সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনপাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্রকলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাOntdek de wereld van Supergame: Alles wat u moet weten over online casino’s in België

ভারতের জনপ্রিয় রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’। আগামী অক্টোবর মাসেই শুরু হতে চলেছে এর ১১তম আসর।
প্রতি বছর বিগ বসের অতিথি কে হবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে। এরই ধারাবাহিকতায় এবারও সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। ইতিহাস বলছে বিতর্কিত ব্যক্তিত্বদেরই অতিথি করে নিয়ে আসেন বিগ বস।

ভারতীয় গণমাধ্যমের খবর, এবারের আসরে দেখা যাবে সাবেক পর্নোতারকা সানি লিওনের বন্ধু বিকাশ গুপ্তকে। ভারতীয় একটি অনলাইন পোর্টালকে একথা জানিয়েছেন স্বয়ং সানি লিওনই। তিনি বলেন, “আমার বন্ধু বিকাশ গুপ্ত বিগ বস-এ যাচ্ছেন। আমি বিকাশকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় বিকাশ যখন বিগ বসের ঘর থেকে ফিরে আসবে, ও এখনকার মতই থাকবে, ওর মাথা ঘুরে যাবে না, ও উন্মাদও হবে না। ”

উল্লেখ্য, বিগ বসের এই সেশনে অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যাবে বলিউড সুপারস্টার সালমানা খানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাখাওয়াৎ মানিকের পরিচালনা ও দয়াল সাহার রচনায় নির্মিত হয়েছে নাটক ‘বৃদ্ধের সিনেমা’। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সারিকা।
এবং তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইমন। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।

‘বৃদ্ধের সিনেমা’ নাটকের গল্পে দেখা যাবে সিনেমার অখ্যাত স্ক্রিপ্টরাইটার ইমন ব্যস্ত পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরেও ফায়দা করতে পারে না। সিনেমা হলের সামনে গিয়ে পোস্টারে বোকার মতো তাকিয়ে থাকা তার প্রতিদিনের অভ্যাস। একদিন হঠাৎ পেছন থেকে একটি অচেনা মেয়ের ডাক শোনে ইমন। তার নাম সারিকা। সে অল্প টাকার বিনিময়ে ইমনের সঙ্গে সিনেমা দেখতে চায়, তাকে ভোলানোর চেষ্টা করে। কিন্তু পরে অন্য খরিদ্দারের দিকে ছোটে।

জীবনে নতুন চরিত্রের আগমনে খুবই উজ্জীবিত হয়ে ওঠে ইমন। পরদিন সকালে উঠেই সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে। সারিকার সহজাত সরলতা তাকে মুগ্ধ করে। গড়ে ওঠে তাদের মধ্যে মানবিক সম্পর্ক। এভাবে এগিয়ে যায় ‘বৃদ্ধের সিনেমা’ নাটকের গল্প।

নাটকে তার চরিত্র সম্পর্কে সারিকা বলেন, ‘ব্যতিক্রমী একটি চরিত্রে কাজ করলাম। সিনেমা হলের সামনে প্রায়ই কিছু নারী দেখতে পাওয়া যায়। যারা ছবি দেখতে আসা পুরুষ দর্শকের সঙ্গী হয়ে ছবি দেখে টাকার বিনিময়ে। নতুন অভিজ্ঞতা হলো। এ জীবনে মানুষ কতো বিচিত্র সংগ্রাম করেই না টিকে আছে! আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের। ’

পরিচালক সাখাওয়াৎ মানিক জানান, শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‌‘বৃদ্ধের সিনেমা’ নাটকটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রিয়াঙ্কা চোপড়া, ইতোমধ্যে হলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। এবার ফোর্বসের বার্ষিক ১০ সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন অভিনেত্রীর তালিকায় ঢুকে পড়লেন তিনি।

জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ ঘটে প্রিয়ঙ্কার। সেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। এরপর ‘বেওয়াচ’ ছবিতে তাঁর নেগেটিভ অভিনয়ও দর্শকদের মনে সাড়া ফেলেছে।

গত এক বছরে ১০ মিলিয়ন মার্কিন ডলার কামিয়েছেন প্রিয়াঙ্কা। যার ফলস্বরূপ, ফোর্বসের তালিকায় তিনি অষ্টম স্থানে চলে এসেছেন। তালিকার শীর্ষে রয়েছেন ভেরগারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বলিউডে জোর গুঞ্জন, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রণবীর কাপুর। সম্প্রতি দুবাইয়ের পর নিউইয়র্কে যখন আবারও রণবীরের সঙ্গে মাহিরার ছবি প্রকাশ্যে আসে তখন সেই জল্পনা আরও ঘনীভূত হয়।
সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের রণবীর-মাহিরার আরও একটি ছবি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে রণবীর কিছু একটা বলছেন আর মাহিরা তা অপলক চোখে শুনছেন। এর মধ্য দিয়ে রণবীর ও মাহিরা-একে অপরের সঙ্গে বেশ ভালভাবেই সময় কাটাচ্ছেন-তার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তবে রণবীর কিংবা মাহিরা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও নেটিজেনদের একাংশ কিন্তু ছবিটি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু করে দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রিন্সেস ডায়ানা যেন আজও চিরন্তন সৌন্দর্যের এক অনন্য নাম। মৃত্যুও যাঁর মহিমা ম্লান করতে পারেনি।
আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে কত পুরুষ যে তাঁর সৌন্দর্যের সামনে নতজানু হন, তার ইয়ত্তা নেই। আর সেই তালিকায় ওপরের সারিতেই রয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও তখন তিনি প্রেসিডেন্টের আসনে বসেননি। তবে তখনও এখনকার মতোই ধনকুবের ছিলেন ট্রাম্প।

১৯৯৭ সালে একটি রেডিও অনুষ্ঠানে তাঁর মনের এই অবদমিত ইচ্ছের কথা নিজেই জানিয়ে ছিলেন ট্রাম্প। পরে ট্রাম্পের দেওয়া রেডিও সাক্ষাৎকারের একটি অংশ ২০০০ সালে ‘মিরর’এ প্রকাশিত হয়। যেখানে ট্রাম্প জানিয়েছিলেন, ব্রিটিশ রয়্যাল লেডি ডায়ানার কোনো আপত্তি না থাকলে তাকে ‘শয্যাসঙ্গিনী’ করতে দ্বিধা ছিল না তাঁরও।

প্রখ্যাত মার্কিন রেডিও ব্যক্তিত্ব হোয়ার্ড স্ট্রেইনকে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছিলেন ট্রাম্প। সেই রেডিও-সাক্ষাৎকারের রেকর্ডিং সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর এই সাক্ষাৎকারেই মনের বাসনাটি প্রকাশ করেছিলেন ট্রাম্প। ডায়নার যে সৌন্দর্যে বিশ্ব মোহিত, তাতে ট্রাম্পের মতো পুরুষও যে ঘায়েল হবেন তা বলার আক্ষেপ রাখে না। তবে সেই সাধ পূরণ হয়নি বলে ডায়ানার মৃত্যুর পর ঘনিষ্ট বন্ধুবান্ধবদের কাছে এটাকে জীবনের সবচেয়ে বড় আক্ষেপ বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্পের চোখে সবচেয়ে ‘হট’ নারী কারা? ওই শো-এ উপস্থাপকের সঙ্গে এই নিয়েই আলোচনা চলছিল। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের তালিকায় সবার উপরে ছিলেন তাঁর বর্তমান স্ত্রী এবং ফার্স্ট লেডি মেলানিয়া। এরপরে ট্রাম্প রেখেছিলেন তাঁর সাবেক স্ত্রী ইভানাকে। আর এই তালিকার তৃতীয় স্থান ট্রাম্প দিয়েছেন ডায়ানাকে। ট্রাম্প বলেন, ‘তাঁর চেহারা, ত্বক, উচ্চতা আমাকে আকর্ষণ করে। তিনি একজন সুপারমডেল। ‘

তবে শুধু এই সাক্ষাৎকারে নয়, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তিনি যে মুগ্ধ তা ট্রাম্প অকাতরে জানিয়েছেন তাঁর বই, ‘দি আর্ট অব দ্য কামব্যাক’-এ। ডায়ানার মৃত্যুর তিন মাস পরে প্রকাশিত হয়েছিল এই বইটি। তাতে রয়েছে, ‘‘মানুষকে এক নিমেষে মুগ্ধ করে দেওয়ার কী ক্ষমতা ছিল তাঁর, তা আমি দেখেছি। তিনি এলেই গোটা ঘর আলোয় ভরে উঠত। এমনই তাঁর জাদু। তিনি প্রকৃত প্রিন্সেস— স্বপ্নের নারী। ’’

বইয়ে কিছুটা মার্জিত হয়ে কথা বললেও রেডিও শো-এ ট্রাম্প ইচ্ছার কথা জানাতে গিয়ে বলেন, ‘‘বিছানায় যাওয়ার আগে অবশ্য তাঁকে এইচআইভি টেস্ট করাতে বলতাম!’’

বাস্তব জীবনে ট্রাম্প এবং ডায়ানার বিভিন্ন সময়ে দেখা হয়েছে। এর মধ্যে ১৯৯৫ সালে ম্যানহাটনের হিলটন হোটেলে এক নৈশভোজে তো তাঁরা এক টেবিলেই বসেছিলেন। তবে ধনকুবের ট্রাম্প যতই ডায়ানার গুণমুগ্ধ হোন না কেন সাবেক প্রিন্সেস তাঁকে নিয়ে কোনো উৎসাহ দেখিয়েছেন, এমনটা দেখা যায় না। ২০১৫ সালে একটি ব্রিটিশ চ্যানেলের উপস্থাপক সেলিনা স্কট দাবি করেন, যুবরাজ চার্লসের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরেই কেনসিংটন প্যালেস (ডায়ানা সেখানেই থাকতেন) বিরাট ফুলের তোড়ায় ভরিয়ে দেন ট্রাম্প! সেই তোড়ার এক একটি ফুলের দামই ছিল একশো পাউন্ড!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শারিরীক সম্পর্ক গড়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন সিঙ্গাপুরের এক বাসিন্দা৷ মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৫৭ জন নারীর সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয়েছেন তিনি৷ তবে একদিন কিংবা দু’দিন নয়৷ দীর্ঘ দু’মাস ধরে তিনি রীতিমত ট্রেনিং নিয়েছেন এই কাণ্ডটি ঘটানোর জন্য৷

চেজ রিপাবলিকের এক ব্রোথেল একটি কনটেস্ট করেন৷ সেই কনটেস্টটির মাধ্যমে তিনি যাচাই করে দেখতে চেয়েছিলেন কোন ব্যক্তি সবথেকে বেশি নারীর সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হতে পারেন৷ এই কনটেস্টে জিতে বিশ্ব রেকর্ড গড়ার পথে সিঙ্গাপুরের এক বাসিন্দা৷ যদিও তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক৷

তিনি জানিয়েছেন, বরাবরই সেক্সের প্রতি তার একটা আসক্তি ছিল৷ তাই এই কনটেস্টটির কথা শুনে তিনি খুবই উচ্ছসিত হয়ে পরেন৷ দীর্ঘ দু’মাস ধরে একনাগাড়ে প্র্যাকটিস করতে থাকেন তিনি এই বিষয়টি নিয়ে৷ অবশেষে সফল তিনি৷

এই বিষয়টি নিয়ে তার মত, প্রফেসনাল বেশ কিছু খেলাধুলার থেকেও এটি খুবই কঠিন৷ একজন ব্যক্তির রেকর্ড রীতিমত ভেঙে দিলেন তিনি৷ এর আগে ১৯৮৩ সালে ৫৫জন মেয়ের সঙ্গে যৌনসঙ্গম করে রেকর্ড গড়েছিলেন এক পর্নস্টার৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতির আমন্ত্রণে আগামী শনিবার দুপুরে প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সংক্ষিপ্ত বৈঠকও হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে শনিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আমেরিকার উচ্চপদস্থ সেনা অফিসার জোসেফ ডানফোর্ড মার্কিন সিনেটে বলেন, শীঘ্রই আমেরিকাকে পরমাণু অস্ত্রে আঘাত করতে পারে উত্তর কোরিয়া। এমনই আশঙ্কার কথা শোনালেন এক মার্কিন এই সেনা অফিসার। তিনি বলেন, হয়ত খুব তাড়াতাড়িই আমেরিকার মূল ভূ-খণ্ডে আঘাত করতে পারে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র।

‌তিনি আরো বলেন, বর্তমানে আমেরিকায় পরমাণু অস্ত্র ফেলার মত ক্ষমতা উত্তর কোরিয়ার রয়েছে। আমেরিকার তাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ বলেও জানান তিনি। তিনি বলেন, এই হামলা হতে পারে খুব কম সময়ের মধ্যেই। তাঁর দাবি উত্তর কোরিয়া নিজেদের যুদ্ধের স্ট্র্যাটেজ একেবারে অন্যভাবে সাজাচ্ছে।

ওই অফিসার আরও জানিয়েছেন, আমেরিকা ইতিমধ্যেই একাধিক গোয়েন্দাকে নির্দিষ্ট করেছে উত্তর কোরিয়ার জন্য। উত্তর কোরিয়ার সামরিক কার্যকলাপের উপর কড়া নজরদারি চালাচ্ছে আমেরিকা।

কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি আরও আটটি দেশের নাগরিকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ নিষেধাজ্ঞার তালিকায় উঠে এসেছে ভেনেজুয়েলারও নাম৷ দক্ষিণ আমেরিকার এই তেল সমৃদ্ধ দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ৷

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্প ট্যুইটারে লেখেন, ‘‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বলে বিবেচনা করতে পারছি না, তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest