সর্বশেষ সংবাদ-
তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ

পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের আঞ্চলিক কমিটি গঠনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : রবিবার সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরার বাঁকাল কোল্ডস্টোর মোড়ে ৬নং ওয়ার্ড আ ’লীগের কার্যালয়ে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর ইসলাম এর সভাপত্বিতে পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের বাঁকাল (মেডিকেল কলেজ) এলাকার আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের বিল্পবী সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৭নং আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুক্তিযোদ্ধা শের আলী, আনছার আলী, কামরুল ইসলাম, ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল আজিজ। আরো ও উপস্থিত পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি ছিলেন আবুল কাশেম, রওশন আলী, আশরাফুল ইসলাম, রানা, হারুন, হাসান উল্লাহ বাবু, পিয়ার মুন্সি প্রমূখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলন এর মাধ্যমে বাঁকাল আঞ্চলিক কমিটি গঠন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকরা পরীক্ষার হলে উত্তর লিখে দেন! ২ শিক্ষক বহিষ্কার

মো. বশির আহমেদ : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি পরীক্ষার ডিউটিরত শিক্ষকরা নিজেরাই পরীক্ষা চলাকালীন ব্লাকবোর্ডে প্রশ্নের উত্তর লিখে দিচ্ছেন! আর তা দেখে দেখে পরীক্ষার্থীরা উত্তরপত্রে উত্তর লিখছে! এ যেন ৮০ ও ৯০’র দশকের সেই নকল উৎসবের কাল! প্রশ্ন উঠেছে এধরনের পরীক্ষা কেন্দ্র থাকার প্রয়োজন আছে কিনা।
উল্লেখ্য, ৫ নভেম্বর রবিবার জেডিসি আরবি ২য় পত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থী ও ২ মাদ্রাসার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ হাবিবী জানান, এ কেন্দ্রে ১১ টি মাদ্রাসার ৩৮৩জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৩জন। রবিবার আরবী ২য় পত্র পরীক্ষায় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আহম্মেদ মাছুম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ৪ শিক্ষার্থী ও ২জন শিক্ষককে বহিস্কার করেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নলতা আহছানিয়া দারুল উলুম মাদ্রাসার ৩ ছাত্রী তাদের রোল নং যথাক্রমে ২৬৭৬১৭, ২৬৭৪৯৯, ২৬৭৪৫০০ ও ঘোনা মাদ্রাসার ছাত্র ১জন রোল ২৬৭৪৩০। পরীক্ষার হলে ব্লাক বোর্ডে উত্তর লিখে নকলে সহযোগিতার অভিযোগে কাশিবাটি মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস ও জাফরপুর মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হককে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এদিকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ পরীক্ষার ১ম দিন থেকে পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া নলতা আহছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষকবৃন্দ কেন্দ্রের মধ্যে অবস্থান করে থাকেন। এসব শিক্ষকরা এই কেন্দ্রটিতে নকলের স্বর্গ হিসেবেই দেখছেন।
শিক্ষা সংশ্লিষ্ট উদ্বিগ্ন সচেতন শিক্ষাবিদরা এই পরীক্ষা কেন্দ্রটির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদক দুর্নীতিমুক্ত নয় : টিআইবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিমুক্ত নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। এ ছাড়া সংস্থাটি সবক্ষেত্রে প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজও করতে পারে না বলেও জানানো হয়।

রোববার ‘দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলনে। ঢাকায় ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিআইবির গবেষণায় উঠে এসেছে ব্যাংকিং সেক্টর, রিয়েল এস্টেট কোম্পানিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবমুক্ত হয়ে দুদক সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে- এমনটা বলা যাবে না। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে পারছে না দুদক।

ইফতেখারুজ্জামান বলেন, ‘যে অভিযোগগুলো আমরা দুদকের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবসহ পরামর্শ দিয়ে থাকি, সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। কোনো কোনো ক্ষেত্রে তা হয়, কিন্তু সার্বিকভাবে হয় না। এমন একটা পর্যায়ে দুদক দুর্ভাগ্যক্রমে যেতে পারেনি যে, দুদককে সম্পূর্ণ ক্লিন একটা প্রতিষ্ঠান, সেটা বলা যাবে না। তবে সেদিকে যাওয়ার চেষ্টা হচ্ছে সে সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই।’

টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, ‘মানুষ যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে বা নিয়ে আসবে বলে সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে তিনি যদি আবার বিচারকের আসনে বসেন, তিনি নিজে এবং নিজের অধীনস্তদের একাংশকে সুরক্ষা করার চেষ্টা করবেন। এ প্রবণতা হওয়াটা মোটেও অস্বাভাবিক না।’

২০১৪ সালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুদককে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি করার আদেশ জারি করে। পরে ২০১৬ সাল পর্যন্ত সংস্থাটি ৩৫টি শুনানি করে। ২০১৬ সালের জুন পর্যন্ত ১৭টি শুনানির কার্যকারিতা নিয়ে গবেষণা চালায় টিআইবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার সঙ্গে শ্যাননের বৈঠক সোমবার

যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাল সোমবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

শামসুদ্দিন দিদার আরো জানান, কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল কাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন। এতে কানাডিয়ান হাইকমিশনারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনাকে হারিয়ে ঢাকার প্রথম জয়

দলে একাধিক বিদেশি তারকা, তারপরও প্রথম ম্যাচটা হেরে যায় ঢাকা ডায়নামাইটস। সিলেটের বিপক্ষে আগের ম্যাচটা হেরে বেশ চাপে ছিলেন সাকিব আল হাসান। তবে আপাতত চাপমুক্ত ডায়নামাইটসের অধিনায়ক। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেল তাঁর দল।

টস হেরে ব্যাটিং করতে নেমে খুলনার বোলারদের পিষ্ট করে ২০২ রানের বড় স্কোর দাঁড় করে ঢাকা ডায়নামাইটস। জবাবে ১৩৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস।

২০৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে কখনই সপ্রতিভ ছিলেন না খুলনার ব্যাটসম্যানরা। শুরুতেই জোড়া আঘাত করে খুলনার ইনিংস কাঁপিয়ে তোলেন সাকিব আল হাসান। ৮ রানের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্রাফেটকে ফেরান এই স্পিনার। চ্যাডউইক ওয়ালটন কিছুটা হাত খোলার চেষ্টা করেছিলেন। তাঁকেও ফেরান সাকিব।

৪৩ রানে তিন উইকেট ফেরান খুলনা আর কখনই ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১৩৭ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। জফরা আর্চার করেন সর্বোচ্চ ৩৬ রান। এ ছাড়া ওয়ালটন ৩০ ও রিলে রুশো করেন ২৩ রান।

আবু হায়দার রনি তিনটি উইকেট নেন। এ ছাড়া সাকিব ও খালিদ আহমেদ নেন দুটি করে উইকেট।

এর আগে আজ টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিল ঢাকা ডায়নামাইট। উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। সেখানে কুমার সাঙ্গাকারার অবদান ১২ বলে ২০ রান। এই ব্যাটসম্যান আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৯ ওভারে ১১৬ রান যোগ করেন ক্যামেরন দেলপোর্ট ও এভিন লুইস। ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দেলপোর্ট। দলীয় ১৫৬ রানে লুইস ফিরে যান। ৪০ বলে ৬৬ রান করেন তিনি। এরপর ১৫তম ওভারে ৬৪ রান করা দেলপোর্ট ফিরে গেলে ঢাকার রানের চাকাটা স্থবির হয়ে পড়ে। সাকিব আল হাসান, কাইন পোলার্ডরা তেমন কিছুই করতে পারেননি। সাকিব এক ও পোলার্ড করেন পাঁচ রান। শেষে দিক সুনীল নারাইন ১১ বলে ১৬ রান করলে শেষ পর্যন্ত ২০২ রানের বড় সংগ্রহ পায় ঢাকা ডায়নামাইটস।

খুলনা টাইটানসের আবু জায়েদ ও শফিউল ইসলাম নেন দুটি করে উইকেট।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, খালেদ আহমেদ, সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, কাইরন পোলার্ড ও ক্যামেরন দেলপোর্ট।

খুলনা টাইটানস একাদশ : মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আরিফুল হক, রিলে রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, জফরা আর্চার ও আকিলা ধনঞ্জয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর কালিন্দি নদীতে পতাকা বৈঠক : ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত

নিজস্ব প্রতিবেদক : ট্রলার নষ্ট হয়ে ভারতীয় জলসীমানায় আশ্রয় নেওয়া ১৭ বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ ও বিএসএফ। এ সময় নষ্ট ট্রলার এমবি জিন্দাপীরও হস্তান্তর করা হয়। রোববার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দি নদী পথে ভারতের হেমনগর ও নামখানা থানার পুলিশ তাদেরকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ফিরে আসা জেলেদের সবারই বাড়ি বাগেরহাট ও কক্সবাজার জেলায়।
হস্তান্তর প্রক্রিয়ায় এ সময় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নানসহ ২৫ সদস্য এবং ভারতের পক্ষে হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চন্দ্রসহ সে দেশের পুলিশ ও বিএসএফ এর ২৫ সদস্য অংশ নেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গত ২৭ সেপ্টেম্বর নদীতে মাছ ধরার সময় ১৭ বাংলাদেশী জেলেকে বহনকারী ট্রলার এমবি জিন্দাপীর বিকল হয়ে পড়ে। এরপর তারা ভারতীয় জেলে ও নামখানা থানার সহায়তায় ভারতীয় সীমান্তে আশ্রয় নেয়। আজ দুপুরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তে থেকে নারী ও পুরুষসহ আটক ৫

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার পিরলি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লাহু শেখ (৩২), মৃত কাশেম শেখের ছেলে সেলিম শেখ (৩৫), সেকেন্দার শিকদারের স্ত্রী আদুরী বেগম (৩৩), কওছার বিশ্বাসের মেয়ে তানিয়া খাতুন (২৬) ও যশোর জেলার নওয়াপাড়া এলাকার ইছামতি গ্রামের আশরাফুল শিকদারের স্ত্রী রিপা খাতুন (২৮)।

বিজিবির কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ সংলগ্ন রিভার পিলারের কাছ থেকে উক্ত ৫জনকে আটক করা হয়। তবে, এসময় পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিজিবি সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের নামে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক সেবীর সাজা

তরিকুল ইসলাম লাভলু : ৩ মাদক সেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে। আটককৃত মাদক সেবীরা হলো দেবহাটা উপজেলা নাংলা গ্রামের গোলাম বিশ্বাসের পুত্র আতিক হাসান বাপী (২২), মাজেদ বিশ্বাসের পুত্র ইয়াছিন বিশ্বাস (২৮) ও একই গ্রামের আইয়ুব গাজীর পুত্র বাপ্পী গাজী (২৭)। রবিবার সকালে কালিগঞ্জ থানার এসআই ফনি ভুষন সরকার ও এসআই আলগীর হোসেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলার সাদবসু এলাকা থেকে মাদ্যপান অবস্থায় বেসামাল ৩ যুবককে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রেট নূর আহম্মেদ মাছুম নলতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে মাদক দ্রব্য আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল হাজত প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest