খবর পড়তে পড়তেই উপস্থাপিকার সন্তান জন্ম দেওয়ার এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে লন্ডনে বিবিসির দফতরে।
সকালে আবহাওয়ার খবর পড়ছিলেন বিবিসি-র উপস্থাপিকা ভিক্টোরিয়া ফ্রিৎজ। খবরের ফাঁকেই প্রসববেদনা অনুভব করেন তিনি। ভিক্টোরিয়ার শারীরিক অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ ফুটে উঠতেই এগিয়ে আসেন তার সহকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভিক্টোরিয়ার স্বামী ড্যানকে। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই সংবাদ পাঠিকাকে। সেখানে একটি পুত্রসন্তানের জন্ম দেন ভিক্টোরিয়া। খবর পেতেই সেই খবর ঘোষণা করা হয় বিবিসির তরফ থেকেও। শুভেচ্ছা জানাতে শুরু করেন দর্শকরাও।
প্রসবের পরে সহকর্মী এবং দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ভিক্টোরিয়া। ছেলের ছবি টুইট করে ভিক্টোরিয়া লিখেছেন, সমর্থন জানিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। আমি এবং আমার সন্তান-দু’জনেই সুস্থ আছি।

এক সপ্তাহের মধ্যে ১০ হাজার নার্স নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। নিয়োগ পাওয়া নার্সদের পুলিশি যাচাইয়ের কাজ পরে করা হবে বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্য ও জীবন: শরীরের সুন্দর গন্ধ কার না ভালো লাগে? শরীরের দুর্গন্ধ খুব অস্বস্তির বিষয়। কিছু উপাদান রয়েছে যেগুলো শরীরের দুর্গন্ধ কমিয়ে সুন্দর গন্ধ তৈরিতে সাহায্য করবে।
অনলাইন ডেস্ক: ম্যাচের একেবারে শেষমুহূর্তে গোল করে পুরো চিত্র বদলে দেওয়ার জন্য বিখ্যাতই হয়ে গেছেন সার্জিও রামোস। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রামোসের শেষমুহূর্তের গোলে দুবার জয় পেয়েছিল রিয়াল। এবার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষেও রামোস দেখিয়েছেন শেষমুহূর্তের জাদু। ৯০ মিনিটে দুর্দান্ত এক হেড থেকে গোল করে সমতা ফিরিয়েছেন ১-১ গোলে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে রিয়াল ও বার্সাকে।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। ওই ঘটনায় নিখোঁজ আছেন ২৫ জন।