সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

1-1স্পোর্টস ডেস্ক: তৃতীয় দিন শেষে মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার থেকে এবার কিছুটা লড়াই হয়তো দেখা যাবে। কিন্তু কিসের কী লড়াই, রাত পোহাতেই পুরোনো চেহারায় অস্ট্রেলিয়া!

হোবার্ট টেস্টে প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৬১ রানে। তাতে সিরিজের দ্বিতীয় এই টেস্ট ইনিংস ও ৮০ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

২ উইকেটে ১২৯ রান থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেল মাত্র ১৬১ রানে। অস্ট্রেলিয়া ক্রিকেট তার সোনালি দিন হারিয়ে নানা উত্থান-পতনের ভেতর দিয়ে হেঁটেছে। কিন্তু এতটা অসহায়, এতটা বিবর্ণ, এতটা হাল ছেড়ে দেওয়া দল তাদের দেখায়নি কখনো!

আগের দিন উসমান খাজার ব্যাটে যে প্রতিরোধের সূচনা হয়েছিল, আজ তা থেমে গেল আর ৮ রান যোগ করে। খাজার ৬৪, এরপর আরেক অপরাজিত ব্যাটসম্যান স্টিভ স্মিথও থামলেন ৩১ করে। এরপর আর কোথাও কেউ নেই! ২০ ওভারেরও কম সময়ে মাত্র ৩২ রান তুলতেই শেষ ৮ উইকেটের পতন!

স্যালুট ঠুকতে হবে কাইল অ্যাবটকে। স্যালুট ঠুকতে হবে কাগিগো রাবাদাকে। এই দুজনই অস্ট্রেলিয়াকে একেবারে ধ্বংস করে দিলেন। ৭৭ রানে ৬ উইকেট অ্যাবটের। আর তরুণ রাবাদা মাত্র ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট।

দলের সেরা বোলার ডেল স্টেইনের ছিটকে যাওয়া টেরই পেল না দক্ষিