সর্বশেষ সংবাদ-
ক্রেতা সুরক্ষা আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্যদের শপথ অনুষ্ঠিতসাতক্ষীরায় ১৪ লাখ টাকা ব্যয়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপনবিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে টাকা নিয়ে লাপাত্তা সাতক্ষীরা এক্সপ্রেস এর মালিক মিজানঅসাধু ও প্রতিহিংসাপরায়ন শিক্ষক সিন্ডিকেটের কবলে দিশেহারা কলারোয়ার হাজীনাছির উদ্দীন কলেজের শিক্ষকচাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- এড. আকবর আলীসাতক্ষীরায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জনসাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাইয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগবাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না: নাহিদ ইসলামসাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ বুধবার শেষ কর্মদিবসে বিকেল ৩টায় নিজের পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়ে নগর ভবনের কার্যালয় থেকে নিচে নেমে আসেন নারায়ণগঞ্জ সিটির প্রথম মেয়র। এ সময় সেখানে দলীয় নেতাকর্মীরা ছাড়াও গণমাধ্যমের কর্মীরা অপেক্ষায় ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী জানান, আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তিনি মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র ই-মেইল ও হাতে হাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ‘এখন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দেশে নেই। তিনি দেশে ফিরে এলেই একজনকে দায়িত্ব দেবেন।’ সেলিনা হায়াৎ আইভী জানান, বিগত পাঁচ বছরে তাঁর সময়ে সাড়ে ৬০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। এর মধ্যে জাইকা, এডিবি ও নিজস্ব তহবিল রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, মার্কেট ও পার্কের উন্নয়ন হয়েছে। সেলিনা হায়াৎ আইভী এ সময় নিজের ব্যবহার করা করপোরেশনের গাড়িটি নগর ভবনে রেখে দলীয় কর্মীদের সঙ্গে হেঁটে নগরীর দুই নম্বর গেইট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ২০১১ সালের ১ ডিসেম্বর এভাবেই জনতার সঙ্গে হেঁটে নগর ভবনে গিয়ে প্রথম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা ও পৌরসভার মেয়র আলী আহাম্মদ চুনকার কন্যা আইভী। আজ একইভাবেই দায়িত্ব ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে এটি দ্বিতীয় নির্বাচন। এরই মধ্যে এই নির্বাচনে বিএনপি পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাত খুন মামলার প্রধান আইনজীবী সাখাওয়াত হোসেনকে। এ ছাড়া আরো কয়েকটি দলের প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এ তিনটি পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একই বছর ৩০ অক্টোবর প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সিটির প্রথম মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভি। তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আইভি বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আজ বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান মাহমুদুর।মুক্তি পাওয়ার পর আমার দেশের সাবেক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহমুদুর রহমানকে ঘিরে ধরেন। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।ওই সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, কবি ও কলামলেখক ফরহাদ মজহার প্রমুখ। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে বিচারপতির কথোপকথন-সংক্রান্ত স্কাইপ কেলেঙ্কারির ঘটনা পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে  মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাঁকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান:

সাতক্ষীরার তালার একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের জনৈক মধু মোস্তাকের মালিকানাধীন মৎস্য ঘেরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় জনগণ পুলিরে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় জানতে পারেনি পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ ছগির মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে শিশুটির লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:
যাত্রীবাহি বাসের ধাক্কায় এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের লাবসা মাইচম্পার দরগার পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের নাম তুহিন হোসেন (৪১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের আব্দুর রউফের ছেলে ও সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মী। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মী লাবসা গ্রামের এমদাদ হোসেন জানান, ১৫ বছরেরও বেশি সময় ধরে তুহিন তার সহকর্মী হিসেবে জরুরী বিভাগে কাজ করে যাচ্ছিলেন। বুধবার সকালে তিনি অফিসের উদ্দেশ্যে মোটর সাইকেলে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে লাবসা মাইচম্পার দরগা নামক স্থানের পাশে আব্দুস সবুবের বাড়ির সামনে মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামি যাত্রীবাহি বাস(সাতক্ষীরা-জ-০৪-০০২৫) তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মোটর সাইকেল থেকে পড়ে যয়ে মাথায় আঘাত পান। অধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়রা তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আগরদাঁড়ি প্রতিনিধি : মঙ্গলবার বিকালে বিদ্যুৎপৃষ্টে এক শ্রমিকের অকাল মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক সদর উপজেলার ১০নং আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দিরা গ্রামের মো. এলাই বক্সের ২য় পুত্র মো. আলম হোসেন মন্টু (২৯)। প্রতাক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার ধোঁপাপাড়া মোড়স্থ সুবাস দাশের বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে আহত হন। এসময় তার সহকর্মীরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-22-11-16
তালা প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিতকরণ ও বৈষম্য দূরীকরণ শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা সানজিনো- ইটালী’র সহযোগিতায়, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার টিপসি প্রকল্পের আওতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত এর হিসাব রক্ষক রিনা দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন।  বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, দলিত টিপসি প্রকল্প ব্যাবস্থাপক দেবব্রত বিশ্বাস। দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সাবেক ইউপি সদস্য জি. এম.মোস্তাফিজুর রহমান তিতু, সাংবাদিক বি.এম.জুলফিকার রায়হান,ইউপি সদস্যা সাহিদা বেগম, ময়না বেগম, দলিত কর্মকর্তা শাওন শাহা ও সমীর দাস, অন্ত্যজ নেত্রী স্বরসতী দাশ ও পুরোহিত যুধিষ্টির চক্রবর্ত্তী প্রমুখ বক্তৃতা করেন। সভায় দলিত সম্প্রদায়ের সামাজিক অধিকার ও মর্যাদা রক্ষা এবং সামাজিক সমস্যা দূরীকরণ বিষয়ে আলোচনা হয়। এসময় দলিত কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

milon-asik
পাটকেলঘাটা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মীর আবুল কালাম আজাদ মিলন, সহ-সভাপতি পদে শেখ মাসুদ হাসান মনি ও সাধারণ সম্পাদক পদে আশিকুজ্জামান নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সদস্য পদে সকাল সাড়ে ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মোছাদ্দেক হোসেন এবং সহকারী কমিশনার হিসেবে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের সরেজমিন তদন্ত কর্মকর্তা অনিমেষ কুমার দাশ ও পরিদর্শক মুর্শিদ আলম। বিকাল ৪টায় নির্বাচন শেষে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দের ঘোষিত ফলাফল অনুযায়ী সদস্য পদে মফিদুল ইসলাম ৫৯ ভোট, দিপংকর ঘোষ ৫৭ভোট এবং উদয় ঘোষ ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

patkelghata-pic-22-11
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার মাঠে মাঠে কৃষকের কাংখিত কুল চাষ বেশ লক্ষ্য করার মত। কুল চাষ এতদাঞ্চলের কৃষকের লাভমুখী ফসলের মধ্যে একটি। আবহাওয়া অনুকুল থাকলে হয়তো এবছরও কৃষক কুল চাষে লাভবান হবেন বলে আশা করছেন কুলচাষীরা। সরেজমিনে দেখা যায়, পাটকেলঘাটাসহ তালা উপজেলার অধিকাংশ মাঠের জমিগুলোতে কুল চাষ করা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে গাছগুলোতে বেশ ফলন দেখাও যাচ্ছে। সারি সারি গাছগুলো ভরা মুকুল শেষে ছোট ছোট ফল কৃষকের মনকে আনন্দে দোলা দিয়ে যাচ্ছে। সাধারণত আশ্বিন মাস নাগাদ কুল চাষের কলম রোপন করা হয়। যা পরবর্তী বছরের মাঘ মাস নাগাদ ফলন ভাঙ্গা হয়। একেকটি রোপিত কলম চারা মুল্য ৭০ থেকে ১’শ টাকা পড়ে যায়। এ অঞ্চলে ৩ জাতের কুল চাষ করা হয়। নারকেল কুল, আপেল কুলের ভেতর হাইব্রিড জাতের কুল আকারে বেশ বড় হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কুল ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। থানার বেশ কয়েকজন কুলচাষী জানায়, চলতি বছর ২ বিঘা জমিতে কুল চাষ করেছি। গাছগুলোর ফলনের অবস্থা আশানুরুপ ভালো। আশা করছি বাজারে চাহিদা মোতাবেক দাম ভালো পাওয়া যাবে। সামান্য পানি সেচ, আগাছা পরিষ্কার, ডালপালা ছাটাইকরণ সহ অল্প কীটনাশক সার ঔষধ দিলেই এর পরিচর্যা সমাপ্ত হয়। বাজারের বেশ কয়েকজন কীটনাশক সার বিক্রেতা জানান, গত বছরের মত এবারও কুল চাষ একটি লাভজনক ফসল হিসেবে কৃষক তার দাম পাবে বলে আশা রাখছি। তালা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইসহাক মোল্্যা জানান, কুলচাষ এ অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এবছর কুল চাষ মাঠ জুড়ে বেশ ভালো অবস্থান করে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest