received_1127750737353555ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা ছাত্র কল্যাণ সমিতি(ডসাস)’র নবগঠিত কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডাকসু’র দ্বিতীয় তলায় ডুসাস’র সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম সজল এর  সঞ্চালনায় বিকাল ৪:৩০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুসাস এর সাবেক সভাপতি ও মাস্টার দা’ সূর্যসেন হল ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন,  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক কাজী ফারুক হোসেন।
সভায় বক্তারা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে জানান। তারা সংগঠনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সভাপতি তার সমাপনী বক্তব্যে সাধারণ শিক্ষার্থীদের দাবির কথা উত্থাপন করেন। সেখানে টি-শার্ট প্রদান, পিকনিক, ইফতার পার্টি এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আকাক্সক্ষা ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মিজারুল কায়েস আর নেই

কর্তৃক Daily Satkhira

mohamed_mijarul_quayes%e0%a7%a8ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশ সময় শনিবার সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১১ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ সাবেক এ পররাষ্ট্র সচিবকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।

ওই সময় তার অসুস্থতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছিল, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তিনি।

রাষ্ট্রদূত কায়েস ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকাতেই ছিলেন। ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের সাও পাউলোর উদ্দেশে তিনি রওনা দেন। সেখানে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ব্রাজিলে যাওয়ার আগে মিজারুল কায়েস বাংলাদেশের লন্ডন মিশনে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1489208316ড্রকে প্রাধান্য দিয়ে শনিবার শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেটা এখন খুবই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় সফরকারীরা। এর পর শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের এক ওভারেই আরও দুজন ব্যাটসম্যান আউট। ৩১ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করেছে বাংলাদেশ।

বিনা উইকেটে ৬৭ রানে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশ পঞ্চম দিনটাই শুরু করেছে উইকেট হারিয়ে। গলেতে দুই ইনিংসেই ফিফটি হাঁকানো সৌম্য সরকার ছিলেন ভরসার প্রতীক। কিন্তু তার আউট দিয়েই শুরু হয় দিন।

আসেলা গুনারত্নের পেসে পঞ্চম দিন রানের খাতা না খুলে বোল্ড হন সৌম্য। ৫৩ রানে শেষ হয় তার ইনিংস। এর পর দিলরুয়ান পেরেরা তার অফ স্পিনে পরপর দুই ওভারে সাজঘরে ফেরান মুমিনুল হক ও তামিম ইকবালকে। মুমিনুল ৫ রানে এলবিডব্লিউর শিকার। আর তামিমকে ১৯ রানে ক্যাচ দিতে হয় গুনারত্নের কাছে।

৪৫৭ রানের লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। হেরাথের সপ্তম ওভারে সাকিব ৮ রানে ক্যাচ তুলে দেন দিমুথ করুনারত্নের হাতে। মাহমুদউল্লাহ নেমেই দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার, রানের খাতা খোলা হয়নি তার।

অধিনায়ক মুশফিকুর রহিমকে ব্যাটিং ক্রিজে সঙ্গ দিতে নেমেছেন লিটন দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_6060-copyনিজস্ব প্রতিবেদক : ‘মাদক ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর থানা পুলিশের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনী অসীম সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। মাদকের মরণ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে পুলিশ ও জনতা এক সঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানামুখী উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। মা আমাদের সমাজ সংসার ও দেশ জাতি সম্পর্কে ভাল দিক নিদের্শনা দেয়। মা মাটি দেশ জাতি যেমন আমাদের গর্ব তেমনি মাদক ও জঙ্গি আমাদের দেশ জাতি সমাজ ও পরিবেশকে (খর্ব) কলুষিত করছে। পিছিয়ে যাচিছ আমরা। সমাজে অশান্তিসহ মেধাহীন হয়ে পড়ছে যুব সমাজ। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার ডিজিটাল দেশগঠন এবং বিশ্বায়নের এ যুগে মাদককে চিরতরে জন্য জিরো টলারেন্স দেখাতে হবে’।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মো. আবুল কালাম বাবলা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দীক ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো.ফজলুর রহমান প্রমুখ। এ সময় রাজনৈতিক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_6071-copyনিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে শহরের ক্যাথলিক মিশন মাঠে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক মো. আশরাফ-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এ জি এম খুলনা নির্মল কুমার পাল, অগ্রণী ব্যাংক সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান গাজী আব্দুস সালাম, মো. কওছার আলীসহ অগ্রণী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের কর্মকর্তা ও পরিবারবর্গ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অগ্রণী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের মিলন মেলায় পরিণত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হেনরী সরদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1489144064জয়ের জন্য বাংলাদেশের সামনে ৪৫৭ রানের পাহাড় দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। যার অর্থ হচ্ছে, জিততে হলে বাংলাদেশ দলকে করতে হবে বিশ্বরেকর্ড। গল টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য টাইগারদের চাই ৪৫৭ রান। লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ ১১৫ রান করেন ওপেনার উপুল থারাঙ্গা।

টেস্টে ক্রিকেটে ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সারওয়ান (১০৫) ও চন্দরপল (১০৪)। এ ছাড়া ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা করেন ৬০ রান।

তবে শ্রীলঙ্কায় চতুর্থ ইনিংসে ৪০০ রান তাড়া করে জয়ের রেকর্ড নেই একটিও। লঙ্কানদের ঘূর্ণি উইকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা পাকিস্তানের। ২০১৫ সালে পালেকেল্লেতে ৩৮২ রান তাড়া করে পাকিস্তান। সেই ম্যাচে ইউনুস খান (১৭১) ও শান মাসুদ (১২৫) রান করেন।

চতুর্থ ইনিংসে ব্যাট করার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে খারাপ ভেন্যুগুলোর অন্যতম এই গল। চতুর্থ ইনিংসে এখানে ৩০০ রান হয়েছে মাত্র একবার। ২০১২ সালে ৫১০ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান করে ৩০০ রান। এই মাঠে সর্বোচ্চ তাড়া করে জয়ের ক্ষেত্রে রেকর্ডটা মাত্র ৯৯ রানের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান করে শ্রীলঙ্কা।

তাহলে বোঝা যাচ্ছে, গল টেস্টে জিততে হলে বাংলাদেশকে ইতিহাস ও বিশ্বরেকর্ড দুটোই করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

003সাতক্ষীরা প্রতিনিধি : অবশেষে সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাইপাস সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের সাতক্ষীরা জেলার নির্বাহী প্রকৌশলী মঞ্জরুল করিম,  এসডিইও গিয়াস উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহারউদ্দিন এন্টারপ্রাইজ (খুলনা) প্রা: লি: এর স্বত্বাধিকারী হুমায়ন কবির খোকন, যশোরের ঠিকাদার বাবু পাটোয়ারী, খুলনার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান মাসুদ প্রমূখ।
ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহারউদ্দিন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হুমায়ন কবির খোকন জানান, ৮৪ কোটি টাকা ব্যায়ে দীর্ঘ ১২.০৫ কিলোমিটারের এ বাইপাস সড়ক দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। তবে, সাতক্ষীরার সচেতন মহল জানান, এ বাইপাস সড়ক নির্মান হলে সাতক্ষীরা শহরের যানযট নিরসন হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

received_1127750737353555ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা ছাত্র কল্যাণ সমিতি(ডসাস)’র নবগঠিত কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডাকসু’র দ্বিতীয় তলায় ডুসাস’র সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম সজল এর  সঞ্চালনায় বিকাল ৪:৩০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুসাস এর সাবেক সভাপতি ও মাস্টার দা’ সূর্যসেন হল ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন,  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক কাজী ফারুক হোসেন।
সভায় বক্তারা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে জানান। তারা সংগঠনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সভাপতি তার সমাপনী বক্তব্যে সাধারণ শিক্ষার্থীদের দাবির কথা উত্থাপন করেন। সেখানে টি-শার্ট প্রদান, পিকনিক, ইফতার পার্টি এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আকাক্সক্ষা ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest