টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। তার সূচনায় সবার আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খানের বাসায় মিষ্টি নিয়ে গেলেন আইভী।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শহরের খানপুরের কাজীপাড়ায় সাখাওয়াতের বাসায় যান আইভী। দুই নেতাই এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার কথা বলেন।
এসময় আইভী বলেন, ‘আমি আসছি সৌজন্য সাক্ষাতের জন্য। আমি কথা দিয়েছিলাম, হারি বা জিতি, আমি আসব। আমি প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি’।
ভোটের মাঠে পরাজিত হলেও নারায়ণঞ্জের উন্নয়নে মেয়রকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সাখাওয়াত।
সাখাওয়াত বলেন, ‘জনগণের জন্য আপনি কাজ করবেন। প্রয়োজনে যে সহযোগিতা লাগে আমি তা দেব’।
সাখাওয়াত বলেন, … মাদকের শহর, সন্ত্রাসের শহর- এই দুর্নাম থেকে যাতে নারায়ণগঞ্জ রক্ষা পায়। সেটা আপনার কাছ থেকে আশা করব।
জবাবে আইভী বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নিজে আগে থেকেই সোচ্চার। তার সেই চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে সাখাওয়াতকে পরাজিত করেন আইভী। এ নিয়ে পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন তিনি।

যখন ইতিহাস বিকৃতির হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অগ্রগতির সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমের শিক্ষার প্রসার ঘটানোর কথা, মুক্তবুদ্ধির বিকাশ ও সুস্থ সংস্কৃতির মাধ্যমে তরুণ প্রজন্মকে জঙ্গিবাদের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার কথাÑ কখনই শ্যামনগরে মহান বিজয়ের মাসে বিজয় মেলার আড়ালে প্রকাশ্যে চলছে নগ্ন নৃত্য আর জুয়া। মৌলবাদিরা ঠিক যেসব অভিযোগ তুলে বাঙালি সংস্কৃতিতে মৌলিক বিষয়গুলোর বিরুদ্ধে অপপ্রচার চালায় সেই পথেই হাঁটছে ওই মেলার আয়োজকরা।
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর দেশে প্রথম বারের মত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা জেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন যাবত দেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে আসলেও এবারই ব্যতিক্রমভাবে জনপ্রতিনিধিদের ভোট (আমেরিকান ইলেক্ট্রোরাল) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ প্রচার কার্যক্রম।
ন্যাশনাল ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা ও ধানের শীষের ভোটের লড়াইয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় পেয়েছেন তিনি। এই নিয়ে টানা দুইবার নারায়নগঞ্জের মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী।

