সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

মিয়ানমারের সঙ্গে মালদ্বীপের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

গতকাল সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন-পীড়নের নিন্দা জানিয়েছে মালদ্বীপ। একই সঙ্গে তারা মিয়ানমারে রোহিঙ্গাদের রক্তক্ষয় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ।

মিয়ানমারের রাখাইনে দেশটির বাহিনী দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে। এ অবস্থায় প্রাণ বাঁচাতে রাখাইন থেকে লাখো শরণার্থী বাংলাদেশে এসেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম।

সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যারও অভিযোগ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিদিন এক বোতল হুইস্কি খায় এই ষাঁড় (ভিডিও)

চলাফেরা, হাবভাব সবই রাজকীয়। বয়স আট বছর কিন্তু মেজাজ রাজার মতোই।
নামটাও খাসা, সুলতান। প্রায় ৬ ফুট উচ্চতা এবং ১৪ ফুট দৈর্ঘ্যের সুলতানের ওজন হাজার কেজির কাছাকাছি। সবচেয়ে বড় চমক এই ষাঁড়ের পছন্দের পানীয় হল হুইস্কি! প্রতিদিন সন্ধ্যায় এক বোতল হুইস্কি ছাড়া তার চলে না!

সুলতানের মালিক নরেশ কুমার জানিয়েছেন, বর্তমানে ভারতের হরিয়ানায় এই ষাঁড়ের চাহিদা বিরাট। এর দাম প্রায় ২০ কোটি টাকা। কারণ সুলতান শুধু পোষা ষাঁড়ই নয়, তার অনেক গুণও রয়েছে। ইতোমধ্যেই ৬ থেকে ৭টি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরস্কারও পেয়েছে সে। তাই সুলতানকে নিয়ে মালিকের গর্বের শেষ নেই।

তিনি জানালেন, প্রতিদিন তাকে গোসল করানো, খাওয়ানো থেকে শুরু করে সব কাজই করতে হয় নিখুঁত ভাবে। ভারতের প্রতিটি রাজ্যে সুলতানের খুব চাহিদা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে খাওয়া দাওয়ার ব্যাপারে বরাবরই খুব খুঁতখুঁতে সুলতান। তার পছন্দের তালিকায় রয়েছে মদ। আর যে সে মদ নয়। রীতিমতো ব্র্যান্ডেড হুইস্কি পছন্দ সুলতানের। প্রতি দিন সন্ধেয় এক বোতল করে হুইস্কি তার চাইই চাই। আদরের ষাঁড়ের জন্য তাই সব ব্যবস্থাই রেখেছেন তার মালিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ইলিয়েনা!

সানি লিওন, এষা গুপ্ত, মন্দনা করিমির মতো সাহসী অভিনেত্রীদের তালিকায় বরাবরই আছে ইলিয়েনা ডি ক্রুজের নাম। ইনস্টাগ্রামে ঝড় তুলতে তিনিও কিছু কম যান না৷ পোশাক খুলে পোজ দিয়ে একাধিকবার খবরে এসেছেন তিনিও।
ইনস্টাগ্রামে তার একাধিক সাহসী ছবি বর্তমান।

কখনও বাথটাবে, কখনও ক্যামেরার সামনে পোশাক খুলে পোজ দিয়েছেন তিনি। কয়েকমাস আগে তাঁর এমনই একটি ছবি সামনে এসেছে। তবে তার আগেও অনেকবার ইলিয়েনা সাহসী ছবি পোস্ট করেছেন। স্বামীই তো তাঁর অনেক ছবি তুলেছেন। তিনি ফ্যাশন ফোটোগ্রাফার অ্যান্ড্রু নিবোন। থাকেন অস্ট্রেলিয়ায়। শোনা যায়, ডিসেম্বরেই সম্ভবত তাঁরা বিয়ে করেছেন। কিন্তু ইলিয়েনা এখনও এবিষয়ে স্পিকটি নট।

সম্প্রতি বাদশাহ ছবিতে দেখা গেছে ইলিয়েনাকে। সেখানে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তার আগে ইলিয়েনাকে দেখা গিয়েছিল মুবারকা ছবিতে। কিছুদিন আগেই ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে ইলিয়েনার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর। তার আগে রুস্তম ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের অপারেশন থিয়েটারে মুক্তামনি

‘হেমানজিওমা’ রোগে আক্রান্ত শিশু মুক্তামনির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু হয়েছে। এর আগে গত ১২ আগস্ট প্রথম দফায় অস্ত্রোপচারের পর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় মুক্তামনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ও মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. সামন্তলাল সেন জানান, গত ২৯ আগস্ট বার্ন ইউনিটে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু হয়। ২০ শতাংশের মতো শেষ হওয়ার পর জ্বর আসায় অস্ত্রোপচার মুলতবি রাখা হয়। মঙ্গলবার ফের তার অস্ত্রোপচার শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের পার্বত্য এলাকায় আটকা পড়েছে ৩০ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের পার্বত্য এলাকায় অন্তত ৩০ হাজার রোহিঙ্গা আটকা পড়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে আরও বলা হয়েছে, এসব রোহিঙ্গার কাছে প্রয়োজনীয় খাবার-পানীয় কিংবা ওষুধ নেই।

মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট থেকে সেনা অভিযান চলছে। এতে শত শত রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। রোহিঙ্গাদের ওপর তথাকথিত এ অভিযানকে গণহত্যা আখ্যা দিয়েছে বিশ্বের একাধিক দেশ। বর্বরোচিত এ অভিযান বন্ধে উদ্যোগ না নেয়ায় মিয়ানমারের সঙ্গে মালদ্বীপ সম্পন্ন ছিন্ন করেছে। প্রায় এক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, স্যাটেলাইটের ছবিতে প্রমাণ মিলেছে রোহিঙ্গারা বন্দিদশা থেকে মুক্তির প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। রাখাইনে বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সেলোনা ছেড়ে নেইমার ঠিকই করেছে : পেলে

২২২ মিলিয়ন ইউরোতে সম্প্রতি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। অনেকেই এ জন্য নেইমারের সমালোচনা করেছেন।
কেউ বলেছেন, ব্রাজিলের এই তারকা ফুটবলার অর্থের লোভে বার্সেলোনা ছেড়েছেন। ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে কিন্তু তা মনে করছেন না। তার বক্তব্য বার্সেলোনা ছেড়ে তার স্বদেশী নেইমার ঠিকই করেছেন।

পেলের মতে, ক্যাম্প ন্যুতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়ার এর ছেয়ে ভালো কোনো উপায় ছিল না। মেসির সঙ্গে কঠিন প্রতিযোগিতার কারণে এখন বহুল কাঙ্ক্ষিত ব্যালন ডি অর জেতার সৌভাগ্য হয়নি নেইমারের। সম্প্রতি মার্কাকে দেয়া সাক্ষাৎকারে পেলে বলছেন, এবার সেই স্বপ্ন আর অধরা থাকছে না নেইমারের। তিনি শীঘ্র এটি জিততে চলেছেন।

বার্সেলোনায় যত ভালোই করুন না কেন সব আলো থাকে মেসিকে ঘিরে। পিএসজিতে আসার পর এই ঝামেলাটা নেই। পারফর্মেন্স যেমন করছেন তেমনই হইচই নেইমারকে ঘিরেই বেশি হচ্ছে। পেলে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড়। আমি মনে করে তার চলে আসাটা ঠিকই ছিল। কারণ বার্সেলোনায় মেসির সঙ্গে প্রতিযোগিতায় ঠিকে থাকা বেশ কঠিন। এটা নেইমারের জন্য ভালো একটি সুযোগ। কারণ এখন সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। নেইমার অন্যতম সেরা খেলোয়াড় এ নিয়ে কোনো সন্দেহ নেই। ‘ সূত্র : ইএসপিএন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র‍্যাবের অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‍্যাব। বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও পেট্রলবোমা ছোড়া হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। বাড়িটিতে জঙ্গি অবস্থান করছে বলে র‍্যাবের ভাষ্য।

বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে বলা হচ্ছে, বাড়িটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে র‍্যাব আহ্বান জানাচ্ছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এলাকাটি থেকে কয়েক দফা বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে বলে সেখানকার এক বাসিন্দা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল দিবাগত রাত দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, মাজার রোডের বাড়িটি ঘিরে ফেলার পর জঙ্গিরা র‍্যাবকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড ও পেট্রলবোমা ছুড়েছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এলাকাটির বাসিন্দা একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক সাকলায়েন রাসেল তাঁর ফেসবুকে লিখেছেন, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে বলে ভেবেছিলেন তিনি। এখন দেখছেন বোমার বিস্ফোরণ। তাঁর শোয়ার কক্ষ ধোয়ায় ভরে গেছে। বিকট শব্দে পাশের ভবনের গ্লাস ভেঙে গেছে। পরপর পাঁচ–ছয়টি বোমা ফুটেছে। পুরো এলাকা র‍্যাব-পুলিশ ঘিরে রেখেছে। র‍্যাবের সম্ভাব্য অভিযানের ভয়ে তাঁরা ফ্ল্যাটের মাঝখানে অবস্থান নিয়েছেন। আন্দাজ করছেন, পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে। থেমে থেমে গুলির শব্দ পাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ বিজ্ঞাপনে রিয়াজ ও অপু বিশ্বাস

বহু বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তাঁরা দুজন। কিন্তু এত দিনে মাত্র দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও অপু বিশ্বাস—শুভ বিবাহ বাজাও বিয়ের বাজনা।তাও তো পাঁচ বছর হয়ে গেল।

এবার দীর্ঘ সময় পর আবার এক ফ্রেমে বন্দী হলেন রিয়াজ ও অপু। চলচ্চিত্রে নয়, ছোট পর্দার জন্য বিজ্ঞাপনে মডেল হলেন তাঁরা। নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শুভাশীষ ভৌমিক জানান, দুই বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করবেন রিয়াজ ও অপু।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে প্রথম ধাপের শুটিং হয়েছে। যৌথভাবে চারটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন এস এম সালাউদ্দিন ও কে এস ফাহিম।

রিয়াজ বলেন, ‘নিঃসন্দেহে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমায় একসঙ্গে বেশি কাজ করার সুযোগ হয়নি। এবার অন্য মাধ্যমে কাজের সুযোগ হলো। বেশ অনেক দিন পর আবার আমরা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম।’

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে মাত্র দুটি ছবিতে কাজ করেছি। কাজের সময় অনেক সহযোগিতা করেন। এবার নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা হচ্ছে। কাজ করতেও ভালো লাগছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest