সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

‘বড় ছেলে’ এখন কোটিপতি!

‘বড় ছেলে’। এবারে পবিত্র ঈদুল আজহায় ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় টেলিফিল্ম।
দেশের প্রায় সকল দর্শক-শ্রোতার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এটি। একই সঙ্গে ইউটিউবেও কোটির ক্লাবে ঢুকে গেছে টেলিছবিটি। গত ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তির পর আজ সোমবার সকাল পর্যন্ত এক কোটি ৩২ হাজার বার দেখা হয়েছে।

মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায় ‘বড় ছেলে’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। টেলিছবিটিতে পরিবারের দায়িত্ব পালনের কারণে পরিবারের বড় ছেলেকে কিভাবে বিসর্জন দিতে হয় সেটাকেই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৮ বছর পর বিশ্বকাপের টিকিট পেল মিশর

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের টিকিট পেল আফ্রিকার দেশ মিশর। লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মরুর ড্রাগনরা।

রবিবার রাতে আফ্রিকান অঞ্চলের ‘ই’ গ্রুপের ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে পরাজিত করে মিশর। আর এ জয়ের মধ্য দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় দেশটি।

এদিন মিশরের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করেন লিভারপুল স্ট্রাইকার সালাহ। কঙ্গোর হয়ে একমাত্র গোলটি করেন আর্নল্ড বোকা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩তম মিনিটে মিশরকে এগিয়ে নেন সালাহ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আর্নল্ডের গোলে সমতায় ফেরে কঙ্গো। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে মিশর বিশ্বকাপের টিকিট এনে দেন সালাহ। বাছাইপর্বের এক ম্যাচ বাকি থাকতে চার পয়েন্ট এগিয়ে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেয় মিশর।

১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে খেলেছিল মিসর। প্রায় তিন দশক পর বিশ্বকাপে জায়গা করে নেয়ায় আনন্দ-উৎসবে মেতে ওঠেন মিশরীয়রা। সৌদি আরবের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় দেশটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরও চারজনের সঙ্গে সম্পর্ক ছিল: রাই লক্ষ্মী

‘জুলি টু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী। এ পর্যন্ত ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাই।
আর এরই মধ্যে বলিউডের এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রাই লক্ষ্মী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এর আগে আরও চারজনের সঙ্গে সম্পর্ক ছিল বলেও জানান রাই লক্ষ্মী।

এ অভিনেত্রী জানান, বলিউডের মডেল হানিফ হিলালের সঙ্গে প্রেম করছেন তিনি। বর্তমানে মুম্বাইতে তার প্রেমিকের সঙ্গেই থাকছেন। ‘জুলি টু’ সিনেমার শুটিংয়ের সুবাদে মুম্বাইয়ে তাদের পরিচয় হয়।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুলি’ সিনেমার সিক্যুয়েল ‘জুলি-টু’। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। এবার থাকছেন রাই লক্ষ্মী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে বেশ খোলামেলাভাবে দেখা যায় রাই লক্ষ্মীকে। এছাড়াও এতে অভিনয় করেছেন রতি অগ্নিহোত্রী, সাহিল সালাথিয়া, আদিত্য শ্রীবাস্তব, রবি কৃষান এবং পঙ্কজ ত্রিপাঠি। সিনেমাটি পরিচালনা করছেন দীপক শিবদাসানি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড এইচ থেলার

চলতি বছর অর্থনীতিতে নোবেল পদক পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থেলার। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

আজ সোমবার দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স নোবেল বিজয়ী হিসেবে থেলারের নাম ঘোষণা করে।

সুইডিশ একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আচরণগত অর্থনীতি’তে (বিহ্যাভিওরাল ইকোনমিকস) গুরুত্বপূর্ণ অবদানের জন্য অধ্যাপক থেলারকে নোবেল পদক দেওয়া হয়েছে।

ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থনীতির সঙ্গে মনস্তাত্ত্বিক সম্পর্কের সেতুবন্ধ তৈরি করেছে থেলারের গবেষণা।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জন্মগ্রহণ করেন রিচার্ড এইচ থেলার।

শিকাগো বিশ্ববিদ্যালয় আচরণ বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে পড়ান থেলার। ওই বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৯৫ সালে যোগ দেন। ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

শিকাগো বিশ্ববিদ্যালয়তে যোগ দেওয়ার আগে থেলার ইউনিভার্সিটি অব রচেস্টার, কর্নেল, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার মতো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

‘নাজ’ (Nudge) নামে ২০০৮ সালে প্রকাশিত হয় একটি বই, যার লেখক ছিলেন থেলার ও আর সানস্টেইন। ‘বেস্ট সেলার’ ওই বইতে দেখানো হয় সমাজের অনেক সমস্যা সমাধানে আচরণগত অর্থনীতির ধারণা ব্যবহার করা যায়।

২০১৫ সালে প্রকাশিত হয় থেলারের আরেকটি আলোচিত বই, ‘মিসবিহেভিং : দ্য মেকিং অব বিহ্যাভিওরাল ইকোনমিকস।’ এ ছাড়া তিনি আরো বই লিখেছেন ও সম্পাদনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বড় ছেলে’ বদলে দিয়েছে মেহ্জাবীনকে

এবার ঈদুল আজহায় প্রচারিত হয়েছিল টেলিছবি ‘বড় ছেলে’। মিজানুর রহমান পরিচালিত এই টেলিছবিতে অভিনয় করেছেন অপূর্ব ও মেহ্জাবীন। প্রচার হওয়ার পরই টেলিছবিটি নিয়ে আলোচনা শুরু হয় অনলাইন দুনিয়ায়। দর্শকের পছন্দের তালিকায় চলে যায় টেলিছবিটি। ‘বড় ছেলে’র অভিনয়শিল্পীদের নিয়েও শুরু হয় মাতামাতি।

এ-ই যখন অবস্থা, তখন ‘বড় ছেলে’র অভিনয়শিল্পী মেহ্জাবীন জানালেন নতুন খবর। ‘বড় ছেলে’ তাঁকে আমূল বদলে দিয়েছে। না, টেলিছবিতে বড় ছেলের ভূমিকায় অভিনয় করা অপূর্ব নয়, পুরো নাটক আর প্রচারিত হওয়ার পর সবার আলোচনা বদলে দিয়েছে মেহ্‌জাবীনকে।

মেহ্‌জাবীন বলেন, ‘বড় ছেলে’ তাঁকে দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। চাইলেও এখন আর যেনতেন নাটক বা টেলিছবিতে অভিনয় করতে পারছেন না।

কথা প্রসঙ্গে মেহ্জাবীন জানালেন, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নাটকেই অভিনয় করেছেন। প্রশংসাও পেয়েছেন। কিন্তু ‘বড় ছেলে’র মতো এত সাড়া কোনো নাটক বা টেলিছবি থেকে পাননি। ভক্তরা এখনো তাঁদের অনুভূতি জানাচ্ছেন।

সাড়ার কারণেই যেকোনো নাটকে অভিনয় করতে গেলেই শুরুতে চিত্রনাট্য পড়ে নেন। সেটা পছন্দ হলে তবেই নিশ্চিত করেন নাটকটি অভিনয় করছেন তিনি। এসব করতে গিয়ে কয়েকটি নাটকের অফার ফিরিয়ে দিয়েছেন এরই মধ্যে।

সূত্র : প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লু হোয়েল: আতঙ্ক নয় সতর্কতা জরুরি

ফেসবুক সতর্কবার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজ নিজ বন্ধুদের বিশেষ বার্তা পাঠাচ্ছেন: সাবধান, বাংলাদেশেও পৌঁছে গেছে ব্লু হোয়েল গেম! এ নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। অনেকে কৌতূহল থেকে জানতে চাইছেন পুরো ব্যাপারটা। কেউ কেউ আতঙ্কও ছড়াচ্ছেন।

আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক অবশ্যই থাকা উচিত। বিশেষ করে উঠতি বয়সীদের দিকে খেয়াল রাখা, ‘দেখি কী হয়’-এর কৌতূহল অনেক সময়ই যাদের নিয়ে যায় ভুল পথে। এ কারণে সচেতনতা বেশি জরুরি। ভুল তথ্য প্রচার বা গুজব রটানো উল্টো এই গেমটির প্রচারণায় বেশি সাহায্য করবে। ফলে, সঠিক তথ্য জেনে রাখাটাই বেশি দরকার।

ব্লু হোয়েল গেম খেলে হলিক্রসের একটি মেয়ে আত্মহত্যা করেছে—এমন একটি গুঞ্জনের কারণে ফেসবুক বেশ সরগরম। বাংলাদেশের কয়েকটি পত্রিকাও এমন খবর দিয়েছে। যদিও ‘ব্লু হোয়েল গেমস খেলে হলিক্রসের মেয়েটি আত্মহত্যা করেছে বলে যে খবর চাউর হয়েছে, তার এখন পর্যন্ত কোনো ভিত্তি নেই। মেয়েটার শরীরে ব্লু হোয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার আত্মহত্যার ধরনটিও আরও আট-দশটা আত্মহত্যার ঘটনার মতোই। মেয়েটির বাবা-মায়ের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাঁরা তাকে ভয়ানক রকম নজরদারির মধ্যে রেখেছিলেন। অহেতুক সন্দেহ করতেন। বাবা-মায়ের সঙ্গে তার ব্যক্তিত্বের বড় ধরনের দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় হয়তো ঘটনাটি ঘটেছে। কে জানে, বাবা-মাও হয়তো বিষয়টি বুঝতে পারছেন। কিন্তু এখন ব্লু হোয়েল গেমে সান্ত্বনা খুঁজছেন!’

ঘাতক এই গেমের কারণে অবশ্য বিশ্বজুড়ে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়। পার্শ্ববর্তী দেশ ভারতেই একটি আত্মহত্যার ঘটনায় মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভারতীয় প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে গড়া বেঞ্চ সেই মামলা পরিচালনা করছেন। আইনজীবী সি আর জয় সুকিন আরজি জানান, অনলাইনে যেন এই গেম পাওয়া না যায় এবং এই গেমের খেলার ওপর সরকার যেন নিষেধাজ্ঞা আরোপ করে। কারণ, এই গেমটি মানুষকে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করে। এটি এমন কিছু ডেয়ার বা চ্যালেঞ্জ উপস্থাপন করে, যা পরে খেলোয়াড়ের আত্মহত্যায় পরিণতি নেয়।

বাংলাদেশেও পদক্ষেপ নিতে হবে এখনই। এ রকম ঘৃণ্য একটি গেমের নেশায় যেন কিছুতেই না পড়ে এ দেশের শিশু-কিশোর কিংবা তরুণেরা। পারিবারিক ও বন্ধু মহলে সচেতনতা তৈরি জরুরি। একই সঙ্গে সরকারি তরফেও উদ্যোগ জরুরি। এ গেম যেন কিছুতেই পাওয়া না যায় বাংলাদেশে, সে ব্যবস্থা নিতে হবে। কৌতূহলে কোনো ধরনের নেশার ফাঁদে পা দেওয়া মস্ত বড় ভুল। সেটা গেমের নেশাও হতে পারে।

সূত্র: প্রথমআলো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরের জঙ্গি আস্তানা থেকে ৩ শিশুসহ খাদিজার আত্মসমর্পণ

যশোরের জঙ্গি আস্তানায় মারজানের বোন খাদিজা তিন শিশুসহ আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকেল ৩টা ৫মিনিটে খাদিজা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ করার আগে খাদজিা তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন।

এদিকে যশোরের ঘোপ নোয়াপাড়া রোড জামে মসজিদের পেছনে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দোতলা বাড়িটিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটের।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে সেই দোতলা বাড়িটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। কুষ্টিয়ার মশিউর রহমান নামের এক ব্যক্তি নিজেকে হারবাল কোম্পানির চাকরিজীবী পরিচয়ে ফ্লাটটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, মশিউর হলি আর্টিসানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী মারজানের বোন খাদিজার স্বামী।

এসময় ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ছাড়াও ঢাকা থেকে আসা সোয়াট, বোমা ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেরোরিজম (সিটিইউ) সদস্যরা উপস্থিত ছিলেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় দেন।
আদালতের পিপি অ্যাডভেকেট মোস্তাফিজুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন যাত্রী।

এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়। ২০১৭ সালের ৬ মার্চ খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহীম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest