সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ায় পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) এ আদেশ জারি করা হলো।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম জানান, ‘আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করে আমরা বিজি প্রেসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে এটি গেজেট আকারে প্রকাশিত হবে।’

নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ইতোমধ্যে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যু সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মেয়র আনিসুল হক গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ইউস্টনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। শনিবার সকালে বাংলাদেশ বিমানযোগে তার মরদেহ ঢাকায় আনা হয়। পরে বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ কোটি না দিলে এমপি শওকতের জামিন বাতিল

দুই মাসের মধ্যে ৫ কোটি টাকা না দিলে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. শওকত চৌধুরীর জামিন বাতিল হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এ বিষয়ে জারি করা রুল শুনানি শেষে গত ২২ অক্টোবর ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ঋণদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা না দিলে এমপি মো. শওকত চৌধুরীর জামিন বাতিল হবে বলে আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলেন শওকত চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাঁদা তুলে শিয়ালের মাংসে পিকনিক!

পিকনিক বা চড়ইভাতি বহুকাল ধরেই চলে আসছে। সমবয়সীরা মিলে পিকনিক করবে এটা নিশ্চিত আনন্দদায়ক। তবে শিয়াল মেরে ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করে আলোচনায় এসেছে টাঙ্গাইলের বাসাইলের একদল যুবক।

শিয়ালকে কলাকেটে হত্যা করে ওই যুবকরা শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে পিকনিকের আয়োজন করে।

উপজেলার সোনালিয়া গ্রামের কয়েকজন যুবক দুপুরে দৌড়িয়ে একটি শিয়াল আটক করে। শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়, এমন ধারণা থেকেই তারা শিয়ালটিকে গলাকেটে হত্যা করে খাওয়ার আয়োজন করে।

শিয়ালের মাংস খাওয়ার জন্য অনান্য মসলা কেনার উদ্দেশ্যে প্রতিজনের কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা তোলা হয়। শিয়ালের মাংস রান্না হয় স্থানীয় বারেক আলীর বাড়িতে। আয়োজনের খবর পেয়ে স্থানীয় ২৫/৩০ জন যুবক ছাড়াও বেশ কয়েকজন বয়স্ক শিয়ালের মাংস খেতে ওই পিকনিকে অংশ নেয়।

মনির নামে এক যুবক বলেন, দুপুরে শিয়ালটি ধরা হয়। ছোট বেলা থেকেই শুনে আসছি মুরুব্বিরা বললেন- শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়। তাই আমরা নিজেদের মধ্যে কিছু চাঁদা তোলে এটি রান্না করে খেয়েছি। মাংসের স্বাদ মোটামুটি ভালই।

বাবুর্চির দায়িত্ব অংশ নেয়া খলিল নামে এক যুবক বলেন, অনেক উৎসাহ নিয়েই শিয়াল রান্না করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাওলি দাম আর দেবের বিয়ে আজ

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ের গুঞ্জন; তবে দিনক্ষণ নিয়ে জটিলতা ছিল। এবার সেই তারিখটাও মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সোমবার পাওলি দামের বিয়ে। সকাল সাড়ে দশটায় শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠান।

গুয়াহাটির ছেলে ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পাওলি জানান, ভালোবাসার মানুষকে বিয়ে করছেন তিনি। অর্জুনের সঙ্গে তার প্রথম দেখা হয় ইতালিতে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ প্রেমের পর এবার বিয়ের কাজটি সারতে যাচ্ছেন।

এদিকে গত শনিবার পাওলির লেক গার্ডেনের বাসায় মেহেদি অনুষ্ঠানে শুধু তার আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। পাওলি জানান, বিয়ের অনুষ্ঠানে টালিগঞ্জের তারকা, শিল্পী আর কলাকুশলীদের প্রায় সবাইকে দাওয়াত করা হয়েছে। সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে গভীর রাত পর্যন্ত।

এদিকে পাওলির ভাই মৈনাক দাম জানিয়েছেন, বিয়েতে একেবারে ট্র্যাডিশনাল সাজে সাজবেন পাওলি। বিয়ের পর ৬ ডিসেম্বর স্বামীর সঙ্গে পাওলি যাচ্ছেন গুয়াহাটি। ৮ ডিসেম্বর অর্জুনদের বাসায় ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর ১০ ডিসেম্বর গুয়াহাটিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌরজগতের শেষ প্রান্তে সমুদ্রের সন্ধান, এলিয়েনের অস্তিত্বের সম্ভাবনা

এলিয়েন নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘ দিন ধরে এ নিয়ে গবেষণাও চলছে। আর তারই জের ধরে নাসার এক অভূতপূর্ব আবিষ্কার এলিয়েনের অস্তিত্বের সম্ভাবনা আরও খানিকটা বাড়িয়ে দিল। আমাদের সৌরজগতের মধ্যেই সমুদ্র লুকিয়ে থাকার আভাস পেলেন বিজ্ঞানীরা।

‘ডেইলি মেইল’ এ প্রকাশিত খবর অনুযায়ী, নেপচুনের কক্ষপথের বাইরে এক অজানা বস্তু রয়েছে। এখানকার তাপমাত্রা অত্যন্ত কম। মাইনাস ২০০ ডিগ্রিতে নেমে যায় তাপমাত্রা। সেখানে অত ঠাণ্ডায় তরল পানি থাকার সম্ভাবনা খুবই কম। তবে, বরফের স্তরের নিচে সমুদ্র লুকিয়ে রয়েছে, এমনই আভাস পাওয়া গেছে। নাসার গবেষকেরা মনে করছেন, যা ভাবা হয়েছিল, তার থেকে বেশি সময় ধরে ওইসব জায়গায় পানি থাকা সম্ভব।

এ ব্যাপারে নাসার গবেষণা ইঙ্গিত দিচ্ছে, চাঁদের আকর্ষণের ফলে তৈরি হওয়া উত্তাপে সমুদ্র লুকিয়ে থাকতে পারে বহুদিন ধরে।
বিশাল বরফের চাঁইয়ের তলায় সেই সমুদ্র রয়েছে বলেই মনে করা হচ্ছে। নেপচুন আর প্লুটোর বাইরে অর্থাৎ সৌরজগতের শেষ প্রান্তে রয়েছে সেই সমুদ্র।

এদিকে নাসার বিজ্ঞানী প্রবাল সাক্সেনা জানিয়েছেন, ওই বস্তুটি জল ও প্রাণের ধারক বলে মনে করা হচ্ছে। যদি আমাদের গবেষণা সত্যি প্রমাণিত হয় তাহলে প্রাণ থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। দীর্ঘদিন ধরেই ভিনগ্রহে চলছে প্রাণের খোঁজ। এবার আরও একবার সেই গবেষণা প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার দিকে একধাপ এগোল বলেই মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটের স্বপ্ন ভেঙে শেষ চারে মাশরাফীর রংপুর

ম্যাচ ছিল খুলনার বিপক্ষে রংপুরের। সঙ্গে হিসাব-নিকাশের সঙ্গী ছিল সিলেট সিক্সার্স। কারণ এই ম্যাচে রংপুর হেরে গেলেই পরের পর্বে খেলার সম্ভাবনা বেঁচে থাকতো সিলেটের। সেই ম্যাচটি ১৯ রানে জিতে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠে গেছে মাশরাফীর রংপুর রাইডার্স। আগেই শেষ চার নিশ্চিত করা খুলনাকে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে।

সমান (১১টি) ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম সিলেট। নিজেদের শেষ ম্যাচে তারা জিতলে ১১ হবে। তাতেও তাদের পরের রাউন্ডে খেলা হচ্ছে না। পরের পর্বের অন্য দুটি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। দুই নম্বরে থাকা ঢাকার পয়েন্টও ১৩। তবে তারা ম্যাচ খেলেছে একটি বেশি। প্রথম রাউন্ডে প্রতিটি দল ১২টি করে ম্যাচ খেলবে।

রোববার মিরপুরে আগে ব্যাট করে ১৪৭ রানের পুঁজি গড়ে রংপুর। মোহাম্মদ মিঠুন শেষ ওভারে শফিউলকে তিন ছক্কা মেরে লড়াইয়ের সংগ্রহ এনে দেন দলকে। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানে থামে খুলনা।

খুলনার শুরুটা ভালোই হয়। শান্ত জীবন পাওয়ার পর দলকে ৬০ রান পর্যন্ত নিয়ে যান। নিজে ফেরেন ১৮ বলে ২০ করে। এরপর ক্লিঞ্চার ৪৫ বলে ৪৪ করে দলকে লড়াইয়ে রাখেন। চারটি চার এবং একটি ছয়ের মারের সাহায্যে এই রান করেন তিনি। চট্টগ্রামে এক ম্যাচে অর্ধশতক (৫৪) পাওয়া আফিফ হোসেন এদিন ৮ রানে ফেরেন। গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক রিয়াদ (৬) নাহিদুলের বলে বোল্ড হলে কিছুটা বিপাকে পড়ে খুলনা।

শেষ দিকে ক্যারিবীয় তরুণ আর্চার ১১ বলে ১৯ করে খুলনার জয়ের সম্ভাবনা সৃষ্টি করেন। কিন্তু সতীর্থর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রানআউট হয়ে যান। তিনি ফিরে গেলেই মূলত পুরোপুরি ব্যাকফুটে চলে যায় খুলনা।

দুই ওভারে চার রান খরচায় দুই উইকেট নিয়ে রংপুরের সফল বোলার বোপারা। একটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, নাহিদুল, নাজমুল ইসলাম এবং উদানা। মাশরাফী উইকেট না পেলেও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। চার ওভারে ২১ রান দেন।

প্রথম ইনিংসে রংপুরকে লড়াইয়ের স্কোর গড়ে দেন ম্যাচসেরা মিঠুন। ৩৫ বলে চার ছক্কা ও দুই চারে ৫০ রান করে অপরাজিত থাকেন। টি-টুয়েন্টিতে এটিই এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রথম ফিফটি। দুই বাউন্ডারিতে ১১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

গেইল-ম্যাককালাম জুটি সেভাবে জ্বলে উঠতে পারছিল না বিপিএলের শুরু থেকেই। আগের ম্যাচ থেকে ম্যাককালামকে তিনে নামিয়ে জিয়াউর রহমানকে করা হয় গেইলের সঙ্গী। সেই ম্যাচের মতো এবারও ব্যর্থ হওয়ায় শুরুর জুটি পায়নি রংপুর। ৮ রান করে জিয়া ফিরে যান আবু জায়েদকে উইকেট দিয়ে। ম্যাককালামও পারলেন না ইনিংস বড় করতে। ১১ বলে ১৫ রান করেই ফিরে যান এই কিউই ব্যাটসম্যান।

আগের দুই ম্যাচে রান না পাওয়া গেইল ব্যাটে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে থেমে যান ৩৮ করে। ২৭ বলের ইনিংসটিতে চারটি চার ও দুটি ছক্কা।

খুলনার পেসার জফরা আরচার নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন শফিউল, আবু জায়েদ রাহি, ব্র্যাথওয়েট ও বিপিএলে অভিষিক্ত পাকিস্তানি লেগস্পিনার মোহাম্মদ ইরফান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিউইদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস পরাজয়

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হলো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। যার ফলে এক ইনিংস ও ৬৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

তৃতীয় দিন ২১৪ রানে দুই উইকেট হারিয়ে দিন শেষ করলে ভালো কিছুর সম্ভাবনা জাগিয়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১৭২ রানে পিছিয়ে থাকা ক্যারিবীয়ানরা চতুর্থ দিন বাকি আট উইকেটে মাত্র ১০৫ রান যোগ করতে পারে। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ম্যাট হেনরি। দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিল। জবাবে কিউইরা ৫২০ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে সাত উইকেট সহ মোট নয় উইকেট পাওয়া ওয়াগনার ম্যাচ সেরা হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪ মাসের শিশুকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে নিগ্রহ মা-বাবার!

আমাদের চারপাশ যখন শিশুদের ওপরে যৌন নিগ্রহে উত্তাল, তখনই পৃথিবীর অন্য প্রান্ত থেকে উড়ে এল আর এক নজিরবিহীন শিশু নিগ্রহের খবর। তবে এবার আর কোন বাইরের লোক নয়, চার মাসের শিশুটির ওপরে অমানুষিক নিগ্রহের দায়ে অভিযুক্ত শিশুটিরই বাবা-মা।

জানা গেছে, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেটের বাসিন্দা ডেরিক বয়েস স্লেজাক ও তার স্ত্রী মিকালাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তারা তাদের চার মাসের শিশুসন্তানকে একটি মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে কিছুক্ষণ তা চালু রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

ডেরিক ও মিকালা, দু’জনেরই বয়স ২২। তারা তাদের চার মাস বয়সের শিশুপুত্রকে নিয়ে হাজির হয় এক হাসপাতালে। শিশুটির মুখে লাল দাগ দেখে সন্দেহ হয় সেখানকার ডাক্তারদের। এই দম্পতি জানায়, শিশুটির শরীরে কোনও অ্যালার্জি বেরিয়েছে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে বুঝতে পারেন, এগুলো কোনও অ্যালার্জি নয়, এগুলো সেকেন্ড ডিগ্রি বার্ন ইনজুরি।

এরপর সেই দম্পতিকে জেরা করতেই বেরিয়ে আসে আসল সত্য। তারা জানায়, এক টিভি কমার্সিয়ালে এমন এক দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে তারা শিশুটিকে মাইক্রেওয়েভের ভেতরে কিছুক্ষণ রেখে দিয়েছিল।
আপাতত ডেরিক ও মিকালার ঠিকানা সেন্ট ফ্রাঁসোয়া কাউন্টি জেলে হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest