সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

রকেট এজেন্টদের শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের উদ্যোগে সাতক্ষীরার সকল উচ্চ লেনদেনধারী এজেন্টদের সাথে ব্যবসাকে গতিশীল করার লক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এন এস এন্টার ন্যাশনাল ও রোমানা ট্রের্ডাসের আয়োজনে রোববার বেলা ১২টায় সাতক্ষীরার একটি চায়নিজ রেস্টুরেন্টে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার মোঃ আলতাফ হোসেন, এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার মোঃ মনির হোসেন, মোঃ মাছুদুর রহমান, মোঃ আরিফুর রহমান আরিফ, রশিদুল ইসলাম, সত্য কিংকর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ইয়াবা সম্রাট আনারুলসহ ২ জন আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সম্রাট আনারুলসহ দুই জনকে আটক করেছে সদর ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম রেজা নেতৃত্বে একটি টিম। এসময় মোট ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে আটককৃতদের কাছ থেকে।

এস আই সেলিম রেজা সাংবাদিকদের জানায়, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে রাজার বাগান সরকারি কলেজ এলাকা থেকে মাদক ব্যাবসায়ী আনারুল ও তার সহযোগী মনিরুজ্জামান বাবুকে আটক করা হয়। আনারুল সদরের মাগুরা এলাকার মুজিবর রহমানের ছেলে ও মনিরুজ্জামান বাবু শহরের কাটিয়া এলাকার রমজান আলীর ছেলে।

একটি সূত্র জানায়, আনারুল সাতক্ষীরা অঞ্চলের ইয়াবা ডিলার নামে খ্যাত টাক বাবুর সহযোগী। টাক বাবু এলাকায় না থাকায় বর্তমানে আনারুল বিভিন্ন এলাকায় ইয়াবার বিস্তার ঘটিয়ে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সাতক্ষীরা শহরতলির মিলবাজার সংলগ্ন এলাকায় এই চক্রটি মাদকের রাজধানী বানিয়ে রেখেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাঁচ জুয়াড়ীর জরিমানা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পাঁচ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ২’শ টাকা করে জরিমানা করা হয়েছে।
সদর ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার প্রকাশ্যে টাকার বিনিময় (তাস) জুয়া খেলার সময় শহরের চালতেতলা এলাকা থেকে ৫ জন কে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শহরের চালতেতলা এলাকার মোহর আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম, একই এলাকার হাসানুর রহমান, ইসমাইল হোসেন, মোঃ ওসমান, মনিরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন আটককৃত পাঁচ জনকে ২’শ টাকা করে জরিমানা করেন।
এদিকে একাধিক সূত্র জানিয়েছে, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় এক ভূঁইফোড় সংগঠনের নব্য নেতার বাড়িতে ও শহরের মহিলা কলেজ সংলগ্ন একটি বাড়িতে চলে জমজমাট জুয়ার আসর। প্রতিদিনই এখানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ভিআইপি জুয়াড়ীদের ভীড় জমে, যেখানে লাখ-লাখ টাকার জুয়া খেলা চলে। এব্যাপারে পুলিশের আশু হস্থক্ষেপ কামনা করেছেন এলাকার শান্তিপ্রীয় জনসাধারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

কলারোয়া ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কলারোয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈরি আবহাওয়া আর লঘুচাপের দরুণ হওয়া অব্যাহত বৃষ্টিও দমাতে পারেনি প্রেসক্লাবের এ আয়োজনকে।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বিএম নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘আপোষহীন থেকে অন্যায়কে কখনো প্রশ্রয় না দিয়ে কলম সত্যের পক্ষে রাখতে হবে। দীর্ঘ কয়েক মাস কোন সামাজিক-রাজনৈতিক কর্মকান্ডে না থাকলেও আমি আমার বিবেকের তাড়নায় কলারোয়া প্রেসক্লাবের এ অনুষ্ঠানে এসেছি। নিপীড়িত মানুষের পাশে থেকে সাংবাদিকদের সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে।’
কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর।
তিনি তাঁর বক্তব্যে বলেন- ‘১৯৮০সালে প্রতিষ্ঠিত ৩৭বছর বয়স্ক ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের সকল সদস্যদের নীতি-নৈতিকতায় অটুট থাকতে হবে। সংবাদ, সংবাদপত্র ও সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে বিবেকবান হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টাবৃন্দ যথাক্রমে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুলু আহম্মেদ, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, প্রাক্তন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা।
কলারোয়া প্রেসক্লাবের নয়া কমিটির সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের পরিচালনায় শপথগ্রহন পূর্বক আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কলারোয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস.আই বিপ্লব কুমার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রদর্শক মশিয়ার রহমান, যুবলীগ নেতা মোস্তাক আহম্মেদ, ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনি, লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হোসাইন সাগর, সাংবাদিক আতিকুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক ফিরোজ জোয়ার্দার, সাংবাদিক আসাদুজ্জামান, সাংবাদিক ফিরোজ খাঁন, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক রাজিবুল ইসলাম রাজিব, সাংবাদিক রুহুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে কলারোয়ার সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ২য় পর্বে স্বাগত বক্তব্য রাখেন নয়া কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এমএ কালাম ও সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ।
কলারোয়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদী এই কার্যনির্বাহী কমিটির ১২জন সদস্য শপথবাক্য পাঠ করেন। তাঁরা স্বহস্তে স্বাক্ষর করে শপথনামার মাধ্যমে নুতন দায়িত্বভার গ্রহণ করেন। শপথনামায় স্বাক্ষর করে আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ.সভাপতি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সহ.সভাপতি শেখ মো.জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সুজাউল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু রায়হান মিকাঈল, কার্যনির্বাহী সদস্য গোলাম রহমান, আব্দুর রহমান (দৈনিক সংবাদ) ও তাওফিকুর রহমান সনজু।
পরে মধ্যাহ্ন ভোজে অংশ নেন সকলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাথে এমপি রবি’র সাক্ষাৎ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সোমবার দুপুরে পতিমন্ত্রীর কার্যালয়ে যান এবং জেলার বিভিন্ন উন্নয়নের দিক উল্লেখ করেন এবং সহযোগিতা চাইলে পতিমন্ত্রী সাতক্ষীরা জেলার উন্নয়নে তার পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ^াস প্রদান করেন। সমাজ কল্যাণ পতিমন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ বলেন, সাতক্ষীরা জেলা একটি সম্ভাবনাময়ী জেলা। ক্রীড়াঙ্গনসহ সর্বক্ষেত্রে এ জেলার সাফল্য অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি। এসময় এমপি রবি জেলার অসহায় মানুষের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যেসব বয়স্বভাতা, বিধবাভাতাসহ জেলার প্রতিবন্ধী স্কুলের জন্য সহযোগিতা চান। এসময় প্রতিমন্ত্রী তাকে আশ^স্ত করেন। জেলার প্রতিবন্ধী স্কুলগুলিকে এমপিওভূক্ত করার দাবি তুললে প্রতিমন্ত্রী তাকে ব্যবস্থা নেবেন বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সরকারি প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে কোচিং বাণিজ্য!

তালা ডেস্ক : তালা উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া করে চলছে কোচিং বাণিজ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ কোচিং সেন্টারের কার্যক্রম পরিচালানর জন্য দুইটি শ্রেণিকক্ষ দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছেন। কোচিংয়ের নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ছুটি দিয়ে শ্রেণিকক্ষ খালি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোচিং করানোর জন্য মিঠুন সেন নামে এক যুবক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুইটি ভাড়া নেয়। সপ্তাহে যে কয়দিন দুইটি শ্রেণিকক্ষে কোচিংয়ের কার্যক্রম পরিচালিত হবে সেই কয়দিন বিদ্যালয় বিকাল তিন টার মধ্যে ছুটি দেওয়া হয়। এছাড়া প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না বা কোন শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনাও করেন না বলেও এলাকাবাসীর অভিযোগ।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম এর কাছে স্থানীয়রা লিখিত অভিযোগে করেছেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে নিজেই সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে সাথে নিয়ে গত শনিবার বিকাল তিন টায় আকস্মিক পরিদর্শনে গিয়েছি। তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষক সন্তোষ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট অচিরেই প্রতিবেদন দাখিল করা হবে।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া দেয়া এবং বিদ্যালয় নির্ধারিত সময়ের পূর্বে ছুটি দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে ব্যস্ততা দেখিয়ে ফোন বন্ধ করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পপকর্ন কার্নিভাল’ নামে ছড়িয়ে পড়ছে ব্লু হোয়েল

সারাবিশ্বে এখন নতুন আতঙ্কের নাম ‘ব্লু হোয়েল’। তবে আতঙ্ক আরও বেড়েছে।
কারণ ‘পপকর্ন কার্নিভাল’ নামে নতুন করে ছড়ানো হচ্ছে আত্মহত্যায় প্ররোচিত করার বিশ্বব্যাপী আলোচিত এ গেম ‘ব্লু হোয়েল’। ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে একটি নম্বর থেকে এই লিঙ্ক ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন অসংখ্য ফেসবুক ব্যবহারকারী।

+৯১৭৫৭৪৯৯৯০৯৩ নম্বর থেকে ফোন করে প্রথমে টার্গেটকৃত নম্বরটি ট্র্যাক করে এই ফাঁদে ফেলা হয় বলে দাবি করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

অনেকেই দাবি করেন, উপরোক্ত নম্বরটি থেকে প্রথমে ফোন করে কিংবা ‘পপকর্ন কার্নিভাল’ নামে একটি লিঙ্ক পাঠানো হয়। এটাই ব্লু হোয়েলের গোপন লিঙ্ক।

তারা আরও দাবি করেন, ওই নম্বর থেকে কল করে কিংবা লিঙ্ক পাঠিয়ে ফোন হ্যাক করে গেমটি খেলতে বাধ্য করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হওয়া এ বিষয়টি যদিও যাচাই করা সম্ভব হয়নি। তবে এই গেমে আসক্ত হয়ে যেহেতু এরই মধ্যে একজন কিশোরী আত্মহত্যার খবর প্রকাশ হয়েছে এবং দুইজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে তাই সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে পাঠকদের জন্য তথ্যটি তুলে ধরা হলো।

প্রসঙ্গত, সারাবিশ্বে এই গেম খেলে এরই মধ্যে অনেকের মৃত্যুর সংবাদ পাওয়া গেলেও সম্প্রতি হলিক্রস স্কুলের স্বর্ণা নামের এক শিক্ষার্থী এই গেম খেলে আত্মহত্যা করেছেন বলে সংবাদ প্রকাশ হয়। যদিও এই গেমের কারণেই যে তিনি আত্মহত্যা করেছেন সেটা তার পরিবার থেকে অস্বীকার করা হয়েছে। তবে এরই মধ্যে আরও দুই কিশোরের খোঁজ মিলেছে বলে নিশ্চিত করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক তাজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে পু‌লি‌শের অভিযা‌নে ৬৫০ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার

ভ্রাম্যমান প্র‌তি‌নি‌ধি,কা‌লিগঞ্জঃ কা‌লিগ‌ঞ্জে পু‌লি‌শের বি‌শেষ অভিযা‌নে ৬৫০ বোতল ভারতীয় নি‌ষিদ্ধ ফেন‌সি‌ডিল উদ্ধার হ‌য়ে‌ছে কিন্তু এই ঘটনায় জ‌রিত কাউ‌কে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। থানার উপ-প‌রিদর্শক মামুনুর রহমান জানান মাদক ক্রয়-‌বিক্রয় হ‌চ্ছে এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে থানার উপ-প‌রিদর্শক প্রকাশ ঘোষ, উপ-প‌রিদর্শক ইমদাদুল হক ও সহকা‌রি উপ -প‌রিদর্শক জাফরের নেতৃ‌ত্বে সঙ্গীয় ফোর্স নি‌য়ে পু‌লিশ সোমবার সকাল সা‌ড়ে ৮ টার সময় উপ‌জেলার ভাড়া‌শিমলা ইউনিয়‌নের শুইলপুর গ্রা‌মের জ‌নৈক মোহাম্মাদ আলী গাজীর আমবাগা‌নে পুরাতন বি‌ল্ডিং‌য়ের সাম‌নে অভিযান চালায়। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে উপ‌জেলার ভাড়া‌শিমলা ইউনিয়‌নের জমাত আলী মোড়‌লের ছে‌লে সা‌য়েম মোড়ল (৪০), ভাড়াশিমলা গ্রা‌মের রুস্তম আলীর ছেলে আবু বক্কার সি‌দ্দিক রানা ও চালতাবা‌ড়িয়া গ্রা‌মের কওছার খাঁর ছে‌লে রেজাউল খাঁ (৩৫)‌ একটি প্লা‌ষ্টি‌কের চাউ‌লের বস্তা ফে‌লে পা‌লি‌য়ে যায়। এসময় ফে‌লে যাওয়া ব্যাগ তল্লা‌শি চালায়ে তার ভিত‌রে রাখ‌া ৬৫০ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার ক‌রে পু‌লিশ। এ ব্যাপা‌রে কা‌লিগঞ্জ থানার সহকা‌রি উপ-প‌রিদর্শক আবু জাফর বাদী হ‌য়ে সা‌য়েম,রুস্তম ও রেজাউল‌কে আসাম‌ি ক‌রে মামলা দা‌য়ের ক‌রে‌ছে (মামলা নং-৭)। কা‌লিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন এই মাদক দ্রব্য ফেন‌সি‌ডিলের সা‌থে জ‌রিত আসা‌মি‌দের আটক করার চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest