সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় ভারতে পাচারের কবল থেকে রক্ষা পেল বাংলাদেশের দুই তরুণী। তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে ওই দুই নারীকে বিজিবি উদ্ধার করতে পারলেও পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, পাচারকারীরা মিনা বিশ্বাস ও মুসকান নাদিয়াকে ভালো চাকরির কথা বলে ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে। পাচারকারীরা তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। ভারতে পৌঁছে দেওয়ার নামে সীমান্তের জিরো পয়েন্টের কাছে আনা মাত্র তারা বিজিবির টহল দলের নজরে আসে।

মিনা বিশ্বাসের বাড়ি বাগেরহাট জেলার যাত্রাপুরের কার্তিকদিয়া গ্রামে। মুসকান নাদিয়ার বাড়ি খুলনার সোনাডাঙ্গার আদর্শ পল্লীতে।

সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সুলতানা বেগম জানান, বিনা পাসপোর্টে ভারতে যাবার চেষ্টার অভিযোগ আটক দুই নারীকে আদালতে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ইমরান খানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’র সাবেক নেত্রী আয়েশা গুলালি। তিনি বলেন, দলের সর্বাধিনায়ক ইমরান প্রায়ই তাকে মেসেজ পাঠিয়ে ঘুরিয়ে বিয়ের প্রস্তাব দিতেন। এছাড়া নানা ধরনের আপত্তিকর মেসেজ তো থাকতই।

ইমরানের বিরুদ্ধে আয়েশার অভিযোগ, তাকে নানাভাবে হেনস্থা করেছেন ইমরান। আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন নিয়মিত। শুধু তিনি নন, পিটিআইয়ের অন্য নারী সদস্যদেরও একই অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন তিনি।

এবার আয়েশার দাবি করেছেন, ইমরান তার সঙ্গে একা দেখা করতে চাইতেন। একবার বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে ইমরানের সঙ্গে তিনি দেখা করতে যান, তাতে প্রচণ্ড চটে যান তিনি।

তার বাবা ইমরানকে প্রশ্ন করেন, তিনি ঠিক কী চান। জবাব এড়িয়ে যান ইমরান।

আয়েশার দাবি, ইমরানের সামনে বসে নিজের অভিযোগ প্রমাণ করতে তিনি রাজি। যে সব মেসেজ ইমরান তাকে পাঠিয়েছেন তা দেখাতেও আপত্তি নেই। ওই সব মেসেজ তার ব্যক্তিগত নম্বর থেকে করা হয় বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইমরান চেয়েছিলেন তাকে একটি ব্ল্যাকবেরি ফোন উপহার দিতে, মেসেজের জন্য পিন কোডও পাঠিয়েছিলেন। কিন্তু তা গ্রহণ করেননি তিনি।

ইমরান দাবি করেছিলেন, নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ আয়েশাকে দিয়ে এই সব বলাচ্ছে। জবাবে তিনি বলেছেন, পিটিআই প্রধান নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন। ইমরানের উচিত, তার মুখোমুখি হওয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দৈহিক শক্তি বাড়াতে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষুধি কৌশল এবং মনোবৈজ্ঞানিক চিকিৎসা এখন প্রায় সেকেলে হয়ে পড়েছে। আজকাল এই শক্তি বাড়াতে প্রাকৃতিকভাবেই দৈহিক শক্তি বর্ধক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়। তাই বিবাহিত জীবনে মিলনে ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে। কারণ সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক।

অথচ প্রায়ই দেখা যায়, দৈহিক দুর্বলতার কারণে সংসারে অশান্তি হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়। তাই আগে থেকে সতর্ক থাকলেও এমন পরিস্থিতির মুখোমুখি নাও হতে পারেন আপনি। আপনার যৌন শক্তি বৃদ্ধির জন্য কোনো প্রকার ওষুধের প্রয়োজন নেই, তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবার দাবারই যথেষ্ট। আপনার খাবার মেনুতে নিয়মিত দুধ, ডিম এবং মধু রাখুন আর নিয়মতান্ত্রিক জীবন যাপন করুন, তাহলে দৈহিক (যৌন) দুর্বলতায় ভুগবেন না।

ডিম:
দৈহিক দুর্বলতা দূর করতে ও উত্তেজনা বাড়াতে এক অসাধারণ খাবার ডিম। প্রতিদিন সকালে, না পারেন সপ্তাহে অন্তত ৫ দিন ১টি করে ডিম সিদ্ধ করে খান। এতে আপনার যৌন দুর্বলতার সমাধান হবে।

দুধ:
যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌনজীবনের উন্নতি ঘটায়। যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়। কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট।

মধু:
দৈহিক দুর্বলতার সমাধানের মধুর গুণের কথা সবারই কম-বেশি জানা। তাই দৈহিক শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত ৩/৪ দিন ১ গ্লাস গরম পানিতে ১ চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন।

রসুন:
দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। স্মরণাতীতকাল থেকেই নারী পুরুষ উভয়েরই দৈহিক উদ্দীপনা বাড়াতে এবং জননাঙ্গকে পূর্ণ সক্রিয় রাখতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজনস্বীকৃত। রসুনে রয়েছে এলিসিন নামের উপাদান যা দৈহিক ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়।

কফি:
কফি আপনার মিলনের ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কফিতে যে ক্যাফেইন থাকে তা আপনার মিলনের মুড কার্যকর রাখে।

জয়ফল:
গবেষণায় দেখা গেছে, জয়ফল থেকে এক ধরনের কামোদ্দীপক যৌগ নিঃসৃত হয়। সাধারণভাবে এই যৌগটি স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পায়। আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন, তাহলে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব।

চকলেট:
ভালোবাসা ও মিলনের সঙ্গে সবসময়ই চকলেটের একটা সম্পর্ক রয়েছে। এতে রয়েছে ফেনিলেথিলামিন (পিইএ) ও সেরোটোনিন। এ দুটি পদার্থ আমাদের মস্তিষ্কেও রয়েছে। এগুলো মিলনের উত্তেজনা ও দেহে শক্তির মাত্রা বাড়াতে সহায়ক। পিইএ’র সঙ্গে অ্যানান্ডামাইড মিলে অরগাজমে পৌঁছাতে সহায়তা করে।

কলা:
কলার রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়াম মানবদেহের যৌনরস উৎপাদন বাড়ায়। আর কলায় রয়েছে ব্রোমেলিয়ানও। যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়ক। আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা আপনার দেহের শক্তি বৃদ্ধি করে। ফলে দীর্ঘসময় ধরে দৈহিক মিলনে লিপ্ত হলেও আপনার ক্লান্তি আসবে না।

গরুর মাংস:
গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে। তাই আপনি মিলনকে আরও আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান। যেমন গরুর কাঁধের মাংসে, রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে। এইসব জায়গার মাংসে প্রতি ১০০ গ্রামে ১০ মিলিগ্রাম জিঙ্ক থাকে।

ভিটামিন সি জাতীয় ফল:
দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, কমলা লেবু, তরমুজ, পিচ ইত্যাদি ফল দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। গবেষণা দেখা গেছে, একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত ২০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয়। এসব ফলে মধ্যে তরমুজের প্রভাব বেশি। অনেকে মিলনের উদ্দীপক ওষুধ ভায়াগ্রার সাথে তরমুজের তুলনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest


নিজস্ব প্রতিবেদক : মিথ্যা হয়রানি মূলক মামলা, পুলিশি হয়রানি ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিযোগ দায়ের করেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বচকরা গ্রামের মৃত মোমিন চালীর ছেলে জামাত আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি পারিবারিক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘ ২৭ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক জীবনে তিনি প্রথমে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের থানা সভাপতি, বাস্তহারালীগের জেলা সভাপতি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের জেলা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া ১৩ সালে জেলাব্যাপি সংগঠিত নাশকতার সময়ে রাজপথে থেকে সংগ্রাম করে গেছেন। কিন্ত সম্প্রতি বিএনপি-জামাত জোটের কিছু স্বার্থন্বেষী ব্যক্তিদ্বয় তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা কৌশলে পুলিশকে ভুল বুঝিয়ে ছিনতাইকারী ও দস্যু সাজানোর চেষ্টা করছেন। যার ফলশ্র“তিতেহ সদর থানা যুবদলের সক্রিয় সদস্য নাশকতার মামলাসহ একাধিক মামলার আসামী আসাদুর রহমানকে জিআর ৪০৫/১৬ (সাত) নং মামলায় গত ১ আগস্ট’১৬ তারিখে গ্রেফতার করেন। গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্ধী দেওয়ার সময় কুচক্রী ব্যক্তিদের দ্বারা ম্যানেজ হয়ে জামাত আলীর নাম উল্লেখ করে।
এদিকে জামাত আলীর অভিযোগটি গ্রহণ করে কুচক্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে সুপারিশ করেছেন গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হারিয়েছে

কর্তৃক daily satkhira

শুক্রবার সকালে সাতক্ষীরা শহরে চলাচলের সময় একটি টিভিএস মটর সাইকেল (যার রেজিঃ নং সাতক্ষীরা-হ-১৪-৮৫৮৬) এর প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স সার্টিফিকেটসহ কিছু পত্র হারিয়ে গেছে। যার মালিক মুন্সিপাড়া এলাকার মুজিবুর রহমানের ছেলে মশিউর রহমান পলাশ। যদি কোন স্ব হৃদয়বান ব্যক্তি উক্ত কাগজপত্র গুলো পেয়ে তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য তিনি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ. মোবা: ০১৭১১ ৮৬৬৪০৮।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : ৩ পিচ ইয়াবা সহ ২ ব্যক্তি আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শুক্রবার সকালে হাওয়ালভাঙ্গী এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, একই উপজেলার বিড়ালহ্মী গ্রামে লিয়াকত আলীর ছেলে মুসা ও হাওয়ালভাঙ্গী গ্রামের মোহর আলী ছেলে রফিকুল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মুসা ও মোহর আলী আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাসী করে ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ধারের বাড়িতে ঢুকে পড়ায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মহিবুল ইসলাম জানান বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। তালা উপজেলার ভৈরবনগরে পৌঁছে অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়ে খুপড়ি ঘরে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হয় তারাপদ মন্ডলের স্ত্রী গুরুদাসী মন্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)। তিনি জানান আহত ৪ জনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই সাতক্ষীরা খুলনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার স্বামী। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। জনতা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের নাম- লাইলী বেগম (৫২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের শেখ নূর ইসলামের স্ত্রী। আহতের নাম শেখ নূর ইসলাম (৬০)। তিনি নিহতের স্বামী। তার বাবার নাম মধু শেখ।
শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের শেখ জাহাঙ্গীর হোসেন জানান, অসুস্থ মা লাইলী বেগমকে শ্যামনগর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখানোর জন্য বাবা শেখ নুর ইসলামকে নিয়ে তারা তিনজন একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে সাতটার দিকে তারা নকীপুর কেন্দ্রীয় ঈদগাহের সামনে এসে পৌঁছালে রাস্তার পাশে বিক্রির জন্য ফেলে রাখা হবিবর রহমানের বালির গাদার পাশ কাটাতে যেয়ে কালিগঞ্জের ময়না ভাটা থেকে শ্যামনগরের বংশীপুরগামি একটি ইটভর্তি ট্রাক (মুন্সিগঞ্জ-হ-০২-০০২২) তাদের মোটর সাইকেলকে (সাতক্ষীরা-হ-৯৬৫৪) ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল যাত্রী তিনিসহ তার বাবা ও মা রাস্তায় পড়ে যান। ট্রাকের পিছনের চাকা বাবা ও মায়ের শরীরের উপর দিয়ে চলে যাওয়ায় তারা মারাত্মক জখম হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা লাইলী বেগমকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাবা নূর ইসলামকে সেখানে ভর্তি করা হয়। জনতা দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে দু’টি গাড়ির চালকরা পালিয়ে যেতে সমর্থ হয়।
স্থানীয়দের অভিযোগ রাস্তার উপর অবৈধ বালির ব্যবসা করার ফলে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী সড়ক দুর্ঘটনায় লাইলী বেগমের মৃত্যু ও তার স্বামী মারাত্মক জখম হওয়ার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাক আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ০৮টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ২৫ জন,কলারোয়া থানা ০৪ জন,তালা থানা ০৩ জন,কালিগঞ্জ থানা ০৩ জন,শ্যামনগর থানা ১০ জন,আশাশুনি থানা ০২ জন,দেবহাটা থানা ০১ ও পাটকেলঘাটা থানা থেকে ০৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest