সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

কলারোয়ায় ছোরা-রামদাসহ যুবক আটক

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ছোরা-রামদাসহ এক যুবককে আটক করেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনখালী বাজারের মোনতাজ আলীর চাতালের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নিদের্শনায় সরসকাটি পুলিশ ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক এফএম তারেক ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম (৩৫)কে আটক করেছে। সে উপজেলার গোচমারা গ্রামের ফজর আলী বদ্দীর ছেলে। আটক শফিকুলকে ১টি রামদা ও ১টি ছোড়াসহ আটক করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ (ঋ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুজুলপুর ও ভোমরা পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সড়কের নবাতকাটি ও দুপুর ১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আশাশুনি উপজেলার রুপচান গাজীর ছেলে ফ্রেশ পানির সেলসম্যান নাসিরুল ইসলাম ও সদর উপজেলার তুজুলপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কৃষক আলাউদ্দিন।
পুলিশ জানায়, ফ্রেশ পানির সেলসম্যান নাসিরুল একটি ইঞ্জিনচালিত নছিমন যোগে পানি সরবরাহ করতে সাতক্ষীরা শহর থেকে ভোমরা স্থল বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নবাতকাটি নামকস্থানে পৌছালে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল র্মের্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, সদর উপজেলার তুজুলপুর বাজারে মোড়ে রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক আলাউ দ্দিনের। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ দূর্ঘটনাটি দুটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষা দস্যু আক্তারুজ্জামানের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

আসাদুজ্জামান : সাতক্ষীরার এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ডিগ্রী সেকশনের ২২ শিক্ষক কর্মচারীর জীবণ বিনষ্টকারী কুখ্যাত শিক্ষা দস্যু অধ্যক্ষ আক্তারুজ্জামানের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা-খুলনা মহা সড়কের বিনেরপোতা নামক স্থানে কলেজটির প্রধান ফটকের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে ও প্রভাষক এম, সুশান্ত মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল কাদের, মীর আবু সুফিয়ান, নির্মল বৈরাগী,জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, মনিকা দাশ, নাজমূল নাহার, অফিস সহকারী রুহুল আমিন প্রমূখ।
বক্তারা বলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ডিগ্রি সেকশনে ২২জন শিক্ষক কর্মচারী দীর্ঘ ১৫-১৬ বছর যাবত চাকরি কওে আসছেন। কিন্তু দীর্ঘ দিনেও তাদের ডিগ্রি সেকশনটি স্বীকৃতি পায়নি। এরই মধ্যে হঠাৎ করেই কলেজেটির অধ্যক্ষ আক্তারুজ্জামান ডিগ্রি সেকশনের খাতা-পত্র সবই গায়েব করে দেন। কলেজের কোথাও ২২জন শিক্ষক-কর্মচারীর নাম পর্যন্ত নাই। এ বিষয়ে কলেজটির উক্ত ২২ শিক্ষক-কর্মচারী অধ্যক্ষ আক্তারুজ্জামানের কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। অপরন্ত কুখ্যাত এই শিক্ষা দস্যু আক্তারুজ্জামান উক্ত ২২ শিক্ষক-কর্মচারীকে মিথ্যা মামলার ফাঁসানোর চেষ্টা করেন। বক্তারা এ সময় কুখ্যাত এই শিক্ষা দস্যু আক্তারুজ্জামানের শাস্তি ও গ্রেপ্তারের জোর দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে আসছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুর। স্থানীয় সময় বুধবার ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা মুসলিমদের জন্য ১৬০ টন ত্রাণসামগ্রী দেওয়া হবে। এছাড়া শরণার্থীদের জন্য ভ্রাম্যমান হাসপাতালও স্থাপন করা হবে।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখাই এ সফরের উদ্দেশ্য বলে জানিয়েছেন ইব্রাহিম। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠাবে। ইরান প্রথম থেকেই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানে ভূমিকা পালন করে এসেছে বলে উল্লেখ করা হয়।

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমান বন্দর থেকে কার্গো বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। আগামী শুক্রবার এসব ত্রাণ রোহিঙ্গা শরণার্থীদের হাতে পৌঁছবে।

এদিকে বুধবার থাইল্যান্ডে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন বন্ধের আহবান জানিয়েছেন।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন এআরএসএ এই হামলার দায় স্বীকার করে।

এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। সেখান থেকে পালিয়ে আসার রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে গ্রামের পর গ্রামে হামলা-নির্যাতন চালাচ্ছে। নারীদের ধর্ষণ করছে। গ্রাম জ্বালিয়ে দিচ্ছে।

মিয়ানমার সরকারের বরাত দিয়ে জাতিসংঘ গত ১ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, মিয়ানমারে সহিংসতা শুরুর পর গত এক সপ্তাহে ৪০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৭০ জন ‘রোহিঙ্গা সন্ত্রাসী’, ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দুজন সরকারি কর্মকর্তা এবং ১৪ সাধারণ নাগরিক। জাতিসংঘের জরিপ অনুযায়ী ২৫ আগস্টের পর থেকে প্রায় তিন লাখ ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ আসছে আজ

মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে ভারত। ‘অপারেশন ইনসানিয়াত’ নামে কর্মসূচির অংশ হিসেবে ত্রাণের প্রথম চালানটি চট্টগ্রামে পৌঁছাবে আজ বৃহস্পতিবার।

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশে পাঠানো সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবণ, তেল, চা, নুডলস, বিস্কুট, মশারিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যকার নিবিড় বন্ধুত্বের অংশ হিসেবে বাংলাদেশের যেকোনো দুর্যোগে কোনোরকম ইতস্ততা না করেই দ্রুত সাড়া দিয়েছে ভারত। প্রয়োজনের এ সময়ে বাংলাদেশ সরকার চাইলে যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত।’

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৫ আগস্ট কয়েকটি সেনা ও পুলিশ ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে তিন লাখ ৭৯ হাজারের বেশি রোহিঙ্গা।

পালিয়ে আসা বস্তুচ্যুত রোহিঙ্গারা অভিযোগ করেছেন, বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের সেনাবাহিনী পুরুষদের ধরে ধরে নিয়ে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে আর মুসলিম অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে।

মুসলিম রোহিঙ্গা বিদ্রোহীরাই বাড়িঘরে আগুন দিচ্ছে—মিয়ানমার সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে, এরই মধ্যে এই সহিংসতার শিকার হয়ে প্রায় তিন হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপানকে ডুবিয়ে যুক্তরাষ্ট্রকে ছাইভস্ম বানাতে চায় উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্রের পরীক্ষার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা প্রস্তাব ও নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়ায় জাপানকে ‘ডুবিয়ে দেওয়া’ ও যুক্তরাষ্ট্রকে ‘ছাইভস্ম ও অন্ধকারাচ্ছন্ন’ করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় সংস্থা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংভিত্তিক কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটি নামে সংগঠনটি বৈদেশিক সম্পর্ক ও প্রচারণার কাজে নিয়োজিত আছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘শয়তানের হাতিয়ার’ উল্লেখ করে তা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) প্রকাশিত ওই সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘জুচের (উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মতাদর্শ) পারমাণবিক বোমায় দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ডুবে যাওয়া উচিত। আমাদের কাছে জাপানের অস্তিত্ব থাকার দরকার নেই।’

গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক পরীক্ষা চালালে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। উত্তর কোরিয়া ওই পরমাণু অস্ত্রটিকে সবচেয়ে শক্তিশালী হিসেবে ঘোষণা দিয়েছে।

উত্তর কোরিয়ার ওই পরীক্ষার জবাবে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সোমবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। ওই নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার বস্ত্র রপ্তানি আটকে দেওয়া হয়েছে।

জাতিসংঘের ওই নিষেধাজ্ঞার কড়া জবাব দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ হবে সেবক, শাসক নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর উদ্দেশে বলেছেন, ‘আপনারা স্বাধীন দেশের পুলিশ, বিদেশি শোষকদের পুলিশ নন; আপনারা জনগণের পুলিশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আরো প্রতিজ্ঞা করুন, আমরা এমন পুলিশ গঠন করব, যে পুলিশ হবে মানুষের সেবক, শাসক নয়।’

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৪তম বিসিএস ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজে ২৬ নারী কর্মকর্তাসহ ১৪১ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। এর আগে সকালে হেলিকপ্টারে করে সারদায় পৌঁছান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি আমাদের পুলিশ বাহিনীকে সব সময় আইনের রক্ষকের ভূমিকা হিসেবে দেখতে চাই। দেশের প্রচলিত আইন, সততা ও নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথপ্রদর্শক।’

পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, পুলিশে আরো ৫০ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্তে এরই মধ্যে ৪২ হাজার ২২৫টি পদ সৃষ্টি করা হয়েছে। বর্ধিত জনবলের সঙ্গে যানবাহন ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল এবং এই কাজে মদদদাতাদের আইনের আওতায় আনতে কাউন্টার টেররিজম ইউনিট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকার রাজশাহী চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এ সময় রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তাঁর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও বিজ্ঞাপনে কোহলি-আনুশকা

সেই ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়ে শুরু। আর বাকিটা ইতিহাস। ইতিহাসের কারণ, এই বিজ্ঞাপনের মাধ্যমেই ভারতের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও ‘যাব হ্যারি মেট সেজাল’ খ্যাত তারকা আনুশকা শর্মা পরিচয়। যে পরিচয় এখন পরিণত হয়েছে পরিণয়ে। আর এই প্রেমকে সঙ্গী করে দুজন আবারও অভিনয় করতে যাচ্ছেন বিজ্ঞাপনে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সে বিজ্ঞাপনের বিভিন্ন ছবি। ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে যা ছড়িয়ে দিয়েছেন কোহলি-আনুশকার ভক্তরা।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চার বছর পর আবারও একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন কোহলি। ভাইরাল হয়ে যাওয়া ছবিগুলোতে দেখা যায় দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। আবার অন্য একটি ছবিতে কোহলি-আনুশকাকে একে ওপরের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায়। যদিও কোন পণ্যের বিজ্ঞাপনে শুটিং করছেন তাঁরা তা নিশ্চিত হওয়া যায়নি। আগে লুকোচুরি করলেও বর্তমানে সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা কোহলি-আনুশকা। কাজের ব্যস্ততার ফাঁকে একে অপরের সঙ্গে সময় কাটানোর সামান্যতম সুযোগও হাতছাড়া করেন না তাঁরা। প্রায়ই আনুশকার ছবির সেটে দেখা যায় কোহলিকে।

কোহলির সঙ্গে এই বিজ্ঞাপনের পাশাপাশি ‘পরী’, ‘সুই দাগা-মেড ইন ইন্ডিয়া’, ‘পানি’, ‘কেন্দা’ এবং পরিচালক আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে অভিনয় করতে দেখা যাবে আনুশকাকে। এ ছাড়া সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘দত্ত’তে অতিথি চরিত্রে থাকছেন আনুশকা।

অন্যদিকে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে এখন ভারতে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তাই ভারতের মাটিতে অস্ট্রেলিয়া বধের ছক কষতে ব্যস্ত অধিনায়ক কোহলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest