সর্বশেষ সংবাদ-
পণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিনসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ছয় দিন, থানার সামনেই প্রকাশ্যে ঘুরছেন আসামিরাভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

জমির নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক : জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মাছখোলা ক্লাব মোড় এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন মাছখোলা গ্রামের লিয়াকত আলীর পুত্র মো: আব্দুল আলিম(২৮) ও তার স্ত্রী সাবিনা সুলতানা।

আহত সাবিনা সুলতানা জানান, বিগত ১৫ বছর পূর্বে পৈত্রিক সম্পত্তির পাশে মৃত হামেজ উদ্দীন সরদারেরপুত্র রজব আলীর কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করেন। কিন্তু জমির দখল নিতে গেলে রজব আলী ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তারা সদর থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে তাদের উক্ত জমি সীমানা নির্ধারণের নির্দেশ দেন। সে মোতাবেক শুক্রবার সকালে উক্ত জমিতে গিয়ে সিমানা নির্ধারণ করতে গেলে রজব আলী, তার স্ত্রী শুককুলি বিবি, সেজ কন্যা নাজমা খাতুন, মেজ কন্যা আসমাসহ কয়েকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় রজব আলী লোহার সাবল দিয়ে আব্দুল আলিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তারস্ত্রী সাবিনাকেও বেধড়ক মারপিট করে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল আলিমের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

তিনি আরো বলেন, জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে ইতোপূর্বেও ২ বার তাদের উপর হামলা করেছে রজব আলী ও তার পরিবারের সদস্যরা। এঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা

বিজয় ঘোষ : দেবহাটায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় পারুলিায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহিদের আতœার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় আরও বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নুর), সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ওলামালীগের সভাপতি সফিকুর রহমান (সেজ খোকন)। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এই নির্মম হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় চার নেতার স্মৃতি চারণ করে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটে পর্দা উঠছে বিপিএলের

রাজধানী ছাড়াও ঢাকার একটি পুরনো পরিচয় আছে। তাহলো, ‘মসজিদের শহর’। চট্টগ্রামকে ডাকা হয় বন্দরনগরী। চা বাগান আর ছোট ছোট টিলার অনুপম প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা সিলেটের অপর নাম ‘পুণ্য ভূমি।’

দুই প্রসিদ্ধ সুফি-সাধক হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) রয়েছেন এ শহরেই শায়িত। দেশ-বিদেশের অগণিত মানুষ ওই দুই মহাপুরুষের মাজার ও দরগায় ফাতেহা পাঠ এবং জিয়ারত করতে আসেন। যে উদ্দেশ্যেই সিলেটে আসুন না কেন, হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত না করে যান খুব কম সংখ্যক মানুষ।

এছাড়া ভ্রমণ পিয়াসি ও প্রকৃতিপ্রেমীরা সময় ও সুযোগ পেলেই চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে চলে আসেন সিলেটে।

সেই পুণ্য ভূমি সিলেটে এখন অন্যরকম প্রাণচাঞ্চল্য। শহরে একটা উৎসব-উৎসব আমেজ। শহরের প্রাণকেন্দ্র গুলোয় পা রাখতেই চোখে পড়বে বড় বড় তোরণ। স্কুল-কলেজে পড়া কিশোর, যুবা, তরুণ-তরুণীদের মাঝে একটা সাড়া পড়ে গেছে। সবাই ক্রিকেট উৎসব আর আনন্দে মাতোয়ারা। টিকিট পেতে ভোগান্তি, ব্যাংক না বিসিবি বুথ? এই করতে করতে নাভিঃশাষ ওঠার জোগাড়।

সঙ্গে কালোবাজারিদের দৌরাত্ম্য, ২০০ টাকা গ্যালারির টিকিট ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে দেদারছে। এ সব প্রাণ চাঞ্চল্য আর উৎসবের উপলক্ষ একটাই; বিপিএল। আগামীকাল শনিবার দুপুর দুটায় শুরু হয়ে যাবে চার-ছক্কার হৈ হৈ উৎসব, এ অঞ্চলের জনপ্রিয় ও সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর, বিপিএলের।

সবার জানা, বিপিএলের এটা পঞ্চম আসর; কিন্তু এবারের আসরে একটা নতুনত্ব আছে। তাহলো, রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের পর তৃতীয় শহরে বিপিএল। আগের চারবার শুধু ঢাকার শেরে বাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হয়েছে। এবার বিপিএল নগরি হলো সিলেট।

তৃতীয় শহরে খেলা গড়ানোর পাশাপাশি এবারের বিপিএলে আরও একটি নতুনের সংযোজন ঘটেছে। এই প্রথম বিপিএল শুরু হলো রাজধানী ঢাকার বাইরে। আরও একটি নতুন খবর আছে, এতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি খেলা দেখানো হতো। এবারের বিপিএল দেখা যাবে দুই টিভি চ্যানেল মাছরাঙ্গা ও গাজী টিভিতে।

আগের চারবারই শেরে বাংলায় পর্দা উঠেছে। এবার সে ধারা পাল্টে বিপিএল মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হঠাৎ কি এমন হলো যে, রাজধানী ঢাকা এমনকি চট্টগ্রামেরও বাইরে খেলা শুরু? প্রশ্ন অনেকের মনে। কারণ, একটাই। তবে কোন ক্রিকেটীয় ব্যাপার-স্যাপার নেই সেখানে।

কারণ হলো, ঢাকায় ঠিক এই সময় হবে কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান্সের কনফারেন্স। গত ১ নভেম্বর থেকে তা শুরুও হয়েছে। সেই কনফারেন্স উপলক্ষে কমনওয়েলথভুক্ত দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি এখন ঢাকায়। রাজধানীর সব পাঁচ তারকা হোটেলে সেই প্রতিনিধিদের পাশাপাশি বিপিএলের সাত দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়ালস এবং আয়োজক-ব্যবস্থাপকদের থাকার জায়গা সংকুলান হবে না। মূলতঃ এই কারণে এবার ঢাকায় শুরু হচ্ছে না বিপিএল।

সে কারণেই এবার সিলেট দিয়ে শুরু আসর। সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে চার কিলোমিটার দূরে, লাক্কাতুরা চা বাগানের ভিতরে মাঠ। বাংলাদেশের কোন ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে যার নির্মান শৈলির মিল নেই। গ্র্যান্ড স্ট্যান্ড, মিডিয়া ভবন- সব কিছুতেই একটা বৃটিশ স্থাপনার ছোঁয়া।

মূল গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদ শেরে বাংলা কিংবা জহুর আহমেদ চৌধুরী বা শেখ আবু নাসের স্টেডিয়ামের মত নয়। লাল টালির ছাদ। এ মাঠে কোন টেস্ট হয়নি। একদিনের খেলাও হয়নি। তবে ২০১৪ সালে বাংলাদেশে হওয়া বিশ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে।

কার্তিকের মাঝামাঝি, হেমন্তের আগমনী বার্তা বাতাসে। শীত না আসলেও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে রাজধানী ঢাকার তুলনায় দিনের বেলা গরমের মাত্রা বেশি সিলেটে। রাতে খানিক ঠান্ডা। সব মিলে চমৎকার সহনীয় আবহাওয়া।

শহরের কোলাহল থেকে একটু দুরে নাজিমগড় রিসোর্ট, আর শহরের প্রাণকেন্দ্রে রোজ ভিউ হোটেল এখন দেশ বিদেশের তারকা ক্রিকেটারদের সরব উপস্থিতিতে ঠাসা। ভারতের আইপিএলের মত বিপিএল শুরু থেকে সাড়া জাগিয়েছে।

তবে প্রথম দুই আসর ছিল অনিয়ম ও অব্যস্থাপনায় ভরা। ক্রিকেটারদের পারিশ্রমিক পেতে নাভিঃশ্বাস উঠতো। ফিক্সিং বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছিল দ্বিতীয় আসরে।

মোহাম্মদ আশরাফুলের ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা ২০১৩ সালের দ্বিতীয় আসরে। শতভাগ নিশ্চিদ্র আর সাজানো-গোছানো ও সু-ব্যবস্থাপনার ছাপ না আসলেও সময় গড়ানোর সাথে সাথে বিপিএলে ভুল-ক্রুটি কমতে শুরু করেছে। আগের চেয়ে ব্যবস্থাপনায়ও এসেছে দক্ষতার ছাপ।

ভারতের আইপিএলের মত অত বেশি সংখ্যার শীর্ষ ও বিশ্ব তারকার সমারোহ নেই। তারপরও বিপিএলেও ভারত, অস্ট্রেলিয়া ছাড়া সব টেস্ট খেলুড়ে দেশের নামি-দামি তারকার মিলন মেলা বসেছে। এবার তো একঝাঁক বিশ্ব তারকার অংশ নেয়ার কথা।

ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, কুমার সাঙ্গাকারা, আফ্রিদি, সুনিল নারিন আর মোহাম্মদ আমিরের মত তারকার দেখা মিলবে এবার। বিশ্বজোড়া টেস্ট ক্রিকেটের আবেদন কমেনি একটুও। টেস্ট এখনো ক্রিকেটের কুলিন ও আভিজাত্যের প্রতীক হয়েই রয়েছে। ওয়ানডের বাজার পড়েনি একটুও। বরং বেড়েছে। তবে হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘টি-টোয়েন্টি ক্রিকেট।’

হবার যথেষ্ঠ কারণও আছে। মাত্র ২০ ওভারের ম্যাচ; কিন্তু পরিপূর্ণ প্যাকেজ। চার-ছক্কার ফুলঝুড়ি। দর্শক বিনোদনের খোরাক ও রসদে পরিপূর্ণ। ধৈর্য্য ধরে, কাজ কর্ম ফেলে পাঁচ দিন খেলা দেখায় যাদের উৎসাহ কম, সৃষ্টি-সৃজনশীল ও শৈল্পিক ক্রিকেটের চেয়ে যারা চার-ছক্কার ফুলঝুৃড়ি ও রানের ফলগুধারা বেশি দেখতে পছন্দ করেন- তাদের প্রথম পছন্দ এখন টি-টোয়েন্টি ক্রিকেট।

৫০ ওভারের ম্যাচের দর্শকপ্রিয়তা আগের মত থাকলেও টি-টোয়েন্টির মজাই আলাদা। ক্রিকেটের প্রথাগত, ব্যাকরণসম্মত ব্যাটিং-বোলিং এখানে অনুপস্থিত। তার বদলে অনেকটাই ধুমধাড়াক্কা মার-মার কাট-কাট; কিন্তু খেলা দেখায় আছে অন্যরকমের আনন্দ।

তাই তো ভারতের আ্ইপিএল এখন বিশ্বের অত্যম আকর্ষণীয় ক্রিকেট আসর। আকার, আয়তন আর বাজার ও বাজেট হয়ত অতবড় নয়, তারপরও বাংলাদেশের বিপিএলও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কারণেই দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের চরম ব্যর্থতা ও ভরাডুবির পর বিপিএল দেখতে মুখিয়ে সবাই।

সিলেট পর্বের আয়ুষ্কাল মোট পাঁচ দিন। তবে খেলা হবে ৪ দিন। ৪ ও ৫ নভেম্বর দু’দিন টানা খেলার পর ৬ নভেম্বর বিশ্রাম। ৮ নভেম্বর রাতেই ইতি এ পর্বের। এরপর আবার দু’দিন বিরতি। ১১ নভেম্বর শুরু ঢাকা পর্ব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪ নভেম্বর। ২৯ ওই পর্ব শেষে শেষ রাউন্ড আবার শেরে বাংলায়। ১২ ডিসেম্বর ফাইনাল।

হবার যথেষ্ঠ কারণও আছে। মাত্র ২০ ওভারের ম্যাচ; কিন্তু পরিপূর্ণ প্যাকেজ। চার-ছক্কার ফুলঝুড়ি। দর্শক বিনোদনের খোরাক ও রসদে পরিপূর্ণ। ধৈর্য্য ধরে, কাজ কর্ম ফেলে পাঁচ দিন খেলা দেখায় যাদের উৎসাহ কম, সৃষ্টি-সৃজনশীল ও শৈল্পিক ক্রিকেটের চেয়ে যারা চার-ছক্কার ফুলঝুৃড়ি ও রানের ফলগুধারা বেশি দেখতে পছন্দ করেন- তাদের প্রথম পছন্দ এখন টি-টোয়েন্টি ক্রিকেট।

৫০ ওভারের ম্যাচের দর্শকপ্রিয়তা আগের মত থাকলেও টি-টোয়েন্টির মজাই আলাদা। ক্রিকেটের প্রথাগত, ব্যাকরণসম্মত ব্যাটিং-বোলিং এখানে অনুপস্থিত। তার বদলে অনেকটাই ধুমধাড়াক্কা মার-মার কাট-কাট; কিন্তু খেলা দেখায় আছে অন্যরকমের আনন্দ।

তাই তো ভারতের আ্ইপিএল এখন বিশ্বের অত্যম আকর্ষণীয় ক্রিকেট আসর। আকার, আয়তন আর বাজার ও বাজেট হয়ত অতবড় নয়, তারপরও বাংলাদেশের বিপিএলও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কারণেই দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের চরম ব্যর্থতা ও ভরাডুবির পর বিপিএল দেখতে মুখিয়ে সবাই।

সিলেট পর্বের আয়ুষ্কাল মোট পাঁচ দিন। তবে খেলা হবে ৪ দিন। ৪ ও ৫ নভেম্বর দু’দিন টানা খেলার পর ৬ নভেম্বর বিশ্রাম। ৮ নভেম্বর রাতেই ইতি এ পর্বের। এরপর আবার দু’দিন বিরতি। ১১ নভেম্বর শুরু ঢাকা পর্ব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪ নভেম্বর। ২৯ ওই পর্ব শেষে শেষ রাউন্ড আবার শেরে বাংলায়। ১২ ডিসেম্বর ফাইনাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে সন্ত্রাসী হামলার ‘বড় হুমকি’ দেখছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় ধরনের হুমকি আছে—এমন বার্তা দিয়ে এ দেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এই সতর্কবার্তা তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে সম্ভাব্য ওই সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা।
সতর্ক থাকার পরামর্শ দিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হতে পারে—এমন স্থানগুলো ভ্রমণের ক্ষেত্রে বিবেচনা করতে বলা হয়।

যদি অস্ট্রেলিয়ার কোনো নাগরিক বাংলাদেশ ভ্রমণে আসে, তবে তাকে দেওয়া ভ্রমণের সম্ভাব্য স্থান ও সেখানে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত থাকতে বলা হয়েছে। বলা হয়, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, আদালত, বিদেশি সরকারের স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও পুলিশের স্থাপনা, দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, বার, স্কুল, বিপণিবিতান, ব্যাংক, প্রেক্ষাগৃহ, গণপরিবহন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পর্যটন ও ঐতিহাসিক স্থান সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

সতর্কবার্তায় গত ২৪ মার্চে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী বোমা হামলা, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলাসহ ২০১৫ সালের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়। এ ছাড়া চিকুনগুনিয়া, বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের বিষয়েও সতর্ক করা হয়।

সূত্র: প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাজারে এখন মুরগির দামে সবজি!

বাজারে শীতের সবজি আসা শুরু হলেও কমেনি দাম। বরং বিভিন্ন অজুহাতে একটার পর একটা সবজির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতিকেজি নতুন আলু ১০০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর গাজর ১০০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গড়ে এই সবজিগুলোর কেজিপ্রতি দাম পড়ে প্রায় ১১৯ টাকা। কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০-১২৫ টাকা। সেই হিসাবে এক কেজি ব্রয়লার মুরগির দামের সমান এক কেজি সবজির দাম। অর্থাৎ ক্রেতাদের এখন মুরগির দামেই কিনতে হচ্ছে সবজি। শুক্রবার রাজধানীর হাতিরপুল ও কারওয়ান বাজারে গিয়ে সবজি আর মুরগির দামের এই চিত্র দেখা গেছে।

তবে বাজারে দামের এই চিত্র দেখা গেলেও মহল্লায় দেখা গেছে ভিন্ন চিত্র। প্রতিটি সবজির দাম প্রায় ১০-১৫ টাকা বেশি নিচ্ছে মহল্লার ভ্রাম্যমাণ বা ছোট দোকানিরা। অন্যান্য সবজির মধ্যে বেগুন কেজিপ্রতি ৭০-৮০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, চাল কুমড়া ৪০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা আর শশা, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কাকরোল ও কচুরমুখী-এ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে।

এছাড়া ছোট আকারের ফুলকপি প্রতিপিস ২০-২৫ টাকায়, বাঁধাকপি পিস ২৫-৩০ টাকা, লাউ ৪০-৫০ টাকা, লেবু প্রতি হালি ২০-৪০ টাকা। পালংশাক ও লালশাক ২০ টাকা আর পুঁইশাক ও লাউশাকের আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, দাম বেশি হওয়ায় অনেকে সবজির বদলে মুরগি কিনছেন। এমনই একজন মগবাজারের বাসিন্দা সেলিম হোসেন। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে মুরগি কিনতে এসে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। শীতকালীন নতুন সবজিগুলোর দাম তো ১০০ টাকার উপরে। প্রায় এক মাস ধরে সবজি কেনা কমিয়েছি। তুলনামূলক দাম কম থাকায় মুরগিই এখন ভরসা।

সবজির অস্বাভাবিক দাম বাড়ার সহজ উত্তর ব্যবসায়ীদের। চিরাচরিত অজুহাত দিয়ে তারা বলেন, বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে গেছে। বাজারে সরবরাহ কম। আগের তুলনায় পরিবহন ভাড়া বেশি। তাই সবজির দাম বাড়তি।

তিনি বলেন, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তা কি ভুলে গেছেন? সেসময় অনেক ফসল নষ্ট হয়েছে। আর রাস্তায় জাগায় জাগায় চাঁদা তো দেয়া লাগেই। দাম তো এসব কারণেই বাড়ে।

তবে কিছুটা স্বস্তি দেখা গেছে, মরিচ ও পেঁয়াজে। দাম কিছুটা কমে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৩ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় আর মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে চালের দামও কমেছে ১-২ টাকা। মোটা স্বর্ণা চাল প্রতি কেজি ৪৪-৪৫ টাকা, পারিজা চাল ৪৩-৪৪ টাকা, মিনিকেট ৫৮-৬০ টাকা, বিআর-২৮ ৪৮-৫০ টাকা, নাজিরশাইল ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংসদের শপথ কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তোষিকে কাইফু : জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনার উপায় প্রবন্ধে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যদের উপস্থিতে এক সেমিনার আনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর শুক্রবার দুপুর ২ টায় ৩০ মিনিটে সংসদ সদস্যদের জনসংখ্যার উন্নয়ন সমিতি বাংলাদেশ এবং বাংলাদেশ এসোসিয়েশন অব পার্লামেন্টেরেনিয়াস অন পপুলেশন ডেভেলপমেন্ট এর পক্ষে এস পি সি পি ডি এর সভায় নারীর ক্ষমতায়নে দেশের সাফল্যর ইতিহাসে, বাল্য বিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনার উপায় প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। তিনি বলেন- বর্তমান নারীর ক্ষমতায়নে দেশের সাফল্যের ইতিহাস, বাল্য বিবাহ প্রতিরোধ, ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। তাছাড়া মাতৃ মৃত্যুহার কমিয়ে এনে দেশের যুবকেরা এখন অর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদরে প্রধান চিপ হুইফ আ স ম ফিরোজ উপস্থিত থেকে থেকে উক্ত সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় অন্যান্য দেশের সংসদ সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, জেনি এমপি (অস্ট্রোলিয়া), নরমালা আব্দুস সামাদ এমপি (মালয়েশিয়া), এনজেলা এমপি (সাউথ আফ্রিকা), সামান্তা জেন এসক্রামান্তা এমপি (জিবরান্ট্রাল)। এবং বাংলাদেশের মহিলা সংসদ সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, মহিলা চিপ হুইপ মাহবুব আরা গিনি এমপি, ওয়াসেফা আয়েশা খান এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাবিনা আক্তার তুহিন এমপি, কাজী রোজী এমপি, রওশনারা মান্নান এমপি, নূরে হাসান লিলি এমপি, নাভানা আক্তার এমপি, সেলিনা বেগম এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, নূরজাহান বেগম এমপি, ফজিলাতুন্নেসা ইন্দ্রেরা এমপি এবং আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া ও ফরিদা পারভিন, যুগ্ম সচিব খোদেজা আক্তার খানম, ডিজি শাহানা আক্তার, এস পি সি পি ডি এর প্রকল্প পরিচালক কামাল বিল্লাহ, উপ-পরিচালক আব্দুর রহিম ভূইয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জে জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধে বিধবা ম‌হিলা গুরতর অসুস্থ, আটক ২

ভ্রাম্যমাণ প্র‌তি‌নি‌ধি, কা‌লিগঞ্জঃ কা‌লিগঞ্জ উপ‌জেলার রতনপুর ইউনিয়‌নের কা‌শিশ্বরপুর গ্রা‌মে জ‌মিজমা সংক্রান্ত বি‌রোধে বৌদী‌কে আঘাত করায় ভারতীয় নাগ‌রিক দেবর ও ননদ‌কে আটক করে‌ছে পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন রতনপুর ইউনিয়‌নের কা‌শিশ্বরপুর গ্রা‌মের মৃত অশ্বিন বসা‌কের ছে‌লে ও মে‌য়ে বর্তমান ভারতীয় নাগরিক অমল বসাক (৬০) ও তার বোন গ‌ৌরি রায় (৫৫)। আহত ম‌হিলা হ‌লেন কা‌শিশ্বরপুর গ্রা‌মের মৃত বিমল বাস‌কের স্ত্রী অঞ্জলি বাসক (৫৮)। স‌রেজ‌মি‌নে জানা যায় শুক্রুবার বিকাল ৫ টার দি‌কে জ‌মিজমা সংক্রান্ত বিষয় নি‌য়ে অঞ্জ‌লি ও দেবর অমল বসা‌কের সা‌থে বাক বিতন্ডতা শুরু হয়। এক পর্যা‌য়ে অঞ্জলি রাগ‌ন্নিত হ‌য়ে দেবরের বু‌কে ধাক্কা মা‌রে সা‌থে সা‌থে দেবর অমল পাল্টা ধাক্কা দি‌য়ে বৌ‌াদি‌কে তা‌দের উঠা‌নে ফে‌লে দেয়। সা‌থে সা‌থে জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে অঞ্জলি। এসময় প্রত্যক্ষ দর্শীরা তা‌কে উদ্ধার ক‌রে স্থা‌নিয় গ্রাম্য ডাক্তার তরুণ কুমার ঘোষকে খবর দেয় ডাক্তার ‌রুগীর অবস্থার খারাপ দে‌খে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্্র‌য়ে নি‌য়ে যাওয়ার পরামর্শ দেন। এসময় এলাকা বা‌সি কা‌লিগঞ্জ থানার অফিসার ইনচার্জ‌কে বিষয়‌টি অভি‌হিত ক‌রে। থানার উপ-প‌রিদর্শক শুধাংশু শেখর হালদার ও থানার সহকারী- উপপ‌রিদর্শক মিজানুর রহমান ঘটনা স্থল থে‌কে অমল বসাক ও গৌ‌রী বস‌াক‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে আসে। প্রত্যাক্ষ দর্শিরা ব‌লেন অমল তার বৌ‌দি অঞ্জলী‌কে ধাক্কা মে‌রে ফে‌লে দি‌য়ে‌ছিল কিন্তু তা‌কে মারধর ক‌রে‌নি। এ বিষ‌য়ে থানার উপ-প‌রিদর্শক শুধাংশু শেখর হালদার জানান অঞ্জলি বাসক‌কে আঘাত করার কার‌নে মোবাই‌ল ফো‌নে অভি‌যো‌গ পে‌য়ে ঘটনার সত্যতা নি‌শ্চিত হ‌য়ে ঘটনা স্থল থে‌কে তা‌দের দুইজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেল হত্যা দিবস উপলক্ষে সরুলিয়ায় আ ‘লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার সন্ধ্যায় জেল হত্যা দিবস উপলক্ষে সরুলিয়ায় আ ‘লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ রা নভেম্বর জেলহত্যা দিবসে, তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানা আ ‘লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, প্রণব ঘোষ বাবলু, সরদার জাকির হোসেন, কাজী হিল্লোল, এড. আঃ সামাদ, ছাএলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান। সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest