সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বুধহাটা করিম সুপার মার্কেটস্থ আশাশুনি রিপোটার্স ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান ময়না, দপ্তর সম্পাদক এম এম নূর আলম, নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমিন হোসেন ছোট্টু ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকা পরিবেশক মোঃ রেজাদুল ইসলাম। সভায় আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বিজয় দিবস পালন, বার্ষিক বনভোজন ও নতুন বছরের ক্যালেন্ডার তৈরী সহ ক্লাবের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিবন্ধীদের সঠিক তদারকি করলে তারাও দেশের জন্য অবদান রাখতে পারে – নূর আহম্মেদ মাছুম

কালিগঞ্জ ব্যুরো : প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারও দেশের কল্যানকর অবদান রাখতে পারে। প্রতিবন্ধীদের অবহেলার চোখে নয়, সমাজ ও দেশের উন্নয়নে ভাল ভাল কাজ করছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ব্যাপারে অধিক আন্তরিক ও সহযোগিতার হাত প্রসারিত করছে। সমাজের বৃত্তশালিরাদের ও প্রতিবন্ধীদের সহয়তায় এগিয়ে আসতে হবে। শনিবার সকাল ১০টায় সরকার স্বীকৃত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের আয়োজনে র‌্যালিউত্তর আলোচনা সভায় এ কথা বলেন। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আগম্মেদ মাছুম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রতিবন্ধী স্কুলের পরিচালক আজহারুল ইসলাম, সমাজসেবা অফিস সহকারী আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, এমজেএফ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যলি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিএইচডি করেও তিনি সাধারণ কৃষক!

সবার একটি স্বপ্ন বা নির্দিষ্ট কিছু করার ইচ্ছা থাকে। শিক্ষা শেষে কোনো বড় কোম্পানিতে চাকরি অথবা নিজেই কোনো বড় কোম্পানি খুলে বসার একটি প্রয়াস থাকে। কিন্তু এরকম কি কেউ ভাবে পিএইচডি করে আমি একজন সাধারণ কৃষক হবো! আমরা হলে হয়তো ভাবতাম, এতো পড়াশুনা করে কৃষক, অসম্ভব।

কিন্তু এমন ধারণাকেই সত্যি করেছেন চীনের শি ইয়ান। শি ইয়ান চীনের টিশিংঘুয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। কিন্তু পিএইচডি করে তিনি কোনো বড় কোম্পানি অফিসে যাননি বরং তিনি তার স্নাতক পাশ সহকর্মীদের থেকে ভিন্নভাবে জীবনযাপন করছেন।
শি ইয়ান বেইজিংয়ে নিজের কৃষিকাজ প্রতিষ্ঠা করে, সেখানে একজন সাধারণ কৃষক হিসাবে কাজ করেন। এই কোম্পানি একটি নতুন ব্যবসা মডেলের অধীনে কাজ করে যেখানে প্রযোজকরা সরাসরি গ্রাহকের সঙ্গে সংযুক্ত থাকেন।প্রায় ২ হাজার পরিবার এই কোম্পানির কাছ থেকে তাদের পণ্য অর্ডার করেছে এবং ৭০০ এরও বেশি সদস্য সদস্য হয়েছেন। তারা ফল এবং সবজি, দুগ্ধজাত দ্রব্য বা মাংসের একটি সাপ্তাহিক বিতরণ পেয়ে থাকেন। এদিকে, শি ইয়ান এবং তার স্বামীর বর্তমান মাসিক আয় ৮ লাখ ইউয়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্তর জ্বলছে পরীর

অন্তর জ্বলছে পরীর

কর্তৃক Daily Satkhira

জ্বলছে। আগামী কয়েকদিন আরও জ্বলবে। এ জ্বালা দর্শকরা আরও ত্বরান্বিত করতে পারেন। তারা ইচ্ছা করলে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, আবার তারাই জল ঢেলে নিভিয়ে দিতে পারেন। বলছি, মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ ছবির কথা। পরীমণি ও জায়েদ খান অভিনীত এ ছবিটি বড় পর্দায় উঠবে আগামী ১৫ ডিসেম্বর। মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘অন্তরজ্বালা’। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে ছবিটি ঘিরে। এ বছর বেশ কয়েকটি ছবি সাফল্যের শীর্ষ বিন্দু ছুঁয়েছে। আর কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই বছরের শেষে ফিল্মপাড়ার লোকজনও মুখিয়ে আছেন এ ছবিটির দিকে।

অন্যদিকে, ছবিটির অভিনেত্রী পরীমণিরও যেন তর সইছে না। অপেক্ষার প্রহর গুনছেন কখন মুক্তি পাবে  ছবিটি। কারণ এতে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন বলে তিনি জানালেন। পরীমণি বলেন, সত্যি সত্যি আমার অন্তর জ্বলছে। অপেক্ষায় আছি কখন বড় পর্দায় উঠবে।বাকিটা না হয় দর্শকরাই বিচার করবেন।

এদিকে, মুক্তির আগেই রেকর্ডসংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে ছবিটি। অন্তরজ্বালা ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করেছেন পরিচালক নিজেই। মালেক আফসারী জানান, এই হল সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে, ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন জায়েদ খান। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে জুটিবদ্ধ হয়েছেন তারা। তাই এই ছবিটি জায়েদ-পরী রসায়নের ‘এসিড টেস্ট’ বলে মনে করছেন কেউ কেউ। অপেক্ষা করছেন দর্শকরা এ জুটিকে কীভাবে গ্রহণ করেন। এখন দেখার পালা সত্যি সত্যি তারা অভিনয় দিয়ে দর্শকহৃদয়ে কতটা আগুন জ্বালাতে পারেন?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশ হওয়ায় অশাশুনিতে নগ্ননৃত্য ও জুয়ার আসর বন্ধ

আশাশুনি ব্যুরো : বিশ্বব্যাপী সাতক্ষীরার সবেচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পর ও আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম এর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো আশাশুনি উপজেলার খাজরায় অনুষ্ঠিত নগ্ন নৃত্য ও রমরমা জুয়ার আসর।
বিগত কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের অন্তরালে এবং সুস্থ্য ধারার সামাজিক অনুষ্ঠানের নাম করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে উপজেলার খাজরায় অশ্লীল নগ্ন নৃত্য ও রমরমা জুয়ার আসর চলে আসছিলো। এর ফলে এলাকার ছাত্র ও উঠতি বয়সী যুবকরা এসবের প্রতি আসক্ত হয়ে পড়ায় নৈতিক অবক্ষয় সহ সামাজিক শৃংঙ্খলা বিঘ্নিত হচ্ছিলো। এলাকার সচেতন মহল বিরোধিতা করেও এ অবৈধ্য কর্মকাণ্ড বন্ধ করতে পারছিলেন না। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ডেইলি সাতক্ষীরায় জুয়া ও নগ্ন নৃত্য বন্ধে সংবাদ প্রকাশ হয়। অবশেষে এলাকার অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এ অবৈধ্য কর্মকান্ড বন্দ করতে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের দ্বারস্থ হন। শনিবার অভিভাবকদের অভিযোগ পেয়ে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম বিষয়টি আমলে নিয়ে অবৈধ্য কর্মকান্ড বন্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার খাজরা বাজারস্থ চর ভরাট বালির মাঠ থেকে শনিবার রাতেই নগ্ন নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে ফেলা হয়।

এব্যাপারে জানতে চাইলে, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএমডি মোস্তাকিম জানান, ডেইলি সাতক্ষীরা ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা দেখে এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলার খাজরায় অনুষ্ঠিত অবৈধ্য কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করি এবং এর ফলে শনিবার রাত থেকেই সেটি বন্ধ হয়ে যায়। এলাকাবাসী এ প্রতিবেককে জানান বরিবার সকালে মাঠটি খালি পড়ে থাকতে দেখা গেছে। তারা আরও বলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এমন তড়িৎ ব্যবস্থা নেওয়ায় এলাকার সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কারাগার থেকে মুক্তির পর ঠিকানা খুঁজে পেলো বরকতী ও রাশিদা

এস এম, আহম্মাদ উল্যাহ : বরকতী বিবি, বাবার নাম কালা হাফেজা বয়স আনুমানিক (৪৫) ঠিকানা অজ্ঞাত। অপরজন রাশিদা, বাবার নাম আলিম, বয়স আনুমানিক (৫৫) ঠিকানা অজ্ঞাত। এসব হয়তো তাদের সঠিক নাম নয়। যে কোন ভাবে পুলিশের খাতায় বা বিচারের নথীতে লেখা পড়েছে এসব নাম। রোববার দুপুরে তারা সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাদের কাছে ছিল একটি করে বস্তা। বস্তার ভিতরে রয়েছে কতক আসামির রেখে যাওয়া ভালবাসার নতুন বা পুরাতন বস্ত্র। কারা কর্তৃপক্ষের কাছে তারা দু’জনেই বুদ্ধি প্রতিবন্ধি। দীর্ঘকাল কারাভোগ করার পর বাইরে আসতে পেরে তারা যার পর নেই খুশী চোখে মুখে স্বতির ছাপ। এরপর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে বসবাসের ঠিকানা করে দেওয়ার খবরে তারা ফিরে পেয়েছেন নতুন জীবন। সাতক্ষীরা কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩১ মে সাতক্ষীরার তালা থানার একটি শিশু অপহরণ মামলায় (জিআর-১২৬/২০০৫) পুলিশ বরকতী ও রাশিদাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। এ সময় তারা তাদের নাম ও ঠিকানা সঠিক করে বলতে পারেনি। পরবর্তীতে পুলিশ ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৭ সালের ২৮ জুন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। বিচারক ওই দু’ নারীর হাজতবাসের সময়কাল সাজার সঙ্গে যুক্ত করেননি। এরপর থেকে তারা কয়েদী হিসেবে সাতক্ষীরা কারাগারে ছিলেন। কালিগঞ্জের চম্পাফুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট জানান, তার ইউনিয়নের দু’জন বুদ্ধি প্রতিবন্ধি একটি মামলায় দীর্ঘদিন জেল খানায় রয়েছে বলে এক মাস আগে তাকে অবহিত করেন জেলার তুহিন কান্তি খাঁন। তারা নিজেদের নাম ঠিকানা বলতে পারেন না। তাই তাদেরকে একবার দেখতে আসার জন্য তাকে বলা হয়। দু’দিন পর তিনি তার ইউনিয়নের ট্যাক্স আদায়কারি অম্মত আলী সরদারকে নিয়ে কারাফটকে আসেন। তাদেরকে তারা চিনতে পারেননি। কিন্তু এ দু’জনকে কোন উপায়ে পূর্ণবাসন করা যায় কিনা এ জন্য জেলার তার কাছে সহযোগিতা চান। কারা সুপার-ইন-টেনডেণ্ট আবু জাহেদ ও জেলার তুহিন কান্তি খান জানান, তারা চলে গেলে এদের মুক্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। মুক্তি পেলেও তাদের ঠিকানা মিলবে না। এনামুল হোসেন ছোট বলেন, কারা কর্তৃপক্ষের কথা শুনে তিনি ওই দু’ নারীকে পূর্ণবাসনের দায়িত্ব দেন। কথা বলেন তার পরিষদের নারী ও পুরুষ সদস্যদের সঙ্গে। একপর্যায়ে রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনিসহ সংরক্ষিত নারী সদস্য সেলিনা খাতুন, ইউপি সদস্য শহীদুল ইসলাম, বাবুল আক্তার, কবীর হোসেন, ট্যাক্স আদায়কারি অম্মত আলী সরদার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ কে সাথে নিয়ে সাতক্ষীরা কারা ফটকে আসেন। সেখানে তিনি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার ইউনিয়নের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের থাকার জন্য বরেয়ার গুচ্ছগ্রামের দু’টি ঘরসহ স্যানিটেশন ব্যবস্থা ও কমপক্ষে একটি বছরের খাওয়া-পরার ব্যবস্থা নিশ্চিত করে সেখানে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে কারা ফটকের মধ্যে তাদেরকে দু’টি নতুন শাড়ি পরানো হয়। যদিও দীর্ঘ কারাবাসের সময় শালোয়ার কামিজ পরার পর কাপড় পরার অভ্যাসটা তাদের কাছে নতুন বলে মনে হচ্ছিল। সেখানে তাদেরকে তত্ত্বাবধায়নের জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবকিছুর মধ্য দিয়ে তাদেরকে নিজ ঠিকানা পাইয়ে দেওয়ার জন্য সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হচ্ছে। এদিকে রোববার বিকেল সাড়ে চারটার দিকে বরেয়া গুচ্ছগ্রাম থেকে পাওয়া খাবরে জানা গেছে, বরকতী ও রাশিদাকে গুচ্ছগ্রামের বাসিন্দারাই তাদের রান্না খাবার খাইয়েছেন। সকলের সঙ্গে মিশতে পেরে তারা মহা খুশী। গুচ্ছগ্রামকে তারা নিজের বাড়ি হিসেবে মেনে নিয়েছে। এরপরও স্বজনদের না পাওয়ার বেদনা তাদের চোখে মুখে ফুঁটে উঠেছে। তবে কয়েকজন মানবাধিকার কর্মী জানান, ২০০৫ সালে বরকতী ও রাশিদা ভবঘুরে জীবনযাপনের সময় একটি বাচ্চাকে আদর করার সময় তাদেরকে ছেলে ধরা হিসেবে মারপিট করে পুলিশে দেওয়া হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি যথাযথ দায়িত্ব পালন করতেন তাহলে ওই দু’ বুদ্ধি প্রতিবন্ধির দীর্ঘ সাড়ে ১২ বছর এভাবে কারাগারে কাটতো না। সাতক্ষীরা কারাগারের সুপার-ইন-টেনডেণ্ট আবু জাহেদ ও জেলর তুহিন কান্তি খান জানান, ১৪ বছর সাজার মধ্যে বরকতী ও রাশিদা প্রত্যেককে ৬২৭ দিন কারা আইন অনুযায়ি ছুটিসহ (রিয়াদ) ১২ বছর ছয় মাস এক দিন কারাভোগ করেছেন। বিচারের রায় ঘোষণার আগে তারা প্রায় দু’ বছর জেল হাজতে ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাদের প্রত্যেককে ১৪ বছর করে কারাদন্ড দিলেও হাজতীর মেয়াদ কারাদন্ডের সঙ্গে যুক্ত (কনগ্রেড) করার কথা উলে¬খ ছিল না। তবে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের এক আদেশে ফৌজদারি দন্ডবিধির ৩৫(এ) ধারায় কোন আসামীর সাজার মেয়াদ হাজতে থাকার কার্যকাল ও কয়েদী থাকার কার্যকাল স্বাভাবিক নিয়মেই একসঙ্গে যুক্ত হবে বলে উল্লে¬খ করায় রোববার বরকতী ও রাশিদাকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। দু’জন বুদ্ধি অথবা মানসিক প্রতিবন্ধি নারীকে একটি ঠিকানা খুঁজে দিতে পেরে তারা যথেষ্ট আনন্দিত। মুক্তির সময় ওই দু’ নারীকে এক হাজার করে টাকা দেওয়া হয়েছে। ওই দু’ নারী কালিগঞ্জের বরেয়া গুচ্ছগ্রামে কিভাবে থাকছে তা তারা প্রতিনিয়ত খোঁজ খবর রাখবেন। এ নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গেও তারা কথা বলবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে প্রতিবন্ধী স্কুলের জন্য এমপি জগলুল হায়দারের জমি দান

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তযোদ্ধা শহিদ সৃতিস্তম্ভে আলোচনা সভায় মিলিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মো. মোকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম জগলুল হায়দার এম পি। তিনি তার বক্তেব্যে বলেন, “প্রতিবন্ধী স্কুলের জন্য আমি এক বিঘা জমি দান করেছি। আজ তাহার রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান, শ্যামনগর প্রেসক্লাবের আহবায়ক গাজী সালাউদ্দীন বাপ্পিসহ গণ্যমানী ব্যক্তিবর্গ। আলোচনা শেষে প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্তর্জাতিক বিশ্বের সাথে সমন্বয় রেখে শিক্ষার মান উন্নয়ন করতে হবে-খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান

প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক বিশ্বের সাথে সমন্বয় রেখে শিক্ষার মান উন্নয়ন করতে হবে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা কর্তৃক প্রথম বারের মত খুলনাতে আয়োজিত দু’দিন (৩ ও ৪ ডিসেম্বর, ২০১৭) ব্যাপী আর্ন্তজাতিক শিক্ষা মেলা ২০১৭ এর উদ্বোধন কালে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন এ মেলার মাধ্যামে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ে সাথে পরিচিত হতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এইচ.এম. মনজুর মোরশেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ইব্রাহীম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রবিউল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ন্যানটং কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজি (চীন), ইউনিভাসিটি অব পাহাং (মালয়েশিয়া) এবং ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার (ইউকে) দিচ্ছে ১০০% সরকারি স্কলারশিপসহ অনার্স, মাস্টার্স, কলেজ ডিপ্লোমা ও এসোসিয়েট ডিগ্রি। এছাড়াও ৩ বছরের ডিগ্রি সম্পন্ন হওয়ার পরে, গ্র্যাজুয়েটসরা বিশেষ করে চীনে পাবেন কাজের নিশ্চিয়তা ও নাগরিকত্বের সুবিধা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest