডায় কান ও গলা ফুলে গেলে এবং তাতে জ্বালা-যন্ত্রণা করলে শিম পাতার রসের সাথে সামান্য লবণ মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায়। এতে চুন মিশিয়ে প্রলেপ দিলে আরো বেশি ফল মেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest