সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৭২০ কেজি আম, ৪০৯ কেজি চিংড়ী জব্দ : ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানাকলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুআশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগদেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্টজাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হাওয়ায় আলআমিনকে সম্বর্ধনাসাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধনজাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভাকালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে কিশোরের মৃত্যুশ্যামনগরে উপজেলা চেয়ারম্যান হলেন সাঈদ-উজ জামান. ভাইস চেয়ারম্যান রিপন. মহিলা ডলিকালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সুমন, ভাইস চেয়ারম্যান পুরুষ বাবলু – মহিলা আফি বিজয়ী

অনেক আগে থেকেই মিডিয়াতে গুঞ্জন চলছিল যে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল অভিনেত্রী তানজিন তিশার মধ্যে বেশ গভীর সম্পর্ক চলছে। সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন চলছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তানজিন তিশা বিয়ে করেছেন। সেই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তানজিন তিশা নিজেও বলেছিলেন, ‘আসলে আমাকে নিয়ে একটি শ্রেণি উঠেপড়ে লেগেছে। বিয়ের ঘটনাকে নিছক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেন।’

এই বিষয়ে নিজের অভিমত সোশাল মিডিয়া জানান হাবিব। তিনি বলেন, ‘আমাকে নাকি কিছু সাংবাদিক ভাইরা খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্ট এর জন্য। কিছুটা দুঃখজনক যে একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আপনাদের করা একটা নিউস (নিউজ) দেখলাম। যেখানে বলা হয়েছে যে তানজিন তিশার কারণে আমার সাথে রেহান (হাবিবের বউ) এর ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ ‘এক হাতে তালি বাজে না’। তানজিন তিশার সাথে আমার কি সম্পর্ক সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এবং এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য না।’

হাবিব আরও বলেন, ‘কেন আমার ডিভোর্স এর কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আরও আগেই বলত। ডিভোর্সের কারণ যাই হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এত কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারোই তো কোনো লাভ আমি দেখি না। এসব মোটেই কাম্য নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অবিবাহিত। ধনাঢ্য ব্যবসায়ী। বড় লোকের সন্তান। এমন নানা পরিচয়ের ফাঁদ পাতত দক্ষ বাহাউদ্দিন ইভান। সঙ্গে বিয়ের প্রলোভন। প্রেমের নিখুঁত অভিনয়। এমন কৌশলে নারীদের কাছে টানতো সে। বন্ধু-বান্ধব, মোবাইল ফোনে যোগাযোগ ও ফেসবুকের মাধ্যমে ফেলতো প্রেমের ফাঁদে। তারপর সুযোগ বুঝে ধর্ষণ।

বারবার ধর্ষণের জন্য কৌশলে সে দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করে জিম্মি করতো। এভাবে তার শিকারে পরিণত হয়েছে বহু নারী। হারিয়েছে সম্ভ্রম। কৈশোর থেকেই তার এ নারীলিপ্সা ও বহুগামিতার কথা জানতো পরিবার। অপকর্ম থেকে সরাতে কম বয়সে ২০০৮ সালে তার বিয়ে দেয়া হয়। তার সর্বশেষ শিকার এক টেলিভিশন অভিনেত্রী।

গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর সড়কের ন্যাম ভিলেজে নিজেদের ভাড়া বাসায়। কিন্তু এবার আর ছাড় মিলেনি। ধর্ষণের শিকার তরুণীর মামলায় গতকাল ইভানকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে বনানী থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের পর র‌্যাব তাকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে ঢাকা মহানগর হাকিম আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সকালে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে নেয়া হয় তাকে।

র‌্যাব-১১ এর এএসপি শাকিল আহমেদ বলেন, আমরা তাকে খুঁজতে গিয়ে তার আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছি। তার বিষয়ে অনুসন্ধান করেছি। সে বিভিন্নভাবে বহু মেয়েকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। পতিতাদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। সে বহুগামী। এসব কথা তার আত্মীয়স্বজনরাও জানে। প্রায় অভিন্ন কথা বলেন, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান। তিনি বলেন, নারীর বিষয়ে দীর্ঘদিন ধরে তার বদনাম রয়েছে।

এদিকে বনানীর ২ নম্বর সড়কের ন্যাম ভিলেজের যে ৫/এ নম্বর ভবনে তারা ভাড়ায় থাকে তা সংলগ্ন উত্তর পাশের প্লটেই রয়েছে তার নানীর একটি প্লট। বনানীর চেয়ারম্যান বাড়ির ডি ব্লকের ২৯৮ নম্বর হোল্ডিংয়ের সেই নাজভীন ভিলা (ইতি)তে টিনশেড বাসায় বেশ কয়েকটি বাসা ভাড়া দেয়া হয়েছে।
সেখানকার ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেও জানা গেছে একই তথ্য। অন্তত ৪ ভাড়াটিয়া পুরুষ ও নারী নাম প্রকাশ না করে বলেন, তার চরিত্র ভালো না। সে মাঝে মাঝে এখানে আসতো। একাধিক কক্ষে সময় কাটায়। নারী নিয়ে খারাপ কাজ করে বলে শুনেছি।

জিজ্ঞাসাবাদে ইভানের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে বলেন, ইভান রাজধানীর ক্যাম্ব্রিয়ান স্কুলে ৯বম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। এরপর পড়ালেখা ছেড়ে দেয়। বনানীর ৮ নম্বর রোডে পিতার ইলেক্ট্রিক দোকানে বসতো। ব্যবসা দেখাশোনা করতো। সেই কিশোর বয়স থেকে নারী নিয়ে নানা অপকর্ম করতে থাকে। তার বিভিন্ন অপকর্মের কারণে ২০০৮ সালে অল্প বয়সে পরিবার তার বিয়ে দেয়। পুরান ঢাকার মেয়ে ইসমত আরা টুম্পার সঙ্গে তার বিয়ে হয়। তার আবরান নামে পাঁচ বছরের এক ছেলে ও অলিভিয়া নামে দেড় বছরের এক কন্যা রয়েছে। এরপরও সে বহুগামিতা ছাড়েনি। ২০০৫ সাল থেকে সে মাদক সেবন করে আসছে। এরপর আগে দু’বার তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়েছে।

র‌্যাব আরও জানায়, বুধবার সকালে ওই নারী থানায় গিয়ে পুলিশসহ বাসায় যাওয়ার সময় ইভান সেই ভবনেই ছিল। লুকিয়ে ছিল বাড়ির ছাদে। পুলিশ বাড়ি ত্যাগ করলে সে বাসা থেকে বের হয়ে পড়ে। প্রথমে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আত্মগোপন করে। সন্ধ্যায় যায় উত্তরার কাওলা এলাকায়। এরপর দক্ষিণ খান এলাকায় তার এক আত্মীয়ের বাসায় গিয়ে রাত কাটায়। তারপর বৃহস্পতিবার সকালে উত্তরা থেকে নারায়ণগঞ্জে খালা শান্তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে উত্তরা থেকে বাসে চড়ে গুলিস্থান যায়। সেখান থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া। তারপর ফতুল্লার পশ্চিম দেওভোগের মাসদাইর এলাকার ২৬০/২ নম্বর বাড়িতে খালার বাসায়। সেখান থেকে ওই দিন বিকালে র‌্যাব সদস্যরা তাকে আটকের পর প্রথমে র‌্যাব-১১ এর কার্যালয়ে নেয়া হয়েছিল।

এদিকে মঙ্গলবার রাতে সেই নারীকে ধর্ষণের আগে একাধিকবার নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয় বলে জানিয়েছেন বনানী থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সুলতানা আক্তার। জিজ্ঞাসাবাদে ওই নারীর বর্ণনার বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর থেকে ধর্ষিতা তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনে দু’একটি ধারাবাহিক নাটকের চরিত্রে অভিনয় করছিলেন।
মঙ্গলবার তাকে বাসায় জন্মদিনের দাওয়াত দিয়ে ইভান মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে ফোন করে আসতে বলে। এজন্য সে তার বাসায় যান। পরদিন তার শ্যুটিং ছিল বলে ব্যাগে টাকা ও কিছু কাপড়-চোপড়সহ বের হয়েছিলেন বলে জানান। ভিকটিমের পড়াশুনা এইচএসসি পর্যন্ত। ঘটনার পর এক পথচারীর মাধ্যমে ভোর ৪টার দিকে তিনি থানায় আসেন। তবে পথ দেখিয়ে দেয়ার পর ওই পথচারী থানায় না ঢুকে বাইরে থেকে চলে যায়। সেই রাতে ফোন করে বাসায় আনার পর তরুণীকে ডাল, মুরগী ও ভাত খেতে দেয়। এরপর দু’দফায় তাকে ইয়াবা সেবন করায়। তার স্ত্রী থাকার কথা সে আগে জানায়নি। নিজেকে অবিবাহিত ও ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। কয়েক মাস আগে ফেসবুকে তাদের পরিচয়। এসব ঘটনা এখনও কুড়িগ্রামে তরুণীর পরিবার জানে কি না জানতে পারেনি তদন্ত কর্মকর্তা। এদিকে গত বুধবার ইভানের বাসা থেকে দুটি মোবাইল ফোন সেট ও তরুণীর পরিধান করা পোশাক জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সুলতানা।

ইভানের বাসায় গিয়ে তার বাবা বোরহান উদ্দিন বেলাল, মা নাজনীন জাহান ইতি বা তার স্ত্রী ইসরাত আরা টুম্পাকে পাওয়া যায়নি। বাসায় তার এক শালী ও তিন কাজের মেয়ে নিলুফা, মৌসুমি ও আসমাকে দেখা গেছে। বুধবার সকালে পুলিশ নিয়ে ওই তরুণী সে বাসায় গেলেই আগের রাতের ঘটনার বিষয়ে তারা জানতে পারে বলে জানায়। তবে পুলিশের উপস্থিতিতে ভিকটিম তার জিনিস দাবি করে বাসার কিছু জিনিসপত্রও নিয়ে গেছে বলে দাবি করেছেন তারা। সূত্র: মানবজমিন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটায় গ্রামে বাল্যবিবাহের ঘটনায় নববধূসহ এলাকার মেম্বার মোঃ আব্দুল করিম বিশ্বাসকে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, এস,আই পীযূষ দাশসহ সঙ্গীয় ফোর্স থানায় নিয়ে গেছেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড. সেলিনা আকতার শেলী, তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আলেয়া খাতুন প্রমুখ। সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল ১১ যখন উপরোক্ত ব্যক্তিরা ছেলের বাড়িতে যায় তখন তারা সেইবাড়িতে বিবাহের আনুষ্ঠানিকতা চলছে তারপর সে বাড়িতে একসাথে নববধূ ইয়াসমীন এবং বর মোজাহারুলকে দেখা মাত্র বর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
এছাড়া গত ০৭-০৭-২০১৭ তারিখে গোপনে রেজিস্ট্রি ছাড়া হুজুরের মাধ্যমে বিয়ে হয়। শনিবার বরের বাড়ি বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় সাংবাদিকরা উপস্থিত হয়। এসময় ছেলের চাচা বর্তমান নগরঘাটা ইউপি এর ২ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল করিম বলেন, এটি আমার বাড়ির সামনে হলেও আমি কিছুই জানি না।
এ বিষয়ে এলাকার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু বলেন শুক্রবার রাত ১১ টা পর্যন্ত বিষয়টি নিয়ে সমাধান করা হয়েছিল যে এদের এখন বিয়ে হবে না যতদিন ১৮ বছর বয়স না হয়।
পরে তালা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ভাবে পাটকেলঘাটা থানায় অবগত করেন তখন পাটকেলঘাটা থানার ওসি তদন্তসহ উপরোক্ত কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং প্রতিবেদককে জানান গতকাল থানায় ভিকটিম পরিবারের সাথে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন যতদিন প্রাপ্তবয়স্ক না হয় ততদিন বিবাহ দেবেন না তবুও পরদিন তাদের বিয়ের আয়োজনকে আইন বিরোধি মনে হওয়ায় তাদেরকে থানায় নিয়ে এসেছি। বর্তমানের তারা থানায় অবস্থান করছেন। এসময় থানার ওসি ছুটিতে ছিলেন বলে জানান ডিউটিরত এ,এস,আই সায়েদুল। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয় যার নম্বর ২১৮। পরে ইউপি চেয়ারম্যান এর জিম্মায় মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজধানী ঢাকার হলি আর্টিজানের মতো ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ ঘটনারও প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত সোহেল মাহফুজ ওরফে হাতকাটা নাসিরউল্লাহ। তাই সোহেল মাহফুজকে হেফাজতে পেতে ঢাকায় আসবে ভারতের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গোয়ন্দারা।

এনআইএ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের সঙ্গে কথা বলে তারা অনেকটাই নিশ্চিত, এই সোহেল মাহফুজই বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরক ঘটনার মূল অভিযুক্ত হাতকাটা নাসিরউল্লাহ। তাকে জেরা করার পাশাপাশি কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে সোহেল মাহফুজের গ্রেফতারের বিষয়ে তারা সরকারি ভাবে কিছু জানেন না। এনিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এনআইএ।

২০১৪ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে যে বিস্ফোরণ ঘটেছিল, তাতে সব মিলিয়ে মোট ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। ঘটনায় ১০ জন ফেরার দেখানো হয়। চার্জশিটে থাকা ৩০ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি। এর মধ্যে সাজিদ ও সরিবুলকে গ্রেফতার করে এনআইএ। কওসার, তালহা শেখ, সইদুল ও নাসিরউল্লাহর খোঁজ চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেগন্যান্ট এই বাবা জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। ভাবতে অবাক লাগছে? অবিশ্বাস্য নয় বিষয়টি একেবারেই সত্য। সঠিক পদ্ধতিতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই বাবা। তাঁর নাম হায়ডেন ক্রস।

জানা গেছে, হায়ডেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। কন্যা সন্তান হিসেবেই তিনি জন্মগ্রহণ করেন। এরপর ট্রান্সজেন্ডার হরমোনের স্পেশাল ট্রিটমেন্ট করেন। সম্পূর্ণ আইনতভাবেই হচ্ছিল সেক্স চেঞ্জ করার এই বিশেষ ট্রিটমেন্টটি। কিন্তু তার মাঝেই বেঁকে বসলেন ২১ বছরের হায়ডেনা। তাঁর শখ তিনি একটি বাচ্চার জন্ম দেবেন। এরপরই সোশ্যাল সাইটে পরিচিতি হন এক স্পার্ম ডোনারের সঙ্গে। হায়ডেনের ইচ্ছেপূরণের জন্যই স্বেচ্ছায় তিনি হায়ডেনকে স্পার্ম দেন।

গত জানুয়ারিতেই তাঁর প্রেগন্যান্ট হওয়ার কথা তিনি সোশ্যাল সাইটে জানিয়েছেন। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। কারণ সম্ভবত তিনিই বিশ্বের প্রথম যিনি ছেলে হয়ে জন্ম দিলেন এক কন্যার। সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি।

সম্প্রতি তাঁর পরিবারও এই বিষয়টির সত্যতা প্রকাশ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, হায়ডেন এবং তাঁর কন্যা দুজনেই একেবারে সুস্থ। হায়ডেন তাঁর কন্যার নাম রেখেছেন লুইস ক্রস। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন এবং দ্যা সান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পরকীয়ার জের ধরে ৩ সন্তানের জননী জেসমিন খাতুন (২৮) কে নিয়ে চম্পট দিয়েছে। সে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের অবাসনে বসবাসকারী শহীদুল গাজীর স্ত্রী। এঘটনায় স্বামী শহিদুল গাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় মেম্বর খলিলুর রহমান জানান, নীলকন্ঠপুর আবাসন প্রকল্পে দীর্ঘদিন যাবৎ স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছে শ্রমজীবি শহিদুল গাজী। একই আবাসনে বসবাসকারী ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে ১ সন্তানের জনক শেখ খোকন (৪১) সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে শহিদুল গাজীর স্ত্রী জেসমিন খাতুনের। পরিবারের চোখ ফাঁকি দিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই শুক্রবার দুপুরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় তারা। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ অর্থ ও সোনার গহনাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে শহিদুল ইসলাম বলেন। এদিকে স্ত্রী সন্তান হারিয়ে শহিদুল গাজী পাগল প্রায় অবস্তায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে গতকাল শনিবার বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান’র তত্ত্বাবধানে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উপজেলা স্বাস্থ্যসহকারী ফুটবল একাদশ ও সি.এইচ.সি.পি ফুটবল একাদশ অংশগ্রহন করে উপজেলা স্বাস্থ্যসহকারী ফুটবল একাদশ ৩-২ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচলনা করেন, স্বাস্থ্যসহকারী নজিম উদ্দীন লেলিন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন তৌহিদুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হাবিবুর রহমান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অরুন কুমার ব্যানার্জী, কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ লস্কর জায়াদুল হক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামী মহিলালীগের এক বর্ধিত সভা অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও কালিগঞ্জ,আশাশুনি এবং দেবহাটার মাটি ও মানুষের প্রাণ-প্রিয় নেতা অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিককে জয়যুক্ত করতে আমরা সবাই এগিয়ে আসবো”।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকার পাশে সবাই থাকবে এবং নৌকার জয় হবেই। এ লক্ষে আমি তৃনমূল নেতাকর্মীদের পাশে আছি এবং তাদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবো ইনশাআল্লাহ।
শনিবার (৮ জুলাই) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল এমপির নিজস্ব বাসভবনে আওয়ামী মহিলালীগ নেত্রী রাবেয়া সুলতানার সভাপতিত্বে নলতা ইউনিয়ন আওয়ামী মহিলালীগের এক বর্ধিত সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ার, রনি, আশরাফুল, তারিকুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest