বছর উনিশের এক তরুণের বুক থেকে বড় আকারের স্তন কেটে বাদ দিয়েছেন চিকিৎসকেরা। তরুণের বুকে নারী স্তন! এই খবরে মানুষ অবাক হলেও অবাক হননি চিকিৎসকেরা। কারণ পৃথিবীতে এ ধরনের ঘটনা বেশ কয়েকটি রয়েছে। ওই তরুণ চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কাঙ্গান কাউন্টির বাসিন্দা।
চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড খাওয়ার কারণেই এ ধরনের শরীরী পরিবর্তন হতে পারে। তাই ফাস্টফুড থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
দ্য সান, মেট্রো, মিরর ও ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে চীনের ওয়েনঝউ সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জিয়াও ফেং নামের ১৯ বছর বয়সী ওই তরুণের বড় হওয়া একটি স্তন কেটে ফেলা হয়। তিনি ফিরে পান পুরুষের গড়ন। তাঁর অস্ত্রোপচার করেন হাসপাতালের প্রধান চিকিৎসক পান ঝংলিয়াং।
প্রতিবেদনে বলা হয়, জিয়াও ফেং তাঁর ১৩ বছর বয়সে লক্ষ করেন, বুকের ডান স্তনটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এর চিকিৎসার জন্য তাঁর মা-বাবা তাঁকে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। পরে জুলাই মাসে তাঁরা ওয়েনঝউ সেন্ট্রাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসক পান ঝংলিয়াং পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে অস্ত্রোপচারে ডান স্তন কেটে বাদ দেন। জিয়াওয়ের বাঁ স্তন বড় হওয়ার কোনো লক্ষণ নেই। এ কারণে অস্ত্রোপচারের পর তিনি ফিরে পেয়েছেন তাঁর স্বাভাবিক পুরুষালি গড়ন। অস্ত্রোপচারের পাঁচ দিন পর তিনি বাড়ি ফিরে গেছেন।
চিকিৎসক বলেন, জিয়াও ফেংয়ের শরীরে হরমোনের ভারসাম্যজনিত তারতম্যের কারণে একটি স্তন বড় হয়ে গিয়েছিল। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় গাইনেকোমাসটিয়া। এর কারণে পুরুষের শরীরে ধীরে ধীরে স্তন বড় হয়ে ওঠে। এই হাসপাতালে প্রতিবছর এই সমস্যা নিয়ে প্রায় শতাধিক তরুণ চিকিৎসা নিতে আসেন। অস্ত্রোপচারের মাধ্যমে তা কেটে বাদ দেওয়ার পর আর বড় হওয়ার কোনো আশঙ্কা নেই।
পান ঝংলিয়াং বলেন, অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড খাওয়ার কারণেই এ ধরনের শরীরী পরিবর্তন হতে পারে। এ কারণে চিকেন ফ্রাইসহ সব ধরনের ফাস্টফুড পুরুষদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক পান।

ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা তারিকের জন্ম থেকেই দু’হাতের তিনটি করে আঙুল বড় ছিল। বয়সের সঙ্গে যা আরও বড় হয়েছে।
নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ায় কাতালান ক্লাবটিতে শূন্যতা তৈরি হয়েছিল। ব্রাজিলের আরেক তারকা কৌতিনহোকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে চেয়েছিল ক্লাবটি। তবে কৌতিনহোকে কিছুতেই ছাড়তে রাজি নয় তাঁর দল লিভারপুল। তবে এরই মধ্যে বার্সা আরেক ব্রাজিলিয়ানকে দলে ভেড়াল। মিডফিল্ডার পাউলিনহোকে দলে টেনেছে মেসির দল।
প্রেস বিজ্ঞপ্তি: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা শিশু ইব্রাহিমকে দেখতে ঢাকা মেডিকেলর বার্ন ইউনিটে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার দেশে ফিরেই তিনি বার্ন ইউনিটে যান ইব্রাহিমের খোঁজখবর নিতে। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (আই ই আর) কাজী ফারুক হোসেন, সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক ওসমান গণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক মাহমুদ হুসাইন পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী অরুপ ব্যানার্জী, তাহমিদ সুজা, তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় তিনি বলেন, শিশু ইব্রাহিমের চিকিৎসা বাংলাদেশ সম্ভব না। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসদের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সাহেবের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইব্রাহিমকে সুস্থ্য করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ২৬ জুলাই সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে বিরল রোগ্রে আক্রান্ত ইব্রাহিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি এসময় ইব্রাহিমের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে। গত বছরই ধুমধাম করে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু।
ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে শুক্রবার বহিষ্কার করেছে পেরু। পাল্টা ব্যবস্থা হিসেবে এর কয়েক ঘণ্টা পর কারাকাসও পেরুর রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।