পাইকগাছা বুরে্য: পাইকগাছায় গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডের মঠবাটীতে সুশীলন শরীক প্রকল্প ও ব্র্যাক কর্তৃপক্ষ ভিখারীমুক্ত, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্য সম্মত পায়খানা নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ৩নং ওয়ার্ড কার্যালয়ে ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গদাইপুর ইউনিয়ন চেয়ারম্যান গাজী জোনায়দুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন, সুশীলন শরীক প্রকল্পের আরআরএফ সমৃদ্ধ প্রকল্পের প্রতিনিধি শাকিল আহম্মেদ, ব্র্যাকের রহিমা বেগম, কল্লোল মল্লিক, আলাউদ্দীন সরদার, রেজাউল ইসলাম, এ্যাড সুকুমার দেবনাথ, সঞ্জয় সরকার, সালমা খাতুন, তসলিমা বেগম, আকবর আলী, বাজার সমিতির সদস্য প্রার্থী বিল্লাল বিশ্বাস ও ইউপি সদস্য জবেদ আলী গাজী। সভা শেষে নীলকোমল মন্ডল, সীমা রানী, খাদেজা বিবি, বিভাস সরকার, প্রান্তি সরকারকে ৫শ টাকা করে চিকিৎসা খরচ প্রদান করা হয়।

বিনোদন ডেস্ক: পিছিয়ে গেল চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’-এর মুক্তির তারিখ। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। জেলা পর্যায়ে সাইবার ক্রাইম নিয়ে কর্মসূচির জন্যই মূলত ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। ছবিতে হিল্লোল ও নওশীন জুটি বেধে অভিনয় করেছেন।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার গুরুদায়িত্ব পাচ্ছেন তিনি। অথচ সেই ফ্লিনই কিছুদিন আগে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করতে আসা প্রধান অতিথি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনেরার চুরি যাওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়েছে।
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং তা হলে শেখ হাসিনাই পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
অনলাইন ডেস্ক: সিলেট জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের সদর দফতর ১১ ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা রাখেন। এসময় সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যেকোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হব।
অনলাইন ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের অন্যতম আলোচনার বিষয় হলো মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর চালানো অমানুষিক নির্যাতন। সেখানে তাদের উপর চালানো হচ্ছে বর্বরতম নির্যাতন এবং হত্যা করা হচ্ছে অসংখ্য রোহিঙ্গাদের।