সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

নেইমারের পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জন!

ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার ইতোমধ্যে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন। এবার বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসিও বার্সা ছাড়তে যাচ্ছেন এমন গুঞ্জন উঠেছে।
আর গুঞ্জনের কারণটাও যথার্থ। কেননা ঘড়ির কাঁটা থেমে নেই। হাতে সময় আছে এক মাসের একটু বেশি। কিন্তু এখনো লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে কোনও পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

প্রশ্ন উঠেছে ডিসেম্বরের মধ্যে চুক্তি নবায়ন হবে তো? না হলেই জানুয়ারিতে কী অন্য ক্লাবে দলবদলের ব্যাপারে দরকষাকষি করতে যাচ্ছেন মেসি।

তবে মেসির সতীর্থ মিডফিল্ডার আইভান রাকিটিচ কিন্তু ন্যু ক্যাম্পে মেসির থাকা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। তিনি অবশ্য এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না।

উল্লেখ্য, গত জুলাইয়ে মেসির সঙ্গে তিন বছরের (২০২১ সাল পর্যন্ত) চুক্তি নবায়নের ঘোষণা দেয় বার্সেলোনা। তখন দাবি করা হয়, চুক্তি নবায়ন নিয়ে সম্মত হয়েছেন মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে।
যদিও ৩০ বছর বয়সী ফুটবলার, তার বাবা কিংবা খেলোয়াড়ের আইনজীবীদের পক্ষ থেকে কেউই এ চুক্তি ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

মেসির এজেন্ট ও আইনজীবীদের নীরবতায় ন্যু ক্যাম্পে তৈরি হয়েছে উদ্বেগ আর উত্কণ্ঠা। গুঞ্জন আরো উসকে দিয়েছেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহো। গোল ডটকমকে তিনি বলেছেন, ‘সে যদি হৃদয় থেকেই অন্য কোনো ক্লাবে যেতে চায়— যদিও আমি বার্সেলোনার দূত— আমি তাকে সমর্থনই করব। ’

বার্সেলোনার খ্যাতিমান গীতিকার হোয়ান ম্যানুয়েল সেরাত বলেছেন, মেসির বিষয়টি নিয়ে তিনি রীতিমতো ‘উদ্বিগ্ন’ ও ‘দ্বিধান্বিত’।

বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্দি মেস্ত্রে বলেছিলেন, নেইমারের থাকা নিয়ে তিনি ‘২০০%’ নিশ্চিত। সে কথা মনে করিয়ে দিয়ে সেরাত যে খোঁচা মেরেছেন, তাতে সমর্থকরা নড়েচড়ে বসতে পারেন: ‘নেইমারের ব্যাপারটিও নিশ্চিত ছিল। মনে আছে?’

সেরাতের এ কথার পরই বার্সেলোনা প্রেসিডেন্ট মারিয়া হোসেপ বার্তোমেউ বলেছেন, সঠিক সময়েই চুক্তি নবায়নের কাগজে সই করবেন মেসি।

মেসির আত্মজীবনীকার ও বার্সেলোনায় কাজ করা ক্রীড়া সাংবাদিক রামিরো মার্টিন বলেন, ‘আমার কাছে সবকিছু যেন ঠিক মনে হচ্ছে না। বলা হচ্ছে, চুক্তির বিষয়টি প্রায় পাকা। কিন্তু একটি ফটোর অনুপস্থিতি দেখছি, যা প্রতীকী কিন্তু খুবই তাত্পর্যপূর্ণ। এটাই বলছে, সে থাকছে না। ’

বার্সেলোনার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ট বলেন, ‘যারা ভেতরের খবর রাখেন, তারা জানেন যে, প্রেসিডেন্ট ও বোর্ডের সঙ্গে বেশ কয়েকটি কারণেই ভালো সম্পর্ক নেই মেসির। ’ মেসির অসন্তোষের আরেকটি কারণ মামলা। তিনি যখন স্পেনে কর ফাঁকি মামলায় পড়েন, তখন ক্লাবের পক্ষ থেকে নেয়া পদক্ষেপে খুশি হতে পারেননি। ওই সময় মেসি বার্সা ছেড়ে যাওয়ার হুমকিও দেন।

মেসির বার্সা সতীর্থ রাকিটিচ অবশ্য চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী। ক্রোয়াট এ তারকাকে মেসির চুক্তি নবায়নের জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘লিও (মেসি) সবসময়েই মতোই আছে। আমরা তার বিষয়টি নিয়ে আলোচনা করি না। প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা ও গোপনীয়তা থাকে, আপনার উচিত তাকে সম্মান দেখানো। তার নাম বার্সার ইতিহাসেরই অংশ। এটা প্রতীকের মতো। বার্সাকে বিখ্যাত করার পেছনে তার অনেক অবদান। আমি অবশ্যই তার থাকার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারি না। এটা খুবই স্বাভাবিক যে, সমর্থকরা তার সই করার অপেক্ষায় রয়েছেন। এটা চাই আমিও, কেননা তার সঙ্গে খেলে যেতে চাই। আমার ধারণা, মেসি নিজেও এমনটি ভাবেন এবং আমরা একত্রে বহুদূর যাব। ’

উল্লেখ্য, মেসি ২০০৪ সাল থেকে খেলছেন বার্সার সিনিয়র দলে। লা লিগায় ৩৯৪ এবং সব মিলিয়ে ৬০০ ম্যাচ খেলেছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে করেছেন ৫২৩ গোল। অ্যাসিস্ট করেছেন ২৩৪ গোলে। বার্সার হয়ে জিতেছেন ৪২৫ ম্যাচ। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা এ খেলোয়াড়ের হ্যাটট্রিক ৩৯টি! বার্সার হয়ে দলগতভাবে জিতেছেন ৩০টি ট্রফি। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে পাঁচটি ব্যালন ডি’অর ও চারটি গোল্ডেন বুট জিতেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

আসাদুজ্জামান : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের কাটিয়াস্থ নিরিবিল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএপি’র সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকারের দাবী জানিয়ে বলেন, দেশে বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা নেই, বিচার নেই। একটি ভোটার বিহীন, প্রার্থী বিহীন নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকার দেশ শাসন করছে। দেশের এই গণতন্ত্রহীন অবস্থায় দীর্ঘ নয় বছর বিএনপিকে কাজ করতে হচ্ছে। তিনি আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, সরকার আবারও একটি সাজানো, পাতানো এক দিনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোন নির্বাচন হবেনা। তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলার প্রত্যাহারের জোর দাবী জানান।

আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম, কামরুল ইসলাম ফারুক, রফিকুল আলম বাবু, মহিউদ্দীন সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সম্পাদক চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবুল হাসান হাদী, আইনাল ইসলাম নান্টা, মাসুম বিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, জিয়াপরিষদ আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মুকুল, জেলা আইজীবি ফোরামের পক্ষে এড. এবিএম সেলিম প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি : তালায় সড়ক দুর্ঘটনায় ফজিলা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরার খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজিলা খাতুন তালা মহল্লাপাড়া গ্রামের মীর আব্দুল গফ্ফারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজিলা খাতুন কেশবপুরে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তালা মহাসড়কে উঠে রাস্তা পার হচ্ছিল। এ সময় খুলনা গামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হত্যার পরিকল্পনা ছিল কলকাতায় আটক দুই বাংলাদেশি জঙ্গির

বেছে বেছে মুক্তমনা লেখক, স্বাধীনচেতা, নাস্তিক ও যুক্তিবাদী ব্যক্তিদের হত্যা করা-এটাই ছিল কলকাতায় আটক বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সদস্য সামসেদ মিঞা (২৬) ওরফে তুষার বিশ্বাস ওরফে তানভির এবং রিয়াজুল ইসলাম (২৫) ওরফে সুমনের। আটক দুই বাংলাদেশিকে জেরা করে এই তথ্য পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)’এর গোয়েন্দারা।
জেরায় তারা স্বীকার করেছে যে ভারতে আনসারুল্লাহ সংগঠন তৈরির ছক ছিল তাদের। এমনকি কয়েক মাস আগে বাংলাদেশের এক মুক্তমনা ব্লগারকে হত্যার পরিকল্পনা করেছিল তারা।

এসটিএফ সূত্রে খবর, আনসারুল্লাহ বাংলা টিমের বিস্ফোরক বিভাগের প্রধান ছিল সামসেদ মিঞা। কয়েকবছর আগে বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে, এই সংগঠনের সঙ্গেই প্রত্যক্ষ যোগ রয়েছে ত্রাস সৃষ্টিকারী জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গেও। গোয়েন্দারা জানতে পেরেছে যে ভারতে প্রবেশের পর থেকে গত দেড় বছর ধরে তারা হায়দরাবাদ, পাটনা, রাঁচি ও পুনেতে ঘুরে বেড়িয়েছিল। এই সময়কালে তারা কখনও রাজমিস্ত্রী কখনও বা দৈনিক শ্রমিকের কাজে যুক্ত ছিল। কার্যত এভাবেই তারা ধূম্রজাল তৈরি করেছিল এবং এর আঁড়ালে তাদের সংগঠনের জাল বিস্তারের কাজ চালিয়ে যেতে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। ভারতে থাকাকালীন সময়ে যে জায়গাগুলিতে তারা ছিল তদন্তের স্বার্থে সেই জায়গাগুলিও পরিদর্শনে যেতে পারে তদন্তকারী গোয়েন্দারা।

কেন্দ্রীয় গোয়েন্দা মারফত খবর পেয়েই গত মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে এই দুই বাংলাদেশিসহ মনতোষ দে (৪৬) নামে অভিযুক্ত এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকেও আটক করে এসটিএফ’এর গোয়েন্দরা।
তাদের কাছ থেকে ল্যাপটপ, পেনড্রাইভ, অস্ত্র, জঙ্গি সংগঠন আল কায়দার নানা পুস্তিকা, বিস্ফোরক তৈরির বই উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্রও। এরপর রাত থেকেই দফায় দফায় চলে জেরা।

তবে গোয়েন্দাদের মাথা ব্যাথার কারণ জঙ্গিদের কাছ থেকে পাওয়া হাতে লেখা একটি কাগজে কলকাতার ‘এসপ্লানেড বাস স্ট্যান্ড’ ও ‘ইডেন গার্ডেন’-এই দুইটি জায়গার নাম। কারণ সম্প্রতি ইডেন গার্ডেন’এই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টেষ্ট খেলা অনুষ্ঠিত হয়। ওই ম্যাচ দেখতে প্রচুর মানুষও ইডেনমুখি হয়েছিল। আর সেসময় জঙ্গিরা প্রত্যেকেই এই কলকাতাতেই ছিল বলে ধারনা গোয়েন্দাদের। সেক্ষেত্রে ইডেনের ভিড়ে কোন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের কোন নাশকতার ছক ছিল কি না-সেটা জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা। আবার ইডেনের পাশেই রয়েছে ধর্মতলা বাসস্ট্যান্ড। সেখানেও সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ জড়ো হন দূর-দূরান্তে যাতায়াত করতে। আর জঙ্গিদেরও টার্গেট থাকে এই ধরনের ভিড়ে ঠাসা জনবহুল জায়গা। সবমিলিয়ে ঘুম কেড়েছে গোয়েন্দাদের।

এদিকে আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-এর দুই সদস্য ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ীকে ১৪ দিনের রিমান্ড দিয়েছে কলকাতার আদালত। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে অভিযুক্তদের আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডের নির্দেশ দেয় আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্য অর্ণব ঘোষাল।

এদিন আদালতে অভিযুক্তদের রিমান্ডের জন্য আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিযুষ কান্তি মন্ডল। আদালতে তিনি জানান দুই বাংলাদেশির কাছ থেকে আল কায়দা সম্পর্কিত নানা নথি ও পুস্তিকা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ডও পাওয়া যায়। এরা অস্ত্র কেনাবেচার জন্য কলকাতা স্টেশনে মিলিত হয়েছিল। আটক তিনজনের বিরুদ্ধেই অস্ত্র আইন, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। এদেরকে জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে পারে।

যদিও অভিযুক্তদের আইনজীবী কে.কে.তিওয়ারি এদিন আদালতের কাছে তিনজনেরই জামিনের আবেদন করে বলেন, বাংলাদেশিদের কাছ থেকে যে নথি পাওয়া গেছে তার থেকে এটা প্রমাণিত হয় না যে তারা আল কায়দার সঙ্গে যুক্ত এবং মনতোষ দে’এর কাছ থেকেও কোনো অস্ত্র পাওয়া যায়নি বলেও দাবি করেন তিওয়ারি।

দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে পুলিশি রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

এ ব্যাপারে বুধবার এসটিএফ’এর ডেপুটি কমিশনার মুরলীধর শর্মা জানান, ‘অভিযুক্ত তিনজনকেই নগর দায়রা আদালতে তোলা হয় এবং আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিএসজির গোলোৎসব, হেরে গেছে ম্যানইউ

শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে তাদের আগেই। তাই বলে প্যারিস সেন্ত জার্মেইয়ের মধ্যে এতটুকু গা ছাড়া ভাব নেই। চ্যাম্পিয়নস লিগে চলছে তাদের গোলোৎসব। এবার ঘরের মাঠে সেল্টিককে তারা বিধ্বস্ত করেছে ৭-১ গোলে। যেখানে জোড়া লক্ষ্যভেদ করেছেন নেইমার ও এদিনসন কাভানি। পিএসজির গোলোৎসবের রাতে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তের গোলে এফসি বাসেলের মাঠ থেকে ইংলিশ ক্লাবটিকে ফিরতে হয়েছে ১-০ ব্যবধানের হার নিয়ে।

পার্ক দে প্রিন্সেসের ‍শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে। প্রথম মিনিটেই যে এগিয়ে যায় সেল্টিক। মুসা দেম্বেলের ওই গোলটাই সম্ভবত কাল হয়েছে তাদের জন্য! শুরুর ধাক্কা কাটিয়ে পিএসজি ধ্বংসের খেলায় মাতে স্কটিশ ক্লাবটির বিপক্ষে। নবম মিনিটেই স্বাগতিকরা সমতায় ফেরে নেইমারের লক্ষ্যভেদে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলেই আবার ২২ মিনিটে এগিয়ে যায় পিএসজি।

এই গোলোৎসব আর থামেনি। ২৮ মিনিটে এদিনসন কাভানির পর ৩৫ মিনিটে কাইলিয়ান এমবাপে জাল খুঁজে পেলে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধেও চলেছে ফরাসি ক্লাবটির দাপট। ৭৫ মিনিটে মার্কো ভেরাত্তির পর ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান কাভানি। মিনিট খানেক পর দানি আলভেস স্কোরশিটে নাম তুললে ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

‘বি’ গ্রুপ থেকে পিএসজির সঙ্গে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটিও জয় নিয়ে ফিরেছে অ্যান্ডারলেখটের মাঠ থেকে। বেলজিয়ামের ক্লাবটিকে তারা হারিয়েছে ২-১ গোলে।

শেষ ষোলো এই রাউন্ডেই নিশ্চিত হয়ে যেতে পারতো ম্যানইউয়ের। সেদিকেই এগোচ্ছিল তারা। বাসেলের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারলেই চলতো ইংলিশ ক্লাবটি। ৮৯ মিনিট পর্যন্ত সব ঠিকঠাক চলছিলও ম্যাচ গোলশূন্যভাবে থাকায়। কিন্তু ৮৯ মিনিটে মাইকেল ল্যাংয়ের গোলে সব হিসাব যায় পাল্টে। ১২ পয়েন্ট নিয়ে ম্যানইউ ‘এ’ গ্রুপের শীর্ষে থাকলেও অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের শেষ ম্যাচের জন্য।

আশা টিকে থাকলো অ্যাতলেতিকোর:

গোলের দেখা পেয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান। তার ছন্দে ফেরার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদও মাঠ ছেড়েছে জয় নিয়ে। ঘরের মাঠে মাদ্রিদের ক্লাবটি রোমাকে হারিয়েছে ২-০ গোলে। ৬৯ মিনিটে গ্রিয়েজমানের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করেন কেভিন গামেইরো।

এই জয়ে নকআউট পর্বে খেলার সম্ভাবনা টিকে থাকলো অ্যাতলেতিকোর। ৫ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তারা ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে। শেষ ম্যাচের আগে এই গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে চেলসি। ইংলিশ চ্যাম্পিয়নরা কারাবাগের মাঠ থেকে ফিরেছে ৪-০ গোলের জয় নিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে দামী মডেল

অবশেষে ১৫ বছরের রেকর্ডটা ভেঙেই দিলেন আমেরিকান ফ্যাশন মডেল কেন্ডাল জেনার। ৩৭ বছরের ব্রাজিলিয়ান জিসেলে বান্ডচেনকে সরিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মডেলদের তালিকায় সেরার স্থান দখল করেছেন কেন্ডাল।

সেরা আয়কারী মডেলদের তালিকায় জিসেলে এখন দ্বিতীয় স্থানে। গত বছরই অবশ্য ক্যাটওয়াক থেকে আনুষ্ঠানিক অবসরে যান তিনি। পারিশ্রমিকও কমেছে। গত বছর ৩০.৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন। সে তুলনায় তার এ বছরের আয় ৪৩ শতাংশ কম (১৭.৫ মিলিয়ন)।
২০১৭ সালে মডেল হিসেবে সব থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন ২২ বছর বয়সী কেন্ডাল। এ বছর তার উপার্জিত পারিশ্রমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার পিইসির প্রশ্নও ফাঁস

এবার খুদে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটল। পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে মিলেছে প্রশ্ন-উত্তর, যার সঙ্গে পরদিন সকালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।
এত দিন টাকার বিনিময়ে প্রশ্নপত্র কেনাবেচার কথা জানা গেলেও এবার বিনা মূল্যে প্রশ্নপত্র মিলেছে ফেসবুকে।

গতকাল বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ‘সপ্তাহখানেক আগে শেষ হওয়া জেএসসির প্রায় সব কটি পরীক্ষার প্রশ্ন মিলেছে কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজে। এখন পিইসির প্রশ্ন ও তার উত্তর তুলে দেওয়া হচ্ছে এসব গ্রুপ-পেজে, যার কোনো কোনোটির সদস্যসংখ্যা অর্ধলক্ষাধিক। গতকাল সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশজুড়ে একযোগে পিইসির প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা হয়। এই পরীক্ষার প্রশ্ন পেতে আগের দিন বিকেল থেকেই ফেসবুক গ্রুপগুলোতে অনেককে পোস্ট ও কমেন্ট করতে দেখা যায়। রাতে ও সকালে এসব গ্রুপে প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়। পরীক্ষা শেষে ঢাকা অঞ্চলের প্রশ্নের সঙ্গে তার মিল পাওয়া যায়। ’

প্রতিবেদনে বলা হয়, “এর মধ্যে ‘PSC JSC SSC HSC Question Suggestion. All Board Examine ২০১৮+২০১৯+২০+২১ ইউ’ নামের একটি পাবলিক গ্রুপে ‘Md Rasel’’ নামের একজন সকাল ৯টা ৫৫ মিনিটে প্রশ্নের ছবি পোস্ট করেন। পরীক্ষা শেষে দেখা যায়, ফাঁস হওয়া এ প্রশ্নের সঙ্গে ঢাকা অঞ্চলের প্রশ্ন হুবহু মিলে গেছে।
এই ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ৫৪ হাজার। জেএসসি পরীক্ষার প্রশ্ন-উত্তর আসার পর থেকে গ্রুপটিতে সদস্যসংখ্যা বাড়তে থাকে। পিইসি পরীক্ষা শুরুর পর ফের সদস্য বাড়তে দেখা গেছে। প্রশ্ন ফাঁসকারীদের মতো প্রশ্ন অনুসন্ধানে পোস্ট ও মন্তব্যকারীদের সংখ্যাও কম নয় এ গ্রুপে। এ গ্রুপের আরেক সদস্য ‘Focus Boy Rony’ রাত ২টার পরে কয়েক সেট প্রশ্ন ও উত্তর পোস্ট করেন। প্রাথমিক বিজ্ঞান প্রশ্নের রচনামূলক অংশের ১০টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নই তাঁর দেওয়া প্রশ্নপত্রে রয়েছে। ”

বিডিনিউজ জানায়, “এদিকে ‘PSC JSC SSC HSC Exam Helping Center’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Tole Khan’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সকাল ১০টা ১ মিনিটে দুটি প্রশ্নপত্র পোস্ট করা হয়। তার একটি হুবহু মিলে যায় ঢাকা অঞ্চলের প্রশ্নের সঙ্গে। এ গ্রুপের সদস্যসংখ্যা ২২ হাজার। দুটি ফেসবুক গ্রুপেই বিনা টাকায় প্রশ্ন ফাঁস করা হয়েছে। ”

প্রতিবেদনে আরো বলা হয়, “পিইসির প্রশ্ন ফাঁস নিয়ে বক্তব্য জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান ও অতিরিক্ত সচিব এ এফ এম মঞ্জুর কাদিরকে ফোন করে সাড়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁস না করার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রশ্ন ফাঁসচক্রের সদস্যদের আটকের খবর শেয়ার করছেন তাঁরা। ”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে। আজ বুধবার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও এই সময়সূচি পাওয়া যাচ্ছে।

সময়সূচিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমের প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

উল্লেখ্য, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুধু উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষা আর বোর্ডের অধীনে হবে না। এগুলোর মূল্যায়ন হবে বিদ্যালয়ে।

পরীক্ষার্থীদের সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest