সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধনবেগম জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়াবারসিকের উদ্যোগে পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশনজামায়াত শুধু নিজেদের মানুষকেই চাকরি দেয়, তারা সার্বজনীন হতে শেখেনি: কাজী আলাউদ্দিনদেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার বাদীকে হত্যাচেষ্টা

রাজধানীর যাত্রাবাড়ীতে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বাদী বদর আজিমউদ্দিন (৫৩) হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

শুক্রবার  ভোর চারটার দিকে এ ঘটনা ঘটলে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মল্লিক আব্দুল হালিম (টিএসআই) গণমাধ্যমকে বলেন, ‘আহত আজিমউদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার একজন বাদী।’

চাঁদপুর হাইমচরে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ভোরে বাসা থেকে বের হন তিনি। যাত্রাবাড়ীর মূল রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে হাত, পা, মুখ ও বুকে আঘাত করে পালিয়ে যায়। বিষয়টি আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দাখিল করেনি। আজিমউদ্দিন যাত্রাবাড়ীর শনির আখড়ার পূর্ব শেখদিতে সপরিবারে বসবাস করেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।

তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। এ ছাড়া এ হামলায় আরো ৪০০ জন আহত হন। তাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে পুলিশ পোস্টে সমন্বিত হামলা, নিহত ১২

মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য ও সাতজন রোহিঙ্গা বিদ্রোহী। শুক্রবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্রোহীরা সমন্বিতভাবে ২৪টি পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল। এছাড়া তারা আরো একটি সেনা ঘাঁটির নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। রোহিঙ্গা বিদ্রোহীদের গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে।

গত বছরের অক্টোবরে সীমান্ত সংলগ্ন কয়েকটি চৌকিতে হামলা চালিয়ে বিদ্রোহীরা  ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছিল। এর জের ধরে রাখাইন রাজ্যে নির্বিচারে দমন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ বা নির্যাতনের হাত থেকে বাঁচতে ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করে।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার এই নতুন দাবি এমন সময় করা হলো যখন মাত্র একদিন আগে বৃহস্পতিবার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিশন রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি সদস্য নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি’র সদস্য আরমান আলী (৪২) নামে এক জঙ্গি নিহত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা মসজিদের সামনে একটি বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযানের আটককৃত জঙ্গি টলি বেগমের স্বামী। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩টি ধারালো চাপাতি উদ্ধার করেছে। শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলার বোয়ালিয়া মাঠের মধ্যে ৩ রাস্তার মোড়ে বটতলায় এ ‘বন্দুকযদ্ধের’ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, একদল দুষ্কৃতিকারী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের মধ্যে ৩ রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গি সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের একপর্যায়ে এক জঙ্গি গুলিবিদ্ধ হলে অপর জঙ্গি সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জঙ্গি সন্ত্রাসীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধে’ আহত এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত জঙ্গি সন্ত্রাসী নব্য জেএমবি’র সদস্য এবং তার বিরেুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে  বলে পুলিশ জানিয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি সদস্য আরমান আলী পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।

উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা মসজিদের সামনে একটি বাড়িতে জঙ্গি অস্তানা সন্দেহ করে অপারেশন টেপিড পাঞ্চ নামে অভিযান চালায় কাউন্টার টেররিজম, বোমা নিস্ক্রিয়কারী টিম, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত আরমানের স্ত্রী টলি বেগমসহ আরো দুজনকে দুইটা সুইসাইডাল ভেস্ট, ১টি পিস্তল, বোমা, ৪টি ম্যাগজিন ও গান পাউডারসহ আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছা ন্যাশনাল হাসপাতালের বর্জ সরাসরি রাস্তায়, দূষিত হচ্ছে পরিবেশ

শেখ তহিদুর রহমান ডাবলু : শহরের ইটাগাছায় অবস্থিত ন্যাশনাল হাসপাতালের নোংরা পানি ও আবর্জনায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। অসুস্থ হয়ে পড়ছেন অনেক পথযাত্রী। কিন্তু এ বিষয়টি নিরসনে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি একাধিকবার জানিয়েও কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেন দিয়ে হাসপাতালের টয়লেটের নোংরা পানি ও আবর্জনা, ড্রেসিংয়ের পুঁজ, রক্তমাখা বিষাক্ত পানি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের উপর সরাসরি ফেলা হচ্ছে। অথচ ওই সড়ক দিয়ে হাজরো মানুষ যাতায়াত করে। স্কুলে যাতায়াত করে কোমলমতি শিশুরাও। প্রতিদিন রাস্তার উপরে ওই বিষাক্ত পানি ও আবর্জনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখির সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক হাফিজুল ইসলামের সাথে কথা বলার জন্য তার অফিসে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি। পরে অবশ্য তার ব্যবহৃত ০১৭১১-৩৩২৬৫২ নম্বরে একাধিকবার ফোন দিলেন তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে হাসপাতালের একজন কর্মচারী বলেন, এ বিষয়ে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ধরনের ন্যাক্কারজনক কাজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তাতেও কোন কর্ণপাত করছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
অপরদিকে স্থানীয় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আমি বিষয়টি জানতে পেরে পৌরসভার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি সড়কের উপর যেন এ ধরনের পুঁজ, রক্ত ও দূষিত পানি না ফেলে। কিন্তু তারা সে নিদের্শনা উপেক্ষা করে এ কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগামী রবিবারে তাদের বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উয়েফার বর্ষসেরা রোনালদো

গত মৌসুমে তার পারফরম্যান্সের কাছে ছিল না কেউ। লা লিগা তারপর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। তাই আগে থেকে তার উয়েফার বর্ষসেরা হওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো। উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার হাতে তুললেন তিনি।

এই পুরস্কার জিততে হারাতে হয়েছে বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও জুভেন্টাস তারকা জিয়ানলুইজি বুফনকে। এ নিয়ে তৃতীয়বার পুরস্কার হাতে তুললেন পর্তুগিজ তারকা।  এই পুরস্কার দুবার জিতেছেন লিওনেল মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।
গত মৌসুমে রোনালদোর পারফরম্যান্সই বলে দেয় সব কথা। লা লিগা জিততে করেছেন ২৫ গোল, চ্যাম্পিয়নস লিগ জেতাতে দলের হয়ে ১৩ ম্যাচেই গোল করেছেন ১২টি।

বুফন উয়েফার বর্ষসেরায় কিছু অর্জন করতে না পারলেও হয়েছেন বর্ষসেরা গোলরক্ষক। সেরা ডিফেন্ডার সার্হিও রামোস, সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ, সেরা ফরোয়ার্ড সেই রোনালদোই। অবশ্য এক্ষেত্রে মেসি-দিবালাকে টপকেই জিতেছেন এই পুরস্কার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রীকে যৌন নিপীড়ন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

খুলনা প্রতিনিধি : ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিতের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
রেজিস্ট্রার সরদার শফিকুল ইসলাম জানান, বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার রেজিস্ট্রারের কার্যালয় থেকে ওই শিক্ষককে বরখাস্তের চিঠি ইস্যু করা হয় বলে জানান তিনি। বরখাস্ত ড. মো. শরীফ উদ্দিন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক।
রেজিস্ট্রার শফিকুল ইসলাম জানান, ৬/৭ মাস আগে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এক ছাত্রী শিক্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করেন।
“বিষয়টি তদন্তে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা বেগমকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি শিক্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পায়।”
এ ব্যাপারে গণিত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস বলেন, “আমি লোকমুখে শুনেছি শিক্ষক শরীফ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। এর বেশি কিছু জানা নেই।”
তদন্ত কমিটির প্রধান মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, সাত সদেস্যর কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মাছের পোনা অবমুক্ত

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্রবলভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৬‘শ ৫২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদে পুকুরে মাছের পোনা অবমুক্তির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, মৌতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। এছাড়া উপজেলা বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ও লেভেল পরীক্ষায় উপজেলা চেয়ারম্যান বাবুর কন্যা ইকরা’র সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি : পারশা নাওয়ার ইকরা ও লেভেল পরীক্ষায় সব ক’টি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সাফল্য অর্জন করেছে। ঢাকা সাউথ ব্রিজ স্কুল থেকে পরীক্ষা দিয়ে সে এ সাফল্য অর্জন করেছে।
ইকরা রসায়নে ১৫৯(১৮০’র মধ্যে), ছেপদার্থবিদ্যায় ১৫৮(১৮০’র মধ্যে) ইংরেজিতে ৯৪,  অর্থনীতিতে ৯৭ এবং পিওয়র ম্যাথমেটিকসে ৯৭ নম্বর পেয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও ডা. রেহমুমা জেবীন রাখির একমাত্র কন্যা। ইকরা বড় হয়ে অর্থনীতিতে পিএইচডি করতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest