সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগদেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্টজাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হাওয়ায় আলআমিনকে সম্বর্ধনাসাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধনজাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভাকালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে কিশোরের মৃত্যুশ্যামনগরে উপজেলা চেয়ারম্যান হলেন সাঈদ-উজ জামান. ভাইস চেয়ারম্যান রিপন. মহিলা ডলিকালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সুমন, ভাইস চেয়ারম্যান পুরুষ বাবলু – মহিলা আফি বিজয়ী“নানা রঙের রবীন্দ্রনাথ” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিতসাতক্ষীরায় ভূমি কর্মকর্তা তপন কর্তৃক না মেনে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

17309বিনোদন প্রতিবেদক: হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ৩ মিনিট ১২ সেকেন্ডে ট্রেলারটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ‘সত্তা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। আরও অভিনয় করছেন- নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।

তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। ছবিতে থাকছে মোট ছয়টি গান।গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ। সম্প্রতি প্রকাশ করা হয়েছিল ‘সত্তা’ ছবির অফিসিয়াল পোষ্টার। হাতে আঁকা পোষ্টারটি সর্বমহলে বেশ প্রশংসিত ও আলোচনারও জন্ম দিয়েছিল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

virat-anushkaবিনোদন ডেস্ক: মাছের তেলেই মাছ ভাজা! বিরটকে তো কখনো সামনাসামনি পাবেন না, তাই বিরাটের প্রেমিকা অনুষ্কাকেই বলে দিলেন, ‘আমি বিরাটকে ভালবাসি’। টেলিভিশন রিয়্যালিটি শো-এর এক প্রতিযোগী মালবিকা সুন্দর এভাবেই জনসমক্ষে জানালেন তার ‘বিরাট প্রেমের’ কথা। বিরাটকে প্রেম নিবেদন, সেটাও আবার বলিউড ডিভা অনুষ্কা শর্মার সামনে, সবার চোখ কপালে ওঠার মত অবস্থা, কী বলবেন বিরাটের প্রেমিকা! অনুষ্কার উত্তর এল, ‘আমি বিরাটকে জানিয়ে দেব’। (মুক্তি পেল ‘বাহুবলী টু’-র ট্রেলর, চোখ সরাতে পারবেন না!)

জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলে নিজের আসন্ন ছবির প্রচারের জন্য এসেছিলেন অনুষ্কা। ‘ফিলোরির’ প্রচার করতে এসে যে বিরাটের জন্য ‘প্রেম প্রস্তাব’ নিয়ে ফিরতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি তিনি! তবে এটাই অনুষ্কা, এমনই তাঁর ব্যক্তিত্ব। কোন রাখঢাক না করেই মালবিকাকে কথা দিলেন, বিরাটের প্রতি তার ভালবাসার কথা পৌঁছে দেবেন তিনি নিজেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3মানুষ একসময় প্রকৃতি থেকেই তাঁর অসুখ বিশুখের পথ্য আহরন করতো। বিভিন্ন গাছ , লতা , পাতা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হতো। এসবে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষ যত আধুনিক হচ্ছে, এসবকে পরিত্যাগ করছে। তবে চীন এবং ভারতে এই ভেষজ চিকিৎসা নিয়ে বর্তমানে ব্যাপক গবেষণা হচ্ছে। আজ আমরা জানবো তুলসী পাতা সম্পর্কে।

তুলসী একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। সুগন্ধিযুক্ত, কটু তিক্তরস, রুচিকর। এটি সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক এবং মুত্রকর, হজমকারক ও এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। তবে বিশেষ করে কফের প্রাধান্যে যে সব রোগ সৃষ্টি হয় সে ক্ষেত্রে তুলসী বেশ ফলদায়ক।

চলুন জেনে নেয়া যাক তুলসী পাতা সম্পর্কেঃ

১। জ্বরঃ তুলসীপাতা সবথেকে বেশি যে অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করবে তা হল জ্বর। চায়ে তুলসীপাতা সেদ্ধ করে সেই পাণীয় যদি পান করেন, তবে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি অসুখ থেকে রক্ষা পেতে পারেন। আপনার পরিবারের কারুর জ্বর হলে তাকে তুলসীপাতা এবং দারুচিনি মেশানো ঠান্ডা চা পান করালে জ্বর সেরে যাবে দ্রুত।

২। গলার ব্যাথাঃ সামান্য গরম জলে তুলসীপাতা দিয়ে সেদ্ধ করে নিয়ে, সেই জল দিয়ে গার্গল করলে বা জল পান করলে আপনার গলার ব্যাথা দ্রুত সেরে যাবে।

৩। সর্দি ও কাশিঃ সর্দি-কাশি প্রায় প্রত্যেকটি মরসুমের খুব সাধারণ একটি অসুখ যা সবাইকে সমস্যা দেয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তুলসীপাতা ৫ মিনিট চিবিয়ে রসটি গিলে নিন। তাহলে এই সমস্যার হাত থেকে সহজেই সমাধান পেয়ে যাবেন।

৪। ত্বকের সমস্যাঃ মাঝে মধ্যেই ত্বকের বিভিন্ন সমস্যা আপনাকে জর্জরিত করে তোলে। ত্বকে বিভিন্ন মরসুমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। সেই সমস্যা সমাধানের একটি সহজ ও অন্যতম উপায় হল তুলসীপাতার পেস্ট লাগান। তুলসীপাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলি কমে যায়।

৫। কিডনির সমস্যাঃ তুলসীপাতা আপনার কিডনীর বেশ কিছু রোগের সমাধান করে দিতে পারে। তুলসীপাতার রস প্রতিদিন একগ্লাস করে পান করলে, কিডনীতে স্টোন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদি কিডনীতে স্টোন জমে যায় তবে তুলসীপাতার রস টানা ৬ মাস পান করলে সেই স্টোন মূত্রের সঙ্গে বেরিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4bkc48093be04cka1v_800c450ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মানব পাচার রোধে বাংলাদেশের ৫ সুপারিশের প্রশংসা করলেন সদস্যরা। মানব পাচারহীন বিশ্ব রচনার সংকল্পে এসব সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে সকল রাষ্ট্রকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হবার প্রয়োজনীয়তা উপস্থাপন করা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব এন্টনিয়ো গুটেরেজ বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে বিভেদ থাকলেও, এই ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি’।

মহাসচিব বলেন, ‘পাচারকারিদের গ্রেফতার ও বিচারে সোপর্দ, শিশু. নারীসহ সকলের নিরাপত্তা এবং পাচার প্রতিরোধের ইস্যুতে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং এমন ব্যবস্থা নিশ্চিত করি যেখানে মানব পাচার বলতে কিছু থাকবে না’ ।

জাতিসংঘের বিদ্যমান ব্যবস্থাতেই মানব পাচারকারিদের শায়েস্তা করার সাথে সাথে পাচার রোধেও সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা যায় বলে উল্লেখ করেন মহাসচিব।

‘Trafficking in Persons in Conflict Situation: Forced Labour, Slavery and other Similar Practices’ শীর্ষক উচ্চ পর্যায়ের এই মুক্ত আলোচনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন মানব পাচারের বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

১৫ মার্চ বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এ আলোচনায় রাষ্ট্রদূত বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিশ্রুতির ফলেই বাংলাদেশ জাতীয় পর্যায়ে এই বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে ব্যাপক আইনগত, নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ প্রণয়ন এবং এর বাস্তবায়নে ২০১৫-২০১৭ মেয়াদে জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্ম পরিকল্পনার আওতায় জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নিয়মিতভাবে এ সংক্রান্ত পর্যবেক্ষণ ও পারস্পরিক সমন্বয় চালু করা হয়েছে। এ বিষয়ে আমাদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা, কার্যকর তথ্য প্রচারণা কৌশল, বিচার প্রক্রিয়া ও মানব পাচারের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি”।

আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রে বাংলাদেশের এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ জাতিসংঘ সংঘবদ্ধ অপরাধ চক্র-বিরোধী সনদে স্বাক্ষরকারী রাষ্ট্র। মানব পাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ সকল পক্ষের সাথেও বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আঞ্চলিক পর্যায়ে সার্ক ও বিমসটেকের আওতায় মানবপাচার প্রতিরোধ সহযোগিতা আরও সম্প্রসারিত করতে আমরা প্রাতিষ্ঠানিক সুযোগ বৃদ্ধির উপরও জোর দিয়েছি”।

সংঘাতময় পরিস্থিতিতে মানব পাচার প্রতিরোধে স্থায়ী প্রতিনিধি এ সভায় পাঁচটি পরামর্শ তুলে ধরেন। এগুলো হল: ক) মানব পাচার সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য জাতিসংঘ একটি উচ্চ পর্যায়ের ফোকাল পয়েন্ট তৈরি করা, খ) সংঘাতময় পরিস্থিতিসহ যে কোন পরিস্থিতিতে মানব পাচার এবং সংশ্লিষ্ট অপরাধের শিকার ব্যক্তি/ব্যক্তিবর্গকে জাতিসংঘ কাউন্টার ট্রাফিকিং এজেন্ডার পুরোভাগে স্থান দেওয়া, গ) অপরাধ চক্র বিরোধী জাতিসংঘ সংস্থার আওতায় জাতীয় পর্যায়ে আইনগত পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, ঘ) মানব পাচার সংক্রান্ত আন্তর্জাতিক আইনগত বিষয়াদি ও বাধ্যবাধকতার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনী সহায়তা ও পরামর্শ প্রদান এবং ঙ) মানব পাচার ও সংশ্লিষ্ট অপরাধের মূল কারণ খুঁজে বের করা।

মানব পাচার, দাসত্ব ও জোরপূর্বক শ্রমবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘ-সমন্বিত যে কোন পদক্ষেপকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সকল সদস্য রাষ্ট্রের সাথে একযোগ কাজ করে যাবে মর্মে রাষ্ট্রদূত আবারও প্রতিশ্রুতি দেন।-এনআরবি নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

beyondsthecloudsশোনা গেছে, ইরানের প্রখ্যাত চিত্র পরিচালক মাজিদ মাজিদির নতুন ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’–এ অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু না, ছবিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন মালায়ালাম ও কান্নাড়া ভাষার ছবির নায়িকা মালবিকা মোহানন। তার বাবা ভারতের প্রখ্যাত চিত্রগ্রাহক কে ইউ মোহনন। তবে কেন এমনটা হলো, এ ব্যাপারে ছবির নির্মাতাদের পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

ছবিতে আরও অভিনয় করছেন শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার, নাসিরউদ্দিন শাহর মেয়ে হিবা শাহ এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে গৌতম ঘোষ।

‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির গল্প দুই ভাইবোনকে নিয়ে। ছবিটি তৈরি হচ্ছে ভারতের পেক্ষাপটে। হিন্দুস্তান টাইমস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

77777নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর প্রথম সেমিফাইনালে বাগেরহাট জেলা দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল।
বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ স্টেডিয়ামে বাগেরহাট জেলা দলকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন  হয়ে  সব কটি দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়ে আগামী ১৮ মার্চ একই মাঠে ঝিনাইদহ জেলা দলের মুখোমুখি হয়ে ফাইনাল খেলবে। দলের পক্ষে সুমন ১টি ও হাবিবুর ১টি গোল করে।
সাতক্ষীরা জেলা দল ফাইনালে উত্তীর্ণ হওয়ায় শুভেচ্ছা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম মো. মহিউদ্দিন সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্দ্ধ-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এ অংশগ্রহণকারী জেলা দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারসহ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও সাতক্ষীরা জেলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। জেলা দলের টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন স.ম সেলিম রেজা।
জেলা দলের হয়ে খেলছেন জাহাঙ্গীর, মোস্তাফিজুর, মামুন, সাইফুল, রাশেদ, মনিরুল, পারভেজ, বাবলু, বাপ্পি, সুমন, স¤্রাট, জাহিদ, সাইমুন, হাবিবুর, মিয়ারাজ ও ইদ্রিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

u5u5u5533333নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা ও নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মটরশ্রমিক ইউনিয়ন সূত্রে জানাগেছে, শান্ত বাস টার্মিনালকে অশান্ত করার জন্য একটি চক্র বৃহস্পতিবার দুপুরে আকষ্মিকভাবে শ্রমিক ইউনিয়ন দখলের অপচেষ্টা করেন। এসময় বঙ্গবন্ধুর কাঙালি ভোজ অনুষ্ঠান বর্জনকারী, আমান হত্যা মামলার আসামি আক্তারুজ্জামান মহব্বত, মকছুদ, লিয়াকত, সালাম, শফি, কবির, রবি, মিয়ারাজ জেলার বিভিন্ন এলাকার বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলনকে মারপিট করে ইউনিয়ন দখলের চেষ্টা চালায়। এঘটনায় সাধারণ শ্রমিকরা ফুঁসে উঠলে হামলাকারীরা পালিয়ে যায় বলে ইউনিয়নের নেতৃবৃন্দ জানান। এছাড়া গত মঙ্গলবার ইউনিয়নের শ্রমিক আহাদুর রহমান খান, সহ-সভাপতি তহিদুর রহমানকে মারপিট করে ওই চক্র। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ইউনিয়নে পুলিশ টহল রয়েছে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস-টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ ও জেলা অটো-মোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কালু প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যারা শান্ত কেন্দ্রীয় বাসটার্মিনালকে অশান্ত করতে চাই তাদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। আমাদের কোন শ্রমিকের উপর হামলা হলে শান্ত মটর শ্রমিকরা বসে থাকবেনা। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কি কারণে শ্রমিকলীগের কার্যক্রম নিয়ে ষড়যন্ত্র করছে আমরা জানিনা কি তার উদ্দেশ্য? তিনি কী অন্য কারো উদ্দেশ্যে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। যদি তাই হয় তাহলে শ্রমিকরা তার দাতভাঙ্গা জবাব দিবে। প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হামিদুল ইসলাম।
অপরদিকে, ইউনিয়নের চাঁদা দাতা সদস্যদের পরিচয় পত্র ফেরত দেওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা মটর শ্রমিক সংগ্রাম পরিষদের আহবানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টায় পরিবহন শ্রমিক নেতা লিয়াকত হোসেনকে ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেনকে মারপিট করার প্রতিবাদে খুলনা রোড মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আরশাদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শেখ মকসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, শেখ কবির হোসেন, শেখ মিয়ারাজ আলী, মোঃ নুরুল আলম, এবাদুল্লাহ হাজরা, আব্দুর রহমান বাপ্পি, মশিয়ার রহমান, কাজী আক্তারুজ্জামান মহব্বত, মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় অবিলম্বে লিয়াকত হোসেনের উপর হামলাকারী জাহিদ হোসেনের গ্রেফতার ও সাধারণ ইউনিয়নের চাঁদা দাতা সদস্যদের পরিচয়পত্র ফেরত দেওয়ার জন্য আহবান জানান। সভায় সকলের সর্বসম্মতিক্রমে শেখ রবিউল ইসলাম রবিকে আহবায়ক, লিয়াকত হোসেন ও মোঃ আবুল হোসেনকে যুগ্ম আহবায়ক এবং কাজী আক্তারুজ্জামান মহব্বতকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠন করা হয়। প্রতিবাদ সভা শেষে বাস টার্মিনাল এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1111111নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আংশিক জেলা কমিটির সাথে সকল উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উপস্থিতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা রহমাতুল্লাহ পলাশ। বক্তব্য রাখেন নবগঠিত জেলা কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, রফিকুল আলম বাবু, চেয়ারম্যান এস,এম, রফিকুল ইসলাম, এ্য্ডাঃ বরুণ কুমার বিশ্বাস, এ্যাডঃ আব্দুল মজিদ, এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, মোঃ মহিউদ্দিন সিদ্দিকী, নবগঠিত জেলা কমিটির যুগ্ম-সম্পাদক আবুল হাসান হাদী, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মাসুম বিল্লাহ শাহিন, সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শের আলী, অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, এ্যাডঃ আবুল হোসেন, বাবু মৃনাল কান্তি, এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টু, অধ্যাপক মনিরুজ্জামান মনি, হাফিজুর রহমান মুকুল, আব্দুল্লাহ আল রাজু, সালাহউদ্দিন লিটন, রফিকুজ্জামান ছট্টু, মোঃ নাসির উদ্দিন, খুরশিদ জাহান শিলা। সদর থানার বিএনপির পক্ষে মোঃ ইউসুফ আলী, শ্যামনগর থানার পক্ষে মাস্টার ওয়াহেদ আলী, কালীগঞ্জ থানার পক্ষে মোহাম্মাদ আলী, দেবহাটা থানার পক্ষে সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আশাশুনি থানার পক্ষে সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, তালা থানার পক্ষে বাবু মৃনাল কান্তি, কলারোয়া থানার পক্ষে শরিফুজ্জামান তুহিন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাদেম আলী, সিরাজুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান আবু রায়হান, সাবেক চেয়ারম্যান বদরুল, অধ্যাপক বজলুর রহমান, এ্যাডঃ এবিএম, সেলিম, সালেকা হক কেয়া, শাহারিয়ার জামান, হেদায়েতুল ইসলাম, খায়রুল আহসান, এ্যাডঃ অসীম মন্ডল, এ্যাডঃ নুরুল আমীন, এ্যাডঃ মোস্তফা জামান, সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব, সাবেক ছাত্রনেতা মেরিন, মীর তাজুল ইসলাম রিপন, যুবদল নেতা শাহিনুর রহমান শাহিন, মোঃ আলী শাহিন, মোঃ আলীম, মোঃ ফরিদ, মেম্বর সহরাব হোসেন, রেজাউল ইসলাম রেজা, মফিজুল ইসলাম মফিজ, হাসান শাহরিয়ার রিপন প্রমুুখ। নবগঠিত জেলা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা রহমতুল্লাহ পলাশ এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ তারিকুল হাসান বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সাতক্ষীরা জেলার দায়িত্ব পেয়েছি। তারা আরো বলেন, আমাদের সর্বত্যাগ ও জীবনের বিনিময় জেলায় সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা একসাথে কাজ করতে চাই এবং দলের সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে জেলার সকল আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সকলে ধানের শীষের পরিবারের মানুষ। আরো বলেন, হামলা ও মামলা দিয়ে আমাদের আন্দোলন থামিয়ে দেয়া যাবে না। মিথ্যা মামলায় কারাগারে বন্দি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি চাই। ৮টি থানার ও ২টি পৌরসভার বিএনপি নেতৃবৃন্দ এবং স্ব স্ব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত জেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest