সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরায় হজ্ব ও ওমরাহ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

আসাদুজ্জামান : সাতক্ষীরায় হজ্ব ও ওমরাহ শীর্ষক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম কমিউনিটি সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আবাবিল হজ্ব গ্রুপের পরিচালক আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত হজ্ব ও ওমরাহ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, আবাবিল হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ইউসুফ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পাওয়ারহাউজ জামে মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম, বড়বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা এ সময় পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের বিভিন্ন নিয়ম কানুনসহ হজ্ব ও ওমরাহ পালনের বিভিন্ন ফজিলত তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় সাংবাদিক সাগরের ইন্তেকাল, শোক প্রকাশ

তালা ডেস্ক : সাতক্ষীরা পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তালা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবুল কাশেম সাগর (৫৫) শুক্রবার দিবাগত রাত ১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
দীর্ঘদিন তিনি হার্টের রোগে শয্যাশায়ী হলে চিকিৎসার জন্য গত মঙ্গলবার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাতে হঠাৎ স্ট্রোক করলে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে তালা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ তার বাড়িতে ছুটে যান ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার বেলা ১১ টায় মরহুমের প্রথম নামাযের জানাযা পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়। জানাযা নামাযে ইমামতি করেন মাদরাসার মুহতামিম মাওঃ মুনিরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির প্রতিনিধি চেয়ারম্যান মোজাফফর রহমান, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু প্রমুখ। মরহুমের দ্বিতীয় নামাযের জানাযা থানার তৈলকুপি গ্রামে অনুষ্ঠান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিক আবুল কাশেম সাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এস.এম মফিদুল ইসলাম, কার্যনির্বাহি কমিটির সদস্য মুজিবুর রহমান, মফিদুল ইসলাম, ইয়াসিন আলী সরদার, খান নাজমুল হক সহ পাটকেলঘাটা রিপোটার্স ক্লাব, নিউজ ক্লাব, তালা প্রেক্লাবের কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।
বিএনপি নেতা আবুল কাশেম সাগর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভুমিকা রাখেন এবং কারাবরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

আসাদুজ্জামান : কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন স্কুল মাঠে যেয়ে এ আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: একরামুল হাবিব। এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম রিফাত আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরিামের সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচানা সভায় বক্তরা, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়েতোলার জন্য দল মত নির্বিশেষে সাতক্ষীরাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে সেখানে এক মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা জেলা পুলিশি ও কমিউনিটি পুলিশিং ফোরাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাম্পের ভেতর বাংলাদেশি শ্রমিকদের পেটাল রোহিঙ্গারা

কক্সবাজারের বালুখালী ক্যাম্পের ভেতর রোহিঙ্গাদের হামলায় চার নলকূপ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান জানিয়েছেন, গতকাল শুক্রবার মধ্যরাতে কয়েকজন শ্রমিক ক্যাম্পের ভিতর নলকূপ বসানোর কাজ করছিলেন। মানবিক কারণেই শ্রমিকরা এত গভীর রাতে সেখানে কাজ করছিলেন। কিন্তু নলকূপ বাসানো নিয়ে শ্রমিকদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ হয়।

এর একপর্যায়ে রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে মাইকিং করে লোকজনকে জড়ো করে শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ সময় ঘটনাস্থল থেকে দুজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানান ইউএনও। তিনি আরো জানান, পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।

গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রতিদিন নতুন করে বাংলাদেশ সীমান্তে এসে ভিড় করছে রোহিঙ্গা সদস্যরা। এ ঘটনাকে ‘জাতিগত নিধনের ধ্রুপদি’ উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গার সংখ্যা এরই মধ্যে ১১ লাখ ছাড়িয়ে গেছে। তাদের বেশির ভাগই ক্যাম্পে বসবাস করছে। এতে এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলাব্যাপী পুলিশের বিশেষ আভিযানে ৩৯ জন আটক

এম বেলাল হোসাইন : জেলাব্যাপী পুলিশের বিশেষ আভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ০৩ জন, তালা থানা ০৫জন, কালিগঞ্জ থানা ০৩ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা০৩ জন, দেবহাটা থানা ০১ ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে আটক করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কমিউনিটি পুলিশিং দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেএম রেজাউল করিম : পুলিশ জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনগনের বন্ধু, অপরাধীদের দুশমন। সমাজে শান্তি প্রতিষ্ঠা পুলিশের কাজ। আর পুলিশের পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্ঠায় কমিনিটি পুলিশিং ফোরামের সদস্যরা কাজ করছে। কমিনিটি পুলিশ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে। ১৯৯২ সালে প্রথমে একটি জেলায় শুরু হয় পুলিশিং ফোরামের কাজ। পরবর্তীতে ২০০০ সাল থেকে সারাদেশ ব্যাপী চালু হয় তাদের কার্যক্রম। এই কমিটি পুলিশের সাথে সহযোগী হিসাবে কাজ করে করে যাচ্ছে। যে সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তিত করতে সকলকে এক কাজ করতে হবে। তাই আসুন সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেবহাটায় কমিউনিটিং পুলিশিং ডে উপলেক্ষ্যে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন বক্তরা।
শনিবার দেবহাটা থানা পুলিশের আয়োজনে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি থানা ভবন হতে বের হয়ে উপজেলা সদর, দেবহাটা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়। সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, দেবহটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল। বক্তব্য রাখেন থানার ওসি(তদন্ত) শরিফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সদর ইউনিয়ন পুলিশিং ফোরামের দপ্তর সম্পাদক সেলিম রহমান প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি সাইফুজ্জমান প্রিন্স, সাধারণ সম্পাদক আকবর আলী, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এসআই আল-আমিন, মাজরিহা হোসাইন, হাবিবুর রহমান, আব্দুল কাদের, আব্দুস সামাদ, এমাইদুল ইসলাম, আব্দুল গনি, এএসআই আল-আমিন, কায়সার, আবুল কালাম, মাসুদ হোসেন, শামিম আহম্মেদ, আলাউদ্দীন, আমজাদ হোসেন, পিএসআই ফরিদ হোসেন ও প্রীতিশ কুমার, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নের্তৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনারুল হক।
এদিকে থানা পুলিশের আয়োজনে সন্ধায় মনোমুগ্ধ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার জীবন সংশয়ের খবর ‘জল্পনামূলক’

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চক্রান্তের বিষয়টি ভারত সময় নষ্ট না করে ঢাকাকে সজাগ করে দিয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা ‘জল্পনামূলক’ (স্পেকুলেটিভ)। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই খবরকে কোনো গুরুত্ব দিচ্ছে না, সমর্থনও করছে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার শুক্রবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই চক্রান্তসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চক্রান্তের দুটি খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রথম খবরটি ছিল তাঁকে হত্যার চক্রান্তসংক্রান্ত। সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে খবরটি প্রথম প্রচার করে মিয়ানমারের একটি সংবাদমাধ্যম। ভারতের দু-একটি নিউজ চ্যানেলও খবরটি প্রচার করে। পরে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয় খবরটি ‘ভিত্তিহীন’ বলে বিবৃতি দেয়।

অবশ্য ওই একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, রোহিঙ্গা সমস্যার মোকাবিলায় দেশ-বিদেশে প্রশংসিত হওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক স্তরের হিংসুক কিছু মহল প্রধানমন্ত্রীকে খুন করার চক্রান্ত শুরু করেছে।

দ্বিতীয় খবরটি ছাপা হয়েছে চলতি সপ্তাহে, কলকাতা থেকে প্রকাশিত প্রথম সারির এক ইংরেজি দৈনিকে। এই খবরে বলা হয়, চলতি মাসের ২১ তারিখে ঢাকায় বর্তমান ও সাবেক সেনা অফিসারদের একাংশ এক আসরে মিলিত হয়েছিল ‘স্পর্শকাতর’ বিষয় নিয়ে আলোচনার জন্য। তারপর বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
খবরে বলা হয়, মহাখালীর ওই বৈঠকের খবর পাওয়া মাত্রই ভারতীয় গোয়েন্দারা তা ঢাকাকে জানিয়ে দেন। খবরে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ কথাও বলা হয়, রোহিঙ্গা সমস্যা মাথাচাড়া দেওয়ার পর বাংলাদেশে আইএসআইয়ের তৎপরতা খুব বেড়ে গেছে।

আইএসআইয়ের এই উদ্যোগ, হাসিনাকে সরিয়ে রাজনৈতিক পালাবদল ঘটানোর চক্রান্ত ও ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়ে শুক্রবার সাপ্তাহিক বৈঠকে প্রশ্ন করা হলে রবিশ কুমার বিষয়টিকে ‘জল্পনা’ বলে উল্লেখ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাম্প্রতিক ঢাকা সফরে বিএনপির নেত্রী খালেদা জিয়া তাঁর সঙ্গে দেখা করেন। সেই সাক্ষাতের সময় সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বলে বাংলাদেশের কিছু সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। ওই বিষয়ে ভারতের অভিমত কী? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রকাশিত খবরের সত্যতা নিয়ে মন্তব্য করেননি। রবিশ কুমার বলেন, সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিজে বিবৃতি দিয়েছেন। ভারতীয় হাইকমিশন থেকেও বিবৃতি প্রচার করা হয়েছে। সুষমা স্বরাজ সে দেশের বিরোধী নেত্রী, বিএনপির চেয়ারপারসনসহ অন্যদের সঙ্গেও কথা বলেছেন। কীভাবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নতি ঘটানো যায়, সেসব নিয়েই এসব বৈঠকে আলোচনা হয়েছে।
সূত্র : প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জন আটক

কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে ক্যাম্পবাসী রোহিঙ্গারা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।

জানা গেছে, রােহিঙ্গা ক্যাম্পে শুক্রবার দিনগত গভীর রাতে ডাকাতিকালে ক্যাম্পবাসীরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্বার করা হয়।

 পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী জানান, আটকরাও সবাই রোহিঙ্গা বলে জানা গেছে। এ ছাড়া তারা উগ্রবাদী আলইয়াকিন বা আরসার সদস্য বলে ধারণা করছেন ক্যাম্পবাসীরা।

তবে আটকদের নাম ঠিকানা জানা যায়নি। তারা কোনো ধরনের তথ্য দিচ্ছেন না। বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এ প্যানেল চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest