সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

picture-kaliganj-satkhira-15-sepকালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের ‘পারুলগাছা প্রগতি সংঘ’ আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেল ৪ টায় পারুলগাছা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জের বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও পি ডি কে মিতালী সংঘের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের নির্দ্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ৪-৩ গোলের ব্যবধানে পি ডি কে মিতালী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিডিকে মিতালী সংঘের জহুরুল ইসলাম এবং ফাইনালের সেরা হয়েছেন বিষ্ণুপুর প্রান্তিক সংঘের এনামুল হোসেন। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলের সৈয়দ মোমিনুর রহমান ও রাশেদুজ্জামান। প্রগতি সংঘের সভাপতি আব্দুর রাশেদ ঢালীর সভাপতিত্বে এবং প্রগতি সংঘের কর্মকর্তা অসীম রায় ও শাহআলম ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার (ফ্রিজ) তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্স আপ দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি, পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বিষ্ণুপুর ইউপি’র মেম্বর আফছার উদ্দীন মোড়ল, সাবেক মেম্বর জিএম রফিকুল ইসলাম, উপজেলা তরুণলীগ সভাপতি শেখ শাহজালাল, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সরদার, পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল মন্ডল, ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিম ঢালী, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1465740417582কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে জুয়া খেলার অপরাধে আটক তিন জুয়াড়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আমল কুমার রায়ের নেতৃত্বে পুলিশ বুধবার বিকেল সাড়ে ৫ দিকে উপজেলার তারালী ইউনিয়নের মাওলার কাছারি নামক স্থান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মাওলা কারিকরের ছেলে আলম কারিকর (৪৫), একই ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত আব্দুর রহমান ওরফে ভদো গাজীর ছেলে মোজাফ্ফার হোসেন (৪০), একই গ্রামের মৃত কাংলা কারিকরের ছেলে ফজর আলী কারিকর ওরফে নুনু (৪৬)। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪  ধারায় প্রত্যেকে একশত শত টাকা করে জরিমানা আদায় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসকের নির্দেশ উপেক্ষা করে তালায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, তালার রাজাপুর মৌজায় ১নং খাস খতিয়ানে ১৪১৭ নং দাগে ০৭ একর সরকারি জমি রয়েছে। ওই জমি দখল করে অবৈধ ভাবে তালা উপজেলার মেশারডাংগা গ্রামের প্রফুল্ল ব্যানার্জীর ছেলে আদিত্য ব্যানার্জী, কার্তিক ব্যানার্জী, অর্জুন ব্যনার্জী অবৈধ স্থাপনা নির্মান করে। সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা বন্ধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।
অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গত ৭ এপ্রিল’১৬ তারিখে ৭৫২ নং স্মারকে আগামি ৩০ দিনের মধ্যে ওই জমি উপর থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু নোটিশ প্রদানের প্রায় ৬মাস অতিবাহিত হলেও ওই স্থাপনা সরানো হয়নি। বরং ওই স্থাপনাটি আরো মজবুদ করার কার্যক্রম চলছে বলে এলাকাবাসি জানিয়েছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশ উপেক্ষা করে স্থাপনা করায় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন। কিভাবে তারা জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে এ নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই সরকারি জমি থেকে অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে মাঘরী গ্রামে প্রতি বছরের ন্যায় ঈদ উপলক্ষ্যে বার্ষিক প্রীতি ফুটবল ম্যাচে জুনিয়র গ্রুপকে হারিয়ে সিনিয়র গ্রুপ জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় দেবহাটা পাইলট হাইস্কুল মাঠে মাঘরী যুবসমাজের আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপের মধ্যে ২/১ গোলের ব্যাবধানে প্রতিবারের ন্যায় এবারও সিনিয়রা জয়লাভ করেছে। খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সখিপুর ইউনিয়নের15-9-16 ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট তরুন সমাজসেবক আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম। খেলায় সিনিয়র গ্রুপের অধিনায়ক ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ ও জুনিয়র গ্রুপের অধিনায়ক হিলেন আছাদুজ্জামান সোহাগ এবং রেফারির দায়িত্ব পালন কেরেন ফারুক হোসেন। প্রতিবছর জুনিয়র গ্রুপ পরাজয় বরন করায় অনেকটা হাস্যকর পরিস্থিতির সম্মুখিন হয়েছে সকলের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

received_623681207813955ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ডি,বি ইউনাইটেড হাইস্কুলে ২০১১সালের এস.এস.সি শিক্ষার্থীদের আয়োজনে এক ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক,সাতক্ষীরা সদর উপজেলার ২০১৬সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমান মুকুল।এছাড়া আরও উপস্থিত ছিলেন,স্কুলের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ছাত্র-ছাত্রীদের জ্ঞানজ্ঞান-বিজ্ঞানে আরও যত্নবান হতে হবে।তথ্য প্রযুক্তি বিষয়ে ভালভালো ধারণা নেওয়ার জন্য তিনি বিশেষভাবে আহবান জানান।তিনি বলেন,মাননীয় প্রধান মন্ত্রীর বলিষ্ঠ নের্তৃত্বে যেভাবে দেশ হতে জঙ্গিবাদ দূর করা হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।কোন শিশিক্ষার্থী যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে তিনি শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা দেন।তিনি আরও বলেন,শিক্ষায় সফল যারা,বাস্তব জীবনেপ্রতিষ্ঠিত তারা।প্রকৃত শিক্ষা অর্জনের জন্য আজ যারা বাইরে অবস্থান করছে,শিক্ষা জীবন শেষে তারা যেন তাদের অর্জিত জ্ঞানেরর আলো দিয়ে এই প্রতিষ্ঠানের সেবা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করেন।তিনি ছাত্রছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নতি কামনা করে তার বক্তব্য শেষ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1473927248ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁস মামলায় স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম এ রায় ঘোষণা করেন।
এ মামলায় সালাউদ্দিন কাদেরের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য চার আসামির সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চারজন হলেন—ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান, জুনিয়র আইনজীবী মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির ছিলেন। আদালত তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় বিভিন্ন সময়ে ২১ সাক্ষী সাক্ষ্য দেন।
অভিযোগ থেকে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে তার আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান।
রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করেন। ওই বছরের ৪ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন।
২০১৪ সালের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক শাহজাহান সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_2170-copyমাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে ঈদ আনন্দ উৎসব ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আফাজউদ্দীন মেমোরিয়াল স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অধ্যক্ষ রোকেয়া রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সোনার বাংলা গড়তে ও বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা এই উন্নয়নকে বাধাঁগ্রস্থ করতে চাই তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রহিহত করতে হবে। বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে  সাতক্ষীরা একটি সম্ভাবনাময়ী জেলা। মহান স্বাধীনতা যুদ্ধে যারা  শহিদ হয়েছে সেই সব শহিদদের স্মৃতিকে ধরে রাখতে জেলার ৪টি সীমানায় ৪টি গেট নির্মান করা হবে খুব শীঘ্রই।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), খুলনা মেডিকেল কলেজের ডাঃ মনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাহানা মুহিদ, শিক্ষক তৃপ্তি মোহন মল্লিক, কবির আহম্মেদ, ইউপি সদস্য শামীম রেজা, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু, ব্রক্ষ¥রাজপুর ফাঁড়ির ইনচার্জ এস.আই আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রাম প্রসাদ মন্ডল, ভালুকা চাঁদপুর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহইকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img_20160915_1800352জি.এম আবুল হোসাইন : সদর উপজলার মাধবকাটি ফুটবল মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগ্রাম ক্লাব, মাধবকাটি বাজার কমিটি ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ (সনাস) এর যৌথ আয়োজনে এবং মিডিয়া পার্টনার “দৈনিক আজকের সাতক্ষীরা’র সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকালে উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সোনার বাংলাদেশ সমৃদ্ধশালী করা হচ্ছে। সাতক্ষীরা মেধায়, খেলাধুলায়, শিল্প-সাহিত্যে, উৎপাদনে, এমনকি রপ্তানিতে দেশের অন্নান্য জেলার তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জঙ্গিরা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে যে নাশকতা সৃষ্টি করছে তা সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিতে সকলকে আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টি’র সভাপতি শেখ আজাহার হোসেন বলেন, সাতক্ষীরার বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে আমরা লজ্জ্বায় মাথা তুলে দাঁড়াতে পারি না। এ লজ্জা থেকে মুক্তি পেতে যে কোন মূল্যে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। সাতক্ষীরা সদর সার্কেল’র সহকারি পুলিশ সুপার মো. আতিকুল হক বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে জঙ্গিবাদী সকল কর্মকান্ডকে নস্যাত করা হবে। যে কোন মূল্যে সাতক্ষীরাকে জঙ্গীমুক্ত জেলায় পরিনত করা হবে। সদর উপজেলা আলীগের সভাপতি এস.এম শওকাত হোসেন বলেন, যারা বাংলাদেশকে ভালবাসেন, দেশের পতাকাকে ভালবাসেন তারা কোন প্রকার নাশকতামূলক কাজে জড়িত হতে পারে না। যারা সাতক্ষীরার শান্ত জনপদকে অশান্ত করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, সচেতন নাগরিক সমাজ (সনাস) এর সমন্বয়কারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.  আজিজুল হক (ডেভিড), আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest