সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ইলিয়েনা!

সানি লিওন, এষা গুপ্ত, মন্দনা করিমির মতো সাহসী অভিনেত্রীদের তালিকায় বরাবরই আছে ইলিয়েনা ডি ক্রুজের নাম। ইনস্টাগ্রামে ঝড় তুলতে তিনিও কিছু কম যান না৷ পোশাক খুলে পোজ দিয়ে একাধিকবার খবরে এসেছেন তিনিও।
ইনস্টাগ্রামে তার একাধিক সাহসী ছবি বর্তমান।

কখনও বাথটাবে, কখনও ক্যামেরার সামনে পোশাক খুলে পোজ দিয়েছেন তিনি। কয়েকমাস আগে তাঁর এমনই একটি ছবি সামনে এসেছে। তবে তার আগেও অনেকবার ইলিয়েনা সাহসী ছবি পোস্ট করেছেন। স্বামীই তো তাঁর অনেক ছবি তুলেছেন। তিনি ফ্যাশন ফোটোগ্রাফার অ্যান্ড্রু নিবোন। থাকেন অস্ট্রেলিয়ায়। শোনা যায়, ডিসেম্বরেই সম্ভবত তাঁরা বিয়ে করেছেন। কিন্তু ইলিয়েনা এখনও এবিষয়ে স্পিকটি নট।

সম্প্রতি বাদশাহ ছবিতে দেখা গেছে ইলিয়েনাকে। সেখানে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তার আগে ইলিয়েনাকে দেখা গিয়েছিল মুবারকা ছবিতে। কিছুদিন আগেই ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে ইলিয়েনার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর। তার আগে রুস্তম ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের অপারেশন থিয়েটারে মুক্তামনি

‘হেমানজিওমা’ রোগে আক্রান্ত শিশু মুক্তামনির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু হয়েছে। এর আগে গত ১২ আগস্ট প্রথম দফায় অস্ত্রোপচারের পর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় মুক্তামনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ও মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. সামন্তলাল সেন জানান, গত ২৯ আগস্ট বার্ন ইউনিটে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু হয়। ২০ শতাংশের মতো শেষ হওয়ার পর জ্বর আসায় অস্ত্রোপচার মুলতবি রাখা হয়। মঙ্গলবার ফের তার অস্ত্রোপচার শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের পার্বত্য এলাকায় আটকা পড়েছে ৩০ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের পার্বত্য এলাকায় অন্তত ৩০ হাজার রোহিঙ্গা আটকা পড়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে আরও বলা হয়েছে, এসব রোহিঙ্গার কাছে প্রয়োজনীয় খাবার-পানীয় কিংবা ওষুধ নেই।

মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট থেকে সেনা অভিযান চলছে। এতে শত শত রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। রোহিঙ্গাদের ওপর তথাকথিত এ অভিযানকে গণহত্যা আখ্যা দিয়েছে বিশ্বের একাধিক দেশ। বর্বরোচিত এ অভিযান বন্ধে উদ্যোগ না নেয়ায় মিয়ানমারের সঙ্গে মালদ্বীপ সম্পন্ন ছিন্ন করেছে। প্রায় এক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, স্যাটেলাইটের ছবিতে প্রমাণ মিলেছে রোহিঙ্গারা বন্দিদশা থেকে মুক্তির প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। রাখাইনে বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সেলোনা ছেড়ে নেইমার ঠিকই করেছে : পেলে

২২২ মিলিয়ন ইউরোতে সম্প্রতি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। অনেকেই এ জন্য নেইমারের সমালোচনা করেছেন।
কেউ বলেছেন, ব্রাজিলের এই তারকা ফুটবলার অর্থের লোভে বার্সেলোনা ছেড়েছেন। ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে কিন্তু তা মনে করছেন না। তার বক্তব্য বার্সেলোনা ছেড়ে তার স্বদেশী নেইমার ঠিকই করেছেন।

পেলের মতে, ক্যাম্প ন্যুতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়ার এর ছেয়ে ভালো কোনো উপায় ছিল না। মেসির সঙ্গে কঠিন প্রতিযোগিতার কারণে এখন বহুল কাঙ্ক্ষিত ব্যালন ডি অর জেতার সৌভাগ্য হয়নি নেইমারের। সম্প্রতি মার্কাকে দেয়া সাক্ষাৎকারে পেলে বলছেন, এবার সেই স্বপ্ন আর অধরা থাকছে না নেইমারের। তিনি শীঘ্র এটি জিততে চলেছেন।

বার্সেলোনায় যত ভালোই করুন না কেন সব আলো থাকে মেসিকে ঘিরে। পিএসজিতে আসার পর এই ঝামেলাটা নেই। পারফর্মেন্স যেমন করছেন তেমনই হইচই নেইমারকে ঘিরেই বেশি হচ্ছে। পেলে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড়। আমি মনে করে তার চলে আসাটা ঠিকই ছিল। কারণ বার্সেলোনায় মেসির সঙ্গে প্রতিযোগিতায় ঠিকে থাকা বেশ কঠিন। এটা নেইমারের জন্য ভালো একটি সুযোগ। কারণ এখন সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। নেইমার অন্যতম সেরা খেলোয়াড় এ নিয়ে কোনো সন্দেহ নেই। ‘ সূত্র : ইএসপিএন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র‍্যাবের অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‍্যাব। বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও পেট্রলবোমা ছোড়া হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। বাড়িটিতে জঙ্গি অবস্থান করছে বলে র‍্যাবের ভাষ্য।

বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে বলা হচ্ছে, বাড়িটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে র‍্যাব আহ্বান জানাচ্ছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এলাকাটি থেকে কয়েক দফা বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে বলে সেখানকার এক বাসিন্দা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল দিবাগত রাত দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, মাজার রোডের বাড়িটি ঘিরে ফেলার পর জঙ্গিরা র‍্যাবকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড ও পেট্রলবোমা ছুড়েছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এলাকাটির বাসিন্দা একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক সাকলায়েন রাসেল তাঁর ফেসবুকে লিখেছেন, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে বলে ভেবেছিলেন তিনি। এখন দেখছেন বোমার বিস্ফোরণ। তাঁর শোয়ার কক্ষ ধোয়ায় ভরে গেছে। বিকট শব্দে পাশের ভবনের গ্লাস ভেঙে গেছে। পরপর পাঁচ–ছয়টি বোমা ফুটেছে। পুরো এলাকা র‍্যাব-পুলিশ ঘিরে রেখেছে। র‍্যাবের সম্ভাব্য অভিযানের ভয়ে তাঁরা ফ্ল্যাটের মাঝখানে অবস্থান নিয়েছেন। আন্দাজ করছেন, পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে। থেমে থেমে গুলির শব্দ পাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ বিজ্ঞাপনে রিয়াজ ও অপু বিশ্বাস

বহু বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তাঁরা দুজন। কিন্তু এত দিনে মাত্র দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও অপু বিশ্বাস—শুভ বিবাহ বাজাও বিয়ের বাজনা।তাও তো পাঁচ বছর হয়ে গেল।

এবার দীর্ঘ সময় পর আবার এক ফ্রেমে বন্দী হলেন রিয়াজ ও অপু। চলচ্চিত্রে নয়, ছোট পর্দার জন্য বিজ্ঞাপনে মডেল হলেন তাঁরা। নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শুভাশীষ ভৌমিক জানান, দুই বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করবেন রিয়াজ ও অপু।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে প্রথম ধাপের শুটিং হয়েছে। যৌথভাবে চারটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন এস এম সালাউদ্দিন ও কে এস ফাহিম।

রিয়াজ বলেন, ‘নিঃসন্দেহে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমায় একসঙ্গে বেশি কাজ করার সুযোগ হয়নি। এবার অন্য মাধ্যমে কাজের সুযোগ হলো। বেশ অনেক দিন পর আবার আমরা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম।’

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে মাত্র দুটি ছবিতে কাজ করেছি। কাজের সময় অনেক সহযোগিতা করেন। এবার নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা হচ্ছে। কাজ করতেও ভালো লাগছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমিরের স্ত্রী হয়েই বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা!

ভিন দেশে অবস্থান করলেও মনটা পড়ে থাকে দেশেই। হাতেও হলিউড প্রজেক্টের কমতি নেই।
তবুও বলিউডে বেশ কয়েকদিন ধরেই ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। মাঝে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কিছুটা কথা এগিয়ে ছিল বটে। তবে তা এখনো আলোর মুখ দেখেনি।

শোনা গেছে, পরিচালকের ‘গুসতাখিয়াঁ’ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। যদিও এর কোনও কারণ এখনও পর্যন্ত কেউ জানা যায়নি। এবার একটি কারণ প্রকাশ্যে এল। সূত্রের খবর অনুযায়ী, মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ঘরনি হয়ে বলিউডে কামব্যাক করছেন দেশি গার্ল।

জানা গেছে, রাকেশ শর্মার বায়োপিকে মুখ্য ভুমিকায় অভিনয় করতে চলেছেন আমির। আর এ ছবিতেই আমিরের স্ত্রী হিসেবে দেখা যাবা প্রিয়াঙ্কাকে। চিত্রনাট্যটি নাকি খুবই পছন্দ হয়েছে পি সি’র। আর আমিরের কাজের তো বরাবরই ফ্যান তিনি। তাই এই সুযোগ ছাড়তে চাননি প্রিয়াঙ্কা। বলিউডের এই প্রজেক্টে সায় তিনি অবশেষে দিয়েই দিলেন। প্রথমে শোনা গিয়েছিল নতুন এই বায়োপিকে নিজের দঙ্গল-কন্যা ফতিমা সানা শেখের সঙ্গেই রোম্যান্স করবেন আমির। কিন্তু ফতিমা ইতোমধ্যেই আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’ করছেন। তাই এ সিনেমার জন্য নাকি অন্য কাউকে খোঁজা হচ্ছিল। সেই খোঁজ শেষ হল প্রিয়াঙ্কার সম্মতিতে।

আপাতত ‘কোয়ান্টিকো’র তৃতীয় মওসুম ও নিজের ‘এ কিড লাইক জেক’ ও ‘ইজন’ট ইট রোমান্টিক’-এর কাজ নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। পাশাপাশি কিছু প্রোডাকশনের কাজও রয়েছে। রয়েছে গানের প্রজেক্টও। আমিরও ব্যস্ত ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে। এত কাজ শেষ হলেই দুই তারকা নতুন প্রজেক্টে হাত দেবে। আর দু’জনকে যদি সত্যিই সেভেন্টি এমএম স্ক্রিনে দেখা যায়, তাহলে তা দর্শকদের চোখের ক্ষেত্রে বেশ আরামদায়কই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাম রহিমের মূল আশ্রম থেকে ১৮ নাবালিকা উদ্ধার

ভারতের হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু রাম রহিমকে ধর্ষণের মামলায় সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে বিতর্কিত এই ধর্মগুরুর ডেরা সাচ্চা সওদার মূল আশ্রম থেকে ১৮ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।
রাম রহিমের জেলে যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও পুরো এলাকা ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী। ভেতরে তল্লাশি অভিযান চলছে।

রাম রহিম জেলে যাওয়ার পরই সিরসায় ডেরার আস্তানা থেকে তার পরিবার ও পালিত কন্যা হানিপ্রীত বেপাত্তা। কিন্তু তখন তল্লাশিতে কিছুই না মেলায় হরিয়ানা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পুলিশ রাম রহিমের পরিবারকে পালানোয় মদত দিয়েছে বলেও অভিযোগ ওঠে। অবশ্য পুলিশ দাবি করে প্রায় ১০০০ একর জায়গার ওপর এই আশ্রমে তল্লাশি চালানো একদিনের কাজ নয়। এরপর প্রায় এক সপ্তাহ পরে ডেরা হেডকোয়ার্টার থেকে বিপুল অস্ত্র -শস্ত্র উদ্ধারের দাবি করল পুলিশ। ডেরা হেডকোয়ার্টারে তল্লাশি অভিযানে ১৮জন নাবালিকা ও ৩৪ জন নাবালককেও উদ্ধার করা হয়েছে।

অপরদিকে রোহতক জেলে এখন অনেকটাই ধাতস্থ হয়েছেন রাম রহিম। জেলে বাগানের কাজেও লেগেছেন তিনি। দৈনিক ৪০ টাকা মজুরি দেওয়া হবে তাঁকে। তবে এখনও মাঝে -মধ্যেই দেওয়ালের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ করেছেন জেলের খাওয়া- দাওয়া নিয়েও।

উল্লেখ্য, ধর্মগুরু রাম রহিম ডেরা সাচা সাওদার প্রধান। তার অধীনে ৩৮টির মতো আশ্রম রয়েছে। মূল আশ্রমটি হরিয়ানার সিরসায়। গরিব মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রিয়তা কুড়ালেও তার জীবন-যাপন নিয়ে বিতর্কের অন্ত নেই। আশ্রমের নারী সেবিকাদের ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুনের অভিযোগও আছে। তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে নানাভাবে তাদের হয়রানি করা হতো। তার অর্থের উৎস নিয়েও বিতর্ক রয়েছে।

আশ্রমের দুই নারীকে ধর্ষণের দায়ে পৃথক দুই মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড হয়েছে তার। এখন তিনি রোতাকের কারাগারে সাধারণ আসামির মতো সাজা খাটছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest