সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ধর্ষনের অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তি গ্রেফতারআশাশুনির চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনপ্রথম আলো বন্ধুসভার ইফতার মাহফিলতালার আলোচিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ আবারো ভোক্তা অধিদপ্তরের জালেসাতক্ষীরায় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ : ২০ হাজার টাকা জরিমানাসরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ সাতক্ষীরা জজ কোর্টের পেশকারের বিরুদ্ধেদেবহাটায় পানিতে ঝাঁপ দিতে গিয়ে শিশুর মৃত্যুসাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে প্রান্তিকে সম্মাননাথানাঘাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদুর গণসংযোগসদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদু’র গণসংযোগ

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি থেকে বসুখালী বাজার ও বসুখালী বাজার থেকে ঝেয়ামারি পর্যন্ত তিন কিলোঃ মিঃ ইটের সোলিং রাস্তার চরম দূরাবস্থা। গ্রামের ভিতরের রাস্তা হলেও এ রাস্তাটি দিয়ে চলচল করে বেশ কয়েকটা গ্রামের মানুষ। বিশেষ করে বৈরাগীরচক, চিংড়ীখালি, ঝেয়ামারি, লতাখালি, সংকরমনি, ও বসুখালীর গ্রামের মানুষের উপজেরলা শহরসহ জেলা শহরে যাতয়াত করার জন্য একমাত্র রাস্তা এটি। তাছাড়া এসব এলাকার মানুষের নিকটবর্তী বাজার বসুখালী। যে বাজারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ, তরকারিসহ অন্যান্য মালামাল বেচা-কেনা হয়। বিভিন্ন এলাকা হতে বাজারে মালামাল নিয়ে আসা এবং ফেরৎ যাওয়ার একমাত্র রাস্তা এটি। তাছাড়া বসুখালী বাজারে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা থাকায় সন্ন্যাসিরচক, ঝেয়ামারি, কামালকাটি, বৈরাগরিচক, চিংড়িখালী লতাখালী, সংকরমনি, বালিয়াপুরসহ পাশ্ববর্তী কয়েকটা এলাকা থেকে কয়েক শত ছাত্র-ছাত্রীর প্রতিনিয়ত এরাস্তা দিয়ে যাতয়াত করে। কিন্তু রাস্তাটির ৩ বিঃ মিঃ এর ইটের সোলিং এর অধিকাংশ ইট উঠে যাওয়ায় রাস্তা সংস্কারের অভাবে রাস্তাটির কোথাও কোথাও এক থেকে ডেড় ফিট খাঁদেও পরিনত হয়েছে। তাছাড়া কোন কোন জায়গায় ২-৩ ফিট করে রাস্তা বেঙে নদি ও মৎস্য ঘেরের সাথে মিশে গেছে। এলাকাবাসি জানায়, রাস্তার ইট উঠে খাদে পরিণত হওয়ায় ও ধ্বসে যওয়ায় তাদের যাতয়াত করতে অনেক হয়রানির সিকার হতে হয়। অনেক ব্যবসায়ী নছিমন, করিমন, ইঞ্জিনভ্যানে করে মালামাল নিয়ে আসার সময় মালমাল সহ উল্টে পানিতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া বর্ষা মৌসুমে স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতয়াতের সময় সোলিং এর উপর মাটি থাকায় পা পিছলে পড়ে আহত হতে হয়। বিশেষ করে বর্ষার মৌসুমে রাস্তাটির দূরাবস্থার চিত্র চরমে পৌছায়। বর্ষায় পানি বেড়ে গেলে কোথাও কোথাও রাস্তার উপর এক থেকে দেড় ফিট পানি উঠে যায়। তবে অতিপ্রয়োজনীয় এরাস্তাটির দিকে জন প্রতিনিধিদের কারো কোন খেয়াল নেই। এলকাবাসি জানায়, স্থানিয় জনপ্রতিনিধি সহ অনেকে অনেকবার মেরামতের আশ্বাস দিলেও এরাস্তাটির সংস্কারের জন্য কেহ কখনও উদ্দ্যোগ নেয়নি। বসুখালী ও রাস্তাটি দিয়ে চলাচলকারী জন সাধারণের প্রাণের দাবি, রাস্তাটি মেরামতের জন্য উপজেলা পরিষদসহ উপরমহলের যেন নেক দৃষ্টি পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌর দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে পৌর সভার উদ্যোগে রুই, মৃগেল, সিলভার কার্প ও কাতলা মোট ১২ মন মাছ ছাড়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, পৌর সভার ইঞ্জিনিয়ার কামরুল আক্তার (তপু), শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, মৎস্য শিকারী আহাদ আলী, মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা ও সেক্রেটারী শেখ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শফিকুল ইসলাম (শফি) সভাপতি, ইউসুফ আলী, এনামুল কবীর লিংকন, মহিবুল্যাহ, আব্দুল আজিজ, রবিউল ইসলাম, কামরুল ইসলাম মোড়ল কে সহ সভাপতি এম সাজিদ বিল্লাহ সাধারণ সম্পাদক, জি,এম মাছুম বিল্লাহ, আনিসুর রহমান, শরিফুল ইসলাম সুমন কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং কামরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বৎসরের জন্য পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল কর্মসূচি বাস্তবায়ন করতে এ কমিটি যথাযথ কাজ করে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তখন ছিল না সেলফি, ছিল না ডি,এস,এল,আর ক্যামেরার বাড়াবাড়ি। বন্ধু আড্ডায় মাল্টিমিডিয়া সেল ফোনে নাক ডুবিয়ে কাছাকাছি থেকেও অসীম দূরত্বের বিড়ম্বনাও ছিল না অতটা। বন্ধুত্ব বলতে তখন খাঁটি বন্ধুত্বকেই বোঝাত। এই ছবিটিই তার সাক্ষ্য বহন করে। কারা এই কীর্তিমানেরা? এক এক করে বলছি। শুরু করব বাম দিক থেকে।
সংবাদের শীর্ষে ব্যবহৃত ছবিটির একেবারে বাম পাশে যিনি রয়েছেন, তিনি দেশীয় পপ সঙ্গীত মাতিয়ে রেখেছেন বহুদিন ধরেই। ‘ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে’ গানটি শুনেছেন নিশ্চয়ই? তবে তো ইতোমধ্যেই জেনে গিয়েছেন, তিনি আর কেউ নয়, ফকির আলমগীর।
তারপর কালো শার্ট পরিহত ব্যক্তিটি কে? অনুমান করুন। একটু সুবিধা করে দিই। ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’ কিংবা ‘হায় রে মানুষ রঙিন ফানুশ’- এ দুটি কালজয়ী গান ঝরেছে তার কণ্ঠ থেকেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আমাদের সম্পদ, আমাদের দেশের গৌরব ‘এন্ড্রু কিশোর’।
তার পাশেই দাঁড়িয়ে আছেন তিনি-‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘সূর্যোদয়েও তুমি সূর্যাস্তেও তুমি’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কী জাদু করিলা পিরিতি শিখাইলা’ সহ আরও অনেক উল্লেখযোগ্য গানের রচয়িতা- ‘গীতিকার মনিরুজ্জামান মনির’।
সর্ব ডানের ব্যক্তির নাম ‘ফিরোজ সাঁই’। ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি তাঁরই গাওয়া। এছাড়াও ‘ইস্কুল খুইলাছে রে মওলা, ইস্কুল খুইলাছে’ গানটিও তারই গাওয়া। ১৯৯৫ সালের ১২ জানুয়ারি শিল্পকলা একাডেমী আয়োজিত একটি গানের অনুষ্ঠানে ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাওয়ার সময় মৃত্যুবরণ করেন ফিরোজ সাঁই।
উল্লেখ্য, সত্তর দশকে সম্মিলিতভাবে তোলা এই চারজন গুণী শিল্পীর ছবিটি ফেসবুকের- ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য কিছু ফটোগ্রাফের কালেকশন’ নামক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে। ছবিটি ইতোমধ্যে ১৮৬৪ বার শেয়ার হয়েছে ফেসবুকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন জিয়া হল শাখার সভাপতি মোঃ রাকিব হাসান, পুরাতন হল শাখার সভাপতি শ্যামপ্রসাদ। এছাড়াও তৌকির, মিন্টু, হাসিব, মুন্না, সাইফুল্ল্যাহ, আলমগীর, হাবিবুল্লাহ, আশিক, জনি, সোহেলসহ বিভিন্ন ইয়ার কমিটি ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে কলেজ সভাপতি মিঠুন ব্যানার্জী বলেন, শিক্ষার্থীদের সেশনচার্জ হ্রাস করতে হবে, কলেজের সকল বিভাগের পাঠদান নিশ্চিত করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে, জিয়া হল ও পুরাতন হল জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে, এছাড়াও কলেজের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জোর প্রতিবাদ এবং সকল অনিয়মের বিরুদ্ধে সাধারণ ছাত্র-ছাত্রীদের কঠোর অবস্থান নেওয়ার আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণি মুক্তার শারীরিক অবস্থা আগের চেয়ে ৩-৪ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসার পর মুক্তার যে শারীরিক অবস্থা ছিল, তা এখন অনেকটাই ভালো। সে এখন খুব ভালো বোধ করছে। তবে তার চিকিৎসা নিয়ে একটি বাক্য বলতে চাই, ‘দীর্ঘ সময় লাগবে’। মুক্তার সুচিকিৎসার জন্য আমি নিজেও সবার কাছে দোয়া চাচ্ছি।” সোমবার মুক্তাকে দেখার পর একথা বলেন ডা. সামন্ত লাল সেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।
সামন্ত লাল সেন বলেন, মুক্তার একাধিক অপারেশন করতে হবে। আমরা তার চিকিৎসার ব্যাপারে আশাবাদী। টেস্টের রিপোর্টগুলো আগের চেয়ে ভালো। সময়মতো চিকিৎসা না পাওয়ায় তার দেহে যে উপসর্গগুলো দেখা গেছে, সেগুলো কাটিয়ে উঠতে পারলেই চলবে। এ সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতে টেস্টের রিপোর্টগুলো নিয়ে আবারও বোর্ড বসে পরবর্তী কর্মপরিকল্পনা করবে।
এদিকে মুক্তার দেখভালের দায়িত্বে থাকা সার্জারি কনসালটেন্ট ডা. মো. মাহবুবুর রহমান বলেন, মুক্তাকে অপারেশনের জন্য উপযুক্ত করতে দুই ব্যাগ রক্ত, এক ব্যাগ প্লাজমা দেয়া হয়েছে। একজন স্বাভাবিক মানুষের রক্তে ১ থেকে দেড় লাখ প্লেটলেট থাকা উচিত, তবে ২০ হাজারের কম থাকলে সেটা উদ্বেগজনক। মুক্তা যখন ঢামেকে আসে তার প্লেটলেট ছিল মাত্র ৯ হাজার। তাকে দুই ব্যাগ প্লেটলেট দেয়ার পর এই সংখ্যা ২০ হাজার হয়েছে। আগের চেয়ে তার দেহের হিমোগ্লোবিনও বেড়েছে। পুষ্টিহীনতার কারণে তার বয়সের চেয়ে দ্বিগুণ পরিমাণ খাবার (ডাবল ডায়েট) দেয়া হচ্ছে তাকে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আইএস মুক্ত হয়েছে ইরাকের মসুল। কিন্তু তারা পিছনে রেখে গেছে ধ্বংসাবশেষ। অনাহারে ঢুকরে ঢুকরে মৃত্যুর মুখে পড়া শিশুদের। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসাবশেষ। মৃত্যুপুরীর এক আতঙ্ক চারদিকে। তার মাঝে যেসব শিশু বেঁচে আছে তাদের অবস্থা অত্যন্ত করুণ। ভাষায় বর্ণনা করার মতো নয়।

এমনই দুই শিশুকে সেসব ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করেছে ইরাকের সেনারা। এর একজন অনাহারে মৃত্যুর প্রহর গুনছিল। অন্যজনকে জীবন বাঁচানোর তাগিদে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসের টুকরো খেয়েছে। দ্বিতীয় শিশুটির পিতামাতা দু’জনেই জিহাদি। তারা আত্মঘাতী হামলায় নিহত হয়েছে।

পৃথিবীতে তাকে ফেলে গেছে একা। এ দুটি শিশুর অনেক ছবি দিয়ে অনলাইন ডেইলি মেইল একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, মসুলের পশ্চিমাঞ্চলে ওল্ড সিটিতে ধ্বংসাবশেষের ভিতর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ইরাকি সেনাবাহিনী।

তারা চেষ্টা করছেন জীবি ত কাউকে পাওয়া গেলে তাকে উদ্ধার করতে। এমন অভিযানে তারা ওই দুটি শিশুকে খুঁজে পেয়েছে। তার মধ্যে একজন আমিনা। ধ্বংসাবশেষের নিচ থেকে সেনারা তার কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার শুরু করে।

কংক্রিটের আস্তরণ সরিয়ে যখন তাকে উদ্ধার করা হয় তখন তার জীবন সন্ধিক্ষণে। কোনোমতে দম আসছে আর যাচ্ছে। চিকিৎসকরা চিকিৎসা দিয়ে তাকে যখন কিছুটা সুস্থ করে তুলেছে তখন সে বলেছে, তার পিতামাতা দু’জনেই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতে পশুপতি গেট দিয়ে চীনা অনুপ্রবেশ ঘটছে। এই বিষয়ে প্রত্যক্ষ মদত রয়েছে কেন্দ্রের। সোমবার ফের বিস্ফোরক মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিধানসভায় হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷সেখানেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন তিনি। এদিন তিনি বলেন, নেপাল, ভুটান এমনকি বাংলাদেশ। সকল প্রতিবেশী দেশের সঙ্গে নরেন্দ্র মোদির উগ্র আচরণের জন্য সম্পর্ক খারাপ হচ্ছে। সম্প্রতি ভারত-চীন সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রী যে যথেষ্ট উদ্বেগে রয়েছেন তা কেন্দ্রকে বহুবার তিনি জানিয়েছেন বলে জানা যায়। চিঠি লেখার পাশাপাশি একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি। এদিন ফের একবার চীন ইস্যু নিয়ে প্রকাশ্যে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পশুপতি গেট দিয়ে চীনা অনুপ্রবেশ চলছে। কেন্দ্রের দায়িত্ব সীমান্ত রক্ষা করা। দার্জিলিংয়ে চীনা ভাষা শেখানো হচ্ছে। ’’ এই বিষয়ে কেন্দ্র কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে রাজ্যে একের পর এক হিংসার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি প্রশ্নের মুখে। এদিন তা নিয়েও কার্যত কেন্দ্রকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এদিন বলেন, বাংলাদেশ থেকে জামাতরা এসে এই রাজ্যে হিংসা ছড়াচ্ছে। তারপর ফের বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গেও জামাতদের সম্পর্ক খারাপ বলেও এদিন দাবি করেন মমতা৷ একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই তিস্তাসহ একাধিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বলেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নেপাল, ভুটান, বাংলাদেশ এমনকী মিয়ানমারের সঙ্গেও মোদির কারণেই সম্পর্ক খারাপ হচ্ছে। কেন্দ্রের ভ্রান্তনীতির ফল ভোগ করতে হচ্ছে রাজ্যকে।

কেন্দ্রের নোট বাতিল নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে সরব ছিলেন পণ্য ও পরিষেবা কর বা জিএসটি নিয়ে। এদিন ফের একবার এই দুই ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী৷ প্রশ্ন তুললেন, কালো টাকা উদ্ধারের অজুহাতে যে নোট বাতিল হয়েছিল তাতে কত কালো টাকা উদ্ধার হয়েছে? এখনও বহু সরকারি আমালার বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে কেন তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মমতা। জিএসটি এই সরকারের সবচেয়ে বড় দুর্নীতি বলেও এদিন সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest