সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

কিবোর্ডে এফ-১ থেকে এফ-১২ পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়। এগুলোকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত থাকে বেশিরভাগ সময়। অনেকে জানেনই না এগুলো কী কাজে লাগে। তাই ব্রাইটসাইটের সৌজন্যে আজ থাকছে ফাংশন কি-এর কাজ।

ফাংশন কি-১ (এফ-১)

কম্পিউটারে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এফ-১। যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন কি-১ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ‘হেল্প’ বা সাহায্য অপশনটি খুলে যাবে।

ফাংশন কি-২ (এফ-২)

নির্বাচিত কোনো ফাইল বা ফোল্ডারকে ‘রিনেম’ করতে, অর্থাৎ পুনরায় নাম দেওয়ার ক্ষেত্রে ফাংশন কি-২ হতে পারে সহজ একটি সমাধান।

ফাংশন কি-৩ (এফ-৩)

সার্চ ফিচারের জন্য আর অন্য কোথাও খোঁজ করতে হবে না, কারণ চালু থাকা অ্যাপ্লিকেশনের সার্চ ফিচার আপনাকে অনায়াসেই খুঁজে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে ফাংশন কি-৩।

ফাংশন কি-৪ (এফ-৪)

কিবোর্ডের অল্টার কির সঙ্গে ফাংশন কি-৪ চাপলেই আপনার চালু থাকা উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।

ফাংশন কি-৫ (এফ-৫)

ডেস্কটপ বা ল্যাপটপকে রিফ্রেশ বা রিলোড করতে এখন আর মাউসের কোনো প্রয়োজন নেই। ফাংশন কি-৫ই যথেষ্ট।

ফাংশন কি-৬ (এফ-৬)

মাউসের কার্সরকে সরাসরি অ্যাড্রেস বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে ফাংশন কি-৬-এর কাঁধে।

ফাংশন কি-৭ (এফ-৭)

কম্পিউটারে লিখতে গিয়ে বানান ভুল? ব্যাকরণের কোনো বালাই নেই? আপনার এই সমস্যা দূর করবে ফাংশন কি-৭। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনে বানান বা ব্যাকরণগত ভুল বের ফাংশন কি-৭-এর জুড়ি নেই।

ফাংশন কি-৮ (এফ-৮)

কম্পিউটার চালু করার সময় বুট মেন্যুতে ঢোকার রাস্তা আপনি খুঁজে পাবেন ফাংশন কি-৮ চাপলেই।

ফাংশন কি-৯ (এফ-৯)

ফাংশন কি-৯-এর কাঁধে দায়িত্ব রয়েছে দুটি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেকে রিফ্রেশ করার জন্য আপনি ফাংশন কি-৯ ব্যবহার করতে পারেন। এ ছাড়া মাইক্রোসফট আউটলুকে ই-মেইল আদান-প্রদানের জন্যও ফাংশন কি-৯-এর ব্যবহার করা যায়।

ফাংশন কি-১০ (এফ-১০)

কম্পিউটারে মেন্যুবার খোলার অন্যতম সহজ উপায় হচ্ছে ফাংশন কি-১০। তবে শুধু ফাংশন কি-১০ চাপলেই মেন্যুবার খোলা যাবে না। কিবোর্ডের শিফট বাটন চেপে ফাংশন কি-১০ চাপতে হবে।

ফাংশন কি-১১ (এফ-১১)

কম্পিউটারকে ফুলস্ক্রিন বা পূর্ণ পর্দায় রূপান্তরিত করার সবচেয়ে সহজ উপায় ফাংশন কি-১১।

ফাংশন কি-১২ (এফ-১২)

শুধু অভ্র সফটওয়্যার দ্রুত চালু করতেই ফাংশন কি-১২ ব্যবহার করা হয় না। কম্পিউটারে ‘সেভ অ্যাজ’ ডায়লগ বক্স চালু করতেও সমান পারদর্শী ফাংশন কি-১২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো শঙ্কা নেই। পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলা শেষে আবার মাঠে ফিরেছেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটভক্তরা। দুই ম্যাচের টেস্ট সিরিজটা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে ছয়টি কারণে উত্তেজনা ছড়াবে এবারের অস্ট্রেলিয়া সফর। আসুন জেনে নিই কোন সেই ছয়টি কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।

আগেই বলা হয়েছে, ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলেবে অস্ট্রেলিয়া। সর্বশেষ রিকি পন্টিংয়ের অভিনায়কত্বে বাংলাদেশে সিরিজ জয় করেছিল অসিরা। এরপর মাইকেল ক্লার্কের দীর্ঘ অধিনায়কত্বের সময়ে বাংলাদেশে আসতে পারেনি দলটি। ২০০৬ সালে টেস্টে বাংলাদেশ ছিল আনাড়ি প্রতিপক্ষ। তারপরও সিরিজটা জমিয়ে দিয়েছিল টাইগাররা। গত এক যুগে অনেক বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, পরের বছর এশিয়া কাপের ফাইনাল এ ছাড়া এ বছর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছে তামিম-সাকিবরা। ঘরের মাটিতে ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারিয়েছে বাংলাদেশ। সেই কারণেই এবারের অস্ট্রেলিয়া সফরটা বেশ গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে এবার অসি-বধ কাব্য রচনা করতে চায় বাংলাদেশ।

সিরিজটা গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো, অস্ট্রেলিয়ার অ্যাশেজ ভাবনা। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সিরিজ খেলে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তাই অ্যাশেজের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে সফরকারী দলটি। এই সিরিজ দেখেই অ্যাশেজের জন্য দল নির্বাচন করবেন নির্বাচকরা। চোটের কারণে মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন না থাকায় প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ডের জন্য এই সিরিজটাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এ ছাড়া ভারত সফরের জন্যও অস্ট্রেলিয়ার বাংলাদেশ সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ।

সিরিজটা জমার তৃতীয় কারণ হচ্ছে, এই কয়েক বছরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। গত বছর ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডকে দারুণভাবে পরাস্ত করে টাইগাররা। এরপর এই বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে মুশফিকের দল। তামিম ইকবাল, সাকিব আল হাসানরা ফর্মের তুঙ্গে রয়েছেন। এ ছাড়া ঘরের মাঠে বাংলাদেশ অন্য যে কোনো দেশের জন্যই হুমকির নাম। বাংলাদেশের অচেনা কন্ডিশনে দারুণ সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া।

র‍্যাংকিং নিয়েও বেশ ভীতি রয়েছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশে বিপক্ষে সিরিজ হারলে র‍্যাংকিংয়ের তলানিতে নেমে যাবে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ হলে ইতিহাসে প্রথমবারের মতো সাত নম্বরে অবস্থান করবে স্মিথের দল। তেমনটা হলে ভারত সফর ও অ্যাশেজের আগে সেটা তাদের জন্য বড় একটা ধাক্কা হবে।

এ ছাড়া ভারত উপমহাদেশে অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্সও সিরিজটাকে প্রভাবিত করছে। উপমহাদেশীয় আবহাওয়ায় অসিদের রেকর্ডটা একেবারে বাজে। এখানে সর্বশেষ চার সিরিজেই হেরেছে দলটি। ১৩ টেস্ট খেলে জিতেছে মাত্র একটিতে। ‘পুঁচকে’ শ্রীলঙ্কার বিপক্ষেও হোয়াইটওয়াশ হতে হয়েছে দলটিকে। ২০১১ সালে সিরিজজয়ের পর এই উপমহাদেশে আর সিরিজ জিততে পারেনি দলটি। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে দীর্ঘ অর্ধযুগের খরা মেটাতে চায় অস্ট্রেলিয়া।

মোস্তাফিজ বনাম ওয়ার্নারের লড়াইটা আলাদাভাবে সিরিজটাকে প্রভাবিত করছে। আইপিএলে একই দলে খেলেন এই দুজন। এবার এই দুই ক্রিকেটার হয়ে যাবেন প্রতিপক্ষ। ইনিংসের শুরুতেই ওয়ার্নারকে ফেরাতে চাইবেন মুস্তাফিজ। সেটা হলে শুরুতেই চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়া। আর অসিরাও চাইবে মুস্তাফিজকে ভড়কে দিতে। বোলিংয়ে বাংলাদেশ দলের প্রধান সেনানীকে নিরস্ত্র করা গেলে সিরিজ জেতাটা কঠিন হবে না অসিদের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হঠাৎ ফেসবুকে একটি ছবি ভাইরাল। কোনো এক অনুষ্ঠানে সপরিবারে টেবিলে বসে খাচ্ছেন সাকিব আল হাসান। তাঁদের পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তাঁকে কাজের মেয়ে ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে এমন সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে সাকিবের হয়ে কড়া জবাব দিয়েছেন তিনি। সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমানও।

রোববার উম্মে আহমেদ শিশির নিজের ফেসবুকে পেজে লিখেছেন, “এটা খুবই অদ্ভুত ব্যাপার! সাকিব আল হাসানের জন্য কি একটিও ভালো শব্দ নেই! কেন? কারণ তিনি মিষ্টি ভাষায় কথা বলতে পারেন না… তাই তাঁকে ‘খারাপ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে! এখন ঘটনা হলো, আপনারা যদি মানুষ হয়েও তাঁর সম্পর্কে এভাবে হাস্যকর খবর ছড়াতে থাকেন, যেখানে সত্যিটা জানার উপায় আছে! নিচে কিছু প্রমাণও দিলাম। আমি এসব অর্থহীন খবর নিয়ে মাথা ঘামাই না। এগুলো মানুষকে আনন্দ দেয়। তা ছাড়া আমরা জানি আমরা কে, আমরা কী! কিন্তু দয়া করে এমন একজন মানুষকে নিয়ে এসব খবর ছড়াবেন না, যে কি না বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করছে, যে কি না আপনার দেশের গর্ব হিসেবে পরিচিত। এটা শুনতে আসলেই খুব লজ্জা লাগে যখন ক্রিকেট ফলো করে এমন কোনো বিদেশি আমাদের বলে, ‘তোমাদের নিজের দেশের লোকই তোমাদের প্রতি প্রাপ্য সম্মানটুকু দেয় না।’ নেতিবাচক খবর যথেষ্ট হয়েছে। দয়া করে এবার আপনার পেজকে বুস্ট করানোর মতো অন্যকিছু খুঁজুন। যাহোক, সে (মেয়েটি) আমাদের সঙ্গে খেতে বসার জন্য হাত ধুয়ে ফিরেছিল মাত্র।”

নিজের ফেসবুক পেজে সাব্বির লিখেছেন, ‘আপনারা হাজার হাজার শেয়ার দিচ্ছেন। কড়া সামালোচনা করছেন। কিন্তু পরের ছবিটা দেখলেন না। আশা করি নিচের ছবি দেখে সাকিব ভাইয়ের প্রতি ভুল ধারণা থাকবে না।’ পরে অবশ্য সাব্বির তাঁর পোস্টটি সরিয়ে নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শিশু পরিবারের এতিম শিশুদের উপর দীর্ঘদিন চলা যৌন শারিরীক ও মানষিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তদন্তে একজনকে সাসপেন্ড ও বিভাগীয় মামলার সুপারিশ, তিনজনকে বদলি, শিক্ষক ও বাবুর্চিকে জেলার বাহিরে বদলির সুপারিশ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর শিশু পরিবারের কর্মাচারি ও যৌন নিপীড়নকারী কর্মচারি বিমান বৈরাগীকে সাসপেন্ড ও বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। এছাড়া কর্মচারি তানভির হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, কৌশিক ফারহানকে জেলার বাহিরে বদলির সুপারিশ করা হয়েছে। এছাড়া বাবুর্চি ও শিক্ষক মোস্তফা নুরুজ্জামানকে বদলির সুপারিশ করা হয়েছে।
জেলা প্রশাসক আরো ও বলেন, খাদ্যের যে অনিয়মের কথা বলা হয়েছে সেখানে শিশু পরিবারের যে কমিটি আছে তারা যখন তখন তদন্ত করতে পারবেন। এবং জেলা প্রশাসক প্রতি এক মাস অন্তর তদন্ত করবেন। এবং জেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে একজন ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য।
জেলা প্রশাসক আরো বলেন, শিশু পরিবারের ভিতরে ১৮ বছরের বেশি বয়সী কিছু ছাত্র আছে তাদেরেকে চলে যেতে বলা হয়েছে। এছাড়া কিছু অতি উৎসাহী ছাত্র শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে তাদেরকে বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুলাই রাতে শিশু পরিবারের শিশুরা একত্রিত হয়ে যৌন নির্যাতন, মানসিক ও শারিরীক নির্যাতন এবং নি¤œমামের খাবার সরবরাহের অভিযোগে শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীদের মারধর করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সহকারী জজ হয়েছেন ১১২ জন সহকারী জজ।
সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে আইন মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন হওয়ার কথা জানানো হয়।
এতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ ও সমপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।”
পদোন্নতি পাওয়া বিচার বিভাগীয় এই কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আগের কর্মস্থলেই থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঐহিত্যবাহী দুই দলের লড়াইয়ে ফল এনে দিল রুবেল মিয়ার যোগ করা সময়ের গোল। মোহামেডান ক্রীড়া চক্রকে একমাত্র গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার আক্রমণে এগিয়ে ছিল আবাহনী। ২২তম মিনিটে এমেকা ডারলিংটনের লাফিয়ে উঠে করা হেড লক্ষ্যে থাকেনি। একটু পর ওয়ালী ফয়সালের কর্নার থেকে বল ফিস্ট করে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মোহামেডানের ত্রাতা গোলরক্ষক মামুন খান।
এরপর সতীর্থদের সঙ্গে মোহামেডান গোলরক্ষকের জার্সি এক হয়ে যাওয়ার কারণে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখেন রেফারি।
২৭তম মিনিটে ডান দিক দিয়ে রুবেল মিয়া দ্রুত আক্রমণে উঠলেও ডিফেন্ডারদের প্রতিরোধ ভাঙতে পারেননি। গ্যালারিতে আসা আবাহনী সমর্থকদের হতাশা আরও বাড়ে ৩৮তম মিনিটে এমেকার হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে।
৫৩তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রুবেলের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। নয় মিনিট পর সামাদ ইউসুফের দূরপাল্লার জোরালো শট ফেরান মামুন।
৭১তম মিনিটে দুর্ভাগ্যের শিকার আবাহনী। রুবেলের ক্রসে এমেকার হেড বল ক্রসবারে লাগে।
৯০তম মিনিটে অনিক হোসেনের ক্রসে কিংসলে চিগোজি পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলের সেরা সুযোগটি নষ্ট হয় মোহামেডানের।
এরপরই যোগ করা সময়ে রুবেলের গোল। নাবীব নেওয়াজ জীবনের বাড়ানো বল ধরে ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শটে পরাস্ত হন মামুন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ নিয়ে দ্বিতীয় জয় পেলো আবাহনী। সাইফ স্পোর্টিংকে ৩-২ ব্যবধানে হারিয়ে লিগ শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে হারে ১-০ গোলে। অন্যদিকে টানা তিন ম্যাচ হারলো মোহামেডান।
সোমবার প্রথম ম্যাচে আফিজ ওলাওলে ওলাডিপো ও তৌহিদুল আলম সবুজের গোলে বিজেএমসিকে ২-০ ব্যবধানে হারায় চট্টগ্রাম আবাহনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঘুষের টাকাসহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেল চারটার দিকে গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, কর্মচারী উত্তম কুমার ও সিদ্দিকুর রহমান। গ্রেপ্তারের সময় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঘুষের আট হাজার টাকা পাওয়া যায়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে দুদক আরও ১ লাখ ৩৩ হাজার ঘুষের টাকা জব্দ করে।

দুদকের ময়মনসিংহ কার্যালয় ও গফরগাঁও পুলিশ সূত্রে জানা যায়, সরকারের প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অধীনে গফরগাঁও উপজেলার সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। গত জুন মাসে এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করে। কিন্তু শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম কোনো কারণ না দেখিয়েই সব আবেদন বাতিল করে দেন। পরে তিনি শিক্ষকদের কাছে আবেদন অনুমোদনের জন্য ১০ হাজার করে টাকা দাবি করেন। ঘুষ হিসেবে টাকা দাবির বিষয়টি কয়েকজন শিক্ষক দুদকে অভিযোগ করেন। এরপর থেকে দুদক গোপনে বিষয়টি অনুসন্ধানে নামে।

আজ দুদক খবর পায়, আনোয়ারুল ইসলাম ওই প্রকল্প অনুমোদনের জন্য একটি বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে ঘুষের টাকা নিয়েছেন। খবর পেয়ে বিকেলে দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই সময় আনোয়ারুল ইসলাম ও ওই দুই কর্মচারীকে গ্রেপ্তার করে দুদক।

দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারুল ইসলামের কার্যালয়ে ওই প্রকল্পের নাম ও টাকার অঙ্ক লেখা তিনটি খামও পাওয়া গেছে। গ্রেপ্তার ওই দুই কর্মচারীও ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে আটক তিনজনের নামে গফরগাঁও থানায় মামলা করেছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় রাখা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাপ্তাহিক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন (সুজন), সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব (অয়ন), সাংগঠনিক সম্পাদক শেখ রেজওয়ানুল হক, আনোয়ার সুমন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ জিয়া হল শাখার সভাপতি রাকিব হাসান, পুরাতন হল শাখার সভাপতি শ্যামা প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাইফুল, আশিক, হাবিবুল্লাহ, সাইফুল্ল্যা মুন্না, মিন্টু, আলমগীর, জনি ও বিভিন্ন ইয়ার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে ছাত্রলীগ একটি সুসংগঠিত দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। আগস্ট মাসের শোককে শক্তিতে শক্তিতে পরিনত করে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এবারের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ছাত্রলীগ সব সময় কাজ করে গেছেন আগামীতেও কাজ করে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest