আশাশুনি ব্যুরো: আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে ব্যবসা পরিকল্পনা প্রস্তুত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আ্ইডিয়াল আশাশুনি শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ডরলিয়েন ফন্ডস নেদারল্যান্ড এর অর্থায়নে ডিআরআর এর সহযোগিতায় আইডিয়ালের বাস্তবায়নে ২০ জন প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ছাগল পালন ও বসতভিটায় সবজী চাষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের প্রশিক্ষণ পরবর্তী ব্যবসা পরিকল্পলা প্রস্তুতকরণ সভায় শাখা ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রকল্পের ফিজিও থেরাপিষ্ট সুব্রত বাছাড়, হিসাব রক্ষক আনন্দ কুমার মন্ডল, সমাজ সেবক তহিদুজ্জামান ও মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার দেবাশীষ চক্রবর্ত্তী।





নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে বোমা তৈরির সময়ে তা বিস্ফোরণে দুই ডাকাত গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাজারগ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের গ্রামের মৃত দবিরউদ্দীন গাজীর ছেলে ডাকাত ফজর আলী গাজী (৬০) ও কালিকাপুর গ্রামের মৃত জনাব আলী শেখের ছেলে ইছা শেখ (৫৫)।