সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

মিয়ানমারের সরকারি ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের আক্রমণ

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদ করে দেশটির গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামের বাংলাদেশি ইথিকাল হ্যাকার গ্রুপ।

ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে মিলে মঙ্গলবার এই হ্যাকিং গ্রুপটি মিয়ানমারের প্রেসিডেন্ট (http://www.president-office.gov.mm), তথ্য মন্ত্রণালয় (http://www.moi.gov.mm), কেন্দ্রীয় ব্যাংক (http://www.cbm.gov.mm) এবং প্রভাবশালী প্রতিষ্ঠান এম কে গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.mkgroup.com.mm) আক্রমণ চালিয়ে সাইটগুলো বন্ধ করে দিয়েছে।

হ্যাক করা অন্য ওয়েবসাইটগুলো বন্ধ থাকলেও মঙ্গলবার রাতে এম কে গ্রুপের ওয়েবসাইট হ্যাক করার পর সাইবার-৭১ সেটি চালু রাখে। সাইটটিতে গেলেই এক রোহিঙ্গা নারীর ছবিসহ কিছু লেখা দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে:

‘সাইবার-৭১ হ্যাক করেছে। প্রতিদিন মিয়ানমারের মুসলিমরা মিয়ানমারের সরকারের হাতে মারা যাচ্ছে। একইসঙ্গে তাদেরকে সবার থেকে আলাদা করে ফেলা হচ্ছে, তাদের ঘরবাড়ি, স্থাপনা ও মসজিদ ধ্বংস করে দেয়া হচ্ছে। সরকার শুধু দর্শকের মতো এসব দেখে যাচ্ছে। দেশটির সংখ্যালঘু মুসলিমদের বাড়তে থাকা এই ঘৃণিত হত্যাকাণ্ড শুধু দেখছে তারা…। আর এটি (হ্যাকিং) মিয়ানমার সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা।

মুসলিম হত্যা বন্ধ করো, নইলে আমরা প্রতিদিনই তোমাদের ওয়েবসাইট হ্যাক করব!
মুসলিম হত্যা বন্ধ করো, নইলে আমরা প্রতিদিনই তোমাদের ওয়েবসাইট হ্যাক করব!
মুসলিম হত্যা বন্ধ করো, নইলে আমরা প্রতিদিনই তোমাদের ওয়েবসাইট হ্যাক করব!’

বক্তব্যের শেষে #OpMyanmar হ্যাশট্যাগ দিয়ে সাইবার-৭১ এর অফিশিয়াল ফেসবুক পেজের অ্যাড্রেস দেয়া হয়েছে।

হ্যাক করার পর ফেসবুক পেজে সাইবার-৭১ লিখেছে, ‘মিয়ানমারের হেলিকপ্টারের অবৈধ অনুপ্রবেশের জন্য ক্ষমা না চাওয়া এবং রোহিঙ্গা হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা তাদের সাইবার স্পেসে আক্রমণ পরিচালনা করব। তারা আমাদের আকাশ সীমানায় অনুপ্রবেশ করেছে, আমরা তাদের সাইবার স্পেসে অনুপ্রবেশ করেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকেই ছাড় দেয়া হবে না।’

বিশেষ বার্তাসহ এম কে গ্রুপের ওয়েবসাইট চালু ও অন্য ওয়েবসাইটগুলো বন্ধ রয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটি আবার সক্রিয় হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতে মারা গেছে আরও অর্ধশতাধিক রোহিঙ্গা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় আইনজীবীদের মানববন্ধন

আসাদুজ্জামান : মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার সকাল ১০ টায় জজ কোর্ট শহিদ মিনার চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমের সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি এড. ওসমান গনি, সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলি, সাবেক সভাপতি এড, আব্দুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক এড, তোজাম্মেল হোসেন তোজাম, এড. ইউনুচ আলি, এড. মিজানুর রহামান. এড. ফাহিমুল হক কিসলু, এড. এ.বি.এম সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমান সরকার ও তার পেটুয়া বাহিনী একের পর এক নিরীহ রোহিঙ্গাদের উপর যেভাবে হত্যা নির্যাতন চালাচ্ছে তা ইতিহাসকে হার মানায়। অং সান সুচি গণতন্ত্রের কথা বলে মানুষ হত্যায় নেমেছে। তারা শুধু নিরীহ মানুষকে হত্যা করছেনা তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা নারী ও শিশুরাও। বক্তারা এ সময়, অবিলম্বে এসব গণহত্যা বন্ধ না করা হলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সব সম্পর্ক ছিন্ন করার আহবান জানান সরকারের প্রতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোর্স নজরুল খুন: ভাইস চেয়ারম্যানসহ ৪ জনকে আসামি করে মামলা

দেবহাটা ব্যুরো : পুলিশ, বিজিবির সোর্স পরিচয়দানকারী চোরাচালান চক্রের সদস্য উপজেলার দক্ষিণ কুলিয়ার মোক্তার মোড়লের পুত্র নজরুল ইসলামের খুনের রহস্য খুঁজছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে খুন হয় সোর্স নজরুল। খুনিরা সুপরিকল্পিত ভাবে নজরুল কে খুন করে সখিপুর হাসপাতালে ফেলেরেখে পালিয়ে যায়। সে কারনে আসামীদের শানাক্ত ও হত্যান স্থান এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে বিভিন্ন সূত্র ধরে এগিয়ে চলেছে পুলিশ। এদিকে হত্যাকান্ডের পর সাদা প্রাইভেটকারটি ব্যবহারকারী বিশিষ্ট চোরাকারবারী ও প্রভাবশালী জনপ্রতিনিধি হিসাবে সন্ধের চোখে এসেছে। আবার সোর্স নজরুলের বন্ধু দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান তার লাশটি অজ্ঞাত বলে ফেসবুকে প্রচার করা এবং ৩০ আগস্ট রাত ৮টার দিকে নজরুল তার ভাই রবিউল ইসলামের কাছে ফোনে জানান ‘আমি দেবহাটার ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের বাসায় আছি’। এরপর রাত ৯টার দিকে একটি মরদেহ সখিপুর হাসপাতালে রেখে যাওয়ারকে দায়ী করে সোমবার নিহত নজরুলের বাবা মোক্তার মোড়ল বাদি হয়ে সাতক্ষীরার দেবহাটা আমলি আদালতে দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাহাবুব আলম খোকন, পারুলিয়ার রবিউল ইসলাম রবি, হাফিজুল ইসলাম ও রফিকুল ইসলাম। এছাড়াও অজ্ঞাত ৪/৫ জন। আদালত মামলাটি এফ আই আর ভূক্ত করে তদন্ত শেষে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার নজরুলের পুত্রকে অপহরণের অভিযোগ এনে থানা পুলিশকে অবহিত করা হয়। ওসির দায়িত্বে থাকা(তদন্ত) ওসি শরিফুল ইসলাম তাদেরকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিলেও এরিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলের জয়যাত্রা থামাল কলম্বিয়া, আর্জেন্টিনার হোঁচট ভেনিজুয়েলায়

বিশ্বকাপের টিকেট আগেভাগেই নিশ্চিত করা ব্রাজিল ছুটে চলছিল দুর্দান্ত গতিতে। তিতের অধীনে অদম্য হয়ে ওঠা দলটির জয়রথ অবশেষে থামাল কলম্বিয়া। বুধবার বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। উইলিয়ানের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কলম্বিয়াকে সমতায় ফেরান রাদামেল ফালকাও। বাছাইপর্বে টানা নয় জয়ের পর পয়েন্ট হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, ভেনিজুয়েলার সাথে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে নিজেদের বিশ্বকাপ যাত্রাকে অনিশ্চিত করেই রাখলো আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে ম্যাচের ৫০ মিনিটে মারিল্লোর গোলে ভেনিজুয়েলাই প্রথমে্এগিয়ে যায়। মাত্র ৫ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা আনে আর্জেন্টিনা। তবে মেসি-ডিবালা নন, আত্মঘাতী গোলেই লিড হারায় ভেনিজুয়েলা।

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া।

কলম্বিয়ার মাঠে শুরুতে ছন্দে ছিল না ব্রাজিল। উইলিয়ানের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার আগ পর্যন্ত তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।

অন্যদিকে, তুলনামূলক গোছানো ফুটবল খেলা স্বাগতিকরা প্রথমার্ধে দুটি সুযোগ পায়। ২৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও হামেস রদ্রিগেস দুর্বল শট নেওয়ার ১০ মিনিট পর ফালকাওয়ের জোরালো হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক আলিসন।

বিরতির ঠিক আগে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের উঁচু লম্বা ক্রস লাফিয়ে উঠে আলতো টোকায় উইলিয়ানের দিকে বাড়ান নেইমার। আর বিদ্যুৎ গতির শটে ডান পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন চেলসির মিডফিল্ডার।

জাতীয় দলের হয়ে উইলিয়ানের এটা অষ্টম গোল।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে সমতায় ফেরে কলম্বিয়া। ডান দিক থেকে ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের ক্রসে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন মোনাকোর স্ট্রাইকার ফালকাও।

চার মিনিট পর এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু বাঁ-দিক থেকে রদ্রিগেসের কোনাকুনি শট পোস্টে লাগলে জয়ের দেখা আর মেলেনি।

জয়যাত্রায় ছেদ পড়লেও তিতের অধীনে অপরাজেয়ই রইলো ব্রাজিল। প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর বাছাইপর্বে আর হারেনি তারা; অপরাজিত ১৫ ম্যাচ।

বড় ধাক্কা খেয়েছে চিলি; টেবিলের নিচের দিকের দল বলিভিয়ার মাঠে ১-০ গোলে হেরে গেছে টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৩।

দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশাল জয়ে বিশ্বকাপের পথে স্পেন

অন্য ম্যাচে লাৎসিওর ফরোয়ার্ড চিরো ইম্মোবিলের একমাত্র গোলে ইসরায়েলকে হারানো ইতালি ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় শেষ দুই রাউন্ডের একটিতে জিতলেই গ্রুপের শীর্ষে থেকে রাশিয়া বিশ্বকাপে উঠে যাবে স্পেন।

গ্রুপের আরেক ম্যাচে মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা আলবেনিয়ার বিশ্বকাপের খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে, ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।

ইউরোপের নয় গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি এবং সেরা আট গ্রুপ রানার্সআপের মধ্যে প্লে-অফের মাধ্যমে চারটি দল রাশিয়া বিশ্বকাপের টিকেট পাবে।

রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে সার্বিয়া। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৮।

মলডোভাকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওয়েলস। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আইরিশরা। আর জর্জিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা অস্ট্রিয়া ৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

‘আই’ গ্রুপের লড়াইটা বেশ জমে উঠেছে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তুরস্ক। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তুর্কিরা।

অন্য ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে ক্রোয়েশিয়াকে ধরে ফেলেছে আইসল্যান্ড। তবে গোল পার্থক্যে পিছিয়ে গত ইউরোয় চমক দেখানো দেশটি।

তুরস্কের সমান ১৪ পয়েন্ট নিয়ে লড়াইয়ে ভালোমতোই আছে ইউক্রেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে হিন্দুত্ববাদবিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

ভারতের সিনিয়র সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে ব্যাঙ্গালোরে নিজ বাড়ির সামনেই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন গৌরী লঙ্কেশ। নিজের সম্পাদিত পত্রিকার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষের সংগঠনকে প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। উগ্র ডানপন্থার বিরুদ্ধে নিরন্তর সমালোচনা জারি রেখেছিল তার পত্রিকা। নিরাপত্তা ও গোয়েন্দা সূত্রগুলো এখনও হত্যাকাণ্ডের কারণ জানাতে সমর্থ হয়নি।

প্রখ্যাত সাংবাদিক এবং লঙ্কেশ পত্রিকা্র সম্পাদক গৌরী লঙ্কেশ। তার হত্যাকাণ্ড সম্পর্কে আনন্দবাজআর পত্রিকায় পুলিশ সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মঙ্গলবার সন্ধ্যার পর বেঙ্গালুরুর রাজরাজেশ্বরীনগরে গৌরী লঙ্কেশের বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। আনন্দবাজার একে আবারও  ‘বিদ্বজ্জনের উপর হামলা’ হিসেবে হাজির করেছে। তারা লিখেছে, কন্নড় শিক্ষাবিদ তথা সাহিত্যিক এম এম কালবুর্গিকে যে ভাবে খুন করা হয়েছিল, ঠিক সেই ধাঁচেই আজ খুন করা হল গৌরী লঙ্কেশকে।

ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার সুনীল কুমার বিবিসিকে জানিয়েছেন, “মঙ্গলবার রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন বাড়ির ঠিক সামনেই গুলি চালানো হয়। ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।” নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, “গৌরী যখন বাড়ির দরজা খুলছিলেন, ঠিক সেই সময়েই বুকে সরাসরি দুটো আর মাথায় একটা গুলি করা হয়।” সম্প্রচারমাধ্যম এনডিটিভি বলছে, গৌরিকে অন্তত ৭ বার গুলি করা হয়েছে।
এদিকে ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরের বাড়ির সামনে হাঁটছিলেন গৌরী লঙ্কেশ। বাড়ির সদর খুলে ভিতরে ঢুকেও পড়ছিলেন। এমন সময় গৌরীকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয়। প্রতিবেদনে বলা হয়, একটি গুলি গৌরীর কপালকে এফোঁড় ওফোঁড় করে দিয়েছিল। তড়িঘড়ি গৌরীকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি। কারণ, ঘটনাস্থলে মারা গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে চারটি কার্তুজের খোল মিলেছে।

চল্লিশ বছর আগে বাবার শুরু করা ‘লঙ্কেশ পত্রিকা’র দায়িত্ব নিয়েছিলেন গৌরী। ছিলেন পত্রিকাটির সম্পাদক। ওই পত্রিকার মাধ্যমে তিনি সাম্প্রদায়িকতাবিরোধী এক সংগঠন  ‘কমিউনাল হারমনি ফোরাম’ কে সামনে আনার চেষ্টা করেছেন, দিয়েছেন নানা উৎসাহ। তার পত্রিকায় সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে এবং দক্ষিণপন্থী হিন্দুত্ববাদের বিপক্ষে মতামত প্রকাশ করা হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছ, বাড়ির ভিতরে ঢুকে খুব কাছ থেকে পর পর তিন বার গুলি করা হয়েছে গৌরী লঙ্কেশকে। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং অল্পক্ষণের মধ্যেই জীবনের ওপারে চলে যান। গৌরী লঙ্কেশ কর্নাটকের বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেন। বরাবরই তিনি কট্টরবাদের তীব্র সমালোচক ছিলেন। তাই কালবুর্গির মতো লঙ্কেশও কট্টরবাদীদের হাতেই খুন হলেন বলে অনেকে মনে করছেন। তবে কারা তাকে খুন করেছে, তা এখনও স্পষ্ট নয় বলে দাবি পুলিশের।

২০১৫ সালে ঠিক এভাবেই নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন বুদ্ধিজীবী তথা মুক্তমনা বলে খ্যাতি পাওয়া এমএম কালবর্গী। ৭৭ বছর বয়সী ওই চিন্তাবিদকেও গুলি করে হত্যা করা হয়েছিল। গৌরী মৃত্যুকালে রেখে গেছেন মা, বোন এবং ভাইকে। ইন্দ্রজিথ নামে এই ভাই সিনেমা পরিচালনার পাশাপাশি গৌরীর সঙ্গে ‘লঙ্কেশ পত্রিকে’ দেখভালও করতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে মুসলিম বিশ্ব

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নির্যাতন, হত্যাযজ্ঞ এবং বাস্তুচ্যুত করার বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের পাশাপাশি মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে মুসলিম বিশ্ব। সংকটের স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি আপাত মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় তারা।

এরই মধ্যে তার দেশের রাষ্ট্রপতির দূত হিসেবে বাংলাদেশ সফর করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পরপরই তার দেশের প্রেসিডেন্টের দূত হিসেবে বুধবার ঢাকা সফরে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এরইমধ্যে একদফা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রাতে সংক্ষিপ্ত বিবৃতিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রেসিডেন্ট জোকো বিদোদো তাকে তিনটি বার্তাসহ বাংলাদেশে পাঠিয়েছেন।

ওই বার্তাগুলো হচ্ছে: ১. শরণার্থী সমস্যার কারণে বাংলাদেশের উপর যে বোঝা চেপেছে তার জন্য ইন্দোনেশিয়ার পক্ষে সহমর্মীতা জানানো, ২. বাংলাদেশের উপর চাপ কমানোর জন্য সহায়তা করতে ইন্দোনেশিয়া যে তৈরি আছে সেটা জানানো, এবং ৩. বাস্তব পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ইন্দোনেশিয়ার সহায়তা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভবে সম্মত হয়েছেন। রেতনো মারসুদি জানান, ইন্দোনেশিয় কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখবো ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে বৈঠকে রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সহযোগিতা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা মিয়ানমারের সংকট মোকাবেলায় সবরকম সহযোগিতা করবো, কিন্তু তাদের উচিত সহিংসতা বন্ধ করা।

সমাধান প্রসঙ্গে দেশটির উদ্দেশে তিনি বলেন, এটা সামরিকভাবে সমাধান করা যাবে না। রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে। ‘বর্ডার গার্ড-বিজিবি এবং নাসাকার (মিয়ানমারের সীমান্ত রক্ষী) মধ্যে সহযোগিতা বাড়ুক, এটাই আমরা চাই।

তিনি জোর গলায় বলেন, প্রতিবেশী কোন দেশে অস্থিতিশীলতা বা বিদ্রোহের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেবো না। বিদ্রোহ দমনে আমাদের বিজিবিও সহযোগিতা করতে পারে।

মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমস্যাগুলো তাদের বুঝতে হবে। এতো মানুষ আসা আমাদের জন্য বড় বোঝা।

ইন্দোনেশিয়ার পাশাপাশি তুরস্ককেও একইরকম অবস্থানের কথা জানাবে বাংলদেশ। চলমান রোহিঙ্গা সংকট সমাধান, রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন এবং রোহিঙ্গাদের আশ্রয় প্রসঙ্গে বাংলাদেশের সাথে আলোচনা করতে বুধবার বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। সফরে মেভলুত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে একটি সমঝোতা সইয়ের বিষয়ে গত ৪ সেপ্টেম্বর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ হয়।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জেটে বাংলাদেশে আসছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি একে গণহত্যা বলে উল্লেখ করেন। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন।

তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নিপীড়ন ও অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংকট সমাধানে ২০ জন বিশ্ব নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তার বিষয়ে মুসলিম দেশগুলোর পাশাপাশি কথা বলছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

মঙ্গলবার সংস্থার এক বিবৃতিতে মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং এর ফলে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ইউএনএইচসিআরের সদর দপ্তর জেনেভা থেকে সংস্থার মুখপাত্র দুনিয়া আসলাম খান বিবৃতিতে বলেন, গত মাসে মিয়ানমারে উত্তরের রাখাইন রাজ্যে সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশে আনুমানিক ১ লাখ ২৩ হাজার শরণার্থী প্রবেশ করেছে। মিয়ানমারে বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।

‘নতুন সৃষ্টি হওয়া এ সংঘাতের মূল কারণ খুঁজে বের করা জরুরি, যাতে করে মানুষ আর পালিয়ে আসতে বাধ্য না হয়। সেই সঙ্গে এই ব্যবস্থাও করা উচিত যাতে তারা নিরাপদে এবং সম্মানের সঙ্গে তাদের বাসস্থানে ফিরতে পারে,’ উল্লেখ করে ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়: যেসব মানুষ বাংলাদেশে এসেছে তাদের অবস্থা করুণ। অনেকেই তাদের গ্রামের বাড়ি থেকে জঙ্গল, পাহাড়, নদী অতিক্রম করে এসেছে। তারা ক্ষুধার্ত, দুর্বল ও অসুস্থ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মা হওয়ার পরও প্রেমের প্রস্তাব পাই’

ঢাকাই ছবির গত এক দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নজরকাড়া লুক আর দক্ষ অভিনয়ের সুবাদে অগণিত ভক্তের মন জয় করে নিয়েছেন এই নায়িকা। বলা হয়ে থাকে, এই সময়ে তিনিই একমাত্র অভিনেত্রী, যিনি শালীনতা বজায় রেখেই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন।

জনপ্রিয় এই নায়িকার প্রতি ভক্তদের ভালোবাসা নতুন কিছু নয়। অসংখ্য প্রেমের প্রস্তাব আসে তার কাছে। এমনকি কেউ কেউ তো বিয়ে করে সংসার পাততেও চান অপুর সঙ্গে। তবে অপু এখন শাকিব খানের স্ত্রী এবং এক সন্তানের মা। তার সন্তানের বয়সও এক বছর হতে চললো। এই সময়ে এসেও নাকি তিনি প্রেমের প্রস্তাব পান!

ঈদ উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস নিজেই এই কথা স্বীকার করেছেন। জীবনে কতবার প্রেমের প্রস্তাব পেয়েছেন? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কতবার পেয়েছি মানে, এখনো পাই। অর্থাৎ মা হওয়ার পরেও রীতিমত প্রস্তাব পাই।

ঈদ প্রসঙ্গে অপু বিশ্বাস আরো জানান, ঈদের দিন সবার আগে স্বামী শাকিব খানকেই সালাম করেছিলেন। তবে সালামি হিসেবে কি পেয়েছেন, সেটা অবশ্য বলেননি। এছাড়া প্রিয় সহকর্মী হিসেবেও শাকিব খানের নামটাই বলেন অপু বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest