সর্বশেষ সংবাদ-
নদী ভাঙ্গন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদানসাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেজুতি আটকবাংলাভিশনের কান্ট্রি ডেস্ক ইনচার্জ এর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাসাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালাপুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালাসাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদ

_92054787__92053156_mediaitem92053155ডেস্ক রিপোর্ট: ইরাকে মসুল পুনর্দখলের জন্য লড়াইয়ের সময়, কাইয়ারাতে একটি সালফার প্ল্যান্টে ইসলামিক স্টেটের যোদ্ধারা আগুন লাগিয়ে দিলে তা থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় শত শত লোক অসুস্থ হয়ে পড়েছে। অন্তত দুজন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে বলে একজন ইরাকি কমান্ডার জানিয়েছেন।
মার্কিন সৈন্যরা বলছে, খবর অনুযায়ী এ সপ্তাহের প্রথম দিকে ইরাকে বাহিনীর অগ্রযাত্রার মুখে পালিয়ে যাবার সময় কারখানাটিতে আগুন দেয় আইএস। এর পরে বাতাসে ভেসে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। রয়টার বলছে, প্রায় এক হাজার লোক শ্বাসপ্রশ্বাসের সমস্যায়আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
শনিবার মসুলের কাছে একটি ঘাঁটিতে মার্কিন সৈন্যরাও এ জন্য গ্যাস মুখোশ পরে থাকে। কাইয়ারাতে যেখানে এ কারখানাটি – সেখানে এই মসুল অভিযানে ইরাকি বাহিনীকে সহায়তার জন্য একটি কেন্দ্র গড়ে তুলেছে মার্কিন সেনাবাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মইনুল ইসলাম: আশাশুনি মহিলা কলেজের ৩ ছাত্রী একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তারা ৩ জনই কলেজ হোস্টেলে অবস্থান করতো। ঘটনাটি এলাকার ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। উপজেলার খাসেরবাদ গ্রামের হরিপদ সরকারের কন্যা সুবর্ণা, বলাবাড়িয়া গ্রামের স্বপন ম-লের কন্যা মৌসুমী ও গাইয়াখারী গ্রামের সাধনের কন্যা শিল্পী শুক্রবার বিকাল ৫টার দিকে কলেজের হোস্টেল থেকে কলেজের ৩য় তলায় গিয়ে একসাথে বিষপান করে। তাদের এক সাথে বিষ পানের কারণ জানা না গেলেও এলাকায় নানা ধরনের গুনজন সৃষ্টি হয়েছে। একটি সূত্রে জানাগেছে তারা ইঁদুর মারা ওষুধ কোমল পানীয় টাইগারের সাথে মিশিয়ে খেয়েছিল। বিষয়টি জানাজানির পর বিকালেই তাদেরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার (ওয়াশসহ) পর তারা জীবনে রক্ষা পায়। তাদের প্রত্যেকে স্ব স্ব বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মহিলা কলেজের অধ্যাক্ষের কাছে মুঠো ফোনে ঘটনাটি সম্বন্দে জানতে চাইলে তিনি বলেন, ফোনে আমি কিছু বলব না। কিছু জানতে চাইলে সামনে আসতে হবে। আশাশুনি হাসপাতালের ডাঃ সুদীপ্ত মন্ডল সাংবাদিকদের জানান, তারা ইঁদুরমারা ঔষধ পান করেছিল। এখন তারা শংকামুক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালায় পুলিশের অভিযানে জাল টাকাসহ গ্রেফতার হয়েছে ২জন। উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের আব্দুল আজিজের ছেলে আনিছুর রহমান রাজু (২২) এবং বালিয়া গ্রামের মমিনউদ্দিনের ছেলে ফারুখ হোসেন (২৩)। জানাযায়, শুক্রবার দুপুর দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালা খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের আব্দুল আজিজের ছেলে আনিছুর রহমান রাজু’র বাড়ি অভিযান চালায় পুলিশ। এসময় ছয়টি এক হাঁজার টাকার নোটসহ (ছয় হাঁজার টাকা)হাতে নাতে আটক করা হয় রাজু’কে। পরে তার দেয়া তথ্য মোতাবেক ফারুখ’কে আটক করে পুলিশ।পরে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়,অত্র এলাকায় একটি জাল টাকার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে সুমাইয়া সুলতানা (১৬) নামের স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে ও শাহানা সুলতানা বীথি (১৪) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। অপর দিকে রাজিয়া সুলতানা মুন্নী (৩৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার সদরের নাজিমগঞ্জ বাজারে অবস্থিত যমুনা ক্লিনিকের পরিচালক মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলামের (৪৫) স্ত্রী ৪ সন্তানের জননী রাজিয়া সুলতানা মুন্নী পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকাল ৮ টার দিকে বিষপান করে। বিষয়টি জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্ত্তিকরে সেখানে অবস্থার আবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূ রাজিয়া সুলতানা মুন্নীর ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে ছোট মেয়ের বয়স ৬ বলে জানা গেছে। এদিকে নিহত গৃহবধূর পিতা উপজেলার মৌতলা গ্রামের শেখ মোয়াজ্জেম হোসেন বাবু বাদী হয়ে জামাতা শরিফুল ইসলাম ও তার ক্লিনিকের এক নার্সসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মামলা নং-১০, তারিখ: ২২/১০১/৬ । মামলার অভিযোগে তিনি জামাতা শরিফুল ইসলামের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি ও ক্লিনিকের এক নার্সের সাথে পরকিয়ার কারণেই রাজিয়া সুলতানা মুন্নীকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছেন। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক অমল কুমার রায় গৃহবধূ রাজিয়া সুলতানা মুন্নীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা রমজান আলী শনিবার সন্ধ্যা ৭টার দিকে যমুনা ক্লিনিকে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি ছনকা গ্রামের শেখ আব্দুল হাকিমের ছেলে শেখ সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে। এদিকে নিহত গৃহবধূর ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় মৌতলা পুরাতন বাজার খোলা বেনে পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। অপরদিকে উপজেলার বাজারগ্রামের আব্দুল আজিজের মেয়ে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়ির আড়ার সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শাহানা সুলতানা বীথি গত ১৭ অক্টোবর তুচ্ছ পারিবারিক কলহে বিষপান করে। তাকে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে গেলে শুক্রবার তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে স্থগিত হওয়া ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ৩টি ভোট কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা নির্বাচনী এলাকায় গণসংযোগ করে সাধারণ ভোটারদের দোয়া,আশীর্বাদ,সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছেন। ভোটারদের দারে দারে গিয়ে হাজারও প্রতিশ্র“তি দিচ্ছেন প্রার্থীরা। তবে এলাকার হাটে-বাজারে চায়ের দোকান গুলোতে চলছে সাধারণ ভোটারদের চুলচেরা বিশ্লেষণ। যে প্রার্থী এলাকার গরিব দুঃখি মেহনতী শ্রমজীবী মানুষের বিপদের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করবেন এমন যোগ্যতা সম্পন্ন প্রার্থীকেই ভোটাররা ভোট দিবেন। কুমিরা ইউনিয়নে স্থগিত থাকা ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২৭৫ টি এর মধ্যে অভয় তলা ২হাজার ৫২১ ভোট, দাঁদপুর ১হাজার ৭৭২ভোট, ভাগবা ১হাজার ৯৮২ ভোট । এই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান আছেন ফুরফুরে মেজাজে । ইতি মধ্যে তিনি ১হাজার ৭৭৮ভোটে এগিয়ে আছেন । বাকী ভোটের বেশীরভাগ ভোট তিনি পাবেন বলে এলাকা বাসি মনে করেন। এদিকে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা। চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা ভোট কেন্দ্রে বিভিন্ন সহিংস হতে পারে সংবাদ সস্মেলনে এমন অভিযোগ করেছেন। এ বিষয় বিভিন্ন ভোটারদের নিকট নির্বাচন সম্পর্কে জিঞ্জাসাবাদে মেম্বর হাবিবুর রহমান বলেন, আমার জানামতে নির্বাচনে কোন সহিংস ঘটনার আশংখা নেই। শান্তিপূর্ণ নির্বাচন হবে । ৮নং অভয়তলার ওয়ার্ডের মোঃ ইদ্রিস আলী বলেন, আমাদের কেন্দ্রে কোন সমস্যা হবেনা। চেয়ারম্যান প্রার্থি আজিজ ভাই একজন পরউপকারী সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে যে টাকা আয় করে তার সিংহভাগ গরীব ও অসহায়দের কল্যাণে ব্যয় করেন । এ ব্যাপারে ৯নং ওয়ার্ডের গ্রাম্য ডাক্তার মোঃ নজরুল ইসলাম বলেন সর্বদলীয় ভোটাদের নিয়ে নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে সবার উপস্থিতিতে ভোট কোন্দ্রে যেন কোন সহিংসতা না ঘটে, সুষ্টু ও সুন্দরভাবে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে সবাই একমত পোষন করেন। এ ব্যাপারে আ.লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান বলেন, ভোটের দিন যদি আমাকে দেশের বাহিরেও রেখে দেওয়া হয়, তবে আল্লাহর রহমতে ও মানুষের দোয়াই আমি বিপুল ভোটের ব্যবধানে আমার বিজয় হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

untitled-1-copy
মাকসুদ খান: ভোমরা শুল্ক স্টেশনের আওতাধীন সকল সিএন্ডএফ এজেন্টেদের এসআইকোডা আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ভোমরাস্থলবন্দর প্রাশসিনক ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন, স্থলবন্দের সহকারী কমিশনার আবদুল কাইয়ুম। প্রশিক্ষণ প্রদান করেন প্রকৌশলী আক্তারুজ্জামান। প্রশিক্ষণের উপস্থিতিদের এসআইকোডা আইডি ও পাসওয়ার্ড ব্যবহার সম্পর্কে অবগত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

04
আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৫৬নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলীর উপর বর্বোরচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধন কর্মসূচীতে এ সময় বক্তব্য দেন, আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলাউদ্দিন, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হক, বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্য্লয়ের সহকারি শিক্ষক জুলহাজ ইসলাম, পশ্চিম দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোয়ারা খাতুন, খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলী, আশাশুনি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তানিয়া খাতুন, নাদিয়া সুলতানা প্রমুখ। বক্তারা এ সময় বলেন, শিক্ষকদের স্থান বাবা মায়ের পরেই। তারা একজন শিশুকে তিল তিল করে শিক্ষা দিয়ে প্রাথমিক স্তরের গন্ডি পার করে গোটা জাতিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেন। অথচ সেই প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে খাজরা ইউপি’র চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের মত জনপ্রতিনিধির হাতে লাঞ্ছিত হয়েছেন। পালিয়ে বেড়াতে হচ্ছে নির্যাতিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহানকে। মামলা তুলে না নিলে হুমকি দেওয়া হচ্ছে তার স্বজনদের। এমনকি বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অসিত ঘোষকে দিয়ে কাল্পনিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষকের অপসারন দাবি করা হয়েছে। বক্তারা বলেন, এটা মেনে নেওয়া হবে না। অবিলম্বে রাজাকারের ছেলে চেয়ারম্যান ডালিম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেফতার করে খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নইলে আগামীতে আমরণ অনশনের মত বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা। প্রসঙ্গত ঃ খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের মনোনীত বিদ্যোৎসাহি সদস্যের নাম তালিকা করে সাংসদের কাছে না পাঠানোয় গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্কুল থেকে অপহরণ করা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলীকে। পরে তাকে চেয়ারম্যানের বাড়িতে আটক রেখে নির্যাতন চালান চেয়ারম্যান ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এ সময় তার কাছ থেকে কয়েকটি সাদা অলিখিত কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। দাবি করা হয় পাঁচ লাখ টাকা। একপর্যায়ে গভীর রাতে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষক বাদি হয়ে চেয়ারম্যান ডালিমস ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে চেয়ারম্যান ও তার সন্ত্রাসীদের ভয়ে ওই শিক্ষক বিদ্যালয়ে যেতে পারছেন না। স্বজনরাও রয়েছেন হুমকিতে। পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

03
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে অতীতের মত সবাইকে সঙ্গে নিয়ে ক্রীড়াঙ্গণের উন্নয়ন কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠন শেখ নিজাম উদ্দিন। সাতক্ষীরা স্টেডিয়াম ও ক্রীড়া সংস্থার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং এ জেলার ক্রীড়াঙ্গনের সাফল্য অব্যহত রাখার অঙ্গিকার করে এবারও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনি। শেখ নিজাম উদ্দিন নির্বাচিত হলে তার মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাতক্ষীরার ক্রীড়াঙ্গণকে আরো এগিয়ে নিতে পারবেন বলে আশা ক্রীড়া সংগঠকদের। প্রতিটি উপজেলা পর্যায়ে ক্রীড়ার প্রসারের মাধ্যমে তৃর্ণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে ক্রীড়াঙ্গণের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ নিজাম উদ্দিন। বিগত ৪ বছরে সকল কাউন্সিলরের সর্বাত্মক সহযোগিতা নিয়ে খেলাধূলা পরিচালনায় রেকর্ড সৃষ্টি করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন তিনি। শেখ নিজাম উদ্দিন ১৯৭৩ সাল থেকে সাতক্ষীরার ক্রীড়াঙ্গণে জড়িয়ে পড়েন। পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক, নির্বাহী সদস্য ও সাধারণ সম্পাদক হিসেবে সুদীর্ঘ সময়ে তিনি সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে তিনি নিজের নয়, বরং খেলোয়াড় ও স্টেডিয়ামের প্রকৃত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা সাতক্ষীরা বাসীর কাছে স্বীকৃত। সাতক্ষীরার পুরুষ ও মহিলা খেলোয়াড়রা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস, ভারতে অনুষ্ঠিত সাফ গেমসসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলায় প্রতিনিধিত্ব করে যাচ্ছে। সম্প্রতি, ব্রাজিলে অনুষ্ঠিত অলি¤িপকে বাংলাদেশের পতাকা বহন করেছে সাতক্ষীরারই কৃর্তী এ্যাথলেক শিরিন। এছাড়াও জাতীয় ক্রিকেট দলে সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ, সৌম্য সরকার, মহিলা দলে সাবিনা, রওশন, সুরাইয়া, কাবাডিতে পাখি, জাকির, খোকোই রানা, ভলিবলে মনি, রাজেশসহ অনেক খেলোয়াড় অত্যন্ত সদক্ষ ভাবে খেলে যাচ্ছে। যার ফলে, ইতিমধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ একটি বিশেষ স্থান দখল করে আছে। ক্রিকেট, এ্যাথলেথিক, কাবাডী, ভলিবল, সাফায়ের, খোকোসহ সকল খেলায় এ জেলা এগিয়ে রয়েছে। ক্রীড়াঙ্গণের এই অগ্রযাত্রাকে কেউ কেউ ঈশ্বার চোখে দেখতে পারেন। সাতক্ষীরার ক্রীড়াঙ্গণে তার দক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে জাতীয় পর্যায় থেকে শেখ নিজাম উদ্দিনকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব প্রদান করেন। শেখ নিজাম উদ্দিন হিরোশিমা এশিয়া গেমস (জাপান), বেইজিং এ অনুষ্ঠিত ভলিবল, দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমস, নেপাল সাফ গেমস, ভুটান, চেন্মাই, চিলি, ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যাল্ডসহ বিভিন্ন দেশের খেলায় ম্যানেজার ও সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশের হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন। যার দক্ষ প্রতিনিধিত্বের জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে ৩বার দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া তিনি এ্যাথলেথিক ফেডারেশনের সহ সভাপতি, আর্চারি ফেডারেশনের সহ সভাপতি, খোকো ফেডারেশনের নির্বাহী সদস্য, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী সদস্যসহ বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করে জাতীয় ক্রীড়াঙ্গণেও বিশেষ ভুমিকা রেখেছেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন বলেন, আমরা স্বপ্ন দেখাতে চাইনা, কথার ফুলঝুড়ি না ছড়িয়ে সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ ও খেলাধুলাকে আরো এগিয়ে নিতে চাই। ভালো খেলা-ধুলার পাশাপাশি সাতক্ষীরা স্টেডিয়ামের অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। সাতক্ষীরা স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে- একটি নতুন গ্যালারী ও ভিআইপি গ্যালারী। এছাড়া পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনকে সাথে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এ জেলায় একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। সাতক্ষীরার ক্রীড়াঙ্গণে শান্তি, সৌহার্দ ও বন্ধুত্বের সুন্দর পরিবেশ এবং বর্তমান সময়ের জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলা ধুলার ব্যাপক প্রসার ও সঠিক নেতৃত্ব প্রয়োজন। নিজের ইমেজ নয়, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভাবমূর্তি যেন দিন দিন বৃদ্ধি পায় সবার সাথে সমন্বয় করে সে কাজগুলোই করব। এ লক্ষে আমরা সাতক্ষীরার সচেতন মহল, প্রশাসন, বিভিন্ন ক্লাব বা সংস্থার কর্মকর্তা, খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারীসহ সকলকে সাথে নিয়ে একত্রিত হয়েছি। সাতক্ষীরার ক্রীড়াঙ্গণের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগীতা নিয়ে সাতক্ষীরাকে ক্রীড়াবান্ধন আদর্শ জেলায় পরিণত করতে চাই। এবারের নির্বাচনে আবার সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো সম্পাদনের অগ্রাধিকার থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest