সর্বশেষ সংবাদ-
পণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিনসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ছয় দিন, থানার সামনেই প্রকাশ্যে ঘুরছেন আসামিরাভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

দুঃসংবাদের সাথেই বড় সুসংবাদ পেল মাহমুদউল্লাহ!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ অল-রাউন্ডার, কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন। এক সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি (১০৩) করার গৌরব অর্জন করেন তিনি।

দুদিন পর অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হবে, আর এই সিরিজে দলের অন্যান্য সতীর্থরাও অংশ নিচ্ছেন, কিন্তু দুর্ভাগ্য বশত এই দলে জায়গা হল না অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু তাতে কি? এই দঃখের সংবাদের একদিন পার না হতেই দারুণ খুশির সংবাদ পেলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত এই টাইগার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দ্বারা ক্যারিবীয় অনুষ্ঠিত বার্ষিক টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসে সাকিব আল হাসানের জায়গায় খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এইবারই প্রথমবারের মত সিপিএলে অংশ নিবেন মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম টেস্টের স্কোয়াডে না থাকা এই ডানহাতি অলরাউন্ডার জ্যামাইকা তালাওয়াসের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।

জ্যামাইকা তালাওয়াসে হয়ে এর আগে টানা দুই আসরে অংশ নিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় চলতি মৌসুমের সবকয়টি ম্যাচ নাখেলে গত সোমবার দেশে ফিরেছেন তিনি।

এদিকে বিসিবি থেকেও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পেয়ে যাওয়ার কথা মাহমুদউল্লাহ রিয়াদের। সেরকম হলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রিয়াদ রওয়ানা হবেন মঙ্গলবার। সবকিছু ঠিক থাকলে শুক্রবারে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে নামতে পারেন রিয়াদ।খেলবেন সিপিএলের বাকী অংশেও। মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “এই সুযোগটা আমার জন্যে অনেক বড়। যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যদি সুযোগ পাই তাহলে আমার সর্বোচ্চ ভালোখেলার চেষ্টা করবো। এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। আশা করছি আমি আমার দলের লক্ষ্য পূরণ করতে পারবো। তবে, অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারলেও সিপিএলে অনেক ভাল করবেন বলে মনে করেন মাহমুদউল্লাহর ভক্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রধান বিচারপতিকে কোনো চাপ দেয়া হয়নি’- সচিবালয়ে ওবায়দুল কাদের

ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহাকে কোনো চাপ দেয়া হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রায় নিয়ে কোনো কথা নেই। পর্যবেক্ষণ নিয়ে আওয়ামী লীগের বক্তব্য প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। তাকে কোনো চাপ দেয়া হয়নি। তিনিও কোনো অভিযোগ করেননি।

বিএনপিরও এ বিষয়ে কথা বলা উচিৎ ছিল বলে মনে করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। তিনি বলেন, কারণ রায়ের পর্যবেক্ষণে জিয়াউর রহমানের সামরিক শাসন নিয়েও কথা বলা হয়েছে।

দেশের বন্যা নিয়ে তিনি বলেন, বন্যায় ২৩টি পয়েন্টে রাস্তা পানির নিচে তলিয়ে আছে। ১৮টি পয়েন্টে ওয়াশয়াউট (ভেসে যাওয়া) গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্য হিন্দু’র প্রতিবেদন; বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের এক তৃতীয়াংশ, নিহত ১২০

প্রভাবশালী ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বাংলাদেশের বন্যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে মৌসুমি বন্যাজনিত কারণে জুলাইয়ের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বাংলাদেশের এক তৃতীয়াংশ তলিয়ে যাওয়া এবং ১২০ জন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ জেলার অন্তত ৫০ লাখ মানুষ বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাজনিত কারণে যে ১২০ জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই পানিতে ডুবে নিহত হয়েছেন। বাকিদের কেউ প্রাণ হারিয়েছেন সাপের কামড়ে, কেউবা আবার বৈদ্যুতিক শক খেয়ে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, উপকূলবর্তী নদীগুলো থেকে পানি ধেয়ে আসছে। সঙ্গে রয়েছে বৃষ্টি। এ পর্যন্ত অন্তত ১৫,০০০ ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৫০ হাজার আবাসস্থল। ৬ লাখ ১৮ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক এই বন্যায়।

বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলের হাজার হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাহত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। বিপদসীমার ওপর দিয়ে বইছে পদ্মা ও ব্রহ্মপুত্রসহ আক্রান্ত এলাকার নদীগুলোর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে।

বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে দ্য হিন্দুকে বলা হয়েছে, সরকারের মূল লক্ষ্য হলো দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় খাদ্য সরকারের কাছে মজুদ রয়েছে। তবে সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য হিন্দু দাবি করেছে, ত্রাণ বণ্টন ব্যবস্থা যথাযথ অবস্থায় নেই।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যাদুর্গতদের মধ্যে ৬ কোটি টাকা, প্রায় ১৬ টন চাল, ৩৬,৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ৬টি গাঁজা গাছসহ মাদক দম্পতি আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালায় ছয়টি গাঁজা গাছসহ মাদক ব্যবসাযী দম্পতিকে (স্বামী-স্ত্রী) আটক করেছে পুলিশ। শনিবার রাতে তালা উপজেলার জেঠুয়া গ্রাম থেকে পুলিশ এই দম্পতিকে আটক করে। আটককৃতরা দম্পতিরা হলেন, উপজেলার জেঠুয়া গ্রামের মো. আনিচুজ্জামান সরদার ওরফে গোসাই আনিচ (৪৫) ও তাঁর স্ত্রী রানু বেগম (৩০)।
পুলিশ জানায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের মো. আনিচুজ্জামান সরদার ওরফে গোসাই আনিচ তার বাড়ির পাশে নিজ জমিতে গাঁজার চাষ করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তালা থানার ওসি (তদন্ত) মনঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় গোসাই আনিচের বাড়ি পাশে লাগানো ছয়টি গাঁজা গাছসহ তাকে ও তাঁর স্ত্রী রানু বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে তালা থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে এশটি নিয়মিত মামলা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনঞ্জুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টয়লেট না বানানোয় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

শ্বশুরবাড়িতে ঘর অনেকগুলোই, কিন্তু একটাও টয়লেট ছিল না। বাধ্য হয়েই তাই তৃষ্ণা উপেক্ষা করে পানি কম খেতেন সদ্যবিবাহিতা, পরে যাওয়ার প্রয়োজন পড়ে।
একটা একটা করে মিনিট গুনে অপেক্ষা করতেন সূর্যাস্তের। অন্ধকার নামলেই ছুটতেন মাঠের দিকে। বিয়ের পর টানা চারটে বছর এ ভাবেই কেটেছে তার। কিন্তু আর পেরে উঠছিলেন না। টয়লেট না বানানোর জন্য মাস কয়েক আগে বিবাহবিচ্ছেদের মামলা করেন তিনি।

শুক্রবার রাজস্থানের ভিলওয়ারার পারিবারিক আদালত স্বামীর এই আচরণকে ‘নিষ্ঠুরতার পরিচয়’ এবং ‘নারী জাতির অপমান’ বলে মন্তব্য করে স্ত্রী-র বিবাহবিচ্ছেদের ইচ্ছায় সিলমোহর দেয়। এই ধরনের ঘটনায় দেশে এই প্রথম বিবাহবিচ্ছেদ হল।

২০১১ সালে ভিলওয়ারার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তার। প্রথম থেকেই শ্বশুরবাড়িতে কোন টয়লেট ছিল না। পরিবারের সকলকেই প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে যেতে হত। প্রথম প্রথম পরিবারের অন্য নারিদের মতো তিনিও তাই করতেন। কিন্তু তা আর সহ্য হচ্ছিল না। এতে তিনি চূড়ান্ত অপমানিত বোধ করছিলেন। ফাঁকা স্থানে শৌচকর্ম করতে আত্মমর্যাদায় বিঁধছিল তার। তাই বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীকে বাড়িতে টয়লেট বানিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু হাজার আকুতি-মিনতি করেও কাজ হয়নি। স্বামী তার কথা শোনেননি। উপরন্তু এটাই এই গ্রামের রীতি এবং তাতে অপমানিত বোধ করার মতো কিছু নেই বলেও জানান। গ্রামের অন্যান্য ণঅলিদের মতো তাকেও ফাঁকা স্থানে শৌচকর্ম করার জন্য জোর দিতে থাকেন। ২০১১ থেকে ২০১৫ সাল চার বছর ধরে স্বামীকে টয়লেট তৈরির জন্য অনুরোধ করে যাচ্ছিলেন তিনি। উপায়ান্তর না দেখে সিদ্ধান্ত নেন বিবাহবিচ্ছেদের। ২০১৫ সালে তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেন। টানা দু’বছর ধরে সেই মামলা চলে। সেই মামলারই রায় বের হল শুক্রবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রূপালী’ রূপে পূর্ণিমা

‘রূপালী’ শিরোনামের একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকের কাজ করছেন পূর্ণিমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।
নাটকটি নির্মাণ করছেন সাখাওয়াত মানিক। গল্পটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু।

যেকোনো বিচ্ছিন্ন ঘটনাকে রূপালী ইতিবাচকভাবে দেখার চেষ্টা করে। একসময় শ্বশুরবাড়িতে এক ব্যক্তিকে আশ্রয় দেয়। সেই ব্যক্তি পরে বাসার সবকিছু নিয়ে পালিয়ে যায়। রূপালীর উপর শ্বশুরবাড়ির লোকজন খুব বিরক্ত হয়। এগিয়ে যায় গল্প।

পূর্ণিমা বলেন, গল্প ভাবনায় নতুনত্ব আছে। যে কারণে চিত্রনাট্য পড়ে ভালো লাগায় কাজটি করছি। তাছাড়া সাখাওয়াত মানিকের নির্দেশনায় এবারই প্রথম কোনো নাটকে কাজ করছি। একটি দারুণ টিমওয়ার্কের মধ্য দিয়েই আমরা গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি, দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হবে।

কোরবানির ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত একুশে টিভির পর্দায় ‘রূপালী’ রূপে দেখা যাবে পূর্ণিমাকে। নাটকে আরও অভিনয় করছেন জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মনিরা মিঠু, এফ এস নাঈম, নাদিয়া খানসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ মাসে অক্ষয়ের ৫টি সেঞ্চুরি!

হিট ছবি উপহার দেওয়ার যদি কোনও ফর্মূলা থাকে, তো অক্ষয় কুমারের কাছেই হয়তো আছে সেটার টেক্কা! কারণ, এবার বলিউড বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করলো তার ‘টয়লেট: এক প্রেম কথা’। যার মাধ্যমে গত ২০ মাসে তার টানা পাঁচটি ছবি ব্যবসায়িক সাফল্য পেলো।
ভারতে খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করার সামাজিক সমস্যা নিয়ে সাজানো হয়েছে এই ছবি। এটি মুক্তি পায় গত ১১ আগস্ট। গেল আট দিনে ১০০ কোটি রুপি আয়ের ক্লাবে ঢুকেছে শ্রী নারায়ণ সিং পরিচালিত ‘টয়লেট: এক প্রেম কথা’। অবশ্য মুক্তির প্রথম দিনে মাত্র ১৩ কোটি ১ লাখ রুপি আয় করায় কেউ ভাবেনি এত দ্রুত ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে ছবিটি।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা শনিবার (১৯ আগস্ট) সকালে টুইটারে জানান, মুক্তির প্রথম সপ্তাহে ৯৬ কোটি ৫ লাখ রুপি এবং শুক্রবার (১৮ আগস্ট) ৪ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে ছবিটি। সব মিলিয়ে লাভের অঙ্কটা ১০০ কোটি ৩০ লাখ রুপি।
‘টয়লেট: এক প্রেম কথা’র আগে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’, ‘হাউসফুল থ্রি’, ‘রুস্তম’ ও ‘জলি এলএলবি টু’ ১০০ কোটি রুপি করে আয়ের ঘর পেরিয়েছে। এসব ছবির প্রায় সবই অল্প বাজেটে বানানো হলেও নির্মাতাদের এনে দিয়েছে ভুরি ভুরি মুনাফা। যেমন ‘টয়লেট: এক প্রেম কথা’র বাজেট মাত্র ২৪ কোটি রুপি!
আরেক বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ মনে করেন, মুক্তির দ্বিতীয় সপ্তাহেও রাজত্ব করবে ছবিটি। শুক্রবার (১৮ আগস্ট) বিকালেই তিনি এ ভবিষ্যদ্বাণী করেন। কারণ এদিন মুক্তি পেয়েছে ‘বেরিলি কি বরফি’ (আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও ও কৃতি স্যানন) ও গুরিন্দর চাধার “ভিসেরয়’স হাউস” (হুমা কুরেশি)।
এদিকে অক্ষয়ের এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘রাউডি রাঠোর’কে (১৩৩ কোটি রুপি) ‘টয়লেট: এক প্রেম কথা’ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রথমবারের মতো তার কোনও ছবি দেড়শ কোটি রুপির মুখ দেখবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

নিজের নতুন ছবির সাফল্য ও এর কারণ প্রসঙ্গে অক্ষয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সমাজঘনিষ্ঠ ছবিতে কখনও অতিরঞ্জিত বাণিজ্যিক কিছু রাখতে দেই না আমি। আমার চাওয়া, সেখানে প্রেমের গল্প থাকতে হবে। সত্যি বলতে নতুন ছবিতেও প্রেমের গল্পটাই আমার মনে পড়ছে বেশি।’
শুধু টাকা আয়ই নয়, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে ‘টয়লেট: এক প্রেম কথা’র চিত্রনাট্য। কয়েকটি রাজ্যে এ ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন গ্রামসহ ভারতের বিভিন্ন স্থানে ছবিটি সরকারিভাবে বিনামূল্যে প্রদর্শন করা হয়েছে বলে জানান অক্ষয় কুমার। দূরদর্শনও ‘টয়লেট: এক প্রেম কথা’ প্রচারের ইচ্ছা দেখিয়েছে।
বহুযুগ ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এই ছবির মূল বিষয়বস্তু। খোলা আকাশের নিচে মলত্যাগ এবং এ নিয়ে গ্রামবাসীদের কুসংস্কার নিয়েই ‘টয়লেট: এক প্রেম কথা’। ২০১২ সালে ভারতে ১৯ বছরের তরুণী প্রিয়াঙ্কা ভারতী বিয়ের পর স্বামীর বাড়ি গিয়ে দেখেন টয়লেট নেই। তখন আর এক মুহূর্তও দেরি করেননি, দৌড়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি। ছবিটির গল্পে এই ঘটনার সাদৃশ্য আছে।

শ্রী নারায়ণ সিং পরিচালিত ‘টয়লেট: এক প্রেম কথা’র গল্পে তুলে ধরা হয়েছে মাথুরার পাশাপাশি দুটি গ্রামের তরুণ-তরুণী কেশব ও জয়ার প্রেম। একসময় তারা বিয়ে করে। কিন্তু তাদের দাম্পত্য জীবনে ভিলেন হয়ে দাঁড়ায় টয়লেট! ছবিটিতে অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন ভূমি পেড়নেকর। এছাড়া আছেন অনুপম খের, সানা খান, দিবেন্দ্যু শর্মা, সুধীর পান্ডে, শচীন খেড়েকর, রাজেশ শর্মা। ২ ঘণ্টা ৩৫ মিনিট ব্যাপ্তির ছবিটি মুক্তি দিয়েছে ভায়াকম এনটিন মোশন পিকচার্স।
এদিকে সামনে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘২.০’ (রজনীকান্ত, অ্যামি জ্যাকসন)। এছাড়া তার হাতে আছে আর. বালকির ‘প্যাডম্যান’ (সোনম কাপুর) এবং রিমা কাগতির ‘গোল্ড’ (মৌনি রায়)।

১০০ কোটির ক্লাবে অক্ষয় কুমারের ছবিগুলো-

১. টয়লেট: এক প্রেম কথা (প্রত্যাশিত অঙ্ক ১৫০ কোটি রুপি)
২. রাউডি রাঠোর (১৩৩ কোটি রুপি)
৩. এয়ারলিফট (১২৯ কোটি রুপি)
৪. রুস্তম (১২৮ কোটি রুপি)
৫. জলি এলএলবি টু (১১৭ কোটি রুপি)
৬. হাউসফুল টু (১১৬ কোটি রুপি)
৭. হলিডে (১১৩ কোটি রুপি)
৮. হাউসফুল থ্রি (১০৯ কোটি রুপি)
সূত্র: হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঋতুপর্ণা-ফেরদৌস দুই বন্ধুর প্রাণোচ্ছল ক্যাটওয়াক…

ফেরদৌস এবং ঋতুপর্ণা। দুই বাংলার অন্যতম দুই চলচ্চিত্রমুখ। আবার দুই বাংলার একমাত্র সফল জুটি হিসেবেও আখ্যা দেওয়া যায় তাদের। তবে এর সবটাই ছাপিয়ে গেছে- দু’জনের মধ্যে দীর্ঘ অন্তমিল কিংবা বন্ধুত্বের যোগসাজশে। কারণ, বাংলার গ্ল্যামার ভুবনে এমন নজির নেই আর একটিও।

সেই ২০০২ সালে টলিউডের সুভাষ সেন পরিচালিত ‘ওস্তাদ’ ছবি দিয়ে তাদের পরিচয় কিংবা পথচলা শুরু। চলছে এখনও, বিরামহীন ছন্দময়। ঠিক তারই প্রতিধ্বনি এবং প্রতিচ্ছবি মিলেছে ১৮ আগস্ট সন্ধ্যার খানিক পরে ঢাকার একটি ক্যাটওয়াক মঞ্চে। মডেল হয়ে মঞ্চে হেঁটেছেন ফ্যাশন হাউজ প্রেম’স কালেকশন্স-এর ‘এক্সিবিশন অব ট্র্যাডিশনাল শাড়িজ অ্যান্ড ঈদ ফেস্টিভ্যাল’-এ।

এই রাতে ক্যাটওয়াকের গ্রামার মেপে প্রাণোচ্ছল বন্ধুত্বের ছাপ তারা রেখে গেছেন স্থিরচিত্রের নানা ফ্রেমে-বাঁকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest