সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমান

খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ এ কথা জানিয়েছেন।
খবর- বাসস’র।

আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্লার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হামলা চালালে শত্রুর ক্ষতিই বেশি হবে: ইরান

বর্তমানে বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে প্রথম সারির দেশ ইরান। আর তারই জের ধরে ইসলামি প্রজাতন্ত্র দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশের সেনারা হচ্ছেন শত্রুদের জন্য বড় বাধা।

তাঁর মতে, ‘আমাদের দেশ এখন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময় পার করছে। এবং শত্রুদের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনী বড় ভূমিকা পালন করছে। ‘ ফলে, শত্রু সমস্ত দেশের কাছে ইরানের সেনাবাহিনীই এখন বড় বাধা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর মন্তব্য তুলে ধরে জেনারেল বাকেরি আরও বলেন, প্রতিরক্ষা ও যুদ্ধ-প্রস্তুতি বাড়ানো এখন সময়ের দাবি। তিনি বলেন, শত্রুদের অবশ্যই হিসাব করতে হবে যে, ইরানের ওপর আগ্রাসন চালালে লাভের পরিবর্তে তাদের ক্ষতির পরিমাণ হবে অনেক বেশি।

ইরানের সেনাপ্রধান আরও বলেন, শত্রুরা দেখেছে ইরানের ওপর আগ্রাসন চালাতে গেলে তাদের জন্য তা লজ্জজনক পরাজয় বয়ে আনবে। সে কারণে তারা ‘প্রক্সিযুদ্ধ’ চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সামরিক বাহিনীর প্রচেষ্টার কারণে দেশের সামনে উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। শত্রুর হুমকির মোকাবেলায় ইরানের সামরিক বাহিনীর যুদ্ধক্ষমতা একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা বিভাগের সকল জেলায় সকাল ৭টা থেকে বিকাল ৪:৩০টা কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : খুলনায় স্কুল চলাচালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধ, অভিভাবকদের সচেতন করা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ধন্যবাদ পত্র বিলি করা হয়েছে।

বুধবার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে খুলনা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ বলেন, যদি কোন শিক্ষার্থী ধারাবাহিকভাবে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে তাহলে তার অভিভাবককে তিনবার নোটিশ দিয়ে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এই মহান পেশাকে কেবলমাত্র অর্থ উপার্জনের স্বার্থে ব্যবহার করা যাবে না।

এদিকে, সকাল ৭ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলার সর্বত্র সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবুস সামাদ। বুধবার নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে সাতক্ষীরাসহ খুলনার ১০জন জেলা প্রশাসককে ট্যাগ করেও তিনি এ নির্দেশনা জানিয়েছেন। এখন দেখা যাক বিভাগীয় কমিশনারের নির্দেশনা কিভাবে পালন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিব-মুশফিকদের জন্য ৬ কোটি টাকা বোনাস ঘোষণা

ঈদের আগেই দেশের মানুষকে বড় আনন্দে ভাসিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতে ঈদের আনন্দের সাথে বাড়তি আনন্দ যোগ করেছেন সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা।

তবে দেশবাসীকে যারা আনন্দের জোগান দিয়েছেন, তাদেরও নিরাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য ছয় কোটি টাকার বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামীকালের মধ্যেই বোনাসের টাকা দেয়া হবে ক্রিকেটারদের।

খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান তিনি। তবে পাপনের বোনাস ঘোষণার মধ্যে থাকছেন টেস্ট দলের বাইরে থাকা মাশরাফি বিন মর্তুজাও।

কারণ, ছয় কোটি টাকার ভেতর চার কোটি টাকা দেয়া হচ্ছে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনালে ওঠার জন্য আইসিসি থেকে প্রাপ্য। এ কারণে ওই চার কোটি টাকার মধ্যে অংশীদার হবেন মাশরাফিও। বাকি দুই কোটি টাকা দেয়া হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্টে অসাধারণ এই জয়ের জন্য।

বোনাস ঘোষণা দিতে গিয়ে পাপন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার জন্য আইসিসির কাছ থেকে আমরা চার কোটি টাকা পেয়েছি। ওই টাকাটার সঙ্গে আজকে এই ম্যাচটা জেতার জন্য খেলোয়াড়দের দুই কোটি টাকা আমরা ঈদের আগেই, কালকের মধ্যে ভাগ করে দেব।’

বিসিবি শুধু খেলোয়াড়দের জন্যই বোনাস ঘোষণা করেনি। পাশাপাশি গ্রাউন্সম্যান থেকে শুরু করে বোর্ডের সব কর্মকর্তার জন্যই ঈদের আগে বোনাস ঘোষণা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে আটে টাইগাররা

অস্ট্রেলিয়াকে হারানোর ফল হাতে নাতে ফেল মুশফিক বাহিনী। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সুবাদে র‍্যাংকিংয়ে একধাপ এগিয়ে গেছে টাইগাররা।
ওয়েস্টইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট র‍্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।

অবশ্য বুধবার মিরপুরে ক্যাঙ্গারু বধের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯। রেটিং পয়েন্ট ছিল ৬৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ছিল ৪। রেটিং পয়েন্ট ছিল ১০০।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেই স্থান দখল করল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এ সিরিজে বাংলাদেশ জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে সেটি অবশ্য আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বানভাসীদের মাঝে সাতক্ষীরা জেলা রোভার এর ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা রোভার স্কাউট্সের পক্ষ থেকে নওগা এলাকার বনভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নঁওগা সদর উপজেলার ইরকতাড়া গ্রামের প্রায় ১৫০ বানভাসী পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় তাদের চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার এ.এস.এম আব্দুর রশীদ, সিনিয়র রোভার মেট সাতক্ষীরা জেলা গার্ল ইন রোভার আয়শা বিনতে আহমেদ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র রোভার মেট শেখ আরিফুল হক অন্তু, রোভার সহচর শেখ মোনাজের হাসান আহনাফ, সবুজ, শেখ বায়েজিদ হাসান, সজল, আলভি, আশিক, নান্নু, তানভীর, আব্দুল্লাহ, কালাম, ইয়াসিন, মুন্না, মইন, মো. মেহেদী হাসান প্রমুখ। এর আগে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে ত্রাণ সহয়তার নগদ অর্থ, ওষুধ ও পুরাতন কাপড় সংগ্রহ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এস পি গোল্ডেন লাইনের অত্যাধুনিক গাড়ির সংযোজন

প্রেস বিজ্ঞপ্তি : এস পি গোল্ডেন লাইনের বিলাস বহুল অত্যাধুনিক গাড়ির নতুন সংযোজন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় লস্কর গ্রুপের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লস্কর (বায়রন) এস পি গোল্ডেন লাইনের নতুন এ সংযোজনের উদ্বোধণ করেন। বুধবার থেকে ঢাকা- সাতক্ষীরা- ঢাকায় এ পরিবহন চলাচল শুরু করেছে।

এ পরিবহন প্রতিদিন সকাল ৮.৩০ মিনিটে ও রাত ৯.৩০ মিনিটে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর প্রতিদিন সকাল ৮ টায়, রাত ৯.৩০ মিনিটে ও রাত ১১.৩০ মিনিটে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, উক্ত গাড়ী গুলো বিশ্বখ্যাত জার্মানীর তৈরি ম্যান ব্রান্ডের। এটি ২/১ সিটের বিজনেস ক্লাস এসি গাড়ী। এছাড়া পিছনে ডাবল এয়ার সাসপেনশন থাকার কারণে গাড়িতে কোন ধরনের ঝাকুনি লাগে না এবং গাড়ির সিটগুলো কোরিয়ার হওয়ার কারণের ভ্রমনের জন্য গাড়িগুলো খুবই আরামদায়ক। দূর পাল্লার ভ্রমণে যাত্রীরা নির্বিঘেœ ওই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন। এতে করে এসপি গোল্ডেন লাইন সেবায় আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তারা। যে কোন ধরনের ভ্রমনের জন্য এ অত্যাধুনিক গাড়ি ব্যবহারের জন্য লস্কর গ্রুপের পক্ষ থেকে আনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলটসহ দেশের ৫ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করে আদেশ জারি

ন্যাশনাল ডেস্ক : রাষ্ট্রীয়করণের জন্য চূড়ান্ত তালিকায় থাকা আরও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার। সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে বুধবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সৈয়দপুরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়কেও সরকারি করে নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না। সবশেষ গত ১৩ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জের তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। এর ধারাবাহিকতায় দেশের ৪০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৮৫টি কলেজ জাতীয়করণের জন্য চূড়ান্ত করে এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে গত বছর ২১ মার্চ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চূড়ান্ত তালিকায় থাকা বিদ্যালয়গুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest