অপ্রতিম রহমান : সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মুস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিরাজগঞ্জের মহাসড়কে খানা-খন্দ সংস্কার কাজে গাফিলতি, ৬ কোটি টাকার সরকারি বরাদ্দ নয়-ছয় ও ভাগ-বাটোয়ারার অভিযোগে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। অন্যদিকে এ খবর জানার পরে সাতক্ষীরার অনেক সাধারণ মানুষ ফেসবুকে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের ক্ষেত্রে প্রত্যাহার, আর সাতক্ষীরার ক্ষেত্রে কেন জামাই আদর!
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে সড়কের কাজ পরিদর্শনে এসে কাজের ধীরগতি ও অনিয়ম দেখে সেতুমন্ত্রী এ নির্দেশ দেন। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবু রোশন এবং পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে শোকজ করা করেছেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আগামী ১০ দিনের মধ্যে সিরাজগঞ্জের সব মহাসড়কে খানা-খন্দ সংস্কারের নির্দেশ দেন। এজন্য তিনি সওজ কর্মকর্তা ও কমর্চারীদেরও সতর্ক করেন।
এ সময় সিরাজগঞ্জ সদর (কামারখন্দ ও সিরাজগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জের শাহজাদপুরের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলার প্রধান প্রধান সড়কগুলো বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী অবস্থায় আছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এ নিয়ে কোন মাথা ব্যাথা কখনও দেখা যায়নি। সময়মত সংস্কার করা দূরে থাক যখনই এ খাতে কোন বরাদ্দ এসেছে তখনই তা হরিলুট করে নিম্নমানের দায়সারা গোছের কাজ করা হয়েছে। যার ফলে জেলাবাসী শেষ কবে ভালো সড়কে যাতায়াত করেছিল তা ভুলতে বসেছে। বর্তমান সরকারের সকল উন্নয়নকে ম্লান করে দিয়ে সাতক্ষীরা জেলার প্রধান আলোচ্য বিষয় এখন চলাচলের অযোগ্য সড়ক। আর এই সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিতরা ক্রমাগত লুণ্ঠন করেছেন সরকারি অর্থ আর সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষকে প্রতিদিন নাকানি-চোবানি খাওয়াচ্ছেন প্রধান প্রধান সড়কগুলোতে। অথচ এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নীরব সরকারি দলের সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। যাদের ভোটের বাক্স পরবর্তী নির্বাচনে খালি হয়ে যেতে পারে এসব অনুন্নত রাস্তাঘাটের জন্য।

নিজস্ব প্রতিবেদক : কাটিয়ায় দোকান ঘর ডিড দিয়ে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানের মালিক পক্ষ। কাটিয়ায় আমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় দোকান উদ্ধারের জন্য আদালতে মামলা করেও প্রতিষ্ঠান ফিরে না পাওয়ার দুশ্চিন্তায় রয়েছে তারা। দোকানঘরের মালিক কাটিয়া আমতলা এলাকার মৃত রকিব উদ্দীনের আসাদুজ্জামান ও আশরাফুজ্জামান জানান, ১৯৯৫ সালে ২০ হাজার টাকা অগ্রিম নিয়ে মাসিক ২হাজার টাকা ভাড়া চুক্তিতে দোকানঘরটি ডিড দেন কাটিয়া মাঠপাড়া এলাকার আব্দুল আহাদের কাছে। ১৯৯৭ সালে আহাদ গোপনে ২ লক্ষ টাকার বিনিময়ে ২৫ টাকার স্ট্যাম্পে এফিডেভিটের মাধ্যমে দোকানঘরটি বিক্রয় করেন মাহমুদপুর এলাকার কুয়েত প্রবাসী মিজানুর রহমানের কাছে। এরপর আহাদ গোপনে কুয়েতে চলে যায়। মিজানুর কুয়েত প্রবাসী হওয়ায় দোকানঘরটির দায়িত্ব দেন তার ভাই মাহফুজুর রহমান মিলনের কাছে। মিলন দোকানঘরটি বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেয়।
শেখ তহিদুর রহমান ডাবলু : মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে পূর্বের কর্মস্থলের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৩ বার তাকে টাকা প্রেরত দেওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও তিনি বহাল তবিয়তে।
প্রেস বিজ্ঞপ্তি : ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৪নং ওয়ার্ড আ ’লীগের পৌর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় দিনভর বিভিন্ন কর্মসূচি পালনে সিদ্ধান্ত গৃহীত হয়। সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও সন্ধ্যা ৭টা ১৫ মি. আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে সুলতানপুর ক্লাব মাঠে। সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সদর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাহানা মহিদ, ইসমত আরা, কাজী বেলাল হোসেন, শাহাজান কবির, আঃ রশিদ, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, শাহাদাত, ফারুক, তোহা, শেখ মারুফুল হক, শামীম, মমিন, রাশি, ফিরোজ হাসান, সাহেব আলী, নাজমুল হক, রনি, বনি, কাজী আক্তার হোসেন, ইকবাল হোসেন, মীর মোস্তাক আলীসহ এলাকার নের্তৃবৃন্দ।
মোস্তফা কামাল : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ২০১৭ সালের এইচএসসি ফলাফলের ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে। দিনের পর দিন এ ফলাফলকে কেন্দ্র করে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। ৫০ নম্বরের পরীক্ষায় ৬৩ নম্বর, মেধাবী শিক্ষার্থীদের সৃজনশীল (রচনামূলক) ৫০ নম্বরের মধ্যে ০০(শূন্য) নম্বর, সকল বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে অনুপস্থিতি অজুহাতের শেষ নাই।
রিয়াজ-তিশা দুইজন দুই ভুবনের বাসিন্দা তবে গল্পের প্রয়োজনে আসছে ঈদের একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন এ দুই গুণী শিল্পী। এবার তাদের দেখা যাবে ‘নিষিদ্ধ ভালোবাসার গল্প-২’ নামের একটি নাটকে।
চলচ্চিত্রের রূপালি পর্দার নায়ক অনন্ত জলিল এখন যোগ দিয়েছেন ধর্মকর্মে। এ বছরের শুরুতে তিনি পবিত্র মক্কা শরীফে গিয়েছিলেন ওমরাহ করতে।
তেজপাতায় রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়াম। আর এই তেজপাতা আমরা শুধুমাত্র রান্নায় স্বাদ ও গন্ধের কাজেই ব্যবহার করে থাকি।