সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে নজরুল ইসলাম সরদারের শিশু পুত্র মাহিম (৬মাস) হত্যার সঠিক কারণ নিরুপণের জন্য মৃত্যুর দেড় মাস পরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্যাহ সাদিদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিপার্টমেন্ট) পুলিশের ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ জুন বিকাল ৫টার দিকে শিশু মাহিমকে সৎ ভাই রফিক ও শফিক হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় এবং পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় সৎ মা মমতাজ বেগম শ্যামনগর থানায় ১৫ নং হত্য মামলা দায়ের করে। ঘটনার সাথে সংশি¬ষ্টতার অভিযোগে শ্যামনগর থানা পুলিশ জাহেরা বিবি, নাসিমা খাতুন, রফিক ও সফিককে আটক করে জেল হাজতে প্রেরণ করে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, প্রধানমন্ত্রীর সদা হাস্যময় মুখ অসহায়ের পরিতৃপ্ত সুখ’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার দলিত, হরিজন, বেদে ও হিজড়া ব্যক্তিদের মাঝে বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সমাজের অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দলিত, হরিজন, বেদে ও হিজড়া আপনারা ও এদেশের মানুষ। শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার নানামুখি সহায়তা দিচ্ছে। শোকের মাসে আসুন দেশের উন্নয়নে শোককে শক্তিতে পরিনত করি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম ও মোখলেছুর রহমান প্রমুখ।
৩৫ জন দলিত, হরিজন ও বেদে ব্যক্তিদের বিশেষ ভাতা, ৬২ জন দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক, ১৩ জন হিজড়াকে ভাতা, ১ জন হিজড়া শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ২ শ’ ৪৫ জন প্রতিবন্ধ কে শিক্ষা উপবৃত্তি ও ৩৭ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর লাবণ্যবতী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-১৭ অর্থ-বছরের বাস্তবায়িত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পে নব-নির্মিত ব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন (ত্রাণ শাখা) এর আয়োজনে গৌর চন্দ্র মন্ডলের বাড়ির পাশে শ্রীরামপুর এলাকায় ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ^াস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনাজাত আলী গাজী ও গৌর চন্দ্র মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউপি সদস্য আব্দুল গণি, মোসলেম আলী, মহিলা সদস্য হামিদা খাতুন ও আম্বিয়া খাতুনসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ ফলক উন্মোচন ও ফিতা কেটে নব-নির্মিত এ ব্রিজের উদ্বোধন করেন। ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর লাবণ্যবতী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-১৭ অর্থ-বছরের বাস্তবায়িত ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৬০ ফুট নব-নির্মিত ব্রিজটি উদ্বোধন করা হয়। ব্রিজটি উদ্বোধনের ফলে দুইটি ইউনয়নের ২০ হাজার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হওয়ায় ঐ এলাকার সকল মানুষের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু সালেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি সিলেট মহানগর পুলিশ এবং ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মোট নয়টি পদে জনবল নিয়োগ দেবে।

সিলেট মহানগর পুলিশে কম্পিউটার অপারেটর পদে তিনজন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকে দুজন, লস্করে একজন, ওজনদার একজন এবং গ্রিজার পদের একজনকে নিয়োগ দেওয়া হবে। আর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ওয়ার্ড মাস্টার একজন, স্টোরকিপার একজন, ওয়ার্ডবয় একজন এবং পরিচ্ছন্নতাকর্মী তিনজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

প্রতিটি পদ অনুযায়ী আলাদা যোগ্যতা লাগবে। শুধু শারীরিক যোগ্যতা, অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, স্নাতকরাও বিভিন্ন পদ অনুযায়ী আবেদন করতে পারেন।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ফরম প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.police.gov.bd) পাওয়া যাবে। ডাকযোগেও আবেদন করা যাবে, তবে আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ

সিলেট মহানগর পুলিশে আবেদনের শেষ সময় ১৭ আগস্ট। আর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২৮ আগস্ট আবেদন করা যাবে।

আরো বিস্তারিত জানতে দেখুন (www.police.gov.bd)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে। সর্বনিম্ন অক্ষরজ্ঞানসম্পন্নরাও আবেদন করতে পারবেন। সেই সঙ্গে আবেদন করতে পারবেন পঞ্চম, অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতকরাও।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রতিটি পদে আবেদনের জন্য আলাদা আলাদা ঠিকানা দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

৩১ আগস্ট ২০১৭-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

বিস্তারিত জানতে দেখুন এই ঠিকানা (www.army.mil.bd)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি সাতটি পদে জনবল নিয়োগ দেবে।

হেড অব এসএমই (পিপিজি) বিজনেস ডিভিশন, ডেপুটি হেড অব এসএমই (পিপিজি) বিজনেস ডিভিশন, হেব অব ন্যাশনাল সেলস, সেলস/রিলেশনশিপ ম্যানেজার, হেড অব সিআরএম, ম্যানেজার-সিআরএম ও ম্যানেজার-এসেট অপারেশন পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতকোত্তর থাকলেই চলবে। তবে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণিতে পাস বা সমমান থাকলে তা গ্রহণযোগ্য হবে না। প্রতিটি পদের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে। হেড অব এসএমই (পিপিজি) পদের জন্য কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা, ডেপুটি হেড অব এসএমইর (পিপিজি) জন্য ১২ বছর, হেড অব ন্যাশনাল সেলস ও হেড অব সিআরএমের জন্য ১০ বছর এবং বাকি পদগুলোর জন্য কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ

২৪ আগস্ট ২০১৭-এর মধ্যে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত জানতে দেখুন জাগোজব ডটকম –

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ের গঠনমূলক সমালোচনা হতে পারে। তবে এ রায় নিয়ে সর্বোচ্চ আদালত সরকার বা বিরোধী দলের ফাঁদে পা দেবেন না।

আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান প্রধান বিচারপতি।

গতকাল বুধবার আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘সুপ্রিম কোর্ট সমালোচনার ঊর্ধ্বে নয়। যেকোনো রায় প্রকাশিত হওয়ার পর যে কেউ সে রায় নিয়ে সমালোচনা করতে পারবেন।’

বুধবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় আইন কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ বি এম খায়রুল হক এ কথা বলেন।

আইন কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমি ষোড়শ সংশোধনীর রায় পড়ে দেখেছি যে এই রায়ে অনেক অপ্রাসঙ্গিক মন্তব্য রয়েছে। যেসব কথার কোনো প্রয়োজনই এ রায়ে ছিল না। ওই রায়ে পার্লামেন্ট মেম্বারদের ইমম্যাচিউর বলা হয়েছে, যেটা এখানে বলার কোনো দরকার ছিল না।’

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রসঙ্গে এ বি এম খায়রুল হক বলেন, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনতে হলে আবারও সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না, সেহেতু এটা রাখা সংবিধান পরিপন্থী।’

এ বি এম খায়রুল হক আরো বলেন, ‘এই প্রথম কোনো রায়ে দেখলাম, যেখানে অরিজিনালকে বাদ দিয়ে মার্শাল লর প্রভিশনকে ফিরিয়ে আনা হয়েছে।’

আইন কমিশনের চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন, ‘সংসদ সদস্যরা ভুল করলে সুপ্রিম কোর্ট দেখে সংশোধন করবেন। সেখানে সুপ্রিম কোর্ট (বিচারপতিরা) ভুল করলে আমরা যাব কোথায়?’

এ রায়ে সংসদ সদস্যদের হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ১ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯৯ পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়। প্রকাশিত রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বুধবার ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫তম বর্ষপূর্তি। এই দিনে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কলেজ মাঠে দাঁড়িয়ে মমতা এ ডাক দেন। মমতা বলেন, ‘বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার হচ্ছেন আজ সাধারণ মানুষ। ভারতে জিএসটি (পণ্য পরিষেবা কর) চালু করার ফলে মানুষ ঠিকমতো ওষুধ পাচ্ছেন না। ওষুধ কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।’

মমতা বলেন, ‘এর আগে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষকরা। নোট বাতিলের ফলে বেকারদের সমস্যা বেড়েছে। কেন্দ্রীয় মোদি সরকারের হাতে বিপন্ন গণতন্ত্র। দিল্লিতে বসে তাঁরা ভারত ভাগের উসকানি দিচ্ছে।’

মমতা আরো বলেন, ‘ভারত ভাগের এ খেলা বরদাশত করা হবে না। বাংলা কখনোই মাথা নোয়াবে না।’

পশ্চিমবঙ্গে পাহাড় ও সমতলে কেন্দ্র সরকার দুই ধরনের কথা বলছে বলেও অভিযোগ তোলেন মমতা। তিনি কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি বামদের আক্রমণ করে বলেন, বাম এবং বিজেপির আঁতাতে বাংলা ভাগের উসকানি দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest