এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াত-শিবিরের এক কর্মীসহ ৫১ জানকে আটক করা হয়েছে। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ০৮টি মামলা দায়ের করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা ০৪ জন,তালা থানা ০৭ জন, কালিগঞ্জ থানা ০৭ জন, শ্যামনগর থানা ০৯ জন, আশাশুনি থানা ০৫ জন, দেবহাটা থানা ০১ ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

মালিক ও চালকলীগ জেলা শাখার সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, সাতক্ষীরা জেলা থ্রি হুইলার, মাহেন্দ্রা মালিক ও চালকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, কামরুল ইসলাম, আতিকুর রহমান, এহসানুল হক, আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমিতি ও শ্রমিক ইউনিয়ন : সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাধারণ সম্পাদক মো. গাউস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মীর মহি আলম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সানাউল্লাহ বাবু, অলিউর রহমান মুকুল, ছিদ্দিকুর রহমান, সাঈদ মোড়ল, তারিকুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
