সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে অপহৃত ১৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ ২ বনদস্যু আটক

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে বনদস্যু নুর-এ-আলম বাহিনীর হাতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) এর সদস্যরা। এ সময় নুর-এ-আলম বাহিনীর দুই সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। বুধবার রাত ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন কালির খাল থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বনদস্যু এবং উদ্ধার হওয়া জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মালঞ্চ নদীর কালির খাল থেকে দুই বনদস্যুকে দুটি অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ সময় বনদস্যু নুর-এ-আলম বাহিনীর কবল থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দু’টি বাল্যবিবাহ বন্ধ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে উপজেলা প্রশাসনের তৎপরতায় দু’টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে।
উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও পিরোজপুর গ্রামের আঃ সালাম বিশ্বাসের কন্যা তারিনা খাতুনের বিয়ের আয়োজন করা হয়। বর ছিল খালিয়া গ্রামের শাহমত ঢালীর পুত্র হান্নান। খবরটি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার কাছে পৌছলে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের সহযোগিতায় বিবাহ বন্ধ করে দেন। এদিকে গতকাল (বুধবার) দরগাহপুর ছিদ্দিকীয়া আলিম মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্রী ও খরিয়াটি গ্রামের আছাফুর গাজীর কন্যা শারমিনের বিয়ের আয়োজন করা হয়। বর পাইকগাছার মৃত মোকছেদ সানার পুত্র রিপন। উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে মহিলা বিষয়ক কর্মকর্তা ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলির মাধ্যমে বিয়ে বন্ধ করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার

মোঃ আরাফাত আলী : কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কাটাখালী থেকে পুলিশের অভিযানে ৭২বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। থানা সূত্রে জানা যায়, মাদকের একটি চালান নিয়ে যাচ্ছে চোরাকারবারীরা এমন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফর ও সুজিত বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পিরোজপুর বাজারে সামনে অবস্থান করে। এসময় মটর সাইকেল যোগে দুইজন ব্যাক্তি একটি প্লাষ্টিকের বস্তা ভর্তি ফেনসিডিল নিয়ে শ্যামনগর অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের পিছনে ধাওয়া করলে কাটাখালি ব্রিজ সংলগ্নে বস্তা ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।পরবর্তিতে পুলিশ ওই বস্তা তল্লাশী করে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পলাতক ব্যাক্তি শ্যমনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামের শেখ এরশাদ আলীর ছেলে শফিকুল ইসলামকে (৩২) তাকে চিনতে পারে পুলিশ । এব্যাপারে থানার সহকারী উপ-পরিদর্শক সুজিত বিশ্বাস বাদী হয়ে শফিকুলকে আসামী করে একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৭)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুবর্ণাবাদ মহাশ্মশানে ৩দিন ব্যাপী শ্রী শ্রী শ্মশান কালীপূজা

