সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনাসাতক্ষীরায়পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তরসাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণসাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটক

কুমিল্লার কাছে রাজশাহীর বিশাল হার

রাজশাহী কিংসকে ৯ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জস বাটলারের ৫০ ও ইমরুল কায়েসের ৪৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা।

এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়ে এবার নাজুক পরিস্তিতিতে পড়েছে রাজশাহী কিংসের। রোববার (১২ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কুমিল্লার বোলারদের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে হয়েছে রাজশাহীকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রানেই শেষ হয় রাজশাহীর ইনিংস। যার ফলে কুমিল্লার সামনে ১১৬ রানের সহজ লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহীঃ ১১৫/৭ (২০ ওভার)
টার্গেটঃ ১১৬ রান
কুমিল্লাঃ ১২০/১ (১৫.১ ওভার)
৯ উইকেটে কুমিল্লার জয়।

রাজশাহী কিংস একাদশঃ লেন্ডল সিমন্স, মুনিমুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), জেমস ফ্রাঙ্কলিন, ম্যালকম ওয়ালার, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, কেজরিক উইলিয়ামস, নিহাদুজ্জামান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফউদ্দিন, রশীদ খান, আরাফাত সানি, আল-আমিন হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পুলিশি ‘যাদু’: ৫০ হাজার টাকায় ‘হরিণের মাংস’ হয়ে গেল ‘গরুর মাংস’

আসাদুজ্জামান : পুলিশের হাতে পড়ে ‘হরিণের মাংস’ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মুহূর্তেই হয়ে গেলো ‘গরুর মাংস’। আর সেই সাথে মুক্তিও পেয়ে গেলো মাংস পাচারকারী যুবক প্রসেনজিত রপ্তান।
শনিবার রাতে এ ঘটনা ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর কামাল মাস্টারের মোড়ে।
পুলিশ অবশ্য বলছে হরিণের মাংস পাচারকারী হিসাবে প্রসেনজিতকে আটক করা হয়েছিল। পরে ধারণা হয়েছে সেটি ছিল গরুর মাংস। তাই তাকে প্রাথমিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ওই মাংস পাঠানো হয়েছে ঢাকার মহাখালিতে পরিক্ষা নিরীক্ষার জন্য। পরিক্ষায় যদি প্রমাণ হয় সেটি হরিণের মাংস তাহলে মামলা হবে। গ্রেফতার করা হবে প্রসেনজিতকে।
জানা গেছে, শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের রথীন্দ্রনাথের ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালক প্রসেনজিত রপ্তান রাতে প্রায় ২০ কেজি কাঁচা মাংস একটি বস্তায় করে নিয়ে আসছিলেন শ্যামনগরের দিকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মাংসসহ তাকে আটক করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। এ সময় পুলিশের সাথে ইউপি সদস্য জলিল কাগুজির মাধ্যমে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার গোপন চুক্তি হয়। সে অনুযায়ী পুলিশ ঘোষণা দেয় যে এটা হরিণের নয়, গরুর মাংস। পরে লোক দেখানোর জন্য পরিক্ষার নামে এ মাংস নিয়ে যাওয়া হয় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডুর কাছে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমি বলেছি টেস্টিং মেশিনে পরীক্ষা না করে কোনো মন্তব্য করা যাবে না। আজ রোববার বিকাল নাগাদও আমার কাছে ওই মাংসের নমুনা পাঠায়নি পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, পরীক্ষার জন্য কাঁচা মাংস কুল বক্সে নিয়ম অনুযায়ী প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। রেজাল্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, প্রসেনজিতকে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের জিম্মায় দেওয়া হয়েছে। পঞ্চাশ হাজার টাকা ঘুষ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি।
হরিনের মাংস পাচার ও থানা থেকে ছাড়িয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জলিল কাগুজি জানান, ছেলেটি পাগলা মতো। আমি চেয়ারম্যানের কথা মতো থানায় তাকে ছাড়াতে গিয়েছিলাম। পুলিশের সাথে টাকা লেনদেন আমার মাধ্যমে হয়নি।
জেলেখালি গ্রামের লোকজন জানান, প্রসেনজিত রপ্তান দীর্ঘদিন যাবত গোপনে ও প্রকাশ্যে হরিণের মাংস বেচাকেনা করে। প্রয়োজনে তার কাছে অর্ডার দিলে সে বাড়িতেই হরিণের মাংস পৌঁছে দেয়। এ জন্য তার নেতৃত্বে একটি গ্যাং রয়েছে। গ্যাংয়ের অপর সদস্যরা শনিবার রাতে পুলিশের সহায়তায় পালিয়ে গেছে।
তবে, প্রসেনজিতের বাবা রথীন্দ্রনাথ জানান, খোকাকে পুলিশ ছেড়ে দিয়েছে। ঘটনা কী তা আমি জানিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিটাগাংকে ১৮ রানে হারাল খুলনা

ঢাকার মিরপুরে বিপিএলের ১১তম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ১৮ রানে হারিয়েছে মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স। এর ফলে তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় তুলে নিল খুলনা।
আর সমান ম্যাচ খেলে চিটাগাং দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে।

এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটায় টস জিতে ফিল্ডিংয়ে নামে মিসবাহরা। যেখানে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে, নির্ধারিত ওভারে ৭ উইকেট হারানো চিটাগাংয়ের ইনিংস থামে ১৫২ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। প্রথম তিন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে বিদায় নেন। এর দুটি উইকেট তুলে নেন ভাইকিংসের বাংলাদেশি স্পিনার সানজামুল ইসলাম।

চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন রিলে রুশো ও অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের প্রয়োজনীয় বেশ কিছু রানও তুলে দেয় এই জুটি।
কিন্তু আগের ম্যাচের ফর্ম এ ম্যাচেও ফিরিয়ে আনেন চিটাগাংয়ের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দু’জনকেই প্যাভিলিওনের পথ দেখান টাইগার এ বোলার। ২৫ রান করেন দক্ষিণ আফ্রিকান রুশো আর ৩৩ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৪০ করে বিদায় নেন মাহমুদউল্লাহ।

শেষ দিকে অবশ্য পঞ্চম উইকেট জুটিতে ব্যাটে ঝড় তোলেন বাংলাদেশি আরিফুল হক ও ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। দুজনে মিলে মাত্র ২২ বলে ৫৫ রান তোলেন। ১৯তম ওভারে শুভাশিস রায়ের শেষ বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে দুটি চার ও তিনটি বিশাল ছক্কায় ৩০ করে বিদায় নেন ব্র্যাথওয়েট। ২৫ বলে ৪০ রান করে ইনিংসের শেষ বলে তাসকিনের তৃতীয় শিকার হন আরিফুল। তার ইনিংসটি ৩৩ বলে ২টি চার ও ২টি ছক্কা সাজানো ছিল। শেষ ৫ ওভারে খুলনা ৬৯ রান তোলে।

ভাইকিংস পেসার তাসকিন ৪ ওভারে ৪৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সানজামুল ৩ ওভারে ২০ রান দিয়ে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন শুভাশিষ রায় এবং দিলশান মুনাবেরা।
১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের সামনে বিপাকে পড়ে ভাইকিংস ব্যাটসম্যানরা। ওপেনার লুক রঞ্চি (২) আর সৌম্য সরকার (০) দ্রুতই বিদায় নেন। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় করেন ১৪ বলে দুই চার, এক ছক্কায় ১৮ রান। দিলশাল মুনাবেরা ১০ রানে বিদায় নেন। দলপতি মিসবাহ ৩৭ বলে করেন ৩০ রান।

সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৩৭ রান। তার ২৭ বলের ইনিংসে চারটি বাউন্ডারির সঙ্গে ছিল একটি ওভার বাউন্ডারির মার। তানভীর হায়দার ১০ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

খুলনার আবু জায়েদ ৪ ওভারে ৩৫ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। শফিউল ইসলাম একটি, কার্লোস ব্রাথওয়েট একটি আর জোফরা আর্চার একটি করে উইকেট তুলে নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষমতায় এলে আ ‘লীগের জুলুম ক্ষমা করে দেয়া হবে : খালেদা

ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নেতাকর্মীদের ওপর জুলুম-নিপীড়নের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় এলে আওয়ামী লীগের জুলুম ক্ষমা করে দেয়া হবে।

৭ নভেম্বর উপলক্ষে রবিবার রাজাধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

রবিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন ধরনের স্লোগানে-স্লোগানে স্বাগত জানান। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন। তিনি বলেন, এ কাজের মাধ্যমে সরকার ছোট মনের পরিচয় দিয়েছে।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন নিয়ে ইসি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ইভিএম বন্ধ সেনাবাহিনীকে নামিয়ে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, ‘এমনকি সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হবে, যাতে তারা কাজ করতে পারে।
আর সেনাবাহিনী না দেওয়া হলে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল করে মানুষের ওপর অত্যাচার চালাবে। ভোট চুরি করবে। ’

এর আগে, জনসভায় যোগদানের জন্য সকাল থেকে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন। দুপুর পৌনে ২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খোঁজ নিতে হবে বিএনপিকে বাধা দিচ্ছে কে

বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করতে দলের নেতা-কর্মীদের সরকার বাধা দিচ্ছে—বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে। বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়।

আজ রোববার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, অতীতে এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখা গেছে, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। আসলে কথায় কথায় নালিশ করা বিএনপির পুরোনো অভ্যাস।

ঢাকায় প্রবেশের প্রধান পয়েন্টগুলোয় এবং ঢাকা মহানগরের রাস্তায় যানবাহন–সংকট এবং দূরপাল্লার পরিবহনও রাস্তায় দেখা যাচ্ছে না, এটা কেন হচ্ছে—সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমি জানি না।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কি সহায়ক, নাকি তত্ত্বাবধায়ক? তারা একবার বলে সহায়ক সরকার, আবার বলে তত্ত্বাবধায়ক সরকার। আসলে তারা কী চায়, তা কি আজ পরিষ্কার করবেন বেগম খালেদা জিয়া?’ তিনি আরও বলেন, তাঁরা কী চান, দেশের জনগণ তা জানতে চায়। কথা তো পরিষ্কার, সহায়ক ও তত্ত্বাবধায়ক তো মামাবাড়ির আবদার না। আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১৮ নভেম্বর সাতই মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতির জন্য আমরা সমাবেশ দিয়েছি শনিবার দেখে। এ ধরনের সমাবেশে জনভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আজকে তো সহনীয় মাত্রায় নেই। সহনশীলতার মাত্রা অতিক্রম করে এখন রাস্তা অচল হয়ে গেছে।’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার সংবর্ধনার দিনও একই অবস্থা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে দলের মহিলা নেতা-কর্মীদের উপস্থিতিও তাদের (বিএনপি) সম্মিলিত উপস্থিতির চেয়েও বেশি ছিল। তারপরও নেতা-কর্মীরা ফুটপাতে সুশৃঙ্খল পরিবেশে ছিল। যারা আজকে রাস্তা অচল করে সভা-সমাবেশ করে, তারা ক্ষমতায় আসলে দেশ অচল করবে।

নির্বাচনী বছর হওয়ায় রাস্তা থেকে ভটভটি বন্ধ করা যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, থ্রি হুইলার, ইজিবাইক, নছিমন, করিমন ও ভটভটি—এগুলো বন্ধ করা কঠিন। কারণ, এটা নির্বাচনী বছর। চাইলেও জনপ্রতিনিধিরা বন্ধ করতে দেবেন না। ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বাস্তবতা বুঝতে হবে। আপাতত সম্ভব নয়। তাই ভোট শেষ করে সরকার গঠন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সচেতনতা বাড়াতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সুজন-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

কালিগঞ্জ ব্যুরো : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গনতন্ত্রের রক্ষাকবজ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজনের পথচলা ও আগামির প্রত্যাশা শীর্ষক ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন কালিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে রোববার সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম। সুজন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, ইলাদেবী মল্লিক, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, সদস্য ডাঃ শফিকুল ইসলাম বাবু, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ। এসময় বক্তরা বলেন সকল দলের অংশ গ্রহনে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলের কাম্য। সুজন সারাদেশ ব্যাপি এই কাজটি করার জন্য জনসচেতনতায় কাজ করছে। সারাদেশের ন্যায় কালিগঞ্জেও দল নিরপেক্ষ এ সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ম থেকেই কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে সরকারের সাথে আলোচনার মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। হাটি হাটি পা-পা করে ১৫ বছরে পেরিয়ে গেছে এই স্বায়িত্বশাসিত সংগঠনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, রিভারবাইন বর্ডার গার্ড অধিনায়ক নীলডুমুর লে. কর্নেল এম মিল্টন কবির, বিজিবি ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-পরিচালক নীলডুমুর ক্যাম্পেন মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা এন.এস.আইয়ে’র সহকারী পরিচালক আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গনি, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, শামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাষিস সরদার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা হিন্দু-বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরজ্ঞন মুখার্জী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দিন, জেলা বাবসিস এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ।
জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বিদ্যুতের ভৌতিক বিল ও অভিযোগ কেন্দ্র স্থাপন প্রসঙ্গে, মেইন সড়ক নির্মাণ কাজ ভালভাবে দ্রুত সম্পন্ন করা প্রসঙ্গে, ইসলামী জলসায় জামাতে ইসলামীর কোন নেতা থাকতে পারবেনা, সেই অঞ্চলের উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে অনুমতি, সন্দেহজনক হলে অডিও বা ভিডিও করতে হবে এবং কোন প্রকার উস্কানীমূলকভাবে কোন বক্তব্য না দেওয়া প্রসঙ্গে, জেলার বাজারগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা প্রসঙ্গে, প্রধানমন্ত্রীর গাড়ি বহর হামলাসহ অসংখ্য মামলার ওয়ারেনভূক্ত আসামী বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব কিভাবে বিভিন্ন টিভি চ্যানেলে দেখা গেলেও কেন গ্রেফতার হচ্ছেনা, জামাতের অসংখ্য নেতা কেন এখনো গ্রেফতার হয়নি, বাল্য-বিবাহের সাথে তিনজন আইনজীবী সরাসরি জড়িত। তাদের সম্পর্কে আইনজীবী সমিতিকে অবগত করা হবে এবং পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে, কোর্টের মাধ্যমে নোটারী পাবলিকের বিয়ে আইন সঙ্গত নয় এবং সাতক্ষীরা বাস টার্মিনাল ও সদর হাসপাতাল এলাকায় অবৈধ যান বাহনের টার্মনাল তৈরি হওয়ায় যানজট বৃদ্ধি বিষয়ে ব্যবস্থা গ্রহন প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী অক্টোবর মাসে মামলা হয়েছে ২শ’ ৩২ টি এবং সেপ্টেম্বর ২০১৭ মাসে মামলা ছিল ২শ’ ১০টি। তুলনামুলকভাবে মামলা বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আসছেন না ওবায়দুল কাদের, নেতাদের ডেকেছেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর সাতক্ষীরায় আসছেন না ওবায়দুল কাদের। ওই একই দিনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সাতক্ষীরায় দলের সকল সংসদ সদস্য ও সাত উপজেলা এবং সাতক্ষীরা পৌর সভাপতি-সম্পাদককে ঢাকায় ডাকা হয়েছে।

উলল্লখ্য, বাংলাদশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এর আগামী ২৪ নভেম্বর সাতক্ষীরা সফরের কথা ছিল। আজ রবিবার তার এই সফর স্থগিত করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ডেইলি সাতক্ষীরাকে এ খবর নিশ্চিত করেছেন। তি‌নি আনও জানান, ঢাকায় ২৪ ন‌ভেম্ব‌রের সভায় ওবায়দুল কা‌দে‌রের সাতক্ষীরা সফ‌রের তা‌রিখ নির্ধা‌রিত হ‌তে পা‌রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest