সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

full_1639762611_1479983811বনিোদন ডস্কে: ছোটো তারকা দীঘি দখেতে দখেতইে বড় হয়ছেনে। শুরুতে গ্রামীণফোনরে ময়না পাখি শরিোনামরে একটি বজ্ঞিাপনে ক্ষুদে শল্পিীর ভূমকিায় মডলে হয়ে দশেে তুমুল হইচই ফলেে দনে। চলতি বছরইে জএেসসি পরীক্ষা দয়িছেে এই ক্ষুদে তারকা।
লাইমলাইটে চলে আসা দীঘকিে নয়িে এফ আই মানকি ‘চাচ্চু’ নামরে ছবি নর্মিাণ করনে। যা ঢাকাই চলচ্চত্রিে নতুন করে পরচিয় করয়িে দয়ে দীঘকি।ে ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবটিি হয়ে ওঠে সে বছররে সরো ব্যবসা সফল ছব।ি
কন্তিু দীঘি আপাতত অভনিয় থকেে দূরইে থাকতে চান। নর্মিতি হতে যাচ্ছে ‘চাচ্চু ২’ ছবতিে দীঘি থাকছনে না। তার জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছ,ে জানান ছবরি প্রযোজক ডপিজল।
তনিি বলনে, দীঘি এখন বড় হয়ছে।ে তাছাড়া অভনিয় থকেে আপাতত দূরে থাকতে চায় স।ে তাই আমরা দীঘরি পরর্বিতে অন্য কাউকে খুঁজছ।ি ডসিম্বেরে শুটংি। আশা করছ,ি এর আগইে দীঘরি মতো কাউকে পয়েে যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

9-1বিনোদন ডেস্ক: সম্প্রতি আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ২০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন মালাইকা আরোরা। তখনই গুঞ্জন উঠে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতাই নাকি সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। তবে সেই জল্পনা উড়িয়ে দিলেন মালাইকা।
বলিউড অভিনেত্রীর দাবি, ‘অর্জুন আমার খুব ভাল বন্ধু। কিন্তু মানুষ যা ইচ্ছে তাই বলে বেড়ায়। দু’টি মানুষের মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব কি থাকতে নেই?’
উল্লেখ্য, আরবাজের বোন অর্পিতা খানের সঙ্গে এক সময় সম্পর্ক ছিল অর্জুনের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই নাকি তার সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা শুরু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6স্পোর্টস ডেস্ক: র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার দৌড়ে মুখোমুখি অবস্থানে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি! বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হটিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেইমারের ব্রাজিল। এদিকে, পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৩ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের দল।
সবশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ পঞ্চাশটি দলের মধ্যেই বেশ পরিবর্তন লক্ষণীয়। গত কয়েক সপ্তাহ জুড়ে রাশিয়া বিশ্বকাপ বাছাই ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রভাব স্পষ্ট। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মোট ১৩৪টি ম্যাচ (বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ৬৩টি) বিবেচনায় নিয়ে নভেম্বরের র‌্যাংকিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
যথারীতি শীর্ষে অবস্থান করছে মেসির আর্জেন্টিনা। রেটিং পয়েন্ট ১৬৩৪। কিন্তু, আলবিসেলেস্তেদের সামনে হুমকি হয়ে আসছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে টানা ষষ্ঠ জয় পাওয়া সেলেকাওরা এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। দু’দলের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৯০।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

imagesস্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের খেলা শুরু হচ্ছে আজ। রংপুর রাইর্ডাস ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুনামেন্টের এই পর্ব।
চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হয়েছে বিপিএলের চতুর্থ আসর। আর দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই টুর্নামেন্টের প্রথম পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে মাঠে গড়িয়েছে মোট ১৩ টি ম্যাচ। ঢাকায় প্রথম পর্ব শেষে গত ১৭ই নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা। ইতিমধ্যে চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে।
এখানে অনুষ্ঠিত হয়েছে মোট ১১টি ম্যাচ। দুইদিন বিরতির পর আজ থেকে আবার ঢাকার মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের খেলা।
আজ দুপুর দেড়টায় সাব্বির রহমানের রাজশাহী কিংসের মুখোমুখি হবে নাঈম ইসলামের রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ছয়টায় মুশফিকুর রহিমের দল বরিশাল বুলসের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: আজ থেকে দেবহাটার পারুলিয়ায় শহীদ আবু রায়হান স্মৃতি ক্রিকেট লীগ শুরু হচ্ছে। শুক্রবার ৩টায় দক্ষিণ পারুলিয়া ফুটবল মাঠে পারুলিয়া যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় ২য় বার্ষিকী উক্ত খেলা অনুষ্ঠিত হবে। আবু রায়হান স্মৃতি ক্রিকেট লীগে মিডিয়া পার্টনার হিসাবে “দৈনিক আজকের সাতক্ষীরা” খেলায় সার্বিক বিষয়ে আপডেট প্রদান করবে। উদ্বোধনীয় ম্যাচে অংশগ্রহণ করবেন পারুলিয়া তিবর পাড়া ও নিশ্চিন্তপুর একাদশ বলে জানিয়েছেন পারুলিয়া যুব সমাজের আহবায়ক আফসার আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_92638554_923b4da1-5bfa-449f-8d22-6ab86eeede7fআন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট নিয়ে বার্মিজ সরকার এ পর্যন্ত যা বলছে তা সবই মিথ্যা বলে মন্তব্য করেছেন একজন রোহিঙ্গা নেতা।
ব্রিটেনে বসবাসরত রোহিঙ্গা নেতা নুরুল ইসলাম বলেছেন, “বার্মিজ সরকার এ পর্যন্ত যা বলেছে সবই মিথ্যা কথা, বিশ্বাসযোগ্যই না”।
মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতির পেছনে আরএসও’র বিদ্রোহী তৎপরতা অনেকাংশে দায়ি বলে মিয়ানমারের সরকার দাবি করছে। তবে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গনাইজেশনের চেয়ারম্যান ইসলাম বলেন, ওই সংগঠন বিলুপ্ত। এর কোনও কার্যক্রমই নেই। বার্মার কর্তৃপক্ষের এ বক্তব্য বিশ্বাসযোগ্য না।
রোহিঙ্গা এই নেতা বলেন, “আরাকানে নতুন করে সংকট সৃষ্টির পর কমপক্ষে পাঁচশো মানুষ মারা গেছে। দেড়শোর বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণকে তারা ব্যবহার করছে অস্ত্র হিসেবে”।
এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষীদের নজরদারির মাঝেও মিয়ানমার থেকে গত কয়েকদিনে বহু রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছে। হাজার হাজার রোহিঙ্গা ঢোকার জন্য নাফ নদীর ওপারে জড় হচ্ছে বলে জানা গেছে।
অক্টোবর মাসে রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরু হবার পর থেকে জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশী মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বাংলাদেশের কর্তৃপক্ষ এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। তবে ইসলাম বলেন, “বাংলাদেশের প্রশংসা করতে হবে। সেখানে অনেক রোহিঙ্গা ইতোমধ্যেই আছে। প্রায় ৪/৫ লাখ রোহিঙ্গা আছে সেখানে। সেখানকার লোকজনের প্রতি আমরা কৃতজ্ঞ।”
তিনি বলেন, ২০১২ সালে যখন রোহিঙ্গারা আসতে চেষ্টা করেছিল, বাংলাদেশ সীমান্ত বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশ কিন্তু পারেনি। পরে কিছু লোক ঠিকই ঢুকে গেছে এবং মানবপাচারের শিকার হয়ছিল।
রোহিঙ্গাদের সর্বসাম্প্রতিক সঙ্কট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও কথা বলেন এই রোহিঙ্গা নেতা। “বার্মিজ সরকার রোহিঙ্গাদের যেখানে জুলুম নির্যাতন করছে সেখানে তাদের আভ্যন্তরীন কোনও সুরক্ষা নাই। এখন আভ্যন্তরীন নিরাপত্তা নাই, আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা পরিষদে এটা আলোচনা করে এ বিষয়ে বাধ্য-বাধকতা তৈরি করতে হবে”।
“বাংলাদেশেও আসতে দিচ্ছেন না, বার্মাতে থাকতে পারছে না। তাহলে যাবে কোথায় তারা?” প্রশ্ন তুলে রোহিঙ্গা এই নেতা বলেন, মংডু জেলায় তাদের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করে দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

su-14শিক্ষা ডেস্ক: মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবছরই আমস্টারডাম এক্সিলেনস শিক্ষাবৃত্তি দেয় নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব আমস্টারডাম। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

সম্প্রতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব আমস্টারডাম। বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়টির আমস্টারডাম ল স্কুল, অর্থনীতি ও ব্যবসায় অনুষদ, বিজ্ঞান অনুষদ, মানবিক গ্র্যাজুয়েট স্কুল ও সামাজিক বিজ্ঞান গ্র্যাজুয়েট স্কুল থেকে বিভিন্ন বিষয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যাবে।

নির্বাচিত শিক্ষার্থীরা আকর্ষণীয় বৃত্তি পাবেন। একজন স্নাতক শিক্ষার্থীকে পড়াশোনা ও বসবাসের খরচ বাবদ এক বছরে ২৫ হাজার ইউরো দেওয়া হবে, বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ২১ লাখ টাকা। তবে বৃত্তির মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

স্নাতক শ্রেণি পর্যায়ে মেধাতালিকায় শীর্ষ ১০ শতাংশের মধ্যে থাকলেই আবেদন করা যাবে এ বৃত্তির জন্য। সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ের সঙ্গে স্নাতকের বিষয়ের সংশ্লিষ্টতা থাকতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) দেশগুলোর কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

আগ্রহী শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব আমস্টারডামের বিভিন্ন গ্র্যাজুয়েট স্কুলের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েট স্কুলের ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। গ্র্যাজুয়েট স্কুলভেদে আবেদন প্রক্রিয়া শেষ হবে ২০১৭ সালের ১৫ জানুয়ারি বা ১ ফেব্রুয়ারি।

আমস্টারডাম এক্সিলেনস শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বৃত্তিটির অফিশিয়াল ওয়েবসাইট (http://bit.ly/1kxo0JI) ঠিকানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1479996229আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হের ৩৬০ প্যাকেট ভায়াগ্রা কেনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত সপ্তাহে পার্কের আফ্রিকা সফরের সময় এই বিপুল ভায়াগ্রা কেনা হয়। বিপুল এই ভায়গ্রা কেনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশটির একটি সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম। আর প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন এই প্রতিবেদন দেশটিতে বিপুল বিতর্ক তৈরি করেছে।
দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের বরাত দিয়ে গার্ডিয়ান অনলাইন জানায়, গত মে মাসে আফ্রিকা সফরে ইথিওপিয়া, উগান্ডা ও কেনিয়া গিয়েছিলেন ৬৪ বছর বয়সী নারী প্রেসিডেন্ট পার্ক। এই সফরের শেষ পর্যায়ে আফ্রিকা গিয়ে ভায়াগ্রা কেনেন পার্কের প্রেমিক বলে পরিচিত চোই সুন সিল। আর এই বিপুল ভায়াগ্রা কেনার সময়ে তাঁর সঙ্গে ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট পার্ক!
কোরিয়া হেরাল্ড প্রমাণ হিসেবে কেনিয়ার অবকাশকেন্দ্রের পাশের ওষুধের দোকান থেকে চোই সুন সিলের স্বাক্ষর সংবলিত রশিদের অনুলিপি প্রকাশ করে। আর প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সঙ্গে প্রেসিডেন্ট থাকার কথা জানায়।
এদিকে জনসম্মুখে আসতেই প্রথমে ঘটনাটি অস্বীকার করে রাষ্ট্রপতি কার্যালয়। পরে অবশ্য কোরিয়া হেরাল্ডের অকাট্য প্রমাণের মুখে খবরটি আংশিক সত্য মেনে নিয়ে এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে এমন আরো অনেক ওষুধ কেনা হয়েছে যা ক্লান্তি দূর করতে ও বয়স ধরে রাখতে সাহায্য করে। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের জন্য এই ঔষধ কেনা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এদিকে আন্দোলনের এই সময়ে পার্কের ‘ভায়াগ্রা কেলেংকারি’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে পার্কের দল সেনুরি পার্টিতেও। দলটির অনেক নেতাই পার্কের প্রেমিকের সুবিধা নিয়ে চোই সুন সিলের বিভিন্ন অবৈধ কর্মকা-ের বিরোধিতা করছেন প্রকাশ্যেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest