সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনাসাতক্ষীরায়পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তরসাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণসাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটক

রোহিঙ্গা নিধনের প্রতিবাদে অ্যাওয়ার্ড ফেরত দিচ্ছেন বব গেলডফ

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছে নিরীহ রোহিঙ্গারা। কিন্তু রোহিঙ্গা নিধন ইস্যুতে নীরবতা পালন করেছেন শান্তিতে নোবেল জয়ী নেত্রী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি।
আর তার নীরবতার বিরুদ্ধে প্রতিবাদে এবার সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ।

সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বব গেলডফ বলেন, আমরা তাঁকে সম্মানিত করেছিলাম, তিনি আমাদের লজ্জিত করেছেন।

অং সান সুচিও সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তাই বব গেলডফ ওই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে সুচিকে দেওয়া ফ্রিডম অব দ্যা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিন্দুদের ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ: সুষমা স্বরাজ

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের রংপুরে সাম্প্রদায়িক হামলায় যেসব হিন্দু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ভারতকে আশ্বস্ত করেছে। এক টুইট বার্তায় সুষমা স্বরাজ জানান, এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের কাছ থেকে তারা বিস্তারিত প্রতিবেদন পেয়েছেন।

আক্রান্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশে কর্তৃপক্ষের তরফে এখনও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। গত শুক্রবার রংপুরের এক হিন্দু যুবক তার ফেসবুকে ইসলামের নবী মোহাম্মদকে ব্যাঙ্গ করে একটি স্ট্যাটাস দিয়েছেন- এই অভিযোগে স্থানীয় মুসুল্লিরা গঙ্গাচড়ায় একটি হিন্দু গ্রামে হামলা চালায়। এসময় তারা কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এসময় একজন নিহত হন।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তার টুইট বার্তায় আরো বলেছেন, বাংলাদেশে কর্তৃপক্ষ ঢাকায় তাদের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে জানিয়েছেন, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িঘর পুননির্মাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

তিনি জানান, হিন্দুদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যাপারেও কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন। এর আগেও বাংলাদেশে যখন হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে তখন সুষমা স্বরাজ তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। কুমিল্লার নাসিরনগরে হিন্দুদের হামলার পরেও প্রায় একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। সেসময় সুষমা স্বরাজ বলেছিলেন, “আমরা আশা করবো বাংলাদেশ সরকার সেদেশের হিন্দুদের নিরাপত্তা দেবে।”

ভারতের আরেক প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্মী সেনা বাহিনীর হামলার ব্যাপারে ভারত এখনও পর্যন্ত কিছু বলেনি। বাংলাদেশের চাপে পড়ে সম্প্রতি দিল্লি শুধু বলেছে, মিয়ানমারে দু’পক্ষকেই সংযম দেখাতে হবে।

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের ঘোষিত নীতি হচ্ছে, প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে সংখ্যালঘু হিন্দু খৃস্টান বৌদ্ধ যারাই ভারতে পালিয়ে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এই তালিকায় মুসলমানদের নাম নেই।

একারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ ভারতেও অনেকে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, সরকারের এই অবস্থান ভারতের ধর্ম নিরপেক্ষ নীতির পরিপন্থী।

সূত্র :  বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে প্রাডো জিপে মিলল বাঘ-সিংহের ৪টি বাচ্চা

যশোরের চাঁচড়া চেকপোস্টে মোড়ে একটি বিলাসবহুল প্রাডো ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২টি সিংহ ও ২টি চিতা বাঘের শাবক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড়ে অভিযান চালিয়ে শাবকগুলোকে উদ্ধার করা হয়।
এসময় গাড়িটি থেকে দুইজনকে আটক করা হয়

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজীদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৩-২৭৯০) থেকে কার্টন ভর্তি দু’টি চিতা বাঘ ও দু’টি সিংহের শাবক উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের কর্মকর্তারা দু’টিকে চিতা বাঘের শাবক এবং অপর দু’টিকে সিংহের শাবক বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার চকপাড়া-বশিপুড়া গ্রামের আহাদ আলী সর্দারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)।

প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর উত্তরা থেকে বাঘ-সিংহের শাবকগুলোকে যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়।

তবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। মৃত্যুরা হলো শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের আড়াই বছরের কন্যা মরিয়া এবং তার চাচাতো ভাই আসাদুল ইসলামের কন্যা তামান্না।
স্থানীয়রা জানান, পাঠ পঁচানোর জন্য তাদের বাড়ির একটি গর্ত রয়েছে। সোমবার সকালের দিকে একই বয়সী মরিয়া ও তামান্না সকলের চোখ ফাঁকি দিয়ে ওই গর্তে পড়ে যায়। পরে বিভিন্ন খোজাখুজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ওই গর্ত নেমে সকাল ৯টার দিকে মারিয়া ও তামান্নার লাশ উদ্ধার করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া

১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে নর্দার্ন আয়ারল্যান্ডের। তাদের বিপক্ষে প্লেঅফের দ্বিতীয় লেগে গোলশূন্য ‘ড্র’ করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। প্রথম লেগে তারা এক গোলে এগিয়ে ছিল। অন্যদিকে দ্বিতীয় লেগে গ্রিসের বিপক্ষেও গোলশূন্য ‘ড্র’ করে পঞ্চমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া এক পা দিয়ে রেখেছিল প্রথম প্লেঅফে। ম্যাচটিতে গ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় দলটি।

ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় সুইজারল্যান্ডের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার-ফাইনালে খেলা। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা।

এদিন তারা টানা চতু্র্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ১৯৩৪ এবং ৫৪ সালেও টানা চতুর্থবার বিশ্বকাপে খেলেছিল দলটি।

ক্রোয়েশিয়াকে টপকাতে গ্রিসের যে দাপট দেখানো দরকার ছিল তার ধারেকাছেও যেতে পারেনি দলটি। নিজেদের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিলেও রক্ষণাত্মক ক্রোয়েশিয়ার ডিফেন্সের জন্য তা কিছু ছিল না। বল দখলের লড়াইয়ে ৬৪ শতাংশ এগিয়ে ছিল গ্রিস। গোলে শট নেয় আটটি। ক্রোয়েশিয়া ছয়টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্বপ্ন প্রকল্পের ২য় চক্রের যাত্রা শুরু

কালিগঞ্জ ব্যুরো : সম্মিলিত প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ গুলো গ্রামীন দরিদ্র মহিলা ও অসহায় জনগোষ্ঠির কাছে পৌছে দেয়া ও তাদেরকে আকস্মিক সংকট থেকে রক্ষা করা হয়। এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার গ্রামীণ হতদরিদ্র মহিলাদের ভাগ্য উন্নয়নে স্বপ্ন প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু হয়েছিল ২০১৫ সালের ১৬ আগস্ট। এলজিডি ও ইউএনডিপি‘র যৌথ সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের প্রনীত স্বপ্ন প্রকল্প সামাজিক নিরাপত্তা বেষ্টনির একটি অগ্রসর ধারা। এই প্রকল্পের দ্বিতীয় চক্রের কার্যক্রম রোববার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদে এ প্রকল্পের কার্যক্রম উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা রাজ প্রসাদসহ ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে মথুরেশপুর ইউনিয়ন পরিষদে স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদ্জ্জুামান। কুশলিয়া ইউনিয়ন পরিষদে প্রকল্পটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা, গ্রাম পুলিশ, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রকল্পের মেয়াদ শেষে এসব হতদরিদ্র গ্রামীণ মহিলাদের দক্ষ কর্মী অথবা ক্ষুদ্র ব্যবসায়ি হিসাবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রকল্পটির ১৮ মাস মেয়াদ কালে উপকারভোগী মহিলাদের নেতৃত্ব উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি, নারী অধিকার, জেন্ডার উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও ব্যবস্থাপনা, সহজ হিসাব শিক্ষণ ও কারিগরী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ফলে এ সকল হতদরিদ্র পরিবার তাদের চাকুরীর মেয়াদ শেষে খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার মান সমুন্নত রাখতে সক্ষম হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বপ্ন প্রকল্পের ২য় চক্রের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে গ্রামীণ হত-দরিদ্র মহিলাদের ভাগ্য উন্নয়নে সাতক্ষীরায় স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় চক্রের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আযোজনে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেবিনেট ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ খালেদ হাসান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ইউনএনডিপি প্রতিনিধি বেলায়েত হোসেন, সুশীলনের উপ-পরিচারক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, শ্রমজীবি নারী রোজিনা আক্তার প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউনএনডিপির আর্থিক সহযোগিতায় ৫ বছর মেযাদী এ প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলার ৫২টি ইউনিয়নে কাজ করে আসছে। এ প্রকল্পের দ্বিতীয় চক্রে ১,৮৭২ জন দুঃস্থ বিধাব তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যাক্তা মহিলাদের সার্বক্ষনিক কর্মসংস্থাপনসহ সম্ভাবনাময় উৎপাদনশীল কর্মের সুযোগ সৃষ্টি ও নারীর সামর্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, উপকারভোগী মহিলারা দৈনিক ২০০ টাকা করে মজুরি পাবে যার মধ্যে ৫০ টাকা তারা সঞ্চয় হিসেবে জমা রাখবে এবং পরবর্তীতে এই সঞ্চয় ভবিষ্যতে উৎপাদনশীল বিনিয়োগ হিসেবে ব্যবহার হবে। প্রকল্পটি ২০১৫ সাল থেকে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত দুই পর্বে বাস্তবায়িত হবে।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জামায়াতকর্মী ও ৫ ইয়াবাসেবি আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ১ জামায়াতকর্মী ও ইয়াবাসহ ৫ জন মাদকসেবী আটক হয়েছে। আটককৃত জামাত কর্মীর নাম ইউনুস আলী মোল্লা (৪৫) সে দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের আদর আলী মোল্লার ছেলে। দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন তাকে আটক করেন। তিনি নিয়মিত মামলার আসামী এবং ইতিপূর্বে হত্যা সহ ২ টি মামলার আসামী বলে পুলিশ জানায়। এছাড়া এসআই মাজরিহা হোসাইনের নেতৃত্বে এএসআই আব্দুল গনি ও এএসআই মাসুদ ও এএসআই আলআমিন উপজেলার কোমরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) কে ৫ পিচ ইয়াবা সহ শনিবার সন্ধ্যার পরে শাখরা ব্রীজ এলাকা থেকে আটক করেন। তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ মাসের কারাদ- দেয়া হয়েছে। এছাড়া একই পুলিশ দল অপর পৃথক পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে পারুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফয়েজুল্লাহ (২৬) কে আটক করেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা, দক্ষিন পারুলিয়া গ্রামের হোসেন ঢালীর ছেলে মেহেদী হাসান সুইটস (২৮) কে ২ হাজার টাকা, উত্তর সখিপুর গ্রামের সেছারউদ্দীনের ছেলে সবুজ ইসলাম (২৩) কে ১ হাজার টাকা ও দেবহাটা সদরের মৃত আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন (২২) কে ১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest