সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটকবিএনপির কণ্ঠে স্বৈরাচারের সুর শুনতে পাচ্ছি– সাতক্ষীরায় গোলাম পরওয়ারজাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদসাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনার

তালা প্রতিনিধি: বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে, সংস্থার সমন্বিত স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় পাচার শিকার হয়ে ফেরত আসা ভিকটিমদের স্বাস্থ্য সহায়তার জন্য তালা সদর ইউনিয়ন সিসিটি টিম এলাকায় কাজ করছে। দাতা সংস্থা অ্যানেসভাদ ও আইওএম এর সহযোগীতায়, তালা সদর ইউনিয়ন সিসিটির ত্রৈমাসিক সভা বুধবার সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সিসিটির সভাপতি সরদার জাকির হোসেন । রূপান্তরের উপজেলা ম্যানেজার উৎপল চক্রবর্ত্তী’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সিসিটির সদস্য সাহিদা বেগম, ময়না বেগম, রেহেনা বেগম, সাংবাদি আব্দুল আলীম, মাওলানা তাওহিদুর রহমান, শিমুল গাজী, রোকেয়া খাতুন ও তাছলিমা বেগম প্রমুখ। সভায় পাচার শিকার ভিকটিমদের স্বাস্থ্য সহায়তা প্রদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জুলফিকার আলী, বাঁশদহা: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি বলেন, ‘আ,লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়’। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শিক্ষা,স্বাস্থ্য, বিদ্যুৎসহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ড দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের গড়িয়াডাঙ্গা ব্রিজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকান্ড করে, রাস্তা কাটে, মানুষ মারে তাদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না, আমিও দিই না। জেলা আ,লীগের সহ-সভাপতি মফজুলার রহমান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডঃ আলহাজ্ব আব্দুল লতিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাষ্টার মোস্তফা আবুল বাসার, বৈকারী ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান অসলে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন জাপার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান, বাঁশদহা যুবলীগের সভাপতি আব্দুল খালেকসহ আ,লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাঁশদহা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তরিকুল ইসলাম লাভলু: কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের সহ-প্রতিষ্ঠাতা, আমেরিকান বাসিন্দা, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, সদা হাস্যজ্জল ব্যক্তিত্ব, স্বণামধন্য চিকিৎসক ডা.জর্জ ডব্লিউ ব্যাগবী কয়েকদিন আগে আমেরিকাতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নলতা হাসপাতালের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল ফজল মাহমুদ বাপ্পী, উপদেষ্টামন্ডলী, হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন, সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেনসহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে ডা. জর্জ ডব্লিউ ব্যাগবীর অসংখ্য শুভাকাঙ্খীবৃন্দ তার আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির আনুলিয়া থেকে অপহৃত এক যুবককে কালিগঞ্জের মুকুন্দপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুকুন্দপুর গ্রামের আলী বকসো মোড়লের ছেলে মিঠু মোড়লের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত যুবকের নাম মওদুদ সরদার (২৩)। সে আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের মোস্তফা সরদারের ছেলে। তবে, পুলিশের দাবি এটা কোন অপহরনের ঘটনা নয়। মওদুদের চাচাতো ভাই জাহিদুল ইসলাম রাজু জানান, ইট ভাটায় শ্রমিক দেয়ার জন্য মওদুদ অগ্রিম ৩০ হাজার টাকা নেয় মিঠুর কাছ থেকে। কিন্তু মওদুদ ভাটায় কোন শ্রমিক ও টাকা ফেরত না দিতে পারায় তাদের মধ্যে বেশ কিছু দিন ধরে ঝগড়া চলছিল। এক পর্যায়ে মিঠুসহ তার লোকজন কালিগঞ্জের মুকুন্দপুর গ্রাম থেকে ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে আশাশুনি উপজেলার আনুলিয়া হাজী মার্কেটের সামনে থেকে গত ১৩ ডিসেম্বর মওদুদকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা মিঠুর বাড়িতে মওদুদকে আটকে রাখে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে মওদুদের দুলাভাই জয়নুদ্দীন সরদার কালিগঞ্জ পুলিশের এস,আই রমজান আলীর সহায়তায় তাকে উদ্ধার করেন। বর্তমানে মওদুদ কালিগঞ্জ থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার এস,আই রমজান আলী জানান, এটি কোন অপহরনের ঘটনা নয়। ভাটায় শ্রমিক দেয়ার নাম করে মওদুদ ৩০ হাজার টাকা নেয় মিঠুর কাছ থেকে। কিন্তু এর বিনিময়ে মওদুদ ভাটায় কোন শ্রমিক না দিতে পারায় মিঠু তার কাছে টাকা ফেরত চায়। এই টাকা নিয়ে মওদুদ টালবাহানা করার এক পর্যায়ে মিঠু তাকে তাদের বাড়িয়ে নিয়ে আসে এবং তার স্বজনদের কাছে খবর দেয় টাকা দিয়ে তাকে (মওদুদকে) নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো জানান, দুপক্ষের লোকজন থানায় এসেছে বিষয়টি নিয়ে এখন বসা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : আসমানী শিশু নিকেতনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্কুল প্রাঙ্গণে ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দিন আল আজাদ। সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা ও ছাত্রছাত্রীদের হাতে ফলাফল তুলে দেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, জীবন বীমা করর্পোরেশনের ডেপুটি ম্যানেজার শেখ রেফাজুর রহমান, অভিভাবক এড. শেখ জাহিদুর রহমান, এড. ইয়াসমিন জাহান, স্কুলের অধ্যকআষ মারুফা আক্তার স্বপ্না। বক্তারা তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ে ধারাবাহিক সফলতার চিত্র তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুলের উপাধ্যক্ষ স্বপন কুমার শীল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় তরুনি আফরোজা আতœহত্যা প্ররোচনা মামলায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামসহ কারাগারে আটক দুই জনের জামিন না’মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত-৪ এর বিচারক হাবিবুল্লাহ মাহমুদ মামলার আসামি চেয়ারম্যান মনিরুল ইসলাম ও হাসান এই দুইজনের জামিন না’মঞ্জুর করেন। এর আগে গত শনিবার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের তরুনী আফরোজা খাতুনের আতœহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার হন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, চৌকিদার ইসমাইল হোসেন ও দোকানদার হাসান। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ জামিন না’মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্যঃ গত ৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছোট মেয়ে আফরোজা খাতুন একটি দোকানে মোবাইলে ফ্ল্যাক্সি লোড দিতে যায়। এ সময় দোকানদার হাসানের সাথে পলাশ নামের এক বহিরাগত যুবকের লেনদেন নিয়ে বাক বিতন্ডা হয়। পলাশকে শায়েস্তা করতে হাসান ও তার সহযোগীরা অফরোজা ও পলাশকে একটি ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে অসামাজিক কাজের অভিযোগ তোলে। পরে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলামের নির্দেশে তাদের দড়ি দিয়ে বেধে গ্রাম ঘুরানো হয়। আর এসব ছবি ফেসবুকেও ছড়িয়ে দেয় এক বখাটে। এতে চরম অপমান ও লজ্জায় শনিবার সন্ধ্যায় আফরোজা আত্মহননের পথ বেছে নেয়। এ ঘটনায় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামসহ সাত জনের নামে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন আফরোজার বড় ভাই ইব্রাহীম খলিল। ইতিমধ্যে এজাহার ভূক্ত আসামি সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ তিন আসামিকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্য সন্তান। তারা মরেও চির অমর হয়ে থাকবেন। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের এই চেতনা বুকে ধরে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির বিচার বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতকরা দেশের বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশুন্য করতে চেয়েছিল। তারা বেছে বেছে নিরাপরাধ বাঙ্গালিকে হত্যা করে পাকিস্তানি শাসন শোষণ অব্যাহত রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। বাঙ্গালি জাতিকে বীর সন্তানদের এই আত্মত্যাগ চিরস্মরণে রাখতে হবে বলে বক্তারা উল্লেখ করেন। প্রেসক্লাব সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বক্তারা আরও বলেন সারাদেশই তো বধ্যভূমিতে পরিনত হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও এদেশের ঘাতক দালাল রাজাকার ও আল বদররা মিলিতভাবে নিরস্ত্র বাঙ্গালির ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারপরও তাদের শেষ রক্ষা হয়নি। ১৬ ডিসেম্বর তারা মুক্তিবাহিনীর কাছে আত্ম সমর্পন করে নিজেরাই প্রমান করে যে গণহত্যা চালিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। তারা মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ চেতনা ধারনের আহবান জানান। একই সাথে সাতক্ষীরার  সবগুলি বধ্যভূমিকে সংরক্ষণ করে শহীদ স্মৃতি গড়ে তোলার আহবান জানান। এর আগে শহীদ সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাংবাদিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী ও অধ্যক্ষ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আবদুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, ইয়ারব হোসেন, মো. আমিনুর রশীদ, মো: রবিউল ইসলাম, মোশাররফ হোসেন, এবিএম মোস্তাফিজুর রহমান, সেলিম রেজা মুকুল, শেখ ফরিদ আহমেদ ময়না, মো. আবদুল জলিল প্রমুখ। এ সময় বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি : শ্যামনগর উপজেলার আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি একতা যুব সংঘ, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের কাছে এই স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের জরিপে দেশের উপকূলীয় অঞ্চলের সর্বাধিক দুর্যোগ ঝূঁকিপূর্ণ জনপদ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন। সম্প্রতি পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি ও খুঁটিকাটা নামক স্থানে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বাঁধ সংলগ্ন ২০ হাজার মানুষ প্রতিনিয়ত চরম ঝূঁকিতে বসবাস করছে। কামালকাটি বেড়িবাঁধ যে কোন সময় ভেঙে নদী গর্ভে বিলীন হতে পারে। স্মারকলিপিতে পদ্মপুকুরবাসীর জীবন ও জনপদ বাঁচাতে অতিদ্রুত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল, গোপাল মন্ডল,তরুন কুমার, প্রতিত মন্ডল, শশাংক মন্ডল, জাকির হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক আল-ইমরান, বারসিক কর্মকর্তা মফিজুর রহমান ও রামকৃষ্ণ জোয়ারদার। এসময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বাধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest