ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও উত্তর ক্যারোলিনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্যারিবীয় অঞ্চল বিধ্বস্ত করে হারিকেন ম্যাথিউ আঘাত হেনেছে দেশটিতে। ফ্লোরিডায় ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ হারিয়ে প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।
ফ্লোরিডার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। সেন্ট লুসি কাউন্টির এক মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবে সেখানে দুইজন মারা যায়। প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের কারণে আর্তদের কাছে সময়মতো পৌঁছানো যায়নি। ভলুসিয়া কাউন্টিতে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি ঝড়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে এক বিবৃতিতে জানা গেছে।
ফ্লোরিডায় আঘাত করার সময় ম্যাথিউ অনেকটাই শক্তি হারিয়েছে বলে জানা গেছে। হাইতিতে আঘাতের সময় যেখানে সেটি ছিল ক্যাটাগরি চার মাত্রার ঝড়, সেখানে ফ্লোরিডায় তা পরিণত হয়েছে ক্যাটাগরি দুই মাত্রার ঝড়ে। অঙ্গরাজ্যটির জলোচ্ছ্বাসদুর্গত এলাকা জ্যাকসনভিলের দক্ষিণে অবস্থিত সেন্ট অগাস্টিনে মাপা বাতাসের গড় গতিবেগ পাওয়া গেছে ঘণ্টায় প্রায় ১৩৭ কিলোমিটার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ হারিয়ে ফ্লোরিডা, জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনায় প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।
এর আগে ফ্লোরিডার অন্তত ১৫ লাখ মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। অঙ্গরাজ্যটির গভর্নর আর্তদের সহায়তায় উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন বাহিনী মোতায়েন রেখেছে।
সূত্র: সিএনএন।