১২ লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহকে। বৃহস্পতিবার দেশের একটি বেসরকারি স্যাটেলাইট নিউজ চ্যানেলে এক প্রতিবেদনে নতুন করে এ তথ্য উঠে এসেছে।
সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভী ১৯৯৭ সালের জুলাইয়ে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতেই ‘১২ লাখ টাকার’ বিষয়টি জানিয়েছিলেন।
জবানবন্দীতে রিজভী বলেন, সালমানকে হত্যা করতে সামিরার মা লাতিফা হক, ডন, ডেভিড, ফারুক, জাভেদের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেন। তাতে উল্লেখ করা হয়, সালমানকে শেষ করতে কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ দেয়া হবে।
রাতে সালমানের বাসায় প্রবেশ করে আসামিরা। জবানবন্দীতে রিজভী বলেন, সালমানকে ঘুমাতে দেখে আসামিরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ফারুক পকেট থেকে ক্লোরোফোমের শিশি বের করে এবং সামিরা তা রুমালে দিয়ে সালমানের নাকে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার তিন নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইনজেকশন পুশ করে। এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে। পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে, ডনের সাথে আগে থেকেই নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝুলায়।
সংবাদ চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আসামি রিজভি ছাড়াও ছাত্তার ও সাজু নামে আরো দু’জনের নাম উল্লেখ করা হয়। কিন্ত প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময়ই ছিলো ধরাছোঁয়ার বাইরে। হত্যার এক বছর পর সিআইডির রিপোর্টে বলা হয়- এটি আত্মহত্যা। ১২ বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্টে একই কারণ দেখানো হয়। কিন্তু কোন আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোন অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। দু’বারই নারাজি দেন সালমানের পরিবার। ২০১৫ সালে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনী জটিলতায় তাও বন্ধ থাকে। ২০১৬ সালে মামলাটি নিম্ম আদালতে পাঠানো হলে তদন্তভার দেয়া হয় পুলিশ পিবিআইকে। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভির জবানবন্দিতে। হত্যার আগে রুবির বাসায় যান হত্যাকারীরা।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের মূল ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। টার্মিনাল-২ থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বরেণ্য সংগীত শিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে যে খবর প্রকাশিত হচ্ছে তা ভিত্তিহীন বলে প্রতিবাদ করেছেন তার স্ত্রী শাহিনা জব্বার। তিনি বলেন, ৭১ মুক্তিযুদ্ধের সময় সরকারের ত্রাণ তহবিলে দেয়া ১২ লাখ রুপি ফেরত চাননি আব্দুল জব্বার। একটি মহল তাকে হেয় করতে এ ধরনের প্রচারণা চালাচ্ছে। তিনি শুধু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে সুস্থ হয়ে তিনি গানের ভূবনে আবার আসতে পারেন। সাক্ষাতকারে এসব কথা বলেন আব্দুল জব্বারের স্ত্রী শাহিনা জব্বার।
আগস্ট মাস। এই আগস্ট মাসে আমার মায়ের যেমন জন্ম হয়েছে; আবার কামাল, আমার ভাই, আমার থেকে মাত্র দুই বছরের ছোট, ওরও জন্ম এই আগস্ট মাসে।
নজরুল ইসলাম রাজু, পাটকেলঘাটা : পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে গোপন বৈঠককালে থানা সভাপতি, কলারোয়া ইউনিয়ন সেক্রেটারীসহ ১০ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈঠককালে তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ, মাসিক চাঁদা আদায়ের রশিদ, জেহাদি বই, নেতাকর্মীদের ব্যক্তিগত রিপোর্ট কার্ড। এব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে মামলা নং-৮, তাং-১১/০৮/১৭।
রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশ গ্রহণ আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। তাই ধারণা করা হচ্ছিল বাছাইপর্বে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচেও বিশ্রামে থাকবেন দলের সেরা তারকা নেইমার। তবে এ দুই দলের বিপক্ষে ঘোষিত দলে ফিরেছেন নেইমার। তার সঙ্গে আরও ডাক পেয়েছেন পিএসজিতে তার তিন স্বদেশী মারকুইনহোস, থিয়াগো সিলভা ও দানি আলভেস।
হজ এজেন্সি গুলোর গাফিলতিতে এবারের হজযাত্রায় ভোগান্তি চরমে পৌঁছেছে। ভিসা হওয়ার পরও নির্ধারিত কোটার শতকরা ৯০ ভাগ হজযাত্রী সৌদি আরব পাঠায়নি ৩৭৭টি হজ এজেন্সি। জানা গেছে, চলতি বছর মোট ৩৭৭টি এজেন্সির সর্বোচ্চ ২৬৪ জন থেকে সর্বনিম্ন ছয়জন পর্যন্ত হজযাত্রীর ভিসা থাকার পরও ইচ্ছাকৃতভাবে যাত্রী না পাঠানোর ফলে হজ ফ্লাইটের সিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে হজ ফ্লাইট বাতিল হয়েছে ২৭ টি। এর মধ্যে ২৩টিই বাংলাদেশ এয়ারলাইন্সের। এভাবে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন হজযাত্রীরা।