সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

কালোজিরার ইংরেজি নাম Fennel flower। এর বৈজ্ঞানিক নাম Nigella Sativa Linn। এই গাছের স্ত্রী, পুরুষ দুই ধরণের ফুল হয়। সাধারণত নীলচে সাদা রং হয়। এই ফুল পাঁচটি পাঁপড়ি বিশিষ্ট। কিনারায় একটা রাড়তি অংশ থাকে। তিন-কোনা আকৃতির কালো রং এর বীজ হয়। গোলাকার ফল হয় এবং প্রতিটি ফলে ২০-২৫ টি বীজ থাকে। কালোজিরা আয়ুর্বেদীয় , ইউনানী, কবিরাজী ওলোকজ চিকিৎসায় ব্যবহার হয়। মশলা হিসাবেও ব্যাপক ব্যবহার হয়ে থাকে। নিমকি বা কিছু তেলে ভাজা খাবারে ভিন্ন ধর্মী স্বাদ আনতে কালোজিরা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেকেই কালজিরার ভর্তা খেয়ে থাকেন। অনেকে আবার কালোজিরা খেতে পছন্দ করেন না। কিন্তু কালোজিরার ব্যবহারে খাবারে একটু ভিন্ন ধরনের স্বাদ নিয়ে আসে। যা কোন সীমাবদ্ধতা নেয়। এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। বীজ থেকে পাওয়া তেল। কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায়। যা আমাদের শরীরের জন্য খুব উপকারী।

ইসলাম ধর্মে গুরুত্ব: ইসলাম ধর্মাবলম্বীরা কালোজিরাকে একটি অব্যর্থ রোগ নিরাময়ের উপকরণ হিসাবে বিশ্বাস করে। এর সাথে একটি হাদিসজড়িত আছে। হাদিসটি হলো— ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহিওয়াসাল্লামকে বলতে শুনেছি: “এ কালোজিরা সাম ব্যতীত সমস্ত রোগের নিরাময়। আমি বললাম: সাম কি? তিনি বললেন: মৃত্যু!” আমাদের আধুনিক ডাক্তারিশাস্ত্র আর ধর্মীয় অনুভূতি যাই বলি না কেন কালোজিরা সবখানে স্বমহিমায় উজ্জ্বল।

চলুন জেনে নেওয়া যাক কালোজিরা মধ্যে লুকিয়ে হাজারো রহস্যময় গুনাগুনঃ

কি উপকার আছে কালোজিরায়:
কালিজিরার তেলে ১০০টিরও বেশি উপযোগী উপাদান আছে। এতে আছে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি। কালিজিরার অন্যতম উপাদানের মধ্যে আছে নাইজেলোন, থাইমোকিনোন ও স্থায়ী তেল। এতে আরও আছে আমিষ, শর্করাও প্রয়োজনীয় ফ্যাটি এসিডসহ নানা উপাদান। পাশাপাশি কালিজিরার তেলে আছে লিনোলিক এসিড, অলিক এসিড, ক্যালসিয়াম, টাশিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি২, নিয়াসিন ও ভিটামিন-সি। এর মধ্যে রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণু নাশক বিভিন্ন উপাদানসমূহ। এতে রয়েছে ক্যন্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হর্মোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নতুন প্রেমে শখ!

কর্তৃক Daily Satkhira

হুট করে অভিনেতা নিলয়কে বিয়ে করেছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এক ছাদের নিচে থাকা আর হয়নি। আলাদাই থাকছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ফের প্রেমে মজেছেন শখ! তবে তার এই প্রেমের কাহিনী বাস্তবে নয়। টেলিছবির গল্পে দেখা যাবে শখের এই নয়া প্রেম রসায়ন। এর নাম ‘থ্রি স্কয়ার’। টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন তানিন রহমান। এতে শখের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শামিম হাসান সরকার।

গল্প প্রসঙ্গে শখ বলেন, একটি ভিন্ন ধারার প্রেমের কাহিনী নিয়ে তৈরি টেলিফিল্মটি। ইরফান সাজ্জাদ, জোভান ও শামিম সরকার তিন বন্ধু। একসঙ্গে থাকেন, আড্ডা, ঘোরাফেরা সব হয়। তাদের মধ্যে আমি ইরফানের প্রেমে পড়ি। এদিকে ঈশিকাকে পছন্দ করেন জোভান। ঝামেলা হয়ে যায় আমাকে নিয়ে। ইরফান ও শামিম দুজনই আমাকে পেতে চায়। এ নিয়ে চলে নানা নাটকীয়তা। শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। বেশ দারুণ একটা থিম নিয়ে গল্পটি তৈরি হয়েছে। এমন একটা টেলিছবিতে কাজ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আশা করছি দর্শকও উপভোগ করবেন।

টেলিছবিটি কোরবানির ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন। এই জনপ্রিয় নায়িকা অভিনেত্রী হিসেবে বলিউডে বেশ কিছু বছর বেশ সফলতার কাটিয়ে ফেললেন। সালমান খানের সঙ্গে তার একটা সময় প্রেমের সম্পর্ক ছিল এটা সবাই জানে।

কিন্তু এখন আর সেই সম্পর্কটা নেই। দুজনেই সেই সম্পর্ক থেকে বেড়িয়ে এসেছেন। তবে প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনও বেশ মজবুত। সালমান খানের সঙ্গে তার এই বিশেষ সম্পর্কের কারণ জানালেন ক্যাটরিনা কাইফ ।

ভারতীয় এক গণমাধ্যমকে ক্যাটরিনা বলেন, ‘সালমানের সঙ্গে আমার সম্পর্ক কী, তা শেয়ার করা বেশ কঠিন কাজ। পৃথিবীর যেকোনও বিষয় নিয়ে আমি সালমানের সঙ্গে কথা বলতে পারি। আমাদের একে অপরের প্রতি সম্মানও রয়েছে। যা একটা সম্পর্কের জন্য খুবই জরুরি। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভয়াবহ জঙ্গি হামলা রুখে ৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে- এমনই দাবি করল পাকিস্তানি সেনাবাহিনী। রবিবার বিতর্কিত বেলুচিস্তানে ৪ সন্দেহভাজনকে গুলি করা হয়।
পরে পাক সেনার পক্ষ থেকে জানানো হয়, ডেরা বুগতি এলাকার কোহলুতে অভিযান চালানো হয়। এখানেই সন্দেহভাজনদের সঙ্গে গুলির লড়াই চলে।

পাক সেনার জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, নিহত চারজন অপরহণ, নাশকতা ছড়ানোর কাজে জড়িত ছিল৷ পাশাপাশি তারা সেনা কর্মীদের উপর হামলাতেও জড়িত। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি জঙ্গি শিবির৷

বেলুচিস্তান এলাকা পাকিস্তানের বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত। এখানে স্থানীয় বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে দীর্ঘ কয়েক দশক ধরেই সংঘর্ষ জারি রেখেছে। অভিযোগ আছে, বেলুচিস্তানের বিদ্রোহ দমনে মানবাধিকার লঙ্ঘন করে পাকিস্তান সরকার। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। বেলুচিস্তান লাগোয়া ইরানের অংশটির নাম সিস্তান-বেলুচিস্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ‘সারে পুল’ প্রদেশে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলায় অন্তত ৫০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ জহির ওয়াহদাত জানিয়েছেন, সন্ত্রাসীরা প্রথমে প্রদেশের মির্জাওয়ালাং এলাকার একটি পুলিশ চেকপয়েন্টে হানা দেয়। এরপর তারা পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত একটি গ্রামে অনুপ্রবেশ করে নারী, শিশু ও বৃদ্ধ নির্বিশেষে সবাইকে গুলি করে হত্যা করে।

প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র জানিয়েছেন, চেকপয়েন্টে হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক জঙ্গি ও সাত পুলিশ নিহত হয়। তালেবান ও দায়েশ জঙ্গিদের সম্মিলিত একটি দল এই হামলায় অংশ নিয়েছে। তালেবান অবশ্য বেসামরিক ব্যক্তিদের হত্যার কথা অস্বীকার করে দাবি করেছে, তারা মির্জাওয়ালাং এলাকায় সরকার সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর ২৮ সদস্যকে হত্যা করেছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “অপরাধী সন্ত্রাসীরা আরেকবার বেসামরিক ব্যক্তি, নারী ও শিশুকে হত্যা করেছে। এই বর্বরোচিত হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। ”

জাতিসংঘের হিসাব মতে, আফগানিস্তানে চলতি বছরের প্রথম ছয় মাসে সংঘর্ষ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১,৬৬২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ইমরান খানের পর এবার তার আক্রমণের লক্ষ্য শরিফ পরিবার। আবারও বোমা ফাঁটালেন বিতর্কিত মহিলা নেত্রী আয়েশা গুলালি।
তার দাবি, গোপনে হবু প্রধানমন্ত্রীর ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়ে আছেন শাহবাজ শরিফ। তার ছেলে হামজা শাহবাজের সঙ্গে গোপনে বিয়ে করার বিষয়টি সামনে এনে আরও বিতর্কের জালে আয়েশা গুলালি। পাকিস্তানি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে পিটিআই এই তথ্য জানিয়েছে।

বর্তমানে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আসিফ খাকান আব্বাসি। নির্দিষ্ট সময় শেষে (৪৫ দিন) তিনি কুর্সি ছেড়ে দেবেন। তার স্থানে পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রভাবশালী শরিফ পরিবারের বিরুদ্ধে গিয়ে আয়েশা গুলালির দাবি, ২০১০ সালে তৎকালীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা গোপনে বিয়েটা সেরে ফেলেছিল। কিন্তু অজ্ঞাত কারণে এই বিয়ের খবর প্রকাশ্যে আনা হয়নি।

যার বিরুদ্ধে আয়েশার অভিযোগ, সেই হামজা শাহবাজ সদ্য কুর্সি হারানো নওয়াজ শরিফের ভাইয়ের ছেলে। পানামা পেপারসে ফাঁস হওয়া আর্থিক কেলেঙ্কারির ধাক্কায় সুপ্রিমকোর্টের নির্দেশ প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হয়েছেন নওয়াজ শরিফ। পাকিস্তানের পরবর্তী পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী হতে চলেছেন তার ভাই শাহবাজ।

সম্প্রতি আয়েশা অভিযোগ করেন, একদিকে অশ্লীল এসএমএস পাঠিয়ে তাকে উত্ত্যক্ত করেছিলেন অন্যতম বিরোধী নেতা তথা তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খান। আয়েশা গুলালি নিজেও তেহরিক ই ইনসাফ দলের নির্বাচিত এমপি। তার দলনেতা ইমরান খান। অথচ দলের সুপ্রিমোর প্রতি চরম অভিযোগ এনেছেন। ঘটনার জেরে উত্তপ্ত হয়েছে পাকিস্তান। ইমরান খানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেই দাবি করেছেন আয়েশা।

পিটিআই আরও জানিয়েছে, আয়েশা গুলালি এক সময় পিএমএল (এন) দলের নেত্রী ছিলেন। পরে দল ত্যাগ করে যোগ দেন বিরোধী তেহরিক ই ইনসাফে। দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে নির্বাচিত হন তিনি। পাকিস্তানের জাতীয় আইন সভায় তিনি গুরুত্বপূর্ণ মুখ। শুধু তাই নয়, দলের প্রধান ইমরান খানের সঙ্গেও আয়েশার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। সূত্র: কলকাতা.২৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘কথাবন্ধু মিথিলা’ কিংবা ‘বিপ্রতীপ’ নাটকে অভিনয় করা অগ্নিলার কথা নিশ্চয়ই দর্শক-শ্রোতার মনে থাকার কথা। নিজস্ব অভিনয়গুণে সবার কাছে সুপরিচিত তিনি।
বেশ কিছু টিভি নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও তিনি অভিনয় করেছেন। বর্তমানে তিনি কানাডা প্রবাসী।

সংবাদ সূত্রে জানা যায়, আসছে কোরবানীর ঈদের জন্য নির্মিত একটি নাটকে দীর্ঘদিন পর অভিনয় করবেন অভিনয়শিল্পী প্রিয়াংকা অগ্নিলা ইকবাল। নাটকটির রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। জানা যায়, রোমান্টিক গল্পনির্ভর এই নাটকে অগ্নিলার সাথে জুটি বাধবেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি।

নাটকে অগ্নিলার অভিনয় নিশ্চিত করে নির্মাতা আরিয়ান বলেন, ‘অগ্নিলা শুধু এ নাটকে অভিনয় করার জন্যই অচিরেই কানাডা থেকে দেশে আসবেন। তবে নাটকের নাম, শুটিং কবে থেকে শুরু, কোন টিভিতে প্রচার হবে-এসব বিষয় পরে জানানো হবে। তবে সব কিছুই চূড়ান্ত। ’

প্রসঙ্গ, গত রোজার ঈদে অগ্নিলা অভিনয় করেছিলেন আরিয়ানের ‘তোমার আমার প্রেম’ নামে একটি টেলিছবিতে। তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। টেলিছবিটিতে অর্থি চরিত্রে অভিনয় করছিলেন অগ্নিলা আর সিয়ামকে দেখা গিয়েছিল জীবন চরিত্রে। সেই সময় টেলিছবিটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ইরাকের শিরাকাত শহরের কাছে কয়েক দফা বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএসের ১৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে থেকে জানা যায়, রাজধানী বাগদাদ থেকে ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাসনেই আসকারি এলাকায় ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর ইরাকি সেনাবাহিনীর কয়েক দফা কার্যকর বিমান হামলায় ১৭০ জনের বেশি জঙ্গি নিহত হয়।

জানা গেছে, সালাহউদ্দিন প্রদেশের অপারেশন কমান্ডের সহযোগিতায় সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার গানশিপ এ হামলায় চালায়।

প্রসঙ্গত, জঙ্গিসংগঠনের দু’টি ট্রাকসহ অস্ত্র ও আইএস জঙ্গি বহনকারী ১১টি যানবাহনের ওপর ভারি মেশিনগান হামলা চালানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest