সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

photo-1474035075ডেস্ক রিপোর্ট: স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বেশির ভাগ রাজপথ। তারপর সেই পানিবন্দি রাজপথের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করি আমরা। সেই সঙ্গে অনুন্নত দেশের সেবার মান আর অব্যবস্থাপনার জন্য হা-হুতাশ করি।

তবে এবার হা হুতাশ করছেন বিশ্বের উন্নততম দেশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাসিন্দারা। কারণ প্রবল বৃষ্টির কারণে তাঁদের রাজপথও তলিয়ে গেছে পানিতে। আর সেই পানিবন্দি শহরের ছবি ফেসবুক বা টুইটারে পোস্ট করে তাঁরাও হতাশা প্রকাশ করছেন।

হাফিংটন পোস্ট জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকেই প্রবল বজ্রসহ বৃষ্টি শুরু হয় উত্তর লন্ডনে। আজ শুক্রবার সকাল নাগাদ সেই বৃষ্টির কারণে ডুবে যায় শহরের বেশির ভাগ রাস্তা। জমে থাকা পানির কারণে ট্রেন ও টিউবগুলোর শিডিউলে বিপর্যয় ঘটে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাবে বিকল্প পথ খুঁজে নিতে হয়।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে ব্রিটেনের গণমাধ্যম স্ট্যান্ডার্ড ডট সিও ডট ইউকে জানিয়েছে, কিছু কিছু এলাকায় প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শহরের বহু রাস্তায় পানি ভেঙেই চলতে দেখা গেছে বেশ কিছু ব্যক্তিগত যানবাহনকে। আবার সাউথ হ্যারোর নর্থহল্ট রোডের অবস্থা এমন ছিল যে সেটি পুরোটাই পানিতে তলিয়ে ছিল। হঠাৎ প্রবল বৃষ্টির কারণে ভেঙে পড়ে নিষ্কাশনব্যবস্থা।

এসব রাস্তার ছবি ফেসবুকে পোস্ট করে কেউ কেউ সেখানে সুইমিং পুল তৈরি হয়েছে বলে ঠাট্টাও করেছেন।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, মধ্য লন্ডন ও দক্ষিণ-পূর্ব লন্ডনেও আবহাওয়ার এমন বিপর্যয় দেখা দিতে পারে। আবহাওয়া অফিসের একজন মুখপাত্র স্ট্যান্ডার্ডকে জানান, এসব এলাকায় ভারি বৃষ্টিপাতের বিষয়ে আগে থেকেই সতর্কবার্তা জারি করেছিলেন তাঁরা। গোটা লন্ডনে নয়, তবে কিছু কিছু স্থানে এমন প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1474027266ডেস্ক রিপোর্ট: ইসলামিক স্টেটের (আইএস) নৃশংসতা থেকে বেঁচে যাওয়া নাদিয়া মুরাদ জাতিসংঘের মানবপাচার বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বজুড়ে মানবপাচারের ভয়াবহতা নিয়ে  মানুষকে সতর্ক করবেন তিনি।
২০১৪ সালে নাদিয়ার বয়স যখন ১৯ বছর, তখন ইরাকে আইএস তাঁদের গ্রাম দখল করে নেয়। অমুসলিম ইয়াজিদি সম্প্রদায়ের নারী হিসেবে তাঁকেও আইএসের নির্যাতনের শিকার হতে হয়েছে। নিজের চোখের সামনেই বাবা ও ভাইকে হত্যা হতে দেখেছেন। আইএসের কাছে তিন মাস বন্দি থাকা অবস্থায় তাঁকে নির্যাতন ও বেশ কয়েকবার ধর্ষণের শিকার হতে হয়েছে। যখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তখন জ্ঞান হারানোর আগ পর্যন্ত তাঁকে ছয় ব্যক্তি ধর্ষণ করে।
নাদিয়া শেষ পর্যন্ত আইএসের কাছ থেকে পালাতে সক্ষম হন। এরপর তিনি জার্মানিতে আশ্রয় নিয়েছেন। সেখানেই তিনি চিকিৎসা নিয়েছেন।
দুই বছর পর বর্বর ওই নির্যাতনের শিকার হওয়া নাদিয়া আজ জাতিসংঘের শুভেচ্ছাদূত। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় নাদিয়া মানবপাচার বন্ধ এবং পাচারের শিকারদের সীমাহীন দুর্দশার ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে কাজ করবেন।’
এর আগে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় নাদিয়া তাঁর জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
নাদিয়ার ব্যক্তিগত ওয়েবসাইট থেকে জানা গেছে, তিনি এখন গণহত্যা, নির্যাতন ও  মানবপাচার থেকে নারী ও শিশুদের রক্ষা করে তাদের জীবন গড়ায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়েছেন। জাতিসংঘে তাঁর বর্তমান অবস্থান তাঁকে এ লক্ষ্য পূরণে সহায়তা করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

28e97d07e0124bce4a29cd4ff123a7e0-57db983ded712নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানিতে নামিয়ে দিয়ে আসা হেলিকপ্টারটি ফেরার পথে উখিয়ার রেজু খাল এলাকায় সাগর তীরে বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় নিহতের নাম শাহ আলম (৩৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের শামসুর রহমানের পুত্র।
নিহত শাহ আলম ঈগল অ্যাজেন্সি নামে এক বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা। দৈনিক আজকের সাতক্ষীরার চাম্পাফুল প্রতিনিধি প্রভাষক আমিনুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, তার লাশ আজ শনিবার দুপুরের দিকে গ্রামের বাড়িতে এসে পৌছতে পারে। শাহ আলমের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজার সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার সুলতান আহমদ সিরাজী জানান নিহত শাহ আলম ছাড়া আরও কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

5263ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শশৈ ইসলামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া সদরে বরযাত্রী হিসেবে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের শিশুসহ সাতজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
আহত সাতজনকে হবিগঞ্জ স্থাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
ব্রাহ্মণবাড়িয়া সদরের ব্যবসায়ী সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীরা যে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেখানে তাঁরও যাওয়ার কথা ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

West-Indies-Bangladesh-Cricআসাদুজ্জামান: আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন গাজী (৫০) নামে এক জন নিহত হয়েছে। শুক্রবার ভোর রাত ২টার দিকে উপজেলার গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আমিন গাজী গদাইপুর গ্রামের মৃত ছহিল উদ্দিন গাজীর ছেলে।
স্থানীয় খাজরা ইউপি সদস্য হোসেন আলী জানান, বৃহস্পতিবার রাতে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলে রাত ২টা পর্যন্ত। রাত ২টার পরে আমরা সবাই অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যায়। এর পরে কোন এক সময় অনুষ্ঠানস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন গাজী মৃতু্যুবরণ করেন। সকালে আমরা বিষয়টি জানতে পারি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিধ্বস্ত হেলিকপ্টার, ইনসেটে সাকিব আল হাসান

বিধ্বস্ত হেলিকপ্টার, ইনসেটে সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার রেজু খালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হেলিকপ্টারের স্টাফ শরিফুল ইসলাম ও শাহ আলম এবং পাইলট শফিকুল ইসলাম। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত একজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেলিকপ্টারটি একটি প্রাইভেট কোম্পানির। এটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যদর্শীরা জানিয়েছেন, সকালে উখিয়ার রেজু খাল সংলগ্ন সাগর মোহনার বালি চরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তারা ৫ জনকে উদ্ধার করে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, আহত পাচঁজনকে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আমি ঘটনাস্থলে এসে জেনেছি একজন মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিকত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মইনুল ইসলাম: ঈদুল আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটায় সিনিয়র সাংবাদিক একাদশ ও জুনিয়র সাংবাদিক একাদশের মধ্যে এক আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ঈদের পরদিন বিকাল ৫টায় বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে আশাশুনি রিপোটার্স ক্লাবের উদ্যোগে এবং সাংবাদিক আলমিন হোসেন ছট্টু ও মইনুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলা ৩-৩ গোলে অমিমাংশিত ভাবে শেষ হয়। খেলায় সিনিয়র সাংবাদিক একাদশের অধিনায়কের দায়িত্বে ছিলেন প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম এবং জুনিয়র সাংবাদিক একাদশের অধিনায়কের দায়িত্বে ছিলেন মইনুল ইসলাম। খেলায় সিনিয়র সাংবাদিক একাদশের পক্ষে আইয়ুব হোসেন রানা, মোস্তাফিজুর রহমান ও সোহরাব হোসেন ১টি করে গোল এবং জুনিয়র সাংবাদিক একাদশের পক্ষে মোখলেছুর রহমান ময়না, মাস্টার সুব্রত দাশ ও নূর আলম ১টি করে গোল করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hospitalনিজস্ব প্রতিবেদক: ‘হয় মামলা তুলবি, আর না হয় তোকেই তুলে নিয়ে যাবো ’ মোবাইল ফোনে এই হুমকির কথা জানিয়ে বাবা সংবাদ সম্মেলন করার দুদিনের মাথায় তার মেয়ে শ্যামনগরের নারী চিকিৎসক শম্পারানীর বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে থানা থেকেই ছেড়ে দেওয়া  হয় ডা. শম্পাকে।
আলোচিত এই ঘটনা নিয়ে সাতক্ষীরা এখন তোলপাড়। ফেসবুকে ছড়িয়ে পড়েছে এসব নিয়ে তৈরি নানা কাহিনি। তবে শ্যামনগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) ডা. শম্পা রানী বলেন তিনি ষড়যন্ত্রের শিকার। একই দাবি তারা বাবারও। অপরদিকে বিএমএর সাতক্ষীরা জেলা শাখা শম্পাকে নিয়ে এসব ঘটনার প্রতিবাদ করেছে। বিএমএ বলছে সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এনামুল হক দাবি করেন, ডা. শম্পা ও আরিফুজ্জামান পলাশকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হয়। পরে রাতেই মুচলেকা নিয়ে তাদের দুজনকেই ছেড়ে দেওয়া হয়। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।
ডাক্তার শম্পার অভিযোগ, তিনি গত ২১জানুয়ারি মেডিকেল অফিসার থেকে আরএমও পদে উন্নীত হবার দিন থেকেই শুরু এই ষড়যন্ত্র। সেদিন ছাত্রলীগ তার বিরুদ্ধে মিছিল করেছিল। এরপর থেকে কোনো রোগীর চিকিৎসা দিলেই তা নিয়ে একটি মহল নানা প্রশ্নবাণ ছুড়তে শুরু করে। ওই চক্রটি কারণে অকারণে হাসপাতালে এসে অশালীন কথাবার্তাও বলে। এমনকি পত্র পত্রিকায় খবর বানানোর হুমকিও দেয় কেউ কেউ। তারাই আবার ফেসবুকে দেওয়ার নামে আর্থিক সুবিধা নিতে চায়। তিনি বলেন বারবার এধরনের ঘটনাকে মোকাবেলা করতে হয়।
সর্বশেষ ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয় তাহেরা নামের চার বছরের একটি শিশু। পেটের নাড়ি জড়ানো (ইনটেসটিনাল অবস্ট্রাকশন) এই রোগীকে কর্তব্যরত মেডিকেল অফিসার  ডা. দীপংকর মন্ডল প্রয়োজনীয় চিকিৎসা দেন। ঘণ্টা দুয়েক পর তার অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন ডাক্তার। এরই মধ্যে এক্সরে করানো হয় তার। এর পরপরই মারা যায় শিশুটি। তিনি বলেন এই চিকিৎসার সাথে তার এতোটুকু সংশ্লিষ্টতা  ছিল না। রোগীটির মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার ( ইউএইচএ) ডা. হাবিবের নির্দেশে তিনি তাহেরার  ডেথ সার্টিফিকেট লিখছিলেন। এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন চেনা অচেনা নেতা কর্মী  ডা. শম্পার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কিল চড় ঘুষি মেরে  ও মারপিট করে কাপড়চোপড় টানা হেঁচড়া করে। এ অবস্থায় একজন নারী হিসাবে খুবই লজ্জাজনক অবস্থায় পড়েন তিনি। কর্তৃপক্ষের পরামর্শে তিনি শ্যামনগর থানায় একটি মামলা করেন।  অপরদিকে মৃত শিশু তাহেরার বাবা গোলাম মোস্তফাকে দিয়ে ডা. শম্পার বিরুদ্ধে একটি হত্যা মামলা করার চাপ দিতে থাকে মহলটি। কিন্তু তিনি সিদ্ধান্তহীনতায় ছিলেন।
জানা গেছে শম্পার দেওয়া মামলায় পুলিশ গ্রেফতার করে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মন্ডলকে। এ সময় বিএমএ দাবি তোলে অন্যদের গ্রেফতার না করলে তারা কর্মসূচি দেবেন। পুলিশ কৌশল অবলম্বন করে হামলার মূল নায়ক শ্যামনগর মহসিন কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুস সবুর ও তার সহযোগী রহমতকে গ্রেফতার করে। শম্পা বলেন তার যোগদানের দিন থেকে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী কখনও মিছিল, কখনও হামলা ও কখনও নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এদিকে ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের ঘটনায় শ্যামনগরে ফের  রাজনৈতিক প্রতিক্রিয়া ধুমায়িত হতে থাকে। এই সুযোগ কাজে  লাগাতে তৎপর হয় মহল বিশেষ। ডা. শম্পার বাবা জানান, তার কাছে ও তার মেয়ের কাছে টেলিফোনে হুমকি আসে মামলা তুলে নেওয়ার জন্য। না হলে ডা. শম্পাকে তুলে নিয়ে যাওয়া হবে, তার শ্লীলতাহানি ঘটানো হবে। হুমকি আসে হত্যারও। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়। তাছাড়া শম্পার বাবা নগেন্দ্রনাথ সংবাদ সম্মেলন করে ঘটনাবলীর প্রতিবাদ করেন ও প্রশাসনের সহযোগিতা চান। এর মাত্র দুদিনের মাথায় ঘটে আরেক ষড়যন্ত্র।
ডা. শম্পার বাবা বৃদ্ধ নগেন্দ্র নাথ সরদার  বলেন তার মেয়ে খুলনা থেকে ফেরেন ১১ সেপ্টেম্বর রাতে। এ সময় খবর আসে তার বিরুদ্ধে শিশু তাহেরা হত্যার মামলা হয়েছে থানায়। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করবে। শম্পা জানান এতে তিনি আতংকিত হয়ে পড়েন। শেষে তার বাবার পরামর্শ মতো  নিজের কোয়ার্টারে না থেকে কিংবা গ্রামের বাড়িতে  না যেয়ে এক সহকর্মীর বাড়িতে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। ঈদের  ছুটিতে যাওয়ায় ফাঁকা সরকারি কোয়ার্টারে থাকা নিরাপদ নয় বলেও মনে করেন তারা।
তিনি জানান সহকর্মী ডা. আরিফুজ্জামান পলাশ শম্পাকে তার বাসায়  রেখে তার স্ত্রীসহ ছেলে ও শাশুড়িকে নিয়ে পাশে দাওয়াত খেতে যান। ফিরবার সময় অপরিচিত কয়েকজন লোক পলাশের স্ত্রী শারমিন আক্তার সুইটি ও তার ছেলেকে রাস্তায় আটকে দিয়ে তার মোবাইল কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙ্গে ফেলে। এরই মধ্যে ডা. পলাশও বাসায় পৌঁছে যান। তার পিছে পিছে শ্যামনগর থানার ওসি এনামুল হক বেশ কিছু লোকজনকে নিয়ে সেই বাসায় আসেন। শম্পা জানান এ সময় ‘আমি পাশের একটি কক্ষে পড়াশুনা করছিলাম। পলাশের  কক্ষে পুলিশ এসে   ডা. পলাশকে দিয়ে তাকে ডেকে পাঠান। শম্পা জানান, ‘এরপর ওসি আমাকে নানা প্রশ্ন করেন। তিনি বলেন আপনাকে থানায় যেতে হবে। সে অনুযায়ী চেঞ্জ করতে রুমে ঢুকি। সেখানেও নানাভাবে আমাকে  হেনস্থা করা হয়। এরপর ওসি তাকে বাধ্য করান পলাশের সাথে থেকে ছুবি তুলাতে। পরে সে সব ছবি ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে’। থানায় নিয়ে দীর্ঘ সময় ধরে প্রশ্ন করা হয় তাকে ও ডা. পলাশকে। কিন্তু অসামাজিক আচরণের কোনো প্রমাণ মিলাতে ব্যর্থ হয় পুলিশ। ততক্ষণে পলাশের স্ত্রীও চলে আসেন থানায় ।  তিনি এঘটনার প্রতিবাদ করে বলেন এসবই ষড়যন্ত্র। অসামাজিক কার্যকলাপের কোনো প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন তিনি। সাতক্ষীরা জেলা বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) এর সভাপতি ডা. আজিজুর রহমান বলেন ‘ডা. শম্পা পুরোপুরি ষড়যন্ত্রের শিকার’। তিনি এর প্রতিকার দাবি করেছেন।
ডা. শম্পা তাকে নিয়ে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করেছেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে এর প্রতিকার দাবি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest