ফিচার ডেস্ক: আদিকাল থেকেই রূপচর্চায় ফুল ব্যবহৃত হয়ে আসছে। কোনো ফুল ত্বক উজ্জ্বল করে, কোনোটা শুষ্কতা দূর করে আবার কোনোটা ব্রণ দূর করতে কার্যকর। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে তিনটি ফুলের প্যাক তৈরির পদ্ধতি ও ব্যবহারের উপায় দেওয়া হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নিন।
গোলাপ ফুল
ত্বকের কালচে দাগ দূর করে উজ্জ্বল করতে গোলাপ ফুল খুবই উপকারী। কয়েকটি গোলাপের পাঁপড়ি গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেলি ফুল
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা মুখে বেলি ফুল লাগাতে পারেন। কয়েকটি বেলি ফুল সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার আপনার ক্রিমের সঙ্গে মিলিয়ে মুখে লাগান। এই ফুল আপনার ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করবে।
জবা ফুল
ব্রণের সমস্যার পুরোপুরি সমাধান করতে চাইলে জবা ফুল মুখে লাগাতে পারেন। জবা ফুলের পাপড়ি বেটে চালের পানি ও সামান্য তেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, পরদিন সকালে আপনার ব্রণ পুরোপুরি শুকিয়ে যাবে।

অনলাইন ডেস্ক: বলিউডে আমির খানের ছবি মানেই বক্স অফিসের নড়েচড়ে বসা। আর এই নড়েচড়ে বসার একমাত্র কারণ নতুন নতুন রেকর্ডের জন্য অপেক্ষা। অতীতে আমিরের মুক্তি পাওয়া ছবিগুলোর পরিসংখ্যান তাই বলে। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে আমির খানের বহুল আলোচিত ‘দঙ্গল’ ছবিটি। মহাবীর ফোগতের জীবনী নিয়ে নির্মিত ছবিটিতে আমির খান অভিনয় করেছেন একজন কুস্তিগীরের চরিত্রে।
অনলাইন ডেস্ক: ভারতে গত মাসে রাতারাতি ৫০০ ও হাজার রুপির নোট বাতিলের পেছনে সরকারের আসল উদ্দেশ্য কী, সেই বিতর্ক ক্রমেই নাটকীয় মোড় নিচ্ছে।
অনলাইন ডেস্ক: অপরূপ সব জায়গা সেগুলো। সেখানে প্রকৃতির সঙ্গে জীবনের মেলবন্ধনে নেয়া হয়েছে নানান পন্থা। জায়গাগুলোতে প্রকৃতি সত্যিই কথা বলে। এমন সব জায়গায় থাকার বাসনা তো সকলের মনের কোনে থাকতেই পারে। ধরুন এমন একটা জায়গায় থাকার সুযোগ মিলে তো গেলই, আর সঙ্গে যদি পেয়ে যান উপরি হিসেবে কিছু টাকা, অথবা ফ্রি থাকার জায়গা? অবাক হলেও এটা সত্যি। পৃথিবীর বেশ কিছু জায়গাতেই থাকার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন চমকপ্রদ সব সুবিধে। দেখে নিন কোন কোন জায়গায় এমন সুবিধে পেয়ে যেতে পারেন।
অনলাইন ডেস্ক: রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস বলেছেন, খ্রিস্টীয় ‘বড়দিনের’ প্রকৃত তাৎপর্য বস্তুগত ভোগ-বিলাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে।
অনলাইন ডেস্ক: ৯১ জন আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই রেডার থেকে উধাও হয়ে যাওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উড়োজাহাজটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।