বনিোদন ডস্কে: ছোটো তারকা দীঘি দখেতে দখেতইে বড় হয়ছেনে। শুরুতে গ্রামীণফোনরে ময়না পাখি শরিোনামরে একটি বজ্ঞিাপনে ক্ষুদে শল্পিীর ভূমকিায় মডলে হয়ে দশেে তুমুল হইচই ফলেে দনে। চলতি বছরইে জএেসসি পরীক্ষা দয়িছেে এই ক্ষুদে তারকা।
লাইমলাইটে চলে আসা দীঘকিে নয়িে এফ আই মানকি ‘চাচ্চু’ নামরে ছবি নর্মিাণ করনে। যা ঢাকাই চলচ্চত্রিে নতুন করে পরচিয় করয়িে দয়ে দীঘকি।ে ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবটিি হয়ে ওঠে সে বছররে সরো ব্যবসা সফল ছব।ি
কন্তিু দীঘি আপাতত অভনিয় থকেে দূরইে থাকতে চান। নর্মিতি হতে যাচ্ছে ‘চাচ্চু ২’ ছবতিে দীঘি থাকছনে না। তার জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছ,ে জানান ছবরি প্রযোজক ডপিজল।
তনিি বলনে, দীঘি এখন বড় হয়ছে।ে তাছাড়া অভনিয় থকেে আপাতত দূরে থাকতে চায় স।ে তাই আমরা দীঘরি পরর্বিতে অন্য কাউকে খুঁজছ।ি ডসিম্বেরে শুটংি। আশা করছ,ি এর আগইে দীঘরি মতো কাউকে পয়েে যাব।

বিনোদন ডেস্ক: সম্প্রতি আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ২০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন মালাইকা আরোরা। তখনই গুঞ্জন উঠে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতাই নাকি সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। তবে সেই জল্পনা উড়িয়ে দিলেন মালাইকা।
স্পোর্টস ডেস্ক: র্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার দৌড়ে মুখোমুখি অবস্থানে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি! বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হটিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেইমারের ব্রাজিল। এদিকে, পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৩ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের দল।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের খেলা শুরু হচ্ছে আজ। রংপুর রাইর্ডাস ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুনামেন্টের এই পর্ব।
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট নিয়ে বার্মিজ সরকার এ পর্যন্ত যা বলছে তা সবই মিথ্যা বলে মন্তব্য করেছেন একজন রোহিঙ্গা নেতা।
শিক্ষা ডেস্ক: মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবছরই আমস্টারডাম এক্সিলেনস শিক্ষাবৃত্তি দেয় নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব আমস্টারডাম। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হের ৩৬০ প্যাকেট ভায়াগ্রা কেনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত সপ্তাহে পার্কের আফ্রিকা সফরের সময় এই বিপুল ভায়াগ্রা কেনা হয়। বিপুল এই ভায়গ্রা কেনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশটির একটি সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম। আর প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন এই প্রতিবেদন দেশটিতে বিপুল বিতর্ক তৈরি করেছে।