সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

নুরনগরে আ ’লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিতরণ

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিষয়ক বই বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় নুরনগর নতুন মৎস সেট সংলগ্ন ইউনিয়ন আ’লীগ অফিসে নেতা কর্মীদের উপস্থিতিতে মতবিনিময় সভা শেষে উক্ত বই বিতরন করা হয়েছে। নুরনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনগর ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহজ্ব বখতিয়ার আহমেদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস ছাত্তার,উপজেলা আ’লীগ নেতা সুশান্ত বিশ্বাস বাবু লাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাইদ, উপজেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক মেহেদী হাসান মারুফ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শেখ ফারুক হোসেন, সাবেক ছাত্র নেতা আল মামুন লিটন, শেখ নুরুজ্জামান টুটুল, বীর মুক্তিযোদ্ধা ডি.এম মইজুদ্দিন আহমেদ, নুরনগর ইউনিয়ন আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ ইলিয়াস আহমেদ, ইউ পি সদস্য রবিউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরনগর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসের উপ-সহকারী মিলন অধিকারী, এমজেএফ স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, উপদেষ্টা মাষ্টার মোহর আলী ও প্রধান শিক্ষক জালালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, সুধি ও সাংবাদিকবৃন্দ। এসময় বিশেষ প্রতিবন্ধী স্কুলের ১৮ জন ছাত্র-ছাত্রী প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৫৪ হাজার টাকার শিক্ষা বৃত্তির প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ডায়াবেটিস দিবসে র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে কলারোয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে
অনুষ্ঠিত আলোচনা সভায় সচেতনতা, খাদ্যভ্যাসে পরিবর্তন ও শারীরিক পরিশ্রমের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
‘শৃংখলাই জীবন’ স্লোগানে ‘আগামিকে পরিবর্তন করতে আজই পদক্ষেপ নিন’ শীর্ষক প্রতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক শেখ তোজাম্মেল হোসেন মানিক, সদস্য জাহিদুর রহমান খাঁন চৌধুরী, রমজান আলি, কোষাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম, ম্যানেজার শেখ বদিউজ্জামান, ডা. দেবী প্রসাদ, পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মনজুর করিম, মাসুদ পারভেজ, মাস্টার অনুপ কুমার, আব্দুল ওহাব মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : রংপুরের ঠাকুরবাড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সজল মুখার্জী, প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কার, মথুরেশপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন চন্দ্র লস্কর, ধলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^জিৎ ঘোরামী, রতনপুর ইউনিয়ন শাখার সভাপতি হিমাংশু ঘোষ, কৃষ্ণনগর শাখার সাধারণ সম্পাদক দীপক হালদার, বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গোপাল মন্ডল প্রমুখ। সভায় বক্তারা রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এসময় তারা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের হাতে সংখ্যালঘু বিধবা নারী শ্লীলতাহানি হওয়ায় এবং দু’যুবককে একই দড়ি দিয়ে খুঁটিতে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত চেয়ারম্যানসহ তার সহযোগীদের শাস্তি দাবি করেন। বক্তারা এ ঘটনায় আদালতে দায়ের হওয়া মামলার তদন্তে কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন এবং তার বিপক্ষে কঠোর আন্দোলন করবেন বলে বক্তারা কড়া হুশিয়ারি ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় প্রবীণ ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সত্তোরোর্ধ এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়ায় এ ঘটনা ঘটে।
থানা সূত্র জানায়- কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের মোকছেদ আলী (৭২) নামের এক ব্যক্তি তার বাড়িতে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।
পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে দরগাহপুর স্পোর্টিং ক্লাব জয়ী

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। হাজারও দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় এই খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আ’লীগ নেতা বিমল কৃষ্ণ গাইন, সাবেক শিক্ষক আলহাজ্ব মহররম আলী মালী, রজব আলী সরদার, সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হক, আলহাজ্ব ডাঃ গাওছুল হক, জগদীশ চন্দ্র সানা, আবুল কালাম আজাদ, সাবেক মেম্বর আঃ হান্নান সরদার, কাদাকাটি বালিকা বিদ্যালয়ের সভাপতি মোসলেম আলী মালী, প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, মেম্বর আবু হাসান বাবু, আলমগীর হোসেন আঙ্গুর, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সম্পাদক মোবাশ্বিরুল হকসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধের প্রথম দিকে ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় আক্রমন পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে ১টি গোল করে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ সমতায় ফেরে। ফলে ১-১ সমতায় খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে কলাগাছি কালিমাতা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন অহেদুজ্জামান বাবলু, আসাদুল হক ও ইয়ামিন হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমকামিতা প্রশ্নে ‘ধর্মগুরু’র ওপর চটেছেন সোনম

সমকামিতা প্রশ্ন নিয়ে ভারতীয় ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর প্রসাদের ওপর চটেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

রবি শঙ্কর সম্প্রতি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমকামিতা নিয়ে বলেন,সমকামিতা হচ্ছে একটি ‘প্রবণতা’, যেটা পরবর্তী সময় বদলে যেতে পারে।
এজন্য তাকে অসুস্থ মনে করার কোনো কারণ নেই। আবার তিনি কোনো গর্হিত কাজ করছেন এমন ভাবারও কোনো প্রয়োজন নেই।

রবি শঙ্করের দাবি, তিনি তাঁর জীবনে বহু মানুষকে দেখেছেন, যাঁরা একসময় সমকামী ছিলেন, পরে বহুগামী হয়েছেন। অনেকে আবার সম্পূর্ণ স্ট্রেইট হয়েছেন। আবার অনেকে প্রথম জীবনে স্ট্রেইট হলেও, পরে সমকামী হয়েছেন এমন নিদর্শনও বহু রয়েছে।

ধর্মগুরুর এই মন্তব্যের পরই কার্যত ফুঁসে উঠেছেন সোনাম কাপুর। কোনো রাখঢাক না করেই টুইটারে বলেন, সমকামিতা কোনো প্রবণতা নয়, এটা সম্পূর্ণ একটি স্বাভাবিক যৌন চাহিদা। কাউকে এই কথা বলা যে, পরবর্তী সময় তাঁর যৌন চাহিদা বদলে যেতে পারে, সেটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। এমনকি সমকামিতাকে প্রবণতা হিসেবে বর্ণনা করা ঘুরিয়ে বিষয়টিকে একটি রোগ বলা একই ব্যাপার।

তারপর অভিনেত্রী বলেন, হিন্দু ধর্ম এবং তাঁর ঐতিহ্য নিয়ে মত প্রকাশের আগে প্রত্যেকেরই উচিত সেটা ভালভাবে জানা এবং তারপর কথা বলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারানোর পর আজ মঙ্গলবার ভারতের বিরুদ্ধেও বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কুয়ালালামপুরে প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের যুবারা জিতে নিয়েছে ৪ ওভার আর ৮ উইকেট হাতে রেখে।

এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভারত। ফলে আগের তিন আসরের চ্যাম্পিয়নদের মাটিয়ে নামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে গেছে সাইফ, পিনাক ও হৃদয়রা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ নেপাল।

এদিন, বৃষ্টি-বাধায় নির্ধারিত ৩২ ওভারে ৮ উইকেটা হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে ভারতের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার পিনাক ঘোষ-নাঈম শেখ। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করে জয়ের পথে দলকে অনেকটা এগিয়ে রাখেন তারা।

এরপর ৮২ রানে নাঈম ও ১০৮ রানে সাইফের উইকেট হারালেও কোনো বিপদ হতে দেয়নি পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়। দু’জনের অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিনাক ও হৃদয়।

৭৭ বলে অপরাজিত ৮১ রান করেন পিনাক এবং ৩২ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন হৃদয়।

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩২ ওভারে ১৮৭/৮ (রানা ১৫, কালরা ১, অনুজ ৩৪, পরাগ ১৯, হার্ভিক ২, অভিষেক ৯, সালমান ৩৯*, দারশান ১৩, শিবা ১৭, মানদিপ ৭*; হাসান ০/২৮, অনিক ০/৩৪, নাঈম ২/৩৮, রবিউল ৩/৪৩, আফিফ ২/৩৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ৩২ ওভারে ১৮৮ রান) ২৮ ওভারে ১৯১/২ (পিনাক ৮১*, নাইম ৩৮, সাইফ ১৬, হৃদয় ৪৮*; আর্শদীপ ০/৪৬, দারশান ০/৩১, মানদীপ ২/৩৬, শিবা ০/৩০, পরাগ ০/১৬, অভিষেক ০/৩০)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest