আন্তর্জাতিক ডেস্ক: ছবিটি দেখুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নত মাথায় বসে আছেন। বেজায় চিন্তিত। আর বিপরীত দিকে বসা সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কী জানতে চাইছেন তাঁরা। বা নরেন্দ্র মোদিরই এমন অবস্থা কেন?
দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ছবিটি প্রকাশিত হওয়ার পর হৈ চৈ শুরু হয়ে গেছে। বিশেষ করে সামাজিক মাধ্যম টুইটারে নিজেদের মতো করে ছবির ‘ক্যাপশন’ দিচ্ছেন মানুষ।
এর মধ্যে একজন লিখেছেন, আপনি যখন বোর্ড অব ডিরেক্টরের মুখোমুখি। বিক্রি নিয়ে বড় বড় টার্গেটের কথা বলেছিলেন। কিন্তু টার্গেট পুরো করতে পারেননি।
অন্য এক রসিক ব্যক্তি লিখেছেন, ‘যখন পরিবার থেকে বলা হয়, বিয়ে করছ কবে?’
একজন লিখেছেন, ২০১৪ সালের আগে পাকিস্তান নিয়ে টুইটগুলোর (মোদির) ব্যাখ্যা দিন।
অন্য একজন লিখেছেন, পারিবারিক কোনো অনুষ্ঠানে দূরসম্পর্কের স্বজনরা জিজ্ঞাসা করছে, কী করছ আজকাল।
একজন লিখেছেন, ‘দুই বছর হয়ে গেল। আর কোনো স্কিম নেই?’
ছবিটি আসলে কিসের? আসলেই কি নরেন্দ্র মোদি জবাবদিহির টেবিলে বসেছেন? না। ছবিটি আংশিক প্রকাশ করা হয়েছে। এটি একটি বইয়ের প্রকাশনা উৎসব। গতকাল শুক্রবার ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর লেখা বই ‘সিটিজেন এবং সোসাইটি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আর তা করেন খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
ছবিতে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ অন্যরা আসলে বসে আছেন দর্শকসারিতে। বিপরীত পাশে আলোচকদের সারিতে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেয়াল করে দেখলেই বোঝা যাবে মোদির পাশে আছে আরো চেয়ার।
ছবিটি তোলা হয়েছে এমন সময়, যখন কোনো আলোচক বইটি নিয়ে আলোচনা করছিলেন। আর ভারতের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ অন্যরা তা মনোযোগ দিয়ে শুনছেন।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ওই হামলাকারীর ছবি প্রকাশ করেছে।
অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে – এমন এক নতুন ধরণের সানগ্লাস বাজারে ছাড়তে যাচ্ছে স্ন্যাপচ্যাট নামের মেসেজিং এ্যাপ কোম্পানি।
আরিফ মাহমুদ: বাকি মাত্র সপ্তাহ দু’য়েক, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার। উৎসব আর আনন্দে মেতে উঠতে প্রস্তত হচ্ছে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সীরা। বছর ঘুরে কয়েক দিনের বড় এ আনন্দের শরিক হতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অনেক উদার মানসিকতার মুসলিম ও খৃষ্টান ধর্মাবলম্বীরাও যেন অনেকটা উদগ্রীব। দুর্গোৎসবের আয়োজনে শুধু ধর্ম নয় যেন একটি সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয় সেটা প্রমাণ করতে প্রস্তুত সাতক্ষীরার কলারোয়া জনপদ।
কলারোয়া ব্যুরো: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা সহায়তা কর্মসূচি সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১হাজার ২শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা সহায়তা হিসেবে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
কলারোয়া ব্যুরো: প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌছুতে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহপুরে শনিবার সকালে কমিউনিটি ক্লিনিকের ভবন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। শাহপুরে প্রায় ৮শতক খাস জমিতে ওই ক্লিনিকটি স্থাপন করা হচ্ছে।