বিজয় ঘোষ, ভ্রাম্যমাণ প্রতিনিধি : দেবহাটার সুবর্ণাবাদ মহাশ্মশানে ৩ দিন ব্যাপি শ্রী শ্রী শ্মশান কালীপুজা উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে মঙ্গলদ্বীপ প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ মহাশ্বাশন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাই স্কুল প্রধান শিক্ষক পরিমাল চন্দ্র গাতিদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা ইউপি সদস্য শ্যামলি রানী, সাবেক ইউপি সদস্য বিষ্ণুপদ সরকার, আশাশুনি- দেবহাটা বন্ধু মহলের সভাপতি অজয় কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর মন্ডল,মহা শাশ্নান কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অনাদি মোহন সানা, পঙ্কজ হালদার, প্রতিরাম সরকার, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি হালদার, সদস্য আশুতোষ মন্ডল, পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, পুজা কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র মন্ডল, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাই স্কুল সহকারি শিক্ষক সঞ্জয় সরকার,সমাজ সেবক সুর্য্যকান্ত গাতিদার, চন্দ্র কান্ত সরকার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক ফনিন্দ্র নাথ সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‌্যালি ও সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান মুকুল : ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহায়তায়, ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায়, গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শ্লোগান ছিল “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।” র‌্যালি শেষে সদর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল করিম ও গ্রাম আদালত সহকারী নুরজাহান এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্যানেল চেয়ারম্যান রাম কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, বেবী নাসরিন, মলয় কুমার গায়েন, শক্তি শেখর চক্রবর্তী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন খুলনার জেলা প্রশাসক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান একজন সফল প্রশাসক। প্রশাসনিক কাজের জন্য তিনি মাঝে মধ্যে বিভিন্ন উপজেলা সফর করে থাকেন। আর সফরসূচির মধ্যে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের বিষয়টি। এমনি এক সফরে গত মঙ্গলবার সকালে ডিসি আমিন উল আহসান সফর করেন পাইকগাছা উপজেলা। দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দুপুরের দিকে তিনি পরিদর্শন করেন উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়। কলেজ পরিদর্শনকালে তিনি অবতীর্ণ হন শিক্ষকের ভূমিকায়। হঠাৎ প্রবেশ করেন দ্বাদশ শ্রেণির কক্ষে। পদার্থ বিজ্ঞান বিষয়ে এসময় পাঠদান করাচ্ছিলেন প্রভাষক আব্দুল আলীম। প্রভাষকের পাঠদানের ফাঁকে ডিসি আমিন উল আহসান শিক্ষকের ভূমিকায় পাঠদান করান শিক্ষার্থীদের। এসময় তিনি দেশের নারী শিক্ষার অগ্রগতি তুলে ধরে ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে কথা বলেন ছাত্রীদের সাথে। নারীদের সুযোগ-সুবিধা ও বর্তমানে গুরুত্বপূর্ণ স্থানে নারীর অবদানের কথা তুলে ধরে তিনি প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে আমিও পারবো, এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি প্রতিযোগিতাময় বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি তথ্য ও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। এসময় ডিসি’র মত একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে শিক্ষকের ভূমিকায় পেয়ে নানাভাবে উৎসাহিত হন কলেজের শিক্ষার্থীরা। সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস জানিয়েছেন, জেলা প্রশাসকের মত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেদিন যেভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষকের ভূমিকায় পরামর্শ দিয়েছেন এতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহিত হয়েছে। ওই সময় স্যারের পরামর্শ শুনে এক শিক্ষার্থী ভবিষ্যতে প্রকৌশলী হওয়ারও ইচ্ছা পোষন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ ম্যাচে বিশাল জয় বাংলাদেশের

শুরুটা হয়েছিল স্বাগতিক তাজিকিস্তানকে গোলশূন্য রুখে দিয়ে। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের শেষটাও হলো দুর্দান্ত। বুধবার শেষ ম্যাচে লাল-সবুজের দল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। দুই গোল করেছেন মাহবুবুর রহমান সুফিল, একটি করে গোল বিশ্বনাথ ঘোষ ও রিয়াদুল হাসান রাফির।

চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দুশানবের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচের ‍শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলা বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ১৩ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটে রাফি দ্বিগুণ করেন ব্যবধান।

বাকি দুই গোলই সুফিলের। মালদ্বীপের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জয় এনে দেওয়া এই ফরোয়ার্ড ৩৮ মিনিটে ৩-০ করেন স্কোরলাইন। আর বিরতির ঠিক আগে তার দ্বিতীয় গোলে নিশ্চিত হয়ে যায় জয়।

প্রথমার্ধে চার গোলে এগিয়ে থাকা বাংলাদেশ বিরতির পর অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি। আর কোনও গোলের দেখা পাননি সুফিল-জাফর ইকবালরা।

চার ম্যাচে দুই জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। বাছাই পর্বের ‘বি’ গ্রুপে তাই রানার্সআপ হওয়া প্রায় অসম্ভব মাহবুব হোসেন রক্সির শিষ্যদের জন্য। দিনের পরের ম্যাচে উজবেকিস্তান ৮ গোলের ব্যবধানে তাজিকিস্তানকে হারালেই গ্রুপে দ্বিতীয় হতে পারবে বাংলাদেশ।

তাজিকিস্তান মিশন শেষ হলো ভালোভাবেই। স্বাগতিক দলকে রুখে দেওয়া আর শক্তিশালী উজবেকিস্তানের সঙ্গে দারুণ লড়াইয়ের সুখস্মৃতি আগামী দিনে তরুণ ফুটবলারদের নিশ্চয়ই অনুপ্রাণিত করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের কুখ্যাত মাহাবুবের অনিয়ম ও দুর্নীতির তদন্ত সম্পন্ন

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত সম্পন্ন হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স. ম আব্দুর রউফ কমপ্লে¬ক্স ও এতিমাখানা পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে সেখানে প্রচুর অনিয়ম ও দুর্নীতি করেছেন। এছাড়া তিনি তার চাকরি ও বদলি সংক্রান্ত বিষয়েও নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ সব ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খোন্দকার বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সাতক্ষীরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে তদন্ত করেন।
তদন্তকালে অভিযোগের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সত্যরঞ্জন মন্ডল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি, মাহাফুজা সুলতানা রুবি সাক্ষ্য দেন। এ ছাড়া তদন্ত কর্মকর্তার সামনে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী এএনএম মঈনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান, মহিতুর রহমান, সৈয়দ আমিনুর রহমান বাবু সাক্ষ্য দেন।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমান আত্মপক্ষ সমর্থন করে তার বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্য উপস্থাপনকালে মাহাবুবর রহমান তার শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডেট এটা অস্বীকার না করেই ১০ বছরের অভিজ্ঞতাকে পদোন্নতির জন্য যথেষ্ট বলে দাবি করেন। জালালপুরে বদলীর আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে স্টে চাননি বরং সেখানে যোগদান না করতে পারায় বেতন ভাতা যাতে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে পেতে পারেন সেজন্য আবেদন করেছিলেন বলে জানান। এ ছাড়াও তিনি জেলা পরিষদের অন্তর্ভুক্ত না হওয়া জমিতে আব্দুর রউফ কমপে¬ক্স ও এতিমখানার ভবন নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, গত ১৯ ফেব্রুয়ারির প্রতিবেদনে শিক্ষক কর্মচারির বেতন ও শিক্ষার্থীদের বোর্ডিং খরচ বাবদ যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা সঠিক নয়। মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তিনি যে কোন কাজ করতে রাজি আছেন বলে দাবি করেন। তবে তিন বারের বদলী সংক্রান্ত আদেশগুলো তিনি হয়রানিমূলক বলে দাবি করেন।
ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা জেলা পরিষদের ষাঁটলিপিকার থেকে প্রশাসনিক কর্মকর্তা হয়ে এসএম মাহাবুবর রহমান একই স্থানে ২৭ বছর কাজ করার সুবাদে প্রভাব খাটিয়ে তিনি তার বাবার নামে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স.ম আব্দুর রউফ কমপে¬ক্স ও এতিমখানা তৈরি করে সভাপতি হয়ে জেলা পরিষদ থেকে নেওয়া ও প্রকল্প বরাদ্দ বাবদ কয়েক কোটি টাকা শিক্ষক- কর্মচারিদের বেতন, শিক্ষার্থীদের বোর্ডিং খরচ ও অবকাঠামো উন্নয়নের নামে বেআইনিভাবে অপচয় করছেন মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সত্যরঞ্জন মন্ডল। বিষয়টি অবগত হওয়ার পর গত ২৪ অক্টোবর ওই প্রতিষ্ঠান ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানের বিরুদ্ধে তদন্ত করার জন্য ওই দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালককে নির্দেশ দেন। এ চিঠি পাওয়ার পর খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খোন্দকার গত ২৪ অক্টোবর এক চিঠিতে আব্দুর রউফ কমপ্লে¬ক্স ও এতিমাখানার ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়মে প্রয়োজনীয় কাগজপত্র, দলিলপত্রাদিসহ ৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে তদন্ত কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। সে অনুযায়ি বুধবার এ তদন্ত হয়। পরবর্তীতে তদন্তকারি কর্মকর্তা ধুলিহরে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স.ম আব্দুর রউফ কমপ্লে¬ক্সে ও এতিমখানার কার্যক্রম পরিদর্শন ও সেখানকার অভিযোগ সম্পর্কে তথ্য অনুসন্ধান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest