সর্বশেষ সংবাদ-
স্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তিসাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদে আলোচনায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটকআইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভাসাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাসাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালাআশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাআনুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট সভাসাতক্ষীরা শহরের রহমতপুর ক‌লোনী‌তে বারসিকের স্বাস্থ্য সেবা ক্যাম্প

দেবাহাটা ব্যুরো: দেবহাটার পাঁচপোতা গ্রামে আইএফএমসি কৃষক মাঠ স্কুলের সমাপনি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ সমাপনি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইছামতি টেকনিক্যাল কলেজের প্রভাষক আবুহার। অন্যান্যদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, জিএম আলমামুন, কৃষক সহায়তাকারী আরশাদ আলী, খলিলুর রহমান, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। সমাপনি মাঠ দিবসে সমৃদ্ধি কৃষি বিষয়ক প্রশিক্ষণের সমাপনিতে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি, মৎস্য ও পশুপাখি বিষয়ক দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শেষে সমাপনি মাঠ দিবসে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র এবং বিশেষ অবস্থানকারী পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের চাঞ্চল্যকর ভিজিএফ’র ৫৫ বস্তা সরকারি চাল আতœসাত ও বিক্রয় মামলার ২ মাসের বেশি সময় অতিবাহিত হলেও ব্যবস্থা গ্রহন না করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া আসামিরা পুনরায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। উল্লেখ্য যে, ১০/০৯/১৬ তারিখে সরকারি সম্পত্তি আতœসাত ও বিক্রয় করায় পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের পর থেকে অপরাধীরা এলাকায় ছেড়ে আতœগোপন করে। বর্তমানে রাস্তাঘাটে, বাজারে, উপজেলার বিভিন্ন সভা সেমিনারে, বিভিন্ন চায়ের দোকানে অবস্থান মিলছে। উক্ত চাউল আতœসাতের ২ দফায় অভিযান চালিয়ে ২২ বস্তা চাল উদ্ধার হয়। পরে দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বাদী হয়ে ৪০৯/১০৯ ধারায় ১০/০৯/২০১৬ তারিখে ৪নং মামলা দায়ের করেন। চাঁদপুর গ্রামের মৃত দারবক সরদারের পুত্র উপজেলা বিআরডিপি’র চেয়ারম্যান ও তৎকালিন নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমকে এ মামলার প্রধান আসামি, রামনাথপুর গ্রামের রশির সরদারের পুত্র ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদারকে ২য় আসামি, বেজরআটি গ্রামের কামাল উদ্দীনের পুত্র ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ আসমানকে ৩য় আসামিসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আগামি ৮/১১/২০১৬ তারিখে মামলার শুনানির দিন থাকায় ইউনিয়নবাসী সুবিচারের আশা করছেন। তাছাড়া বর্তমানে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না হওয়ায় এলাকায় প্রভাবশালিদের ছত্রছায়ায় অধিপত্য বিস্তারের পাশাপাশি মামলার স্বাক্ষী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিউল্লা ময়না, আনিছুর রহমান বকুল, আছাদুজ্জামান রবসহ অন্যদের হুমকি প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তাই আসামীদের বিরুদ্ধে উল্লেখ যোগ্য আইনানুগ ব্যবস্থা গ্রহনে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা দায়রা জজ ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

picture-kaliganj-satkhira-6-nov
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে আয়করের বার্তা পৌছে দেয়া, কর বান্ধব পরিবেশ সৃষ্টি, সর্বোপরি করদাতার সংখ্যা বৃদ্ধি ও কর প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে রোববার সকাল ৯ টায় কালিগঞ্জে দু’দিন ব্যাপী আয়কর মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপ-কর কমিশন খুলনা অঞ্চল ১৬ এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়কর মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-কর কমিশনার (সর্কেল-১৩) উজ্জ্বল কুমার সরদার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী, মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে করদাতা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। ৬ ও ৭ নভেম্বর দু’দিন ব্যাপী আয়কর মেলায় নতুন করদাতাদের টিআইএন সার্টিফিকেট প্রদান, টিআইন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, কর অধিক্ষেত্র সংক্রান্ত পরামর্শ ও করের টাকা প্রদান, আয়কর রিটার্ন দাখিলে সহযোগিতা করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এই করমেলায় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সেবা প্রদান করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

satkhira-dc
প্রেসবিজ্ঞপ্তি : কালিগঞ্জ উপজেলার বালাকাটি গ্রামের শোকর আলী গাজীর ছেলে রবিউল ইসলাম। শ্রম দিয়েই সংসার চলে তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের ৫২৫ নাম্বার রুমের ২২ নাম্বার বেডে চিকিৎসাধীন। তাকে সুস্থ করতে টাকার প্রয়োজন। ছেলেকে বাঁচাতে রবিউলের বাবা-মা এখন মানুষের দ্বারে দ্বারে। কখনো কালিগজ্ঞের বিত্তশালীদের কাছে কখনো সাতক্ষীরায়। এমন সময়ে টাকার অভাবে ঔষধ কিনতে পারছে না রবিউলের পরিবার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিতে আসার পর আবেদন করতে বলা হয়। গত মঙ্গলবার আবেদনের পর দ্রুত ব্যবস্থা ও তদন্ত সম্পন্ন করে রবিবার সাড়ে ১০টায় জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন রবিউল ইসলামের বাবা শোকর আলী গাজী ও মা রোকেয়া বেগমের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন। যা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ মানবিক সহায়তা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হকসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। নিজের ১৫ কাটা জমি বিক্রি করে ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে খরচ করে ফেলেছেন রবিউলের বাবা। রবিউলের মা সহায়তার চেক পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডিসি স্যার ১৫ হাজার টাকা দিয়েছেন। কালিগঞ্জ থানার ওসি স্যার দুই হাজার টাকা দিয়েছেন। এখনো এক লাখ টাকার প্রয়োজন। আপনারা দোয়া করবেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। কেউ সহায়তা করতে চাইলে কথা বলতে পারেন রবিউলের বাবার সাথে ০১৭২৭০১৩৭৯৭। বার্ন ইউনিটে থাকা রবিউলের ভাইয়ের কাছে রয়েছে এই নাম্বারটি ০১৯৬০০৩৭৯৬৫।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পৃথক স্থান থেকে ওয়ারেন্টভুক্ত আসামীসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে। রোববার ভোর রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চান্দুড়িয়া গ্রামের মোঃ জামালের ছেলে মোঃ রবিউল বাশার (৪৫) ও কলারোয়া পৌর সদরের গদখালী এলাকার মাহবুব মোড়লের ছেলে থানার ওয়ারেন্টভুক্ত আসামী মাজহারুল (৪০)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পৃথক স্থান থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামীসহ দুই জনকে গ্রেফতার করে। তিনি আরো বলেন, বেলা ১২টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1-large
জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজার সংলগ্ন আল আমিন  মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শুণ্য, শ্রেণিকক্ষ সংকট, জরাজীর্ণ টিনসেড ও অনুকূল পরিবেশের অভাবে শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। সহকারী শিক্ষকের পদ শুন্য থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম দারুনভাবে বিঘিœত হচ্ছে। এছাড়া শ্রেণি কক্ষ সংকট, জরাজীর্ণ টিনসেড ভবন, আসবাবপত্রের অপ্রতুলতার পাশাপাশি অবকাঠামগত সমস্যা প্রকট আকার ধারণ করায় শিক্ষার্থীদের পাঠ দান ব্যাহত হচ্ছে। সেই সাথে শিক্ষকদের বেতন ভাতা না থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানটিতে নাজুক অবস্থা বিরাজ করছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে দাখিল পর্যন্ত প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। আমাদের জাতীয় জীবনে শিক্ষার গুরুত্ব অত্যাধিক। দেশের মানুষের শিক্ষার আয়োজন এবং জনসংখ্যাকে দক্ষ করে গড়ে তোলার ভিত্তি মূল প্রাতিষ্ঠনিক শিক্ষা। তাই মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য জাতিস্বত্ত্বা-আর্থসামাজিক, শারীরিক ও মানসিক ভাবে গড়ে তোলার জন্য সকল শিশুদের সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। কোমলমতি শিক্ষর্থীদের মনে আনন্দদায়ক পঠনে আগ্রহ সৃষ্টির পাশাপাশি সুরক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। এছাড়া তথ্য প্রযুক্তি শিক্ষা প্রদানে মাল্টি মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরো শিক্ষা ব্যবস্থার উপর যখনই যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে, তখনই উপজেলার গুটিকয়েক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতায় শিক্ষার মান একেবারে নাজুক অবস্থা বিরাজ করছে। এতে করে অভিভাবক সহ সচেতন মহলের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সদর উপজেলার আল আমিন মহিলা মাদ্রাসায় গিয়ে দেখা গেছে শ্রেণি কক্ষ সংকট, প্রাণহানির ঝুঁকিতে জরাজীর্ণ টিনসেড ভবনে পাঠদান, খেলার মাঠ, টয়লেট ও সুপেয় পানির সুব্যবস্থা নেই। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান বর্ষা মৌসুম এলেই পানিতে তলিয়ে যাওয়ায় পাঠ দান বন্ধ করে দেয়া হয়। সরকার শিক্ষার ক্রমাগত সার্বিক উন্নয়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে নানা মুখি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ব্যবস্থা নিলেও প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এর কোন প্রভাব পড়েনি। ফলে প্রতিবছর শত শত কোমলমতি ছেলেমেয়েরা ঝড়ে পড়ছে। এসব নানাবিধ সমস্যা মাথায় নিয়ে চলছে পাঠদান। যা কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মাদ্রাসার সুপার মাওলানা গোলাম রসুল জানান, তিনি শিক্ষা কার্যক্রম গতিশীল করতে প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখেছেন। ১৬ বছর ধরে শিক্ষকেরা বেতন ভাতা না পেলেও তারা দায়িত্ব পালনে যথেষ্ট যতœবান। ৭নং ওয়ার্ড আ’লীগ ও মাদ্রাসার সভাপতি মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা বলেন, ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষকের পাঠদানে বাধ্য হচ্ছেন। সংস্কার করার মত যথেষ্ট অর্থ মাদ্রাসার তহবিলে নেই। এছাড়া সরকারি ভাবে তেমন কোন বরাদ্দ পাওয়া যায় নি। ব্যক্তিগত উদ্যোগে যথা শিঘ্রই সংস্কার করা ছাড়া বিকল্প উপায় নেই। এব্যাপারে সদর এমপি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_777479234_1478424388অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সালমান এফ রহমান তার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরক‍ারি খাতের উন্নয়নে নতুন গতিবেগের সঞ্চার করবেন বলেও আশা প্রকাশ করা হয় চিঠিতে।
সফল ব্যবসায়ী সালমান এফ রহমান বেক্সিমকোর প্রতিষ্ঠাতা ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) একজন সফল নেতা। এছাড়া আবাহনী ক্রীড়া চক্রের চেয়ারম্যান হয়ে ক্রীড়া সংগঠক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। মনোনীত হয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি হিসেবেও সুনাম-দুর্নাম সবই কুড়িয়েছেন সালমান এফ রহমান। এছাড়াও তিনি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিএনআই) ও ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান।
সালমান এফ রহমান ১৯৭২ সালে বাংলাদেশ রপ্তানি ও আমদানি কোম্পানি (বেক্সিমকো গ্রুপ) প্রতিষ্ঠা করেন। বেলজিয়াম,  ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডে শুরু করেন সীফুড ও হাড় গুঁড়া রপ্তানি। ওই রপ্তানির আয় দিয়ে শুরু করেন ওষুধ আমদানি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamed মুখের মাঝে মিষ্টি হাসি
ঝিলিক সদা মারে
মিষ্টি হাসি সব মানুষের
আপন করে তারে।
শিশুর প্রতি ভালোবাসা
বুকের মাঝে আঁকা
সবার কাছে নামটি যেন
ভালোবাসায় মাখা।
হারিয়ে গেল সেই হাসিটি
সাদা কাপড় ঢেকে
শিশু সুহৃদ ‘এম আর খান’
স্বপ্ন গেলেন রেখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest