সর্বশেষ সংবাদ-
দেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবিইসকন নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় আহলে হাদীছ আন্দোলনেi বিক্ষোভপরীক্ষামূলক যুদ্ধবিমান (মডেল) তৈরিতে অবদানের জন্য বোরহান উদ্দীন- কে ছাত্রশিবিরের সম্মাননাপুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরি

কৃষ্ণনগরে যুবতী ধর্ষণ, ধর্ষক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বুধবার দিবাগত রাতে অপহরণের পর এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। সে কৃষ্ণনগর ইউনিয়নের আফছার আলীর মেয়ে (১৯)। এই ঘটনায় পুলিশ কৃষ্ণনগর ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে ধর্ষক সুজন ইসলাম (২০) কে আটক করেছে। স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায় উভয়ের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত কিছু দিন তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
এ ব্যাপারে ভিকটিমের ভাই মহাসীন সরদার বাদি হয়ে সুজন ও তার সহযোগী কামরুলকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-১১,তাং ১৩-৯-১৭ ইং)। মামলার প্রেক্ষিতে থানার উপÑপরিদর্শক মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সুজন ইসলামকে আটক করে কিন্তু অপর আসামি কামরুল পলাতক রয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। পলাতক আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারী পরিক্ষা সম্পন্ন শেষে ভিকটিমকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ০৪ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি সুজন ও সম্পাদক খোকন

নিজস্ব প্রতিবেদক : ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শন’ ‘জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করাই আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পৌর ০৪ নং ওয়ার্ড যুবলীগের দ্বি বার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ মাঠে ৪নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মো. আক্তারুজ্জামান সুজনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা তরুণলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোমীন গাজী খোকন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ তুহিনুর রহমান তুহিন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে ৪নং ওয়ার্ড যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়- এ কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান সুজন ও সাধারণ সম্পাদক মোমীন গাজী খোকন। এসময় পৌর যুবলীগের সহ সভাপতি হিসেবে শেখ জিয়াউল হক বনির নাম ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ তাওহিদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুখরালী মসজিদে আমের চারা রোপণ

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড এর কুখরালী দ. পাড়া জামে মসজিদের জমিতে আম গাছের চারা রোপন উদ্বোধন করলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মো. তাসকিন আহম্মেদ চিশতি কুখরালী দ. পাড়া মসজিদের আড়াই বিঘা জমিতে ১৫০টি হিমসাগর ও গোবিন্দ ভোগ, আমের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কান্সিলর আলহাজ্ব মো. শহিদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন কুখরালী দঃ পাডা জামে মসজিদ কমিটির সভাপতি আশরাফুরজ্জামান বাবু, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, কুখরালী দ. পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আলাউদ্দিন, মো. আব্দুল মুমিন, মুনজুরুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. আব্দুর রহিম, রাসেল রানা, ইমরান, রাজু, আরিজুল, সাজু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঠিকাদার ইমান আলীর মৃত্যু ও দাফন: পাওনাদারদের হায়! হায়!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিশিষ্ট ঠিকাদার ইমান আলী আর নেই। তিনি শুক্রবার বিকাল ৩টায় খুলনা নারগিস মেমোরিয়াল ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি– রাজিউন)। তিনি ইটাগাছা এলাকার মৃত মাদার আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ২ ছেলে ও ২ কন্যাসহ অশংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, ইমান আলীর মৃত্যুর খবর শুনে বহু পাওনাদার হায় হায় করছেন! তার জানাযা স্থলেই ৮জন পাওনাদার হাজির হন বলে একজন পাওনাদার আমাদের জানিয়েছেন। এরকম আরও বহু পাওনাদার রয়েছে যার বহুদিন থেকে ইমান আলীর সাথে কোন যোগাযোগ স্থাপন করতে পারছিলেন না। এমনকি তাদেরকে তার মৃত্যুর খবরও জানানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব একাদশকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ জিতে নিল পাকিস্তান। পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৩ রানে হেরেছে বিশ্ব একাদশ।
ফলে, ২-১ এ সিরিজ জিতলো স্বাগতিক পাকিস্তান।

বিশ্ব একাদশের ওপেনার তামিম প্রথম ম্যাচে ১৮, দ্বিতীয় ম্যাচে ২৩ আর শেষ ম্যাচে করেন ১৪ রান।

আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনিং জুটিতে আসে ৬১ রান। ওপেনার ফখর জামান ব্যক্তিগত ২৭ রান করে বিদায় নেন। ইনফর্ম ব্যাটসম্যান ওপেনার আহমেদ শেহজাদ আর দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম দলকে সামনে দিকে টেনে নেন। ১০২ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৬৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। আউট হওয়ার আগে শেহজাদের ব্যাট থেকে আসে ৮৯ রান। তার ৫৫ বলের ইনিংসে ছিল ৮টি চার আর ৩টি ছক্কার মার।

বাবর আজম ৩১ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪৮ রান। শোয়েব মালিক ৭ বলে দুটি ছক্কায় করেন অপরাজিত ১৭ রান। বিশ্ব একাদশের থিসারা পেরেরা দুটি উইকেট নিলেও আর কোনো বোলার উইকেট পাননি। প্রথম দুটি উইকেট ছিল রান আউট।

১৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার হাশিম আমলা এবং তামিম ইকবাল। তামিম ১০ বলে তিনটি বাউন্ডারিতে ১৪ রান করে উসমান খানের বলে বোল্ড হন। আরেক ওপেনার হাশিম আমলা ১২ বলে চারটি বাউন্ডারিতে করেন ২১ রান। বেন কাটিং ৫, দলপতি ডু প্লেসিস ১৩, জর্জ বেইলি ৩ রান করলেও ব্যাটে ঝড় তুলেছিলেন থিসারা পেরেরা। ১৩ বলে দুটি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়ে ৩২ রান করেন এই লঙ্কান।

ডেভিড মিলার ২৯ বলে ৩২ আর ড্যারেন স্যামি ২৪ বলে ২৪ রান করলেও দলের জয় নিশ্চিত করতে পারেনি। স্যামি অপরাজিত থাকেন। পাকিস্তানের হাসান আলি দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, উসমান খান এবং রুম্মন রইস।

এর আগে প্রথম ম্যাচে সরফরাজ-বাবর-ফখর-মালিকদের নিয়ে সাজানো পাকিস্তানের বিপক্ষে ২০ রানে হেরেছিল বিশ্ব একাদশ। ১-০ তে লিড পেয়েছিল পাকিস্তান।

তবে, ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় তামিম-ডু প্লেসিস-তাহির-মিলার-আমলাদের বিশ্ব একাদশ। সমতায় (১-১) ফিরতে বিশ্ব একাদশের টার্গেট ছিল ১৭৫ রান। ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে ৭ উইকেটের জয় পায় তামিমরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে, ১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বিশ্ব একাদশ।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি তিনটি ম্যাচকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে।

বিশ্ব একাদশ: তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জর্জ বেইলি, ডেভিড মিলার, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, বেন কাটিং, স্যামুয়েল বদ্রি, মরনে মরকেল, ইমরান তাহির।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, উসমান খান, রুম্মন রইস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের হেলিকপ্টার এবং সেনাবাহিনীর ড্রোন ফের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, কড়া প্রতিবাদ

মিয়ানমারের হেলিকপ্টার এবং সেনাবাহিনীর ড্রোন ফের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সরকারি তথ্য বিবরণীতে (হ্যান্ডআউট) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমারের হেলিকপ্টার ও সেনাবাহিনীর ড্রোন ফের ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। বাংলাদেশ এ ঘটনার কড়া প্রতিবাদ জানাচ্ছে।

সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে শার্জ ডি অ্যাফেয়ার্সকে প্রতিবাদ চিঠি দেওয়া হয়।

এর আগে গত ২৫ আগস্টের পর থেকে কয়েকবার মিয়ানমারের ড্রোন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ। সেই সময় রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দাবি জানানো হয়। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলে উল্লেখ করে বাংলাদেশ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৪ আগস্ট কয়েকটি সেনা ও পুলিশ ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রখ্যাত পরিবেশবিদ ও লেখক দ্বিজেন শর্মা আর নেই

‘নিসর্গসখা’, ‘প্রকৃতিপুত্র’ নামে খ্যাত নন্দিত প্রকৃতিবিদ ও লেখক দ্বিজেন শর্মা আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রকৃতিসখা।

দ্বিজেন শর্মার মেয়ে লন্ডন থেকে ফেরার পর মরদেহের সৎকার করা হবে। মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা। গত ২৩শে জুলাই নিউমোনিয়ায় আক্রান্ত হলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

একুশে পদকে ভূষিত আটাশি বছর বয়সী এই প্রকৃতি বিজ্ঞানী সারাদেশে বৃক্ষরোপণ ও সংরক্ষণে ভূমিকা রেখেছেন। নিসর্গপ্রেমী অধ্যাপক দ্বিজেন শর্মা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। প্রকৃতি ও নিসর্গবিষয়ক লেখালেখিরও পথিকৃৎ দ্বিজেন শর্মা।

উদ্ভিদ ও প্রকৃতি নিয়ে লেখা তার গ্রন্থগুলোর মধ্যে হলো শ্যামলী নিসর্গ, বাংলার বৃক্ষ, সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস, নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা, সমাজতন্ত্রে বসবাস, জীবনের শেষ নেই উল্লেখযোগ্য।

দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রকৃতি ও গাছগাছালির প্রতি ভালোবাসা এবং লেখালেখির কারণে দ্বিজেন শর্মাকে ‘নিসর্গসখা’ হিসেবে অভিহিত করা হয়। তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকে ভূষিত করা হয়েছে।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য ২০১১ সালে অধ্যাপক দ্বিজেন শর্মাকে ‘প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপানের দিকে উ: কোরিয়ার আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন উত্তেজনা

উত্তর কোরিয়া জাপানের দিকে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ং ইয়ং-এর আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে চীন। তবে বেইজিং বলেছে, উত্তর কোরিয়াকে থামানোর কোন চাবিকাঠি তাদের হাতে নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পিয়ং ইয়ং-এর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে চীন ও রাশিয়ার প্রতি আহবান জানানোর পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানালো বেইজিং।

রাশিয়াও এই অস্ত্র পরীক্ষার নিন্দা করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হুয়া চুন-ইং “আনুষ্ঠানিক কূটনৈতিক পথে শান্তিপূর্ণ সমাধানের” আহ্বান জানিয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এই “অবৈধ” অস্ত্র পরীক্ষার নিন্দা করার পাশাপাশি বলেছে “ওয়াশিংটনের দিক থেকে একমাত্র আগ্রাসী কথাবার্তাই শোনা যাচ্ছে।”

উত্তর কোরিয়ার ছোঁড়া মধ্যম-পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জাপানের প্রায় পাঁচশো মাইল উপর দিয়ে উড়ে যায়। এসময় জাপানে বিমান অভিযান-বিরোধী সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। টেক্সট মেসেজ পাঠিয়ে লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতেও বলা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়েছে তিন হাজার ৭০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে, জাপানি দ্বীপ হোক্কাইডোর কাছে।

কর্মকর্তারা বলছেন, গত মাসে জাপানের দিকে যে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিলো এবারেরটি তার চেয়েও বেশি উপর দিয়ে এবং আরো বেশি দূরে গিয়ে পড়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শিঞ্জো আবে বলেছেন, তার দেশ এধরনের ”বিপজ্জনক উস্কানি” বরদাস্ত করবে না।

উত্তর কোরিয়ার এই পরীক্ষার পরপরই দক্ষিণ কোরিয়াও দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই পরীক্ষার নিন্দা জানিয়ে পিয়ং ইয়ং-এর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে চীন ও রাশিয়ার প্রতি আহবান জানিয়েছিলেন।

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্প্রতি আরো কঠোর করা হয়েছে।

আজ আরো পরের দিকে যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এবিষয়ে বিশেষ বৈঠকের কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest