সর্বশেষ সংবাদ-
পণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিনসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ছয় দিন, থানার সামনেই প্রকাশ্যে ঘুরছেন আসামিরাভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

উদ্বোধনী ম্যাচেই ১৩৬ ওয়াইড!

ক্রিকেট মানেই রেকর্ড। ক্রিকেট মাঠে খেলোয়াড়রা রেকর্ড গড়বে, আবার পরবর্তিতে সেই রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়া হবে, এটাই স্বাভাবিক।
কিন্তু এরই মাঝে ২২ গজের ক্রিজে এমন কিছু ঘটনা ঘটে যা সত্যিই বিরল। তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলাদের ক্রিকেটে উদ্বোধনী ম্যাচ। নাগাল্যান্ড ও মণিপুরের সেই ম্যাচে ১৩৬টি ওয়াইড বল গুণতে হয়েছে আম্পায়ারকে।

মণিপুর ৯৪টি ওয়াইড বল করেছে ম্যাচে। অর্থাৎ, ১৫.৪ ওভার অতিরিক্ত করেছে তারা। অন্যদিকে, নাগাল্যান্ড করেছে ৪২টি। অর্থাৎ, ৭ ওভার বাড়তি করা হয়েছে।

ধানবাদে বুধবার সীমিত ওভারের ম্যাচে নাগাল্যান্ড ১১৭ রানে হারিয়েছে মণিপুরকে। তবে জয়কে ছাপিয়ে দু’দলের অতিরিক্তর সংখ্যাই শিরোনামে উঠে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০ বছর পর ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ নামাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে ৩০ বছর পর ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
চীনের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় ইউএসএস নিমিতজ-এর নেতৃত্বে রণতরী যাচ্ছে ভারত মহাসাগরে।

এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদমাধ্যম এশিয়ান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার তিনদিনের জন্য শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর ফেলবে নৌবহরটি। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮০ সালের পর এই প্রথম কোনো নৌবহর পাঠাচ্ছে তারা।

জানা গেছে, তিনদিনে মার্কিন নাবিকরা শ্রীলঙ্কা সফরের সুযোগ পাবেন। এখানকার মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এছাড়া মার্কিন সেনারা, স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমসহ অন্যান্য জনসেবামূলক কাজে অংশ নেবে। মূলত, স্থানীয় হাসপাতালগুলিতেই যাবেন তাঁরা।

এশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যম উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধে শক্তিমত্তা প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই এশিয়া সফর করছেন ট্রাম্প।
এছাড়া এটি শ্রীলঙ্কায় চীনের প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর প্রক্রিয়াও হতে পারে।

অন্যদিকে, চীনকে ঠেকাতে প্রস্তুত ভারত। ভারত মহাসাগরের অন্তত ১০০টি যুদ্ধজাহাজ সাজিয়ে চীনের পথ আটকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাংবা।

অ্যাডমিরাল সুনীল লাংবা বলেন, চীন যেভাবে ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে, তা থামাতে ভারত কয়েকটি বন্ধু দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত মহাসাগর ঘিরে ফেলেছে। যেকোন সময় চীনের নৌসেনাকে আটকাতে প্রস্তুত ওইসব যুদ্ধজাহাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা করদাতার তালিকায় রুনা লায়লা ও শাওন

বিভিন্ন পেশাজীবীদের মধ্য থেকে সেরা করদাতাদের চিহ্নিত করে গত সোমবার গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের উৎসাহিত করতে সুনির্দিষ্টভাবে সেরা করদাতা চিহ্নিত করে তাদের ট্যাক্সকার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
প্রতি ক্যাটাগরিতে তিনজনকে দেওয়া হবে কার্ড।

২০১৬-১৭ কর বর্ষে গায়ক-গায়িকা বিভাগে সেরা করদাতা হয়েছেন রুনা লায়লা, অভিনয়শিল্পী বিভাগে আছেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। তারা পাচ্ছেন ট্যাক্সকার্ড।

এ ব্যাপারে শাওন তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। জানা যায়, ট্যাক্সকার্ডের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য সম্প্রতি তার বাসায় এসেছেন কয়েকজন কর্মকর্তা। এদিকে শাওনের পরের অবস্থানে আছেন অভিনেতা শাকিব খান ও জাহিদ হাসান।

আগের বছর একই বিভাগে শীর্ষ অবস্থানে ছিলেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। গায়ক-গায়িকাদের মধ্যে রুনা লায়লার পরের অবস্থানে রয়েছেন এস ডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আগেরবার রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহিন সামাদ সেরা করদাতা হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার র‌্যাম্পকন্যা অপু বিশ্বাস

নববধূর সাজে সম্প্রতি র‌্যাম্পে হেঁটেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের প্রেমস কালেকশনের ব্রাইডাল শো’র মঞ্চে র‌্যাম্পের স্টপার হিসেবে হাটেন অপু।

জানা যায়, প্রেমস ওয়েডিং কালেকশনের শোতে সন্ধ্যা থেকে আয়োজন শুরু হলেও অপু মঞ্চে উঠেন রাত সাড়ে ১০ টার পর। এ সময় অপুর সঙ্গে ছিলেন প্রেমস কালেকশনের কর্নধার প্রেম মুখার্জী। মাথায় টিকলি, নাকে নোলক, হাতে মেহেদী আর শরীরের আড়াগোড়া ঢাকা বিলাসবহুল ভ্যালভেট কাপড়ের গাউনে সেজে সবার মাঝে মুগ্ধতার আলো ছড়ান অপু

র‌্যাম্পে হেঁটে যে খুব ভালো লেগেছে তা অপুর হাস্যেজ্জল চেহারা দেখেই বোঝা গিয়েছিল। অপু ছাড়াও র‌্যাম্পে হেঁটেছেন চিত্রনায়ক নিরব, মডেল অভিনেত্রী ঈশানা খান, হিরা, শবনম ফারিয়া, বৃষ্টি ইসলাম, তৃণ, হুমাইরা খান ফারিন, দোয়েলসহ দেশের প্রথম সারির অনেক মডেল।

উল্লেখ্য, গত আগস্টে ভারতীয় ফ্যাশন হাউজ প্রেমস কালেকশন ঢাকার গুলশানে নতুন শাখা চালু করেছে। সে সময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্না সেন ও বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস শো-রুমটি উদ্ধোধন করেন। তখন বিভিন্ন পোশাকের ফ্যাশন হলেও বৃহস্পতিবার ছিল ব্রাইডাল কালেকশনের শো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্টোবর বিপ্লবের শতবার্ষিকীতে কাল সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা ও লাল পতাকা মিছিল

নিজস্ব প্রতিনিধি : অক্টোবর বিপ্লব শতবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল (৪ নভেম্বর) শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও লালপতাকা মিছিলের আয়োজন করা হয়েছে।
ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য ও জেলা সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল এক বিবৃতিতে সামাজিক ন্যায্যতা, সমতা, প্রতিষ্ঠা, অসম্প্রদায়িক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার প্রত্যয়ে উক্ত শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাতক্ষীরা বাসির প্রতি আহ্বাহন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে চলছে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান

আসাদুজ্জামান : সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে চলছে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান।
শুক্রবার সকাল থেকে দুবলার চরে ‘সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় নবীন-প্রবীণ সংহতি’ শীর্ষক এই প্রচারাভিযান চালাচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, গবেষণা প্রতিষ্ঠান বারসিক, শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, সামাজিক বন বিভাগ, কৃষি বিভাগ, স্থানীয় সরকারসহ ২২টি জনসংগঠন।
এ সময় ‘সুন্দরবনে বর্জ্য না ফেলি, সুন্দরবনের পরিবেশ ভাল রাখি,’ ‘সুন্দরবন আমাদের বাচিয়ে রাখে’, ‘সুন্দরবনে লাউড স্পিকার না বাজায়’,সহ নানা স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করে সংগঠনের সদস্যরা।
ব্যতিক্রমধর্মী এই প্রচারাভিযান সম্পর্কে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন জানান, উপকূলীয় প্রাণবৈচিত্র্য সুরক্ষায় বরাবরই মায়ের মতো ভূমিকা পালন করে সুন্দরবন। কিন্তু মনুষ্যসৃষ্ট নানা কারণে সুন্দরবন উপকূলীয় প্রাণবৈচিত্র্য এখন বিপদাপন্ন। তাই আমাদের এই প্রচারাভিযান।
সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ও প্রচার সম্পাদক নুরুল হুদা জানান, রাস উৎসব গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে দুবলার চরের রাস মেলায় আগমন ঘটে হাজার হাজার মানুষের। মানুষ জেনে না জেনে সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর অনেক কাজ করে ফেলে। এসব নেতিবাচক কাজ থেকে বিরত রাখতে আমাদের সামান্য প্রচেষ্টা।
গবেষক পাভেল পার্থ জানান, সুন্দরবন সুরক্ষায় এটি একটি ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান এবং সাতক্ষীরার ২২টি জনসংগঠনের এই উদ্যোগ সুন্দরবন সুরক্ষায় নবীন-প্রবীণের সংহতি প্রকাশ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৩

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৭ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৮ পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করেছে ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সীমান্তে স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষিদাঁড়ি সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত উক্ত স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।।
আটক স্বর্ণ চোরাকারবারীরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।
বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার পিচ স্বর্ণের বারসহ উক্ত দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest