সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরা বিএনপির নেতা হুদা যশোরে গ্রেফতার

আসাদুজ্জামান : ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টে শেয়ার করার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে যশোর শহর থেকে সাতক্ষীরা সদর থানা পুলিশ সেখানকার কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন।
এর আগে, গত ১৪ অক্টোবর রাতে সাতক্ষীরা পৌর আওয়ামীরীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। পরদিন সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ উক্ত এজাহারটি পুলিশ হেড কোয়াটারে পাঠান। সেখান থেকে যচাই বাছাই শেষে ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় এজাহাটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ পাওয়ার পর পরই মামলাটি রেকর্ড করেন ওসি। মামলা নং-৫২। তারিখ-১৭.১০.১৭।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হুদা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর পেষ্টে শেয়ার করেছেন নিজের ফেইসবুক আইডি থেকে। শুধু প্রধানমন্ত্রী নন তার ফেইসবুক আইডিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েও গালিগালাজের কমতি করেননি। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করা পোষ্টেও তিনি শেয়ার করেন। তিনি আল জাহিদ নামের একটি ফেইসবুক আইডি থেকে আপলোড করা পোষ্টে শেয়ার করে এই অপকর্মগুলি অনায়াসে চালিয়ে গেছেন। তিনি প্রধানমন্ত্রীর ছবিতে আপত্তিকর কথা লিখে শেয়ারও করেন। Modasserul Haque Huda নামের আইডি থেকে বিএনপি অনলাইন উইং, বিএনপি সমর্থকগোষ্ঠী, ইরা চৌধুরী আইডি থেকে সরকার বিরোধী ও দেশ বিরোধী আপলোড করা ছবিসহ বিভিন্ন পোস্ট শেয়ার করেন। এ বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সাতক্ষীরার পৌর আওয়ামীরীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিএনপি নেতা হুদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে এখন যশোর শহর থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে।
উল্লেখ্য ঃ বিএনপি নেতা হুদার বিরুদ্ধে এ মামলা দায়েরের পর থেকে দীর্ঘ ১৫ দিন পলাতক থাকার পর রোববার সকালে পুলিশ তাকে যশোর শহর থেকে গ্রেফতার করেন। এর আগে গত ১৮ অক্টোবর তিনি পলাতক থাকা অবস্থায় তার আপন সহোদর ভালুকা চাঁদপুর কলেজের বিতর্কিত অধ্যক্ষ ও সাবেক বিএনপি নেতা মোবাশ্বেরুল হক জোতির সহযোগিতায় তিনি তার হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এ নিয়েও সমালোচনার ঝড় ওঠে কলেজ অধ্যক্ষ জোতির বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহছানিয়া মিশন মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার হলরুমে আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আনারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, নুর আহম্মদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আব্দুল করিম ও হাফেজ মো. ইব্রাহীম খলিল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহঙ্গীর আলম জিয়া। পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় ব্যবহারের জন্য শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী আমিনুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করবেন না- ওসি মোল্লা জাকির

পাটকেলঘাটা প্রতিনিধি: পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করবেন না, সকল অবৈধ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, আইন শৃংখলা উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন, জঙ্গিবাদের কোন স্থান নেই এদেশের মাটিতে, পুলিশ জনগণের বন্ধু, জঙ্গি-মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষ্যে স্বাগত বক্তব্যে এসব কথাগুলো বলেন পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন। শনিবার সকাল ১০টায় থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা আদিত্য মল্লিক, জাসদ নেতা বিশ্বাস আবুল কাশেম, সাংবাদিক মফিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আনন্দঘর পরিবেশের মধ্যে দিয়ে কেককাটা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে থানা ক্যাম্পাস থেকে একটি র‌্যালি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত উজ্জ্বল কুমার মৈত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে উত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

আশাশুনি ব্যুরো : আশাশুনির আনুলিয়ায় সংখালঘু সম্প্রদায়ের মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে চেঁচুয়া ফুটবল মাঠে এঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রের নাম শুভ দেবনাথ(১৬)। সে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যলয়ের ১০শ্রেণির ছাত্র ও আনুলিয়া গ্রামের কালিপদ দেবনাথের ছেলে। আহত স্কুল ছাত্রের পিতা কালিপদ দেবনাথ জানান, গত ১৯শে অক্টোবর শ্যামাকালী পূজার দিন বিকালে আনুলিয়া দাশ পাড়া মন্দিরে গিয়ে একই গ্রামের আবু মোছা সরদারের বখাটে পুত্র আবু হাসানসহ ৪/৫জন মহিলাদের উত্যক্ত করছিল। এসময় স্কুল ছাত্র শুভ প্রতিবাদ করলে উভায়ে মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুভ শুক্রবার বিকেলে চেঁচুয়া ফুটবল মাঠে খেলা দেখতে গেলে সেখানে হাসানের নেতৃত্বে রাকিবসহ ৪/৫ জন তাকে পিটিয়ে ও ইটদিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। তার মাথায় ৯টি শেলাই দেওয়া হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, স্কুল ছাত্র রক্তাক্ত জখম করার ঘটনায় কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হতদরিদ্রদের ওজন পরিমাপের মেশিন ও অর্থ প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : হতদরিদ্র ২জন ব্যক্তিকে ওজন পরিমাপের ডিজিটাল মেশিন এবং ৯ হাজার ৫শত করে সর্বমোট ১৯ হাজার টাকা প্রদান করলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা পৌর চত্বরে এ ভ্যান গাড়ীটি প্রদান করা হয়। জেলা প্রশাসন সাতক্ষীরা ও জেলা সমাজ সেবার আর্থিক সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ৮ নং ওয়ার্ডের কামালনগরের ভিক্ষকুকে এ মেশিন ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ২- আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন তালুকদার, সমাজ কর্মী ফতেমা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. তাপশ কুমার পাল ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সদর আহবায়ক এড. ফারুক হোসেন, শহর সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক শফি খান, এনামুজ্জামান নিপ্পন, রফিক, জীবন, এস এন রহমান স্বপন, উজ্জ্বল, ইব্রাহিম, আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, জাহাঙ্গীর ও শওকত প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা

নলতা প্রতিনিধি : জেলার শ্রেষ্ঠ প্রাইমারি স্কুল কালিগঞ্জের নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ট কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪ জন পি.এস.সি পরীক্ষার্থী ও ৪৯ জন জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি কমিটির সদস্য ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শেখ ওয়াহেদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুল্লা সিদ্দিকি, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্জ মোঃ আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবু দাউদ, আ’লীগ নেতা আব্দুল জব্বার, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, মাজেদা বানু। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বক্তারা বলেন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা কমলমতী শিক্ষার্থী সু-শিক্ষায় শিক্ষিত করতে যে কঠোর পরিশ্রম করছে তার ফল হিসেবে জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। এভাবে যদি এই বিদ্যালয়ের শিক্ষরা কঠোর পরিশ্রম করতে থাকে তাহলে একদিন বিভাগ কেন দেশের মধ্যেও শেষ্ঠ হতে পারবে। এছাড়াও যার যার অবস্থান থেকে এই বিদ্যালয়ের উন্নতির জন্য সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শিক্ষকদের পক্ষ থেকেও উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। মোছাঃ তহুরুন নেছার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, উক্ত বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওমর ফারুক, গীতা পাঠ করেন, করবী স্বর্ণকার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক। এসময় অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ

আশাশুনি ব্যুরো: আশাশুনির পাইথালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাইথালী বাজারে উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে প্রধান শিক্ষক আরিফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং আসামীকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র আবম মোছাদ্দেক। সিনিয়র প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী সানা। প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জুলহাজ উদ্দীন, বিশ্ব রঞ্জন সরকার, রথিন্দ্র নাথ মন্ডল, সাকিলা পারভীন, শরিফুজ্জামান, মাওঃ ওয়াজেদ আলী, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, ইলিয়াজ ইকবাল আশিষ, অপর্ণা মন্ডল প্রমূখ। সমাবেশে বক্তাগন অহেতাক প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে বুধহাটা ইউপি সদস্য, নারী নির্যাতন সহ একাধিক মামলার আসামী আলতাফ সানা তার সহযোগীদের সাথে নিয়ে মারপিট ও লাঞ্জিত করায় যথারিতি থানায় মামলাও রেকর্ড হয়েছে। কিন্তু, আলতাফ সানা সম্প্রতি হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় হুমকি-ধামকি ও আস্ফলন করে বেড়াচ্ছে। অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আশাশুনি শিক্ষক সমাজ বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest