সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

Isro-220170505175446দক্ষিণ এশীয় স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’য়ের সফল উৎক্ষেপণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ভারতের উদ্যোগে ২০১৪ সালে সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এই উপগ্রহে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাকিস্তান ছাড়া সার্কের অন্যান্য দেশগুলো এতে যুক্ত হয়েছে।

বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’য়ের দ্বারা বাধাগ্রস্ত হবে না এমন তথ্য নিশ্চিত হওয়ার পর সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

স্যাটেলাইটটি উৎক্ষেপণ শেষে দক্ষিণ এশিয়ার ৭টি দেশের শীর্ষ নেতার ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী থেকে এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের রাষ্ট্র প্রধান তাদের নিজ নিজ দেশ থেকে এ ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছেন।

স্যাটেলাইটটির ওজন ২ হাজার ২৩০ কেজি। যা নির্মাণে ৩ বছর সময় লেগেছে। ‘জিএসএটি-০৯’ দক্ষিণ এশীয় এসব দেশের মধ্যে টেলিযোগাযোগ, টেলি-মেডিসিন, টেলি-এডুকেশন এবং অন্যান্যের খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখবে। স্যাটেলাইটটি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আরও ঘনিষ্ঠ করবে বলে আশা করা যাচ্ছে।

তথ্য-উপাত্ত প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পাঠাতে সহায়তা করবে।

ভারতের স্থানীয় সময় বিকাল ৫টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। গত মাসে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছিলেন, এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ৪০ কোটি ডলারের পুরো ব্যয় বহন করছে ভারত।

এই স্যাটেলাইটের ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্য পাচ্ছে বাংলাদেশ এবং তা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1493984182আর্জেন্টিনার রোজারিওতে আগামী জুনে লিওনেল মেসির বিয়ের অনুষ্ঠান। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার বিয়ের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকছেন তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। আর কাদের দাওয়াত দেওয়া হচ্ছে তা নিয়েও সংবাদমাধ্যমের আগ্রহের কমতি নেই।

বার্সেলোনায় মেসির সতীর্থ জেরার্ড পিকের বান্ধবী কলম্বিয়ান পপতারকা শাকিরার বিয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। যদিও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, শিক্ষা ও চিকিৎসাসেবার বিশ্বজনীন অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণে জাতিসংঘের পক্ষে কাজ করছেন মেসি ও শাকিরা দুজনেই মিলে।

শাকিরা এই অনুষ্ঠানে উপস্থিত না থকেলেও বিশ্ব ফুটবলে সেরার খেতাব নিয়ে এই মুহূর্তে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো উপস্থিত থাকতে পারেন। রিয়াল মাদ্রিদ তারকাকে এরই মধ্যে আমন্ত্রণ জানিয়েছেন মেসির বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো।

স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির বান্ধবীর প্রস্তাবে নাকি সম্মতি দিয়েছেন রোনালদো। সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন তিনি।

দুই বছর আগে জুরিখে ব্যালন ডি’অর অনুষ্ঠানে আন্তোনেল্লার সঙ্গে দেখা হয়েছিল রোনালদোর। সেই সময় সামান্য কথাবার্তাও হয় তাঁদের।

আন্তোনেল্লা নাকি জানিয়েছেন, রোনাল্ডো সম্পর্কে বিভিন্ন কথাবার্তা শোনা গেলেও সে খুব নরম মনের মানুষ এবং আমুদে প্রকৃতির। সব কিছু ঠিক থাকলে মেসি-আন্তোনেল্লার বিয়ের অনুষ্ঠানে সেরা আকর্ষণ হতে পারে রোনালদোর উপস্থিতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

f7d75e2d8343d4ad71fe5cf235c51ecc-573360e46fdeaআসাদুজ্জামান : সাতক্ষীরার চারাবাড়ি সীমান্তের সোনাই নদী থেকে বিজিবির বাঁধার মুখে বিএসএফ মাটি কাটা বন্ধ করে দিয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরমান হোসেন পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর সোনাই নদীর তীরে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবির আহবানে দু দেশের কোম্পানি কমন্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমন্ডার আহম্মদ আলী জানান, সীমান্ত আইন লংঘন করে সোনাই নদীর ভিতর থেকে বিএসএফ মাটি কাটার কাজ করছিল। এ সময় বিজিবি সদস্যরা বিএসএফকে মাটি কাটতে নিষেধ করেন। বিএসএফ তাদের বাধা অতিক্রম করে উত্তেজিত হয়ে মাটি কাটার চেষ্টা করেন। এরপর বিজিবি জোর প্রতিবাদ জানালে বিএসএফ মাটি কাটার কাজ বন্ধ করে দেয় । পরে শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে তলুই গাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমন্ডার পর্যায়ে এক পতাকা বৈঠাক শুরু হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমন্ডার আহম্মদ আলীসহ বিজিবির ৭ সদস্য। অপরদিকে, ভারতীয় বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন, তারালি ক্যাম্পের কোম্পানি কমন্ডার মনোজ সেনসহ ৮ বিএসএফ সদস্য। পতাকা বৈঠকে বিএসএফর আর সোনাই নদী থেকে মাটি কাটবেন না বলে বিজিবিকে আশ্বস্ত করেন।
সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে দু দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ সোনাই নদী থেকে আর কোন মাটি কাটবেননা বলে বিজিবিকে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

B3b9JG_emrulইংল্যান্ডের কাউন্ট্রি ক্রিকেট ক্লাব সাসেক্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর হোভে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়।

এ প্রতিবেন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান। ঝড় ব্যাটে মাত্র ৪৫ বল অর্ধশতক তুলে নিয়েছেন ওপেনার ইমরুল কায়েস। তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন সাব্বির রহমান।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচের এটি দ্বিতীয়টি। প্রথম ম্যাচটি ছিল ডিউক অব নরফোকের বিপক্ষে। সেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। গত সোমবার ডিউক অব নরফোকের বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ দাপট দেখায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের অপরাজিত ১৩৪, সৌম্য সরকারের ৭৩ আর ইমরুল কায়েসের ৪৪ রানের ভর করে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ।

সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সিরিজের অপর দলটি হলো নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে আসবে টাইগাররা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3কোনো সিনেমার ক্লাইম্যাক্সেও হার মানাবে এ দৃশ্য। চিত্রনায়িকা অপু বিশ্বাস এসে নামলেন এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই সেখানে হাজির চিত্রনায়িকা বুবলি। মাস খানেক ধরে তাঁদের মধ্যে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে চলছে একধরনের শীতলযুদ্ধ। তাঁরা আজ শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে হয়ে গেলে মুখোমুখি!
সকাল সাড়ে ১০টার দিকে অপু বিশ্বাস আসেন এফডিসিতে ভোট দিতে। দীর্ঘদিন পর এ অভিনেত্রী এমন লোক সমাগমের মধ্য দিয়ে এলেন নিজ কর্মক্ষেত্রে। তাই তাঁকে এক ঝলক দেখতে স্বাভাবিকভাবেই আগ্রহ আর উচ্ছ্বাস ছিল সবার মধ্যে। ঠিক পাঁচ মিনিট পর একই স্থানে উপস্থিত হন চিত্রনায়িকা বুবলি। শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার কারণে এবং তাঁদের মধ্যে সখ্যের কারণে বুবলি-অপুর মধ্যে বিরোধের গুঞ্জন যখন সবখানে, ঠিক তখনই এই দুই নায়িকা মুখোমুখি।
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলি শিল্পী সমিতির কার্যালয়ের এসে সবার সঙ্গে আলাদাভাবে কুশল বিনিময় করেন। কিন্তু একে অপরের সঙ্গে আলাপ করেননি। এমনকি চোখাচোখিও না। কুশল বিনিময় শেষে দুজনই ঢোকেন ভোট দিতে। ভোটকেন্দ্রের ভেতর তাঁরা দুজন একসঙ্গে ছিলেন প্রায় ১০ মিনিট।
ভোট দিয়ে বেরিয়ে এসে বুবলি সাংবাদিকদের মুখোমুখি হননি। সরাসরি এফডিসি থেকে বেরিয়ে যান। তবে অপু বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে শুভকামনা জানান। কিছু সময় পর তিনিও বিদায় নেন এফডিসি থেকে।
ভোটকেন্দ্রের ভেতরের সেই ১০ মিনিটে কী হলো, তা এখনো রহস্য! দুজন কি দুজনের সঙ্গে কথা বলেছিলেন? নাকি সেখানে তাঁরা একে অপরকে এড়িয়ে গেলেন? ভেতরের খবর এখনো জানা বাকি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

002ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা (www.dailysatkhira.com)’র উদ্যোগে সাংবাদিকতায় ৪ মাস মেয়াদি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপের আওতায় প্রশিক্ষণার্থীদের রিপোর্টিং এর কৌশল, নৈতিকতা, বানান ও বাক্য গঠন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণার্থীদের রিপোর্টিং এর কৌশল, সাংবাদিকের নৈতিকতা এবং সংবাদ সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
বাংলা বানান ও বাক্য গঠনের উপর প্রশিক্ষণ প্রদান করেন তালা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আশুতোষ সরকার।
সাতক্ষীরা সরকারি কলেজে গত বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ001 করে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদের সম্পাদক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান মাসুম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ এর দর্শন বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1493961007কোনো ছবিতে সানি লিওনের আইটেম গান মানেই যেন নতুন কোনো আবেদন সংযোজন করা। সে আবেদন ফেলতে পারেননি স্বয়ং শাহরুখ খানও। বলিউড বাদশা হয়েও নিজের ছবিতে অন্য রকম আবেদন যোগ করতে ‘রইস’ ছবির ‘লায়লা মে লায়লা’ গানের জন্য সানিকে নির্বাচন করেন শাহরুখ। সে ধারাবাহিকতায় আবারও ফিরছেন সানি। একটি মারাঠি আইটেম গানে পা দোলাতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ডিএনএ ইন্ডিয়ার একটি খবরে জানা যায়, বেবিডল খ্যাত এই তারকা বিশাল দেওরুখাকারের পরবর্তী চলচ্চিত্রের একটি আইটেম গানে নাচবেন। যদিও চলচ্চিত্রটির নাম এখনো ঠিক করা হয়নি। সিনেমাটির গানগুলো সম্পাদনা করেছেন অদ্ভুত গুপ্তে।

গানগুলো সম্পাদনা ছাড়াও প্রতিটি গানের কথাও লিখেছেন গুপ্তে। ছবিটির নৃত্য পরিচালনায় রয়েছেন গণেশ আচারিয়া। নিজের প্রিয় নৃত্যপরিচালকের সঙ্গে নাচের পদক্ষেপ শেখার জন্য মুখিয়ে রয়েছেন সানি। এ ছাড়া মিলান লুথারিয়ার পরিচালনায় ‘বাদশাও’ ছবিতে একটি আইটেম গানে নাচবেন সানি। সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়ানা ডি ক্রুজ ও এশা গুপ্তা। ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আইটেম গানের ফাঁকে ‘তেরা ইন্তেজার’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন সানি লিওন। রাজিব ওয়ালিয়ার পরিচালনায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে সানিকে।

ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সিনেমাটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি সোনাক্ষির ‘নূর’ চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1493961563চাকরি চাই ডেস্ক : গত সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত চাকরির বিজ্ঞাপনগুলো দেখে নিন এক নজরে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, বেতন ২৪ হাজার টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা। ‘ইউনিয়ন পরিষদ সচিব’ পদে ১০ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারাই কেবল ওই পদে আবেদন করার সুযোগ পাবেন।

বয়স
আগামী ২৪ মে, ২০১৭ অনুযায়ী আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমটি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় এবং ঢাকা জেলার ওয়েবসাইটে (www.dhaka.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্র নিজ হাতে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় কাগজসহ প্রার্থীদের শুধু ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৫ জুন, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালীন ‘জেলা প্রশাসক, ঢাকা’ বরাবর পাঠাতে হবে।

মূল বিজ্ঞপ্তি : bit.ly/2q1cdtT

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার ফার্মায় চাকরি, বেতন ১৬ হাজার টাকা

নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘ল্যাবরেটরি অ্যানালিস্ট, কোয়ালিটি কন্ট্রোল’ পদে প্রতিষ্ঠানটির পাবনা প্ল্যান্টে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

রসায়ন বিষয়ে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ইংরেজি ভাষায় লেখা ও পাঠ করার দক্ষতাসম্পন্ন হতে হবে। কম্পিউটার চালনা সম্পর্কে ধারণা থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব-৩০ বছর।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইট (bit.ly/2qqWtjy) থেকে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করা যাবে ১৩ মে, ২০১৭ পর্যন্ত।

মূল বিজ্ঞপ্তি : bit.ly/2pKcKzr

অভিজ্ঞতা ছাড়াই ক্যারিয়ার শুরু করুন সোস্যাল ইসলামী ব্যাংকে

নতুনদের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসা সম্পর্কিত বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি স্নাতক পর্যায়ে ফল থাকতে হবে সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০। মাইক্রোসফট অফিস ও এক্সেল চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স ৩০ এপ্রিল, ২০১৭ অনুযায়ী অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

শিক্ষাজীবনের সব সনদের ফটোকপি ও সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্যাবলিসংবলিত জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এসআইবিএল, হেড অফিস, সিটি সেন্টার ৯০/১, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৭ মে, ২০১৭ পর্যন্ত।

মূল বিজ্ঞপ্তি : bit.ly/2qHmzvl

উচ্চ মাধ্যমিক পাসেই ২২৬ জনের চাকরি কর্মসংস্থান ব্যাংকে

জনবল নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২২৬ জন প্রকৃত ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের সরাসরি নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার বা ডাটা এন্ট্রি-সংক্রান্ত অন্যূন ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ থাকতে হবে। এ ছাড়া কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বয়স

আবেদনকারীর বয়সসীমা ১৫ মে, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের (www.bdjobs.com/kb) মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন করা যাবে। তবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন সঠিকভাবে সম্পন্ন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করার সময়সীমা ৩ মে, ২০১৭ সকাল ১০ টা থেকে ১৫ মে, ২০১৭ রাত ১২টা পর্যন্ত।

মূল বিজ্ঞপ্তি : bit.ly/2qBQWnq

বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় পদে চাকরি করুন নোভার্টিসে

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড। ‘অফিসার বা এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট অ্যান্ড সোর্সিং’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রত্যক্ষ ও পরোক্ষ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সোর্সিং, প্রকিউরমেন্ট এবং কমার্শিয়াল প্রসেস সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া

নোভার্টিসের ওয়েবসাইট (bit.ly/2oZT4nH) থেকে অনলাইনে আবেদন করা যাবে।

মূল বিজ্ঞপ্তি : bit.ly/2p8oace

অভিজ্ঞতা ছাড়াই প্যাসিফিক ফার্মায় ২৫ হাজার টাকার চাকরি

নতুনদের চাকরির সুযোগ দিয়ে আকর্ষণীয় পদে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘ডেপুটি এক্সিকিউটিভ (প্রোডাক্ট প্রমোশন)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো ফলসহ বি ফার্ম বা এম ফার্ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। মহানগর অথবা যেসব শহরে মেডিকেল কলেজ আছে সেসব শহরে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স

প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।

বেতন

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলায় নিয়োগপ্রাপ্তদের প্রথম মাসে ১৮ হাজার, দ্বিতীয় মাসে ২০ হাজার ও ২২ হাজার তৃতীয় মাসে এবং পরবর্তী মাসে চাকরি নিশ্চিতকরণের পর ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া মহানগর অথবা যেসব শহরে মেডিকেল কলেজ আছে, সেসব শহরে নিয়োগপ্রাপ্তদের চাকরি নিশ্চিত করার পর বেতন হবে প্রতি মাসে ২২ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাজীবনের সব সনদের ফটোকপি এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ৫ ওয়্যার স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩’। আবেদন করার সুযোগ থাকছে ২৯ মে, ২০১৭ পর্যন্ত।

মূল বিজ্ঞপ্তি : bit.ly/2quIWY9

উচ্চ মাধ্যমিক পাসেই ১০০ জন নিয়োগ দেবে ওয়ালটন

নতুনদের মধ্যে যাঁরা সেলসে ক্যারিয়ার শুরু করায় আগ্রহী, তাঁদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রকাশিত নিয়োগ বিজ্ঞাপন অনুযায়ী ওয়ালটনের বিভিন্ন শোরুমে ১০০ জন ‘সেলস অফিসার বা সিনিয়র সেলস অফিসার’ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা

বাণিজ্যে উচ্চ মাধ্যমিক বা ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার ও মোটরসাইকেল চালানো জানতে হবে। ইলেকট্রনিকস বা মোবাইল শোরুমে বিক্রয় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জেলা বা উপজেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে এবং জীবনবৃত্তান্ত ই-মেইলের (jobs@waltonbd.com) মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়া এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, কভার লেটারসহ ডাকযোগেও আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা। আবেদন করার ঠিকানা ‘ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পলিসি অ্যান্ড এইচআরএম), ৫ রাজউক এভিনিউ, প্রিন্টারস বিল্ডিং (লেভেল-৬), ঢাকা-১০০০’। আবেদন করা যাবে ৩ জুন, ২০১৭ পর্যন্ত।

মূল বিজ্ঞপ্তি : bit.ly/2qHhkeM

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest