সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

বিষ্ণুপুরে মোবাইল-ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন বন্ধে র‌্যালি

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ও প্রধান শিক্ষকের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১১ টায় মোবাইল ইন্টারনেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশু যৌন নির্যাতন বন্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পারুলগাছা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক মেহেদী হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইউনুচ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আব্দুর রাশেদ ঢালী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের সি.এল.ও মিজানুর রহমান ও লতিকা রানী ঘোষ। শিক্ষার্থীগণ অগ্রগতি সংস্থার ইন্টানেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের কিশোর কিশোরী হিসেবে প্রশিক্ষণ পাওয়ার ফলে এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গৃহবধুকে ধর্ষণ, ধর্ষক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে নিরালা (১৮) নামে এক গৃহবধু ধর্ষণ হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৮ টার দিকে। এ ঘটনায় একজন ধর্ষককে পুলিশ গ্রেফতার করলেও দুই সহযোগী পলাতক রয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, দুদলী গ্রামের পিয়ার আলী গাজীর মেয়ে এবং পিরোজপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রীর সাথে পার্শ্ববর্তী মৌতলা ইউনিয়নের চরসোনাই গ্রামের আব্দুল মজিদ কলুর ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার পানিয়া শেখ পাড়া গ্রামের ঈদ্রিস শেখের ছেলে শাহিন আলমের সাথে পূর্বের পরিচিতি ছিল। শাহিন এবং তার স্ত্রীর মধ্যে বিভেদ চলছিল একথা তারা জানত। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৭ টায় শাহিনকে বশে এনে দেবে বলে প্রলোভন দেখিয়ে উকশার বিতর্কিত ‘গুণিন’ এরর বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সফিকুল মটর সাইকেল যোগে পিরোজপুর শাহিনের স্ত্রীকে নিয়ে তার বোনের বাড়ি থেকে বাহির হয়। কিন্তু গুণিনের বাড়ি না যেয়ে লম্পট সফিকুল তার নিজের বাড়িতে নিয়ে যায় তাকে। এসময় সফিকুল পোশাক পাল্টাবে বলে তাকে রুমের ভিতরে বসতে বলে। সে সরল মনে ঘরে ঢুকতেই দেখতে পায় আগেই ধর্ষক শাহিন খাটের উপরে বসে। এই দেখে সে বাহিরে চলে আসতে উদ্যত হয় কিন্তু লম্পট সফিকুল এবং তার সঙ্গে থাকা শীতলপুর গ্রামের ফয়েজ বাহির থেকে দরজার শিকল আটকিয়ে তালা লাগিয়ে দেয়। এসময় ধর্ষক শাহিন তার উপর ঝাপিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে নিরালা চিৎকার করে। কিন্তু ধর্ষক তার মুখে কাপড় বেধে দেয়। এরপর বাহির থেকে দরজার তালা খুলে ভিতর ঢুকে লম্পট সফিকুল তাকে ধর্ষণের চেষ্টা করলে সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে সে বাহিরে চলে আসে। বাড়িতে এসে তার পরিবারকে জানালে তার বাবা মা ও স্থানীয়দের সহযোগিতায় থানায় এসে শাহিনের স্ত্রী বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে(মামলা নং-১০,তাং ১১-৯-১৭ ইং খ্রিঃ)। সোমবার রাতে থানার উপÑপরিদর্শক প্রকাশ ঘোষ, উপÑপরিদর্শক শুধাংশু শেখর হালদার ও মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশ সফিকুলের বাড়ি থেকে ধর্ষক শাহিনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সফিকুল ও ফয়েজ পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হক বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত একজন ধর্ষককে আটক করা হয়েছে অন্য আসামিদের ধরার জন্য অভিযান অব্যহত আছে। এছাড়া ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাবর আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফি (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে একই গ্রামের জনৈক বকুল মন্ডলের মালিকানাধীন নারিকেল গাছে উঠে পাতা কাটছিল। নারকেল গাছের সাথে বৈদ্যুতিক তার স্পর্শ করে থাকায় রফিকুল ইসলাম অজ্ঞতাবশত ওই তারে স্পৃষ্ট হয়ে করে। বিষয়টি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শী কয়েক জন পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসে জানালে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়। গাছের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সাথে সাথে রফিকুলের মৃত্যু হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষের নেতৃত্বে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেয়ে বেল্টের মাধ্যমে নারিকেল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা মৃতদেহ নিচে নামিয়ে নেয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে তরকারি চাদনিতে ব্যবসায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বুধবার বিকেল ৫ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজলের সভাপতিত্বে এবং মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের আহবানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি যুদ্ধকালীন ——আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, বাজার কমিটির নেতা আবু তাহের, প্রভাষক আনিছুর রহমান গাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শেখ শাহাজালাল, যুগ্ম আহবায়ক মো. আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, সহ-সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ, যুবলীগ নেতা শেখ ফারুক হোসেনসহ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, ও সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে সমতায় ফিরলো তামিমের বিশ্ব একাদশ

ইন্ডিপেনডেন্স কাপ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বিশ্ব একাদশ। ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় সফরকারীরা।

শুরুতেই আক্রমনাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন ওপেনার তামিম ইকবাল ও হাশিম হামলা। ৪৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। তবে সোহেল খানের বলে ২৩ রান করে বিদায় নেন তামিম। শোয়েব মালিকের তালুবন্দী হওয়ার আগে ১৯ বলে একটি ছয় ও দু’টি চার হাঁকান তামিম।

ইমাদ ওয়াসিমের বলে ১২ রান করে বোল্ড হন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন। আর ১৪ বলে ২০ রান করে আউট হন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মোহাম্মদ নওয়াজের বলে সাদাব খানের হাতে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭২ রান করে আমলা আর ১৯ বলে ৪৭ রান করা লঙ্কান অলরাউন্ডার তিসারা পেরারা অপরাজিত থেকে দলকে জয়ের স্বাদ দেন। পাকিস্তান দলের ইমাদ, নওয়াজ ও সোহেল নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান একাদশ: ১৭৪/৬ (২০ ওভার)
বিশ্ব একাদশ: ১৭৫/৩ (১৯.৫ ওভার)
প্লেয়ার অব দ্য ম্যাচ: তিসারা পেরেরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
‘যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ ও সহিঞ্চুতা’ শীর্ষক স্লোগানে ওই সংলাপ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও রূপান্তর, খুলনার সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।
সংলাপে ইউএনও মনিরা পারভীন বলেন- সহিংসতা, চরমপন্থা, বাল্য বিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল সম্পর্কে ও সামাজিক বন্ধন দৃঢ়তা করার লক্ষ্যে ইমাম ও পুরোহিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মসজিদে সচেতনভাবে খুতবা ও পূজায় যুব সমাজকে বিপদগামীতা থেকে ফিরেয়ে আনার জন্য বয়ান দেয়ার আহবান জানান ইউএনও।
অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যুব সমাজের উদ্বুদ্ধ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
উপজেলা মসজিদের ইমাম শেখ কামরুল ইসলাম গ্রুপ ওয়ার্কিং এর মাধ্যমে ‘সহিংসতা ও চরমপন্থা’ সম্পর্কে মতামত নেন ধর্মীয় নেতৃবৃন্দের নিকট থেকে।
কলারোয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোজেক্ট কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
বিভিন্ন মসজিদের ইমাম ও মন্ডপের পুরোহিতগণের মধ্যে মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন, আবুল কালাম আজাদ, দুলাল চন্দ্র রায় চৌধুরী, শেখ মনিরুজ্জামান, শেখ শাহজাহান আলী শাহীন, পরিতোষ পাল, নিশীত চন্দ্র রায়, উৎপল ঘোষ, আল মামুন, হুমায়ুন কবীরসহ ৪০জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার উপজেলা অফিসার নুরুল আমিন খাঁন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিমালী করার লক্ষ্যে এবং সাতক্ষীরা সব কয়টি আসনে নৌকার জয় নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের শাহাজাদা, মতিউর রহমান, মুনমুন, শহর শাখার সভাপতি শেখ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক শফি খান, রফিক, উজ্জ্বল, মোস্তফা, বাপ্পি, সহিদ, জাহিদ, শাওন, রবিউল, জীবন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, এম এন রহমান স্বপন, ইব্রাহীম, আজিজুল, মোহন, মুজিবর, কালাম, হাসান, কাদের, সাবেক ছাত্রলীগ সভাপতি আসিফ শাহবাজ খান সজিব, শেখ জুয়েল, হাসান, হযরত আলী, সাইফুল, আরশাফুল ইসলাম, আল আমিন রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলার শিবপুরে বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে জখম করেছে পুত্রবধু

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা শ্বশুড়িকে পিটিয়ে জখম করেছে পুত্র বধু। বুধবার দুপুরে সদরের শিবপুর ইউনিয়নের বুধরডাঙাগ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা বুধরডাঙাগ্রামের মৃত. দীননাথের স্ত্রী ভদি দাসী (৬৫)।
স্থানীয়রা মাস্টার নলিত কুমার জানান, ভদি নাথের একটি মাত্র ছেলে সশাঙ্ক’র সাথে গত কয়েকবছর পূর্বে হিন্দু শাস্ত্রমতে বিবাহ হয় একই ইউনিয়নের ঝিটকে গ্রামের নির্মলের কন্যা কনিকার সাথে। বিবাহের পর থেকে প্রায়ই বৃদ্ধা শ্বশুড়িকে মারপিট করতো কনিকা। এ বিষয়ে ছেলে সশাঙ্ক তার স্ত্রীকে শাসন করতে গেলে স্ত্রীর বাবা নির্মল ও ভাইয়েরা এসে তাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যায়। এর জের ধরে বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঠের পিড়ি দিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে ভদি দাসীর মাথার বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয় এবং হাতের ২টি আঙ্গুল ভেঙে যায়। স্থানীয় ভদি দাসী কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ভদি দাসী অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কতৃব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান। এবিষয়ে ভদি দাসীর জামাতা বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি গ্রহণ করছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest