সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কালিগঞ্জে সুজন-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

কালিগঞ্জ ব্যুরো : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গনতন্ত্রের রক্ষাকবজ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজনের পথচলা ও আগামির প্রত্যাশা শীর্ষক ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন কালিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে রোববার সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম। সুজন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, ইলাদেবী মল্লিক, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, সদস্য ডাঃ শফিকুল ইসলাম বাবু, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ। এসময় বক্তরা বলেন সকল দলের অংশ গ্রহনে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলের কাম্য। সুজন সারাদেশ ব্যাপি এই কাজটি করার জন্য জনসচেতনতায় কাজ করছে। সারাদেশের ন্যায় কালিগঞ্জেও দল নিরপেক্ষ এ সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ম থেকেই কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে সরকারের সাথে আলোচনার মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। হাটি হাটি পা-পা করে ১৫ বছরে পেরিয়ে গেছে এই স্বায়িত্বশাসিত সংগঠনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, রিভারবাইন বর্ডার গার্ড অধিনায়ক নীলডুমুর লে. কর্নেল এম মিল্টন কবির, বিজিবি ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-পরিচালক নীলডুমুর ক্যাম্পেন মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা এন.এস.আইয়ে’র সহকারী পরিচালক আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গনি, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, শামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাষিস সরদার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা হিন্দু-বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরজ্ঞন মুখার্জী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দিন, জেলা বাবসিস এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ।
জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বিদ্যুতের ভৌতিক বিল ও অভিযোগ কেন্দ্র স্থাপন প্রসঙ্গে, মেইন সড়ক নির্মাণ কাজ ভালভাবে দ্রুত সম্পন্ন করা প্রসঙ্গে, ইসলামী জলসায় জামাতে ইসলামীর কোন নেতা থাকতে পারবেনা, সেই অঞ্চলের উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে অনুমতি, সন্দেহজনক হলে অডিও বা ভিডিও করতে হবে এবং কোন প্রকার উস্কানীমূলকভাবে কোন বক্তব্য না দেওয়া প্রসঙ্গে, জেলার বাজারগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা প্রসঙ্গে, প্রধানমন্ত্রীর গাড়ি বহর হামলাসহ অসংখ্য মামলার ওয়ারেনভূক্ত আসামী বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব কিভাবে বিভিন্ন টিভি চ্যানেলে দেখা গেলেও কেন গ্রেফতার হচ্ছেনা, জামাতের অসংখ্য নেতা কেন এখনো গ্রেফতার হয়নি, বাল্য-বিবাহের সাথে তিনজন আইনজীবী সরাসরি জড়িত। তাদের সম্পর্কে আইনজীবী সমিতিকে অবগত করা হবে এবং পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে, কোর্টের মাধ্যমে নোটারী পাবলিকের বিয়ে আইন সঙ্গত নয় এবং সাতক্ষীরা বাস টার্মিনাল ও সদর হাসপাতাল এলাকায় অবৈধ যান বাহনের টার্মনাল তৈরি হওয়ায় যানজট বৃদ্ধি বিষয়ে ব্যবস্থা গ্রহন প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী অক্টোবর মাসে মামলা হয়েছে ২শ’ ৩২ টি এবং সেপ্টেম্বর ২০১৭ মাসে মামলা ছিল ২শ’ ১০টি। তুলনামুলকভাবে মামলা বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আসছেন না ওবায়দুল কাদের, নেতাদের ডেকেছেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর সাতক্ষীরায় আসছেন না ওবায়দুল কাদের। ওই একই দিনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সাতক্ষীরায় দলের সকল সংসদ সদস্য ও সাত উপজেলা এবং সাতক্ষীরা পৌর সভাপতি-সম্পাদককে ঢাকায় ডাকা হয়েছে।

উলল্লখ্য, বাংলাদশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এর আগামী ২৪ নভেম্বর সাতক্ষীরা সফরের কথা ছিল। আজ রবিবার তার এই সফর স্থগিত করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ডেইলি সাতক্ষীরাকে এ খবর নিশ্চিত করেছেন। তি‌নি আনও জানান, ঢাকায় ২৪ ন‌ভেম্ব‌রের সভায় ওবায়দুল কা‌দে‌রের সাতক্ষীরা সফ‌রের তা‌রিখ নির্ধা‌রিত হ‌তে পা‌রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাকে আইএসের দখলমুক্ত এলাকায় গণকবর

ইরাকের হাউইজা শহরের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে কমপক্ষে ৪০০ লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির কিরকুক প্রদেশের গভর্নর রাকান সাইদের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসেও শহরটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে ছিল। সেই শহরের একেবারে কাছে একটি বিমানঘাঁটিতে লাশগুলো পাওয়া গেছে।

ওই লাশগুলোর কয়েকটির পরনে বেসামরিক লোকজনের পোশাক ছিল। আর কিছু ব্যক্তির শরীরে বিশেষ ধরনের পোশাক ছিল, যেগুলো মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিভিন্নজনকে পরাত আইএস জঙ্গিরা।

রাকান সাইদের ভাষ্য, ওই ঘাঁটিটিকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্র বানানো হয়েছিল’।

সেনা কর্মকর্তা জেনারেল আল-লুয়াইবি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সেনারা গণকবরের সন্ধান পান।

ইরাকে একসময় আইএসের দখলে থাকা বিভিন্ন এলাকায় বহু গণকবরের সন্ধান পেয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বছর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গণকবরের একটি জরিপ প্রকাশ করে।

ওই জরিপে দেখা যায়, ৭২টি এলাকায় থাকা এসব গণকবরে পাঁচ হাজার ২০০ থেকে ১৫ হাজারের মতো লাশ থাকতে পারে।

ওই জরিপ প্রকাশের সময় থেকেই একের পর এক শহর আইএসের দখলমুক্ত করে সেনারা।

রাজধানী বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত হাউইজা। ২০১৩ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে ছিল শহরটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিডনির পাথর প্রতিরোধ করে লেবুর রস!

লেবু। লেবু হল সাইট্রাস লিমন (Citrus limon) সাধারণ নাম।
লেবুর অনেক গুণ। লেবুর শরবত একটি আদর্শ স্বাস্থ্যসম্মত পানীয়। মাত্র একটি মাঝারি আকৃতির লেবু থেকে চল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি বা এসকরবিক এসিড পাওয়া যা একজন মানুষের দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। ভিটামিন ‘সি’ দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তাই বিশ্বজুড়ে লেবু খুবই জনপ্রিয় এবং প্রতিটি দেশের রান্নাঘরে এটি একটি অপরিহার্য খাবার। তাছাড়া এটি উদ্ভিজ্জ যৌগ, খনিজ এবং দেহের জন্য প্রয়োজনীয় তেলে সমৃদ্ধ। চলুন এবার জেনে নিই লেবুর রসের চিত্তাকর্ষক সব উপকারিতা-

১. কিডনির পাথর:
লেবুতে উপস্থিত লবণ বা সাইট্রিক অ্যাসিড কিডনিতে ‘ক্যালসিয়াম অক্সালেট’ নামক পাথর গঠনে বাধা দেয়। সবচেয়ে সাধারণ কিডনি পাথরগুলোর মধ্যে এটি একটি।

২. লিভার পরিষ্কার রাখে:

লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন, পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে।

৩. শক্তি বৃদ্ধি:
লেবুর রস পরিপাক নালীতে প্রবেশ করে শরীরে শক্তি বৃদ্ধি করে। এটি মানসিক চাপ কমাতে ও মেজাজ ফুরফুরা করতেও সহায়ক ভূমিকা পালন করে।

৪.হজমে সাহায্য করে:
লেবুর রস হজমে ব্যাপক সাহায্য করে। সেইসঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে।

৫. ত্বক পরিষ্কার করে:

লেবুতে উপস্থিত ভিটামিন ‘সি’ ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই উপাদান শরীরে কোলাজেন তৈরি করে। যা মুখের অবাঞ্ছিত দাগ দূর করে ঔজ্জ্বলতা ফিরিয়ে আনে।

৬. ওজন হ্রাস:
লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। যা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে। এক গবেষণায় দেখা গেছে, যারা খালি পেটে লেবুর রস খান, তাদের ওজন দ্রুত হ্রাস পায়। সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান।

৭. মূত্রনালীর সংক্রমণ দূর:
যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে। তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন। এটি আরোগ্য লাভে সাহায্য করবে।

৮. চোখের স্বাস্থ্য:
লেবুর রস চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং চোখের সমস্যার বিরুদ্ধে লড়াই করে।

৯. ক্যান্সার প্রতিরোধে:
লেবু অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে এর জুড়ি মেলা ভার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অপহৃত’ হলেন অভিনেত্রী প্রভা

আসাদুজ্জামান সোহাগের রচনায় চয়নিকা চৌধুরীর ‘হীরার আংটি’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, অভিনেতা শিপন মিত্র ও সজল।

নাটকের গল্পে দেখা যাবে, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর প্রভা অপহৃত হন।
অবশেষে প্রভাকে পাওয়া গেলেও পলাতক রয়ে যান প্রভার হবু স্বামী শিপন মিত্র।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, রাসেল ও রুপা দুজন দুজনকে ভালোবাসে। পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। এরপর রুপা অপহৃত হয়। পরে রুপাকে পাওয়া যায় কিন্তু পলাতক থাকে রাসেল। সে সময়ে রুপার জীবনে উপস্থিত হয় রাসেলের বন্ধু পাভেল। তারপর কী ঘটে সেটি জানার জন্য নাটকটি দেখতে হবে।

নাটকটি প্রসঙ্গে প্রভা বলেন, নাটকের গল্পটি অনেক চমৎকার। গল্পের মধ্যে একটা রহস্য লুকায়িত আছে।
এই নাটকে আমার বিপরীতে সজল ও শিপন মিত্রকে দেখা যাবে। নাটকটি নিয়ে আমি আশাবাদী।

শিপন মিত্র বলেন, চয়নিকা চৌধুরী ও প্রভার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। নাটকের গল্পটি রহস্যময়। আমার চরিত্রটিও বেশ মজার। আমার এবং প্রভার রসায়ন দর্শকদের ভালো লাগবে আশা করছি।

প্রসঙ্গত, এর আগে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘ও আমার ভালোবাসার দেশ’ শীর্ষক একটি নাটকে প্রভা ও শিপন মিত্র জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন।

আসছে ১৬ই ডিসেম্বর নাটকটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তচাপ নিয়ন্ত্রণ-ক্যানসার প্রতিরোধ করে পানিফল

সাতক্ষীরার বাজার এখন ছেয়ে আছে পানিফলে। স্বল্পমূল্যে বিভিন্ন জায়গায় এটি এখন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।
আপেল, কমলালেবুর মতো আদরের না হতে পারে, কিন্তু তাই বলে পানিফল মোটেই হেলাফেলার নয়। পেটের রোগ থেকে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ। সবক্ষেত্রে দারুণ কাজ দেয় এই ফল। এমনকি এতে রয়েছে ক্যানসার প্রতিরোধক গুণও।

১০০ গ্রাম পানিফলে ৪৮.২ গ্রাম পানি থাকে। প্রোটিন থাকে ৩.৪ গ্রাম। কার্বোহাইড্রেডের পরিমাণ ৩২.১ গ্রাম। আর ফ্যাট থাকে মাত্র ০.২ গ্রাম। রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম।
শরীর ঠাণ্ডা করতে পানিফলের জুড়ি নেই। শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় এই পানিফল।

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পানিফল। অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল গুণ রয়েছে এই ফলের। এমনকি অ্যান্টিক্যানসার হিসেবেও কাজ করে পানিফল। বমিভাব, হজমের সমস্যা দূর করতে পানিফলের জুড়ি নেই। অনিদ্রা, দুর্বলতা দূর করতে কাজে দেয় এই ফল। পানিফল ঠাণ্ডালাগা, সর্দিতেও স্বস্তি দিতে পারে। ব্রঙ্কাইটিস, অ্যানিমিয়া কমাতে পারে এই ফল।

পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে ভাল কাজ করে পানিফল। ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনবদ্য। পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন B, ভিটামিন E ভরপুর পানিফল চুল ভালো রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও শাকিবের নায়িকা ববি

শাকিব খান ও ববিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। শিগগির ‘নোলক’ নামের একটি ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করবেন।

রাশেদ রাহা পরিচালিত ছবিটির শুটিং চলতি মাসের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে শাকিব খান থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শুটিং করছেন।

‘নোলক’ ছবি প্রসঙ্গে শাকিব বলেন, ‘আগামী ২১ তারিখ আমার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই ছবির মহরত করব। তবে ছবিটির শুটিং হবে দেশের বাইরে।’

ববি জানান , তিনি সবসময় বেছে কাজ করতে পছন্দ করেন। তিনি বলেন,‘এর আগে আমি ও শাকিব খান জুটি বেঁধে দুটি ছবিতে অভিনয় করেছি। দর্শক দুটি ছবিই অনেক পছন্দ করেছেন। আশা করছি, এই ছবিটিও দর্শক পছন্দ করবেন। ’

ছবির গল্প জানতে চাইলে ববি বলেন, ‘রোমান্টিক একটি গল্প। বর্তমান সময়ের কথা চিন্তা করে ছবিটি নির্মাণ করা হবে। যে কারণে ছবির বাজেটও অনেক বেশি। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। চলতি মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।’

ববি বর্তমানে ভারতের হায়দারাবাদে ‘বেপরোয়া’ ছবি শুটিং করছেন। ছবিতে তাঁর সাথে জুটি বেঁধে অভিনয় করছেন নায়ক রোশান। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এর আগে শাকিব খান ও ববি ‘হিরো দ্য সুপারস্টার ও ‘রাজত্ব’ শিরোনামে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest