সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ’র কমিটি: দিবাকর সভাপতি, বাবলু সম্পাদক

মো: বশির আহমেদ : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংগঠনের জেলা সবাপতি রাশেদুজ্জামান রাশি ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি- দিবাকর সেন, সহ-সভাপতি- মো: তানজিল হোসেন পলাশ, সহ-সভাপতি- মো: উজ্জ্বল মাহমুদ, সহ-সভাপতি- মো: আশরাফুজ্জামান, সহ-সভাপতি- মো: আবুল হাসান, সহ-সভাপতি- শ্রী মনোরঞ্জন বাইন,সাধারণ সম্পাদক-এস. এম. শহিদুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক- শ্রী প্রান্ত মন্ডল, সাংগঠনিক সম্পাদ- মো: আবু ত্বোহা, প্রচার সম্পাদক- মো: মোসলেম আলী, সহ-প্রচার সম্পাদক- মো: আলমগীর হোসেন, দপ্তর-সম্পাদক- মো: ইয়াছিন আরাফাত, সহ-দপ্তর সম্পাদক- মো: মিল্টন সানা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- সৌমিত্র শেখর বাপী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- মো: জাহিদ হোসেন, ক্রীয়া সম্পাদক- মোঃ আব্দুলাহ আল মুজাহিদ, সহ-ক্রীয়া সম্পাদক- জাহিদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক- ধ্রব ঢালী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক- তুহিন আলম, তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক- তরিকুল ইসলাম, সহ তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক- আদিয়াত হোসেন, বিজ্ঞান, চারু ও চারুকলা সম্পাদক, অনুপম মন্ডল, সহ বিজ্ঞান, চারু ও চারুকলা সম্পাদক- রবিণ রায়, অর্থ সম্পাদক- অবিনাশ সরকার, সহ অর্থ সম্পাদক- শংকর মন্ডল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক- মো: আল মুজাহিদ, সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক- মো: তুহিন আলম, মহিলা বিষয়ক সম্পাদক- মজিদা খানম, সহ মহিলা বিষায়ক সম্পাদক- পলাশি সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক- মো: মুহাসিন আলী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক- বিকাশ মন্ডল, শিক্ষা ও পাটচক্র- মো: মিজানুর রহমান, সহ-শিক্ষা ও পাটচক্র- দিপংকর মিশ্র, মুক্তিযোদ্ধা বিষয়ক- মো: মিজানুর রহমান (মুক্তিযোদ্ধা সন্তান), সহ- মুক্তিযোদ্ধা বিষয়ক- অলিউর রহমান, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মো: মঈনুল ইসলাম, সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মো: রফিকুল ইসলামসহ ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ২ বছর বলবৎ থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাসকিন জাদুতে ভাইকিংসের প্রথম জয়

একটা ওভারেই পাল্টে গেল ম্যাচের চিত্র। যখন ১৩তম ওভারের শেষ ৩ বলে ম্যাচের লাগাম চলে আসে চিটাগং ভাইকিংসের হাতে। তাসকিন আহমেদের জাদুকরী বোলিংয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েও মাঠ ছেড়েছে ভাইকিংস। রংপুর রাইডার্সকে ১১ রানে হারিয়ে পেয়েছে তারা চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম জয়। লুক রনকির ঝোড়ো হাফসেঞ্চুরিতে (৩৫ বলে ৭৮) ভাইকিংস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৬৬ রান। জবাবে ম্যাচসেরার পুরস্কার জেতা তাসকিনের বোলিং তোপে ৮ উইকেটে ১৫৫ রান পর্যন্ত যেতে পেরেছে রংপুর।

জনসন চার্লস (১) শুরুতেই আউট হয়ে গেলে চাপে পড়ে যায় রংপুর। জিয়াউর রহমান (৪ বলে ১১) ও মোহাম্মদ মিথুন (১৫ বলে ২৩) ঝোড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েও পারেননি। এমন শুরুর পরও রবি বোপারা ও শাহরিয়ার নাফীসের ব্যাটে জয়ের পথেই এগোচ্ছিল রংপুর। কিন্তু ১৩তম ওভারে তাসকিন পাল্টে দিলেন হিসাব। দুর্দান্ত ইয়র্কারে নাফীসকে (২৬) বোল্ড করার পরের বলেই সলিমুল্লাহ শেনওয়ারিকে প্যাভিলিয়নে ফেরান শূন্য রানে। পরের বলে আবার রান আউটে ফেরান এই পেসার ৩৮ রান করা বোপারাকে।

৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের পথ থেকে তখনই ছিটকে যায় রংপুর। শেষ পর্যন্ত পারেনি তারা। থিসারা পেরেরা (১১), মাশরাফি বিন মুর্তজা (১৩), লাসিথ মালিঙ্গা (১৪*) ও সোহাগ গাজী (১১*) চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ।

ম্যাচসেরার পুরস্কার জেতা তাসকিন ৩১ রানে পেয়েছেন ৩ উইকেট। আর লুইস রিস নিয়েছেন দুটি উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ জন এসপি

অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে বিসিএস ক্যাডারের ৩৩ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ডিএমপির উপকমিশনার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির উপকমিশনার শেখ নাজমুল আলম, পুলিশ সদর দপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির উপকমিশনার মহা. আশরাফুজ্জামান, এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ সদর দপ্তরের এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির উপকমিশনার ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএনের পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ডিএমপির উপকমিশনার বেগম আতিকা ইসলাম, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রুহুল আমিন, এসএমপির উপকমিশনার বাসুদেব বণিক, সিএমপির উপকমিশনার মো. সুজায়েত ইসলাম, ডিএমপির উপকমিশনার মো. মোজাম্মল হক, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রফিকুল ইসলাম, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) অতিরিক্ত পরিচালক (পুলিশ সুপার) মো. মনির হোসেন, আরএমপির উপকমিশনার এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমান, পুলিশ সুপার (হাইওয়ে, কুমিল্লা অঞ্চল) পরিতোষ ঘোষ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার মো. মজিদ আলী, ডিএমপির উপকমিশনার জয়দেব কুমার ভদ্র, পুলিশ সদর দপ্তরের এআইজি কাজী জিয়া উদ্দিন ও বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় তার স্ত্রী সিগমা হুদার কারাগারে থাকাকালীন সময়কে সাজা বলে গণ্য করে তিন বছরের কারাদণ্ড থেকে বাকিটা মওকুফ করেছেন।

বিচারিক আদালতের দেয়া সাত বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে বুধবার এ রায় দেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে দুই কোটি ৪০ লাখ টাকা জরিমানা বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এছাড়া ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। নিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার নিখোঁজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার গতকাল থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

৭ নভেম্বর বিকেল থেকে তার কোনো খোঁজ না পেয়ে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিজারের বাবা মোতাহার হোসেন।

জিডি’র তথ্যানুযায়ী, ৭ নভেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর সিজারের খোঁজ পাওয়া যাচ্ছিলো না, মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।’

সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর জেষ্ঠ্য গবেষণা ফেলো মঞ্জুর হোসেন বলেন,‘সিজার ইউএনডিপি এবং সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর সঙ্গে অ্যান্টি টেরোরিজম বিষয়ে কাজ করছিলো। গত ২৫ অক্টোবর ছাত্র পরিচয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিলো। তখন বাসায় ছিলো না সিজার। এরপর নিজের নিরাপত্তার কথা ভেবে বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছিলো।’

গতকালই নিখোঁজের বিষয়টি জানিয়ে রাত ১১ টা ৫৪ মিনিটে একটি ফেসবুক পোস্টে ভাতিজা নিখোঁজ হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্থ আছেন ডিপজল, দেশে ফিরছেন বৃহস্পতিবার

হার্টে বাইপাস অস্ত্রোপচারের পর চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এখন সুস্থ আছেন। তার মেয়ে অলিজা মনোয়ার গতকাল মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে তেমনটাই জানিয়েছেন।
সিঙ্গাপুর থেকে ডিপজলের দেশে ফেরার খবরও জানিয়েছেন তার কন্যা ওলিজা মনোয়ার। ওলিজা বলেন, ‘বাবা এখন সুস্থ আছেন। যারা বাবার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তাদেরকে ধন্যবাদ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরব।’

গত ৩০ অক্টোবর সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডিপজলের হার্টে বাইপাস অস্ত্রোপচার করা হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। এরপর গত ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একাধিক ব্লক পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৩ বছর বয়সেই লেখক, সফল উদ্যোক্তা!

ব্রিটেনের হেনরি পিটারসন গল্প লেখে। বইগুলো বেশ বিক্রি হয়। বইয়ের চরিত্রগুলো বেশ জনপ্রিয়। এমনকি এসব চরিত্র এখন বইয়ের মলাটের মধ্যে বন্দি নেই। বিভিন্ন পণ্য বা খেলনার ওপর আঁকা হচ্ছে এসব চরিত্রের কীর্তি।

এবার মূল কথায় আসা যাক। হেনরি পিটারসনের বয়স মাত্র ১৩! এরই মধ্যে তার লেখা বই সারা বিশ্বে বিক্রি হচ্ছে। ‘ইয়াং অ্যান্ড মাইটি’ নামে একটি প্রতিষ্ঠানও খুলেছে পিটারসন! নয় বছর বয়সেই নিজের লক্ষ্য স্থির করে নেয় হেনরি পিটারসন। আর ১৩ বছর বয়সের মধ্যেই সফল।

পিটারসনের এ কীর্তিতে ভারজিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন রীতিমতো মুগ্ধ। মাত্র ১৩ বছর বয়সেই পিটারসনের সফল উদ্যোক্তা হয়ে ওঠার কথা জানিয়েছেন ব্র্যানসন তাঁর নিজের ওয়েবসাইটে।

হেনরি পিটারসন গল্পের বই লেখে। সে ‘অ্যাডভেঞ্চার অব শেরব এবং পিপ’ নামে একটি বই লিখেছে। এই বইয়ের সব চরিত্র ব্যাগ, ওয়াশ ব্যাগ, নরম খেলনাতে দেখা যায়।

ব্র্যানসন লেখেন, “আমি আরো অবাক হয়েছি এটা জেনে যে যুবকদের উৎসাহিত এবং চিন্তাচেতনা শেয়ার করার জন্য ‘ইয়াং এবং মাইটি’ নামে সে একটি প্রতিষ্ঠান খুলেছে। ওর কাজের একটা মূলনীতিও আছে, ‘অনুরাগকে সম্ভাবনায় রূপ দাও’।”

ব্র্যানসন বলেন, ‘আমার কাছে বয়সের কোনো গুরুত্ব নেই। বয়স শুধু একটি সংখ্যা। বয়সের দোহাই দিয়ে নিজেকে থামিয়ে রাখা উচিত নয়। ১৬ বছর বয়সে আমি স্কুল ছাড়ি এবং আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে স্টুডেন্ট ম্যাগাজিনে কাজ শুরু করি। এরপর আর আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি। আমি আমার স্বপ্নের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় ছিল এই যে আমার বাবা-মা আমার উদ্যোগটিকে গ্রহণ করেছিলেন এবং আমার উদ্যোগ বাস্তবায়নে সাহায্য করেছিলেন। আমার উদ্যোগ বিফলে যায়নি এটি পরবর্তী প্রজন্মকে বিশেষভাবে প্রভাবিত করেছে। সম্প্রতি ১৩ বছর বয়সী উদ্যোক্তা হেনরি পিটারসনের সঙ্গে আমার দেখা হয়। হেনরির বয়স যখন নয় বছর, তখন সে তার লক্ষ্য নির্ধারণ করে। সত্যি বলতে আমি তার চিন্তাচেতনায় মুগ্ধ হয়েছি।’

ব্র্যানসন বলেন, ‘মূলত তুমি যদি জান কোনটা তুমি পার বা পারবে, তাহলে তুমি পর্বতকেও জয় করতে পারবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পুলিশে চাকরির পাশাপাশি তিনি ছিনতাইও করেন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থেকে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজ বুধবার ভোরে আশুলিয়ার বাইপাইল থেকে ওই চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন।

আটক পুলিশ কর্মকর্তা মকবুল হোসেন গাজীপুর শিল্প পুলিশের-২ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। আটক বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, আটকরা সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে অপরাধমূলক বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল জানান, শিল্প পুলিশের এএসআই মকবুলের সহায়তায় চক্রটি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার-বাণিজ্য পরিচালনা করত। তাঁরা নিরীহ মানুষকে গ্রেপ্তার করে মাইক্রোবাসে তুলে ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ হাতিয়ে নিত। এ ছাড়া পুলিশের তল্লাশি ফাঁড়ি বসিয়ে ছিনতাই করত।

ওসি আবদুল আওয়াল আরো জানান, বুধবার ভোরে বাইপাইল থেকে চার ব্যক্তিকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার সময় আটক করা হয় শিল্প পুলিশের এএসআই মকবুল হোসেনসহ চারজনকে। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest