সর্বশেষ সংবাদ-
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনআমীরে জামায়াতের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভাচিন্ময়ের জামিন বাতিল : মুক্তির দাবিতে সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহতদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির সভাআত্মসমর্পনকৃত বনদস্যুদের পুনরায় সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরায় মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৫৮ তরুণ-তরুণীসাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনসাতক্ষীরায় ৮৯ টি হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশআশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যুঅবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যেকোনো `চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত নতুন সিইসি

_91888975_mediaitem91888974ডেস্ক রিপোর্ট: শুক্রবার বাংলাদেশে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য সংশ্লিষ্ট বেশ কযেকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও চীনের ব্যবসায়িক বিনিয়োগের মোট পরিমাণ ছিল গত বছর ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার। যেখানে বাংলাদেশে চীনের পণ্য রপ্তানির মোট পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশ থেকে চীনে পন্য রপ্তানির হার এক বিলিয়নেরও কম।
অর্থাৎ দেশের বাজারে চীনা পণ্যের ব্যবসা এতটাই রমরমা যে তাকে মোটামুটিভাবে চীনের দখলে বললেও ভুল হবে না। বাংলাদেশের পণ্য চীনের বাজারতো ধরতে পারছেই না নিজেদের দেশেও তারা চীনা পণ্যের তুলনায় বহু অংশে পিছিয়ে আছে, কিন্তু কেন?

মোবাইল ফোনসেট ও এ সংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি হয় যেসব দোকানে ছুটির দিনের দুপুরে সেখানে ছিল বেশ ব্যস্ততা। সেখানে মোবাইল ফোনসেট ও সেটের কাভার কিনতে এসেছেন কেউ। কেউ কিনছেন পেন ড্রাইভ। এমনই একজন মোবাইল সেটের গ্লাস প্রটেক্টর কিনলেন।
দোকানিরা জানান, এখানকার প্রডাক্ট বেশিরভাগই চীনের তৈরি। একজন বিক্রেতা জানান, “ক্রেতারা এ ধরনের জিনিসের পেছনে খুব একটা অর্থ ব্যয় করতে চান না। তাই চীনের পণ্যই চলে বেশি”।
শুধু তাই নয়। আসবাবপত্রের বাজারের একটি বড় অংশই চীনের পণ্যের দখলে। ঢাকার পান্থপথ এলাকার আসবাবপত্রের দোকানগুলোতে ঘুরে দেখা গেল একই চিত্র।
এস আর ফরেন ফার্নিচারের বিক্রয়কর্মী সৈয়দ নুর বলেন, “এখানে আমাদের যা কিছু আছে অফিস ফার্নিচার, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, টিভি ট্রলি, কাউন্টার টেবিল এসব আসবাবই চীনের তৈরি”।
দেশে এসব আসবাব তৈরি করা যায় কি না? জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশে কিছু কিছু হয় কিন্তু ফিনিশিং ভালো হয় না”। দেশে যে পরিমান পণ্য আমদানি করে আনা হয় তার তুলনায় খুব সামান্যই রপ্তানি হয় চীনে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, আমদানি প্রায় ১১ বিলিয়ন ডলার বিপরীতে রপ্তানি এক বিলিয়নও নয়। অথচ দেশের বাজার চীনের পন্যে সয়লাব বললে ভুল হবে না। আসবাব থেকে প্রযুক্তি পণ্য, পোশাক থেকে গহনা, শিশুদের খেলনা থেকে জুতা সবকিছুই চীনের বাজার থেকে চলে আসছে দেশের বাজারে।
পোশাকের বাজারেও যেসব বিদেশী কাপড়ের পোশাক বেশি বিক্রি হয তার মধ্য্য চীনের পোশাকেরও রয়েছে আদিপত্য। মূলত চাকচিক্যময় ও নকশাদার হওয়ায় এগুলোর কদর বেশি। কোনও কোনও বিক্রেতা জানান, এসব পোশাকের ফেব্রিক্সও তুলনামূলক ভাল।
এছাড়া মেয়েদের ব্যাগ, বিভিন্ন ধরনার জুয়েলারিও আসছে চীন থেকে। থাইল্যান্ড ও ভারতের সাথেই চীনের এসব পণ্যের প্রতিযোগিতা । সেখানে দেশীয় পণ্য এগোতে পারছে না খুব একটা। কেন?
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ড: মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের মূল সমস্যা দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব। সেইসাথে অবকাঠামোগত অসুবিধার কথাও উল্লেখ করেন তিনি । যার কারণে ‌এই বিশাল ভারসাম্যহীনতা।
তিনি বলেন, “চীনে এখন শ্রমের মূল্য বাড়ছে। ফলে তারা বিনিয়োগের প্রস্তাব নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশের মত দেশগুলোতে। বাংলাদেশের এই সুযোগটি কাজে লাগানো দরকার”।
নিজ দেশের সাধারণ মানুষের জন্য তৈরি পোশাক পণ্য উৎপাদন থেকে সরে আসছে আসছে চীন। সেখানেও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে বলে মনে করেন মুস্তাফিজুর রহমান। আর যেহেতু বাংলাদেশের মোটামুটি সব পণ্যেই চীন শুন্য শুল্ক সুবিধা দিয়ে আসছে, তাই চামড়াজাত শিল্প এবং জুতার বাজার হতে পারে ভবিষ্যতে বাংলাদেশের জন্য চীনে একটি লাভজনক ক্ষেত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশব্যাপী দু:স্থদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিক্রির ক্ষেত্রে নানান অনিয়মের অভিযোগ তারাও পেয়েছেন।
এক সাক্ষাতকারে খাদ্যমন্ত্রী বলেছেন, “বিভিন্ন অভিযোগ আসছে আমাদের কাছে। ডিলার নিয়োগের ব্যাপারে অভিযোগ আসছে। ডিলাররা চাল বিলি করার ব্যাপারে বণ্টন করার ব্যাপারে ওজনে কম দিচ্ছে এবং তালিকা তৈরি সঠিকভাবে হয়নি এমন অভিযোগ আসছে। অনেক হতদরিদ্রকে বাদ দিয়ে অবস্থাপন্ন যারা তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে-এমন অভিযোগ আসছে”। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।

সরকার সেপ্টেম্বর মাসে দশ টাকা দামে চাল বিক্রির এই কর্মসূচি শুরু করার পর থেকেই বিভিন্ন জেলায় অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ আসছে। কমপক্ষে পঁচিশটি জেলা থেকে এমন তথ্য আসে যেখানে বলা হচ্ছে, দুস্থ এবং গরিব মানুষের বদলে অবস্থাপন্ন বা ধনীরাই চাল পাচ্ছেন।
খাদ্যমন্ত্রী মি: ইসলাম স্বীকার করেছেন যে, তারাও এমন তথ্য পেয়েছেন। ডিলার নিয়োগেও দলীয়করণের অভিযোগ এসেছে বলে তিনি জানান। তিনি বলেন, এই কর্মসূচিতে রাজনৈতিক হস্তক্ষেপ ও দলীয়করণের চেষ্টা চালানোর কথা শোনা যাচ্ছে। বিষয়টি মনিটরিং করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “পত্রিকায় দেখার সাথে সাথে আমরা তাদের বলছি। যারা তালিকা তৈরি করেছে সেইসব মেম্বার চেয়ারম্যানকে আমরা গ্রেপ্তারের ব্যবস্থা নিয়েছি”।
মন্ত্রী কামরুল ইসলাম আরও বলেন, “আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি কোনভাবেই আমাদের দলীয় এমপি বা চেয়ারম্যান মেম্বারদের দলীয়করণ করার সুযোগ আমরা দেব না”। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে এবং দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে সমস্ত বাংলাদেশে এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি মানতে রাজী নন।
দেশের ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দিতে এই কর্মসূচি নেয় সরকার। বছরে পাঁচ মাস এই চাল বিতরণ কার্যক্রম চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_91890590_mediaitem91890589ডেস্ক রিপোর্ট: সঙ্গীতশিল্পী জ‌্যানেট জ‌্যাকসন নিশ্চিত করেছেন যে ৫০ বছর বয়সে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। মাইকেল জ‌্যাকসনের বোন জ‌্যানেট পিপল ম‌্যাগাজিনকে একথা নিশ্চিত করেছেন।
পপ তারকা জ্যানেট বলেছেন “স্রষ্টাকে ধন‌্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন”। জ‌্যানেট জ্যাকনের স্বামী ভিসাম আল মানা কাতারের নাগরিক। ৪১ বছর বয়সী কাতারের এই ব‌্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক। গত এপ্রিল মাসে জ‌্যানেট জ্যাকসন তাঁর ‘ওয়ার্ল্ড ট‌্যুর’ বাতিল করার পর তাঁর সন্তান-সম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে অনেকটা গুঞ্জন চলছিল। জ্যানেট তখন পরিবারের কারণ দেখিয়ে সফর বাতিল করেছিলেন।
লন্ডনে জ‌্যানেটকে নবজাতকদের নানা সামগ্রীও কিনতে দেখা যায়, তবে তখনও গর্ভধারণের বিষয়ে কিছু বলেননি তিনি।
জ‌্যানেট জ্যাকসনের পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ একজন পিপল ম‌্যাগাজিনকে বলেছেন, “মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পী। তাঁর শরীর ও মন দুটোই ভালো আছে”।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যশোর প্রতিনিধি: যশোরে রাহাজ্জান সরদার (৪০) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলায় গদখালি বাজারে এ ঘটনা ঘটে। রাহাজ্জান সরদার উপজেলার গদখালী গ্রামের বাসিন্দা এবং গদখালী ইউনিয়ন পরিষদের সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট:  মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ায় সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ) বলছে, সোনালী ব্যাংক ইউকে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হয়েছে। এ জন্য ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়।
প্রবাসীদের সেবা দিতে ও ঋণপত্রের নিশ্চয়তা প্রদানের জন্য ২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে সোনালী ব্যাংক।
দেশটির শীর্ষ অ্যান্টি-মানি লন্ডারিং কর্মকর্তা স্টিভেন স্মিথ বলেন, সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা করা হয়েছে। নিয়মিত ব্যাংকিং কর্মকাণ্ড থেকেও ব্যাংকটিকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ব্যাংকটি প্রবাসী-আয় বা রেমিট্যান্স বাংলাদেশে পাঠাতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pic2ডেস্ক রিপোর্ট: দিনের ব্যস্ত সময়ে হঠাৎ এক মুরগি রাস্তায় চলে এসেছিল। ব্রিটেনের দুন্দির ইস্ট মার্কেটগেট টেসাইড পুলিশের কাছে কয়েকজন গাড়ি চালক ওই মুরগির গতিবিধি নিয়ে খবর দেন। চালকদের অভিযোগ, মুরগিটি রাস্তার মাঝখানে এদিক-ওদিক চলাফেরা করায় সকলেই চিন্তায় পড়েছেন। মুরগির গতিবিধি দেখে গাড়ি চালাতে হচ্ছে। এর ফলে, ওই জায়গায় গাড়ির গতি কমে যায় ও মাঝে মধ্যেই যানজট লাগতে থাকে।
গাড়ি চালকদের কাছ থেকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ অফিসার। তিনি দেখেন, রাস্তা জুড়ে নিজের খেয়ালমতো ঘুরে বেড়াচ্ছে মুরগিটি। আর চালকরা মুরগিটিকে গাড়ির ধাক্কা থেকে বাঁচাতে আস্তে ড্রাইভ করছেন। পুলিশ অফিসার কোনমতে মুরগিটিকে ধরতে সমর্থ হন। মুরগিটিকে থানায় নিয়ে গিয়ে লকআপে পুরে দেন। ততক্ষণে পুলিশ অফিসার ঘেমে-নেয়ে একাকার।
পরে টেসাইড পুলিশ ডিভিশন থেকে জানানো হয় মুরগিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কারণ, সে দিনের ব্যস্ত সময়ে যেভাবে অবিবেচকের মতো রাস্তায় চলে এসেছিল, সেটা অন্যায়। এর জেরে ট্র্যাফিক চলাচলে বিভ্রাট তৈরি হয়েছিল। এমনকী, যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারত বলে জানায় টেসাইড পুলিশ।
এখন মুরগির মালিককে খোঁজছে পুলিশ। এর জন্য তাদের ফেসবুক পেজেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ত্রিশ বছরের বেশি সময় আগে উড়োজাহাজে করে কোথাও যাচ্ছিলেন ট্রাম্প।
একই ফ্লাইটে তার পাশের আসনটিতে বসেছিলেন এমন একজন নারী যাত্রী অভিযোগ তুলেছেন, ট্রাম্প তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন। তার ভাষায় যা ছিল “অক্টোপাসের” মত জাপটে ধরে যৌন নিপীড়ন চালানো। অন্য একজন নারী অভিযোগ করেছেন, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে তার ইচ্ছার বিরুদ্ধে ঐ নারীর মুখে চুম্বন করেছিলেন ট্রাম্প। এই দুই নারীকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস।
তাদের এক প্রতিবেদনে ঐ দুইজন নারী অভিযোগ তুলেছেন, ট্রাম্প তাদের ইচ্ছার বিরুদ্ধে অশোভন আচরণ করেছেন, এবং কখনো তা নিয়ে দু:খ প্রকাশ করেননি।
অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে দিয়েছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল। প্রচারণা দল ঐ প্রতিবেদন এবং অভিযোগকে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবী করেছে।
তবে অভিযোগকারী নারী দুইজনই আগে কখনো বিষয়টি নিয়ে অভিযোগ তোলেননি। যদিও নিজেদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে আলাপ করেছিলেন। কিন্তু যখন তারা দেখলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়েছেন, তখন তারা মুখ খোলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

55566666-largeনিজস্ব প্রতিবেদক: ‘বর্তমান সরকারের অগ্রগতি ও উন্নয়ন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ফুটবল মাঠে সোনাবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি.এম মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, সাবেক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। উন্নয়ন কাকে বলে জননেত্রী শেখ হাসিনা সেটি দেখিয়েছেন। দীর্ঘদিন বিএনপি- জামায়াত জোট ক্ষমতায় থেকে দেশের মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কোন কাজ করতে পারেনি। আওয়ামীলীগ মানুষের জন্য রাজনীতি করে। অথচ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তার পিতার অসাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নিজের জীবন বাঁজি রেখে কাজ করে যাচ্ছেন। আজ দেশের টাকায় পদ্মা সেতু তৈরি হচ্ছে। আজ দেশের গরিব মানুষ ১০ টাকায় চাউল পাচ্ছে। যে কারণে আজ দেশের মানুষ শান্তিতে রয়েছে। কিন্তু বিএনপি- জামায়াত এটি সহ্য করতে পারছে না। তাই তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে চায় তারাই সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ড চালাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা-দারিদ্র মুক্ত অম্প্রদায়িক যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলায় কোন সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরা যতদিন বেঁচে আছে ততদিন এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবেনা। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ মারে, ঘরে আগুন দেয়, বোমা মারে গাছ কাটে, রাস্তা কাটে এরা দেশ ও জাতির শত্র“। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সমূলে উৎপাঠন করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest