সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিমের বিরুদ্ধে আদালতে মামলাআশাশুনিতে পিতা পুত্রের ঐতিহ্যবাহী লাঠি খেলাতালায় পুকুরের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধারকালিগঞ্জে পূজা প্রসাদ খেয়ে এক শিশুর মৃত্যু-অসুস্থ শতাধিকবুড়িগোয়ালিনীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবার পেল প্রেরণার নগদ অর্থদেবহাটায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতনানা আয়োজনে সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনজেলা প্রশাসকের দেওয়া ভ্যান পেয়ে আবেগাপ্লুত স্বামী পরিত্যাক্তা রওশনারাশ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরি: সাবেক সেনা সদস্য আটকতালায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি নিলীপ কুমার মল্লিক এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সোবহান,সাধারণ সম্পাদক মোঃ মগরেব আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ অজিয়ার রহমান,ইউ পি সদস্য রেজাউল করিম মিঠু প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের নির্জন কারাগারে পাঠানো হয়। নয় মাস কারাগারে অসহনীয় নির্যাতন আর প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে তিনি মৃত্যুর প্রহর গুনতে থাকেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি বাঙালির জয়গান গেয়েছেন। তারা বলেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশসমূহ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ অলিউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, আব্দুর রশিদ, মিজানুর রহমান, আহসান উল্লাহ, ফিরোজ কবির,মামুন হোসেন,সিদ্দিক হোসেন নারায়ন চন্দ্র ঘোষ ও ওয়ার্ড আওয়ামীলীগের নের্তৃবৃন্দ সহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মাদালীপুর জামে মসজিদ নির্মাণ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন ও জুম্মা নামাজ শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালামাতুল্লাহ গাজী, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, ইউপি সদস্য মোনাজাত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের শাহজাহান আলী, প্রভাষক শেখ শরিফুল ইসলাম পলাশ, উক্ত মসজিদের ইমাম আবু মুসা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চিনেডাঙ্গা জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ। নির্মানাধীন মোহাম্মাদালীপুর জামে মসজিদের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মসজিদ কমিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা সীমান্ত থেকে ৩০ বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার বিকেলে সীমান্তের শ্রীরামপুর এলাকা থেকে উক্ত ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে সক্ষম হননি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে একদল টহলরত বিজিবি সদস্য দেবহাটা সীমান্তের শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সেখান থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ৩০ বোতল মদ জব্দ করতে পারলেও তারা কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত মদের মধ্যে ২৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ ও ৬ বোতল কিং ফিসার মদ। সাতক্ষীরা ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ৩০ বোতল বিদেশী মদের মূল্য ৪৫ হাজার টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_4592-copyনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে প্রধান অতিথি হিসেবে গরিব দুঃখী অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শেখ নুরুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য প্রভাষক শেখ শরিফুল ইসলাম, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-13-01-17নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সদস্য সরদার আব্দুল মজিদ (৬২) শক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না-ইলাহি রাজেউন)। মৃতকালে তিনি ২ পুত্র ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খানপুর গ্রামের মৃত এরফান সরদারের পুত্র।
প্রয়াত মজিদের পারিবারিক সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার রাতে নিজবাড়ী হৃদরোগে আক্রান্ত হলে ঐ রাতেই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত হয়।
শক্রবার দুপুরে তালা ডাকবাংলো চত্ত্বরে তার মরদেহ আনা হলে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল হক, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘেষে বাবলু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ভুমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত কুমার সাহা, জাসদ নেতা সাংবাদিক আব্দুল আলীম, দেবাশিষ দাস, গোবিন্দ ভদ্র প্রমুখ উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে বিকাল ৫ টায় জানাযা নামাজ শেষে খানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ddddddনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় রোটারি ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার পুরাতন আইনজীবী ভবনে ১৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব সাতক্ষীরা ও রোটারি ক্লাব অব ঢাকা মিড সিটি যৌথভাবে এর আয়োজন করে। রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটাঃ মুফতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ কালে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক রোটাঃ মো. মনিরুজ্জামান টিটু, সাউদার্থ জোন খুলনার ডেপুটি গভর্নর রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অব ঢাকা মিড সিটির সাধারণ সম্পাদক রোটাঃ রাশেদ কামাল, রোটাঃ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, রোটাঃ ইঞ্জিনিয়ার সালাউদ্দীন, রোটাঃ এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি, রোটাঃ মো. শরিফুল ইসলাম, রোটাঃ হাসিবুর রহমান রনি প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এনছান বাহার বুলবুল, রোটাঃ ডা. সুশান্ত ঘোষ, রোটাঃ শাহিদুর রহমান, রোটাঃ মোশাররফ হোসেন মন্টু, রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক রোটাঃ জি.এম আবুল হোসাইন, শেখ কাইয়ুম রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটাঃ প্রফেসর ভুধর সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

5927a01f36a57da3a455b6113bfe6dbd-sakib2টেস্টে এখন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিবের। সাকিব এই মুহুর্তে ২১০ রানে অপরাজিত আছেন।
তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। এর আগে ২০১৩ সালে মুশফিকুর রহিম ও ২০১৫ সালে তামিম ইকবাল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওয়েলিংটন টেস্টে আজ ৫ রান নিয়ে ব্যাট করতে নামা সাকিব সারা দিনে দুর্দান্ত ব্যাটিং করে টেস্টে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নিয়েছেন।

টেস্টে এটি সাকিবের চতুর্থ সেঞ্চুরি। দুই বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন। সেটিকেই রূপ দিলেন ডাবলে। ইনিংসের ১২৫তম ওভারে গ্রান্ডহোমকে চার মেরে ডাবল ফিগারে পৌঁছে যান সাকিব। এর আগে সাকিবের ক্যারিয়ার সর্বোচ্চ ছিল ১৪৪ রান। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন। শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও সেটি ছিল সাকিবের ক্যারিয়ার সেরা।

সেটিকেই এবার ডাবলে নিয়ে যাওয়া সাকিবের সামনে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ। ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে করা তামিমের ২০৬ এখন পর্যন্ত টেস্টে কোনো বাংলাদেশির করা সর্বোচ্চ ইনিংস। আজ ড্রেসিং রুমের সিঁড়িতে বসে তামিম দেখছেন সাকিবের ইতিহাস গড়ার সেই মুহূর্তটি। আর প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরিয়ান সাব্বিরের সঙ্গে উইকেটেই আছেন।  ইতিহাস গড়া এক জুটি গড়ে আউট হয়েছেন মুশফিক। তিনি করেছেন ১৫৯ রান। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৫২৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_93544854__93540398_12jan_comp2চীনে অত্যন্ত ক্ষীণ শরীরের একজন বৃদ্ধাকে শুকরের খোঁয়াড়ের ভেতর বন্দী করে রাখার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।

দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে ৯২ বছর বয়সী ওই বৃদ্ধাকে তার নিজেরে ছেলে এবং ছেলে-বউ এভাবে বন্দী করে রাখে।

বছরের পর বছর ধরে তাকে এভাবে বন্দী থাকতে হয় বলে জানা গেছে। সাউদার্ন মর্নিং পোস্ট পত্রিকার খবরে বলা হয়েছে, ইয়াং নামে ওই নারীকে ১০ বর্গমিটার সেলের ভেতর কাঠের বেঞ্চিতে ঘুমাতে দেয়া হয়েছে।

তবে তিনি নিজের ইচ্ছাতেই সেখানে ছিলেন কি-না তাও খতিয়ে দেখবে স্থানীয় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক মাসগুলোতে দেশটির একটি অংশের মধ্যে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলার বিষয়টি নিয়ে অনইন মাধ্যমগুলোতে বেশ সমালোচনা স্থান পাচ্ছে।

ইয়াং নামের বৃদ্ধের ঘটনাটিও হয়তো অজনাই থেকে যেত যদি না প্রিটি নান গুলান নামে স্থানীয় একজন নারী একটি ভিডিও পোস্ট করতেন। মিয়াওপাই নামে জনপ্রিয় ভিডিও সার্ভিসে খাঁচার ভেতর বসে থাকা নব্বই বছরোর্ধ বৃদ্ধার ভিডিও প্রকাশ করেন তিনি।

গত ৬ জানুয়ারি সেটি আপলোডের পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত আঠারো লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে।

দশ হাজারের বেশি অনলাইন ব্যবহারকারী হ্যাশট্যাগ দিয়ে পোস্ট শেয়ার করেছেন যেখানে বৃদ্ধের ছেলে এবং ছেলে-বউকে ‘পশু’ বলে অভিহিত করা হয়।

এরপর বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার সময় তার হাড্ডি-সর্বস্ব শরীরের ছবি মর্নিং পোস্ট পত্রিকায় ছাপা হলে তা আরও বিক্ষুব্ধ করে তোলে অনেককে।

তবে চীনের সমাজে এই ধরনের ঘটনা একেবারে নতুন নয়। সেখানে বৃদ্ধ বা-মায়ের প্রতি প্রায়ই সন্তানদের এমন অবেহলার ঘটনার খবর পাওয়া যায়। ২০১৪ সালে হেনান প্রদেশে নব্বর বছর-বয়সী এক বৃদ্ধ এমন অবস্থার শিকার হয়েই প্রাণ হারিয়েছিলেন।

নভেম্বর মাসেই ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে রাস্তায় আবর্জনার ভেতর থেকে খাবার উঠিয়ে খেতে দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করে। তার মধ্যবয়সী মেয়ের কাছে বোঝা হয়ে উঠেছিলেন ওই বৃদ্ধ বাবা, খবরে এমনটাই উঠে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest