প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৫০জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, হারুন উর রশিদ, তহিদুর রহমান ডাবলু, মো. আমিনুল হক খোকন, তুপ্তি মোহন মল্লিক, মহিউদ্দিন হাশেমী তপু, আবুল কাশেম, এম.এ জলিল, আব্দুর রহমান, সাজ্জাত হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্লে-২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, খ গ্রুপে ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন এবং গ গ্রুপে ৬ষ্ঠ -১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আমির হোসেন খান চৌধুরী : একটি সংঘবদ্ধ চক্র সাতক্ষীরা-চুকনগর সড়কের পাটকেলঘাটা ৩০ মাইল এলাকার রাস্তার দু’ধারে লাগানো সরকারি গাছ কেটে আত্মসাৎ করে চলেছে। শুক্রবার ভোর রাতে ওই চক্রটি বিশালাকৃতির একটি খইগাছ ও একটি আকাশমনি গাছ কেটে নেয়। ওই গাছ নিয়ে যাওয়ার আগে স্থানীয় জনগণ জানতে পারায় নগরঘাটা ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শুক্রবার দুপুরে বন বিভাগে হস্তান্তর করা হয়।
কেএম রেজাউল করিম : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দর্শন নন্দিত আর্কষণীয় করে তুলতে ইছামতির তীরে অবস্থিত ম্যানগ্রোভ মিনি সুন্দরবনকে পর্যটনমুখী করে তুলতে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। জেলার সদর হতে প্রায় ৩০ কিলোমিটার দুরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় ৫০ একর জমি জুড়ে রয়েছে এ বনটি। দেবহাটা “রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র” উপজেলার একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় টাউনশ্রীপুর এলাকায় ভারতের টাকী পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে এই পর্যটন কেন্দ্রটি তৈরী করা হয়। এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপন করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে। এই বনের বুক চিরে ১০একর জমিতে রয়েছে “অনামিকা লেক”। এই লেকে রয়েছে শান বাধানো পাকা ঘাট। বিনোদন প্রিয়াসীদের জন্য রয়েছে বসারস্থান। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি উপজেলায় মানুষকে গর্বিত করে। শীবনগর মৌজায় ভাঙ্গন রোধে বনসৃষ্টি করা উদ্যোগ গ্রহন করা হয়। উদ্যোগ গ্রহনের সাথে সাথে ম্যানগ্রোভ বনে যাওয়ার রাস্তা পাকা, টাউনশ্রীপুর থেকে নদী পথে বন পর্যন্ত যাওয়ার সুব্যবস্থা, সমগ্র বনটির উপভোগের জন্য বনের উপর দিয়ে ক্রেনের ব্যবস্থা, কৃত্রিম জীবজন্তুর ব্যবস্থা, বনের লেকে বোটের ব্যবস্থাসহ নানা মূখি প্রস্তাবনা ও বাস্তাবায়নে সিন্ধান্ত গ্রহন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে। ইতোমধ্যে বনটির সৈন্দর্য বৃদ্ধি করতে ২রুম বিশিষ্ট ভবন, একটি টিকিট কাউন্টার, প্রবেশদার গেটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ শুরু হয়েছে। এদিকে, সাতক্ষীরা জেলার ইছামতি সীমান্তের ইছামতির তীরে গড়ে ওঠা দৃষ্টিনন্দিত মনোমুগ্ধকর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ম্যানগ্রোভ মিনি সুন্দরবনটির পরপর পরিধি বাড়ছে। ২০০৯ সালে দেবহাটার সুশিলগাতী এলাকার নদীর বেড়ি বাধ ভেঙ্গে প্লাবিত হলে বাধ রক্ষায় ২০১০ সালে উপজেলার প্রশাসনের উদ্যোগে বাধ রক্ষায় ও প্রাকৃতিক ভারসম্য রক্ষার জন্য ১০একরের মত জায়গা জুড়ে তৈরী এই ম্যানগ্রোভ বন। বেশ কয়েক বছর যেতে যেতে বনের আকার বৃদ্ধি পেতে থাকে। আর রক্ষা পায় আশে পাশের এলাকাবাসীরা। সেই সাথে স্থানটির চাহিদা বাড়াতে জেলা, উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিক ভাবে বনভোজনের আয়োজন করা করা হয়। বর্তমান স্থানটিতে কোন প্রকার ফি দিতে না হওয়ায় স্্েরাতাবহ ইছামতির তীরে নিরিবিলি সময় কাটাতে আসেন বিনোদন প্রেমীরা।
মাহফিজুল ইসলাম আককাজ : অসহায় পানিবন্দী মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে সরেজমিন পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শুক্রবার বিকালে পৌর এলাকার বদ্দিপুর কলোনী এলাকায় যান এবং গাড়ি রেখে পায়ে হেটে পানিবন্দি অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তির অপরিকল্পিত ঘের তৈরি ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে প্রতি বছর এই এলাকার মানুষ বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করে যা আমাকে খুবই কষ্ট দেয়। এই এলাকার মানুষ এবারো আমাকে বৃহস্পতিবার জানিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মোবাইল ফোনের মাধ্যমে সাকলা স্লুইস গেটের পাটা সরিয়ে পানি নিষ্কাষণের নির্দেশ দিয়েছি। আমার এলাকার জনগণ কষ্ট পেলে আমিও কষ্ট পাই। যারা কিছু পয়সার জন্য সাধারণ মানুষকে এভাবে কষ্ট দেয় তারা কখনও শান্তি পাবেনা। গরিব অসহায়দের ক্ষতি করলে মহান আল্লাহ-তায়ালা তাদের ক্ষমা করবেননা। দীঘ দেড় মাস যাবৎ এই এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। ঋষি পাড়া এলাকার মানুষ খুবই বেশি পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন পানিবন্দি হয়ে পড়ায় ঐ এলাকায় বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কোথাও হাটু সমান আবার কোথাও বুক সমান পানি। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সুপেয় খাবার পানি ও পশু খাদ্য জরুরি হয়ে পড়েছে। এসময় মীর মোস্তাক আহমেদ রবি এমপি অসহায় পানিবন্দি মানুষের দুঃখ দেখে ব্যথিত হন এবং তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাষণের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
বলিউডে এ বছর অন্যতম ছবির নাম ‘টয়লেট : এক প্রেম কথা’। স্ত্রীর প্রতি ভালোবাসার প্রমাণস্বরূপ তাকে যোগ্য সম্মান দিয়ে গিয়ে বিপাকে পড়া এক সাধারণ ব্যক্তির কাহিনী নিয়ে নির্মিত ছবিটি বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মার্ক স্টোনম্যান ও ম্যাসন ক্রেন।
সবসময় সঠিক কাজ করলেই তবে সুনাম পাওয়া যায়। কিন্তু ভুলের জেরেও কেউ কেউ বিখ্যাত হয়ে যেতে পারেন। এমন বহু জিনিস রয়েছে যা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আবার কিছু জিনিস রয়েছে যা দৈনন্দিন প্রয়োজনে না এলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। কিন্তু অবাক হয়ে যাবেন যখন জানবেন সেই অতি পরিচিত জিনিসগুলির আবিষ্কার কীভাবে হয়েছে।
ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরাকে নিয়ে আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামী রুবি সামিরাকে অভিযুক্ত করেন।