সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

আশাশুনিতে ১১ মামলার পলাতক আসামির মামলায় জেল খাটছেন ছেলে-বুড়ো সবাই

নিজস্ব প্রতিবেদক : তার ঘাড়ের ওপর ১১ টি নাশকতার মামলা। সাথে মন্দির ভাংচুরের মতো গুরুতর অপরাধের মতো মামলাও। পুলিশের খাতায় তিনি একজন পলাতক আসামি। আর এই পলাতক আসামিই শেষ পর্যন্ত তাক লাগানো বোমা ফাটিয়ে দিয়েছেন।
খবরে প্রকাশ, পুলিশের খাতায় পলাতক সেই আসামি খলিলুর রহমান শেখ আশাশুনি থানায় যেয়ে মামলা দায়ের করেছেন। আর এই মামলায় জেলা খাটছেন ছেলে, বুড়ো, নারী, পুরুষসহ বেশ কয়েকজন।
সাতক্ষীরার আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের এ ঘটনায় মামলার আসামীরা স্বেচ্ছাসেবকলীগ সমর্থক পরিবারের সদস্য। অপরদিকে মামলার বাদি খলিল শেখ জামায়াত সমর্থিত।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেউলা গ্রামের অলোক অধিকারী কিছু জমি বিক্রি করেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাজেদুর রহমান, মাজেদুর রহমান ও আব্দুল ওয়াজেদের কাছে। এই জমি তারা দখল করতে গেলেই শুরু হয় বিপত্তি। জমির মালিক অলোক অধিকারীর সাথে জমি নিয়ে আগে থেকেই গোলমাল ছিল খলিল শেখের। সম্প্রতি সাজেদ মাজেদ ওয়াজেদ তাদের কেনা জমিতে গেলে বাধা দেন খলিল শেখ। এ ব্যাপারে খলিল শেখ সাতক্ষীরার একটি আমলি আদালতে অভিযোগ দেন। আদালত আশাশুনি থানার ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কিন্তু তদন্ত দুরে থাক থানায় হাজির হন নাশকতাসহ ১১ মামলার আসামি খলিল শেখ। ওসি মামলাটি গ্রহন করেন এবং তদন্তের দায়িত্ব দেন এসআই বিশ্বজিতের ওপর । মামলার আসামিরা হলেন আবদুর রাজ্জাক (৭০) , তার স্ত্রী কোহিনুর বেগম, তাদের ছেলে সাজেদ, মাজেদ ও ওয়াজেদ এবং দুই পুত্রবধূ সালমা খাতুন, নার্গিস বেগম , আদর অধিকারী ও অলোক অধিকারী। তারা জানান অলোক অধিকারীর ১০ কাঠা জমির ওপর মন্দির রয়েছে। তিনি সে জমি বিক্রি করেন নি। অথচ খলিল শেখ মন্দিরের সেই জমি জোর করে দখল করতে চায়।
এ সংক্রান্ত মামলায় এখনও কয়েকজন জেলে আটক রয়েছেন। আর এই সুযোগে খলিল শেখ মন্দিরের ভেতরের মালামাল সরিয়ে ফেলেছেন। তিনি মন্দিরে থাকা মুর্তিও ভাংচুর করেছেন বলে অভিযোগ। এরপরও পুলিশের খাতায় পলাতক ১১ মামলার আসামি খলিল রয়েছেন বহাল তবিয়তে। আর জেল খাটছেন বৃদ্ধ আবদুর রাজ্জাকসহ তার পরিবারের নারী পুরুষ সবাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহলে হাদীছ আন্দোলনের জেলা কমিটির পুনর্গঠন

প্রেস বিজ্ঞপ্তি : গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিয়া কমপ্লেক্সে আহ্লেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সংগঠনিক জেলার উদ্যোগে আলহাজ্ব মাওঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আহ্লেহাদীছ আন্দোলনের প্রধান উপদেষ্ঠা প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, আলহাজ্ব মোঃ গোলামু মোক্তাদির বাবু, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ আলতাফ হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক শেখ মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান সরদার, আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, আইন উপদেষ্টা এ্যাড. জিল্লুর রহমান-২ প্রমুখ। আলোচনা শেষে আলহাজ্ব মাওঃ মোঃ কে সভাপতি ও আলহাজ্ব মাওঃ আলতাফ হোসেন কে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট্য আহ্লেহাদীছ আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন আলহাজ্ব মাওঃ মোঃ ফজলুল রহমান, সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহীদুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কেরামত আলী, প্রচার সম্পাদক উপাধ্যক্ষ মাওঃ মোঃ মহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মোঃ মোফলেহুর রহমান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মাওঃ মোঃ সিরাজুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আব্দুর রহমান সানা দপ্তর সম্পাদক। অনুষ্ঠানে নেতৃবৃন্দু মিয়ানমার সরকারের মদতপুষ্ট নাসাকা বাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপরে বর্বর নির্যাতনের প্রতিবাদ ও অবিলম্বের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবপুরে মুক্তিযোদ্ধা সামাদ সরদারের রাষ্ট্রীয় মযাদায় দাফন

আব্দুল হাকিম : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ানের ৮নং ওয়ার্ড এর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ সরদার (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বেশ কিছুদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধা ছামাদ সরদার গত সোমবার রাত সড়ে ১১ টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। মঙ্গলবার জোহর বাদ শিয়ালডাংগা গ্রামের ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দেবাশিষ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুবকর সিদ্দীক, পুলিশ কর্মকর্তা সিকেনদ্দার আলী, শিবপুর ইউনিয়ান কমান্ডার আনিছুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন কমান্ডার নূরুল ইসলাম, বাসদাহ ইউনিয়ান কমান্ডার আব্দুল লতিফ, ঘোনা ইউনিয়ান কমান্ডার তকিম উদ্দীন, শিবপুর ইউনিয়ান চেয়ারম্যান আব্দুল মুজিদ বিশ্বাস, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ ও দাফন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল সিদ্দীক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

সোনাবাড়ীয়া সম্মলিত মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১০ টায় এক্স স্টুডেন্টস রিইউনিয়ন সেলিব্রেটিং কমিটি কতৃক আয়োজিত বিশাল রালী অনুষ্ঠিত হয়,রালীতে উপস্হিত ছিল প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু, সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান,সাবেক ছাত্র কামরজ্জামান সোহাগ,আবু সিদ্দিকিন,আনোয়ার,মনিরুজ্জামান,শিমুল, জাবির সহ স্কুলের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্হানীয় লোকজন। দিনব্যাপী খেলাধুলা,সন্ধ্যায় আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বকত্ব্য রাখেন সাবেক ছাত্র কামরুজ্জামান সোহাগ,আনোয়ার সিদ্দিক,জাবিন, সভাপতিত্ব করেন শিমুল। ঢাকা,খুলনা ও যশোরের শিল্পী গান পরিবেশন করেন এছাড়া কবিতা, নাচ এবং কৌতুক পরিবেশন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ দক্ষিণশ্রীপুর যুবলীগের সভাপতি মেহেদী সম্পাদক জাকির

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দক্ষিন শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনারুল কবির লিটু ও সাধারন সম্পাদক জিএম সাইফুল ইসলাম। সকলের সম্মতি ক্রমে সভাপতি হয়েছে মেহেদী হাসান, সাধারন সম্পাদক জাকরিয়া হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মনিরুল ইসলাম মন্টু,শহিদুর ইসলাম,শাহিনুর রহমান,নজরুল হোসেন নজু,বিল্লাল হোসেন,হাসান রেজা,ও শ্রী চিত্তরঞ্জন মন্ডল। যুগ্ন সম্পাদক কামাল হোসেন রানা,হাফিজুর রহমান ও আশরাফুল ইসলাম। যুগ্নসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,অর্থ সম্পাদক বিপ্লব আহম্মেদ বিপু,ত্রান সম্পাদক শ্রী সমীর রজব, সমাজ কল্যান সম্পাদক জহুরুল ইসলাম,সাংস্কৃতি সম্পাদক আজিজুর রহমান আজু,ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রী বিপুল মন্ডল,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মোঃ আবুল হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা বেগম সহ ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। উপজেলা যুবলীগের সভপতি শেখ আনারুল কবির লিটু ও সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্যাডে তিন বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় রেঁনেসা ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত!

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়নের বুঝতলা শ্রীরামপুর বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ‘একতাই শক্তি, একতাই বল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীরামপুর রেঁনেসা ক্লাবের আয়োজনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েছ আলী ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অর্থ-বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন এড়িয়ে যাচ্ছে, ঠিক তখন কিছু কুচক্রি মহল দেশকে ধ্বংস করার জন্য বিদেশের কাছে নালিশ জানাচ্ছে। বিদেশের কাছে নালিশ জানিয়ে কোন লাভ হবে না, কারণ শেখ হাসিনার অধিনেই আগামি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দলিয় সকল নেতাকর্মীদের বলবো আপনারা দলের স্বার্থে নিজেদের বিভেদ ভূলে গিয়ে এক কাতারে সামিল হওয়ার চেষ্টা করুন। এছাড়া অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশে তিনি বলেন, তোমাদের লেখাপড়া শেষ করে মানুষের মত মানুষ হয়ে দেশ মাতৃকার সেবাই নিজেদের নিয়োজিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের ব্যাপক সুযোগ করে দিয়েছে। আর একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা মাদকে আসাক্ত না হয়। মাদককে দূরে রেখে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে নিতে হবে। মাদক হল সমাজের সমন্ত অপরাধের মূল হাতিয়ার। তাই মাদকে না বলি, সুস্থ, সুন্দর জীবন গড়ার লক্ষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। রেঁনেসা ক্লাবের সদস্য সোহরাব হোসেন ঝন্টু ও আব্দুল্লাহ আল মামুনের যৌর্থ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর নতুন হাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি সম গোলাম সরোয়ার, যুবলীগ নেতা শেখ মিঠু, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, সহ-সভাপতি মাস্টার আলমগীর আজাদ, রেঁনেসা ক্লাবের সভাপতি একরামুল কবির রিপন, সদস্য ফরহাদ হোসেন, জামাল হোসেন, আল মামুন, জাকির হোসেন, আবুল খায়ের, আবু হুরাইয়া, শাওন হোসেন, আলাউদ্দিনসহ ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এদিকে আলোচনা সভা শেষে রাতে এক মনোঞ্চ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ওরিয়েন্টেশন সভা

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৫ম পর্বের) ওরিয়েণ্টশন সভা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ওরিয়েণ্টশন সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহকারী শিক্ষা অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ঘরে ঘরে শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের কর্ম সংস্থান করা হবে। এরই ধারা বাহিকতায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় কালিগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিসের কর্মসূচির কার্যক্রম শুরু হচ্ছে ও সুষ্ঠভাবে কার্যক্রম বাস্থবায়নের জন্য আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এ উপজেলায় প্রথম পর্বে ১ হাজার বেকার যুবক/যুবমহিলাদের প্রশিক্ষণ শেষে তাদের কে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। তিন মাস পর দ্বিতীয় পর্বে একই ভাবে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বাস্তবায়নে প্রশিক্ষনার্থীদের প্রথম তিন মাস প্রতিদিন ১‘শ টাকা হারে ভাতা ও প্রশিক্ষণ শেষে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন দপ্তরে ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। প্রতি মাসে ৬ হাজার টাকার স্থলে তাদের কে ৪ হাজার টাকা প্রদান করা হবে। বাকি ২ হাজার টাকা তাদের নিজস্ব একাউন্টে জমা রাখা হবে ও প্রকল্পের মেয়াদ শেষে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। ন্যাশনাল সার্ভিসের নীতিমালা অনুযায়ী মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষিত যোগ্যতা সম্পন্ন যুবক/যুবমহিলাদের জাতি গঠন মুলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান দেওয়া হবে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল কর্মসূচির (৫ম পর্বের) প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এদিকে দীর্ঘ দিন পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কার্যক্রম শুরু হওয়ায় বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকার রোহিঙ্গা বিষয়টি মানবিকভাবে দেখছে : ওবায়দুল

রোহিঙ্গা শরণার্থীদের স্রোত সামাল দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে ওই এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোহিঙ্গার স্রোতের সঙ্গে কত কিছু ঢুকে পড়েছে, তা আমরা এখনো জানি না।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমকে দেখতে যান ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে। এখন সরকারের নীতি রোহিঙ্গা পুশিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো। বিষয়টি নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস সংগঠনগুলোসহ বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।

৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর, ডায়াবেটিসের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহর অধীনে ভর্তি হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, সহ–উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. শহীদুল্লাহ সিকদার, সহ–উপাচার্য (প্রশাসন) মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আসগর মোড়ল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সজল কৃষ্ণ ব্যাণার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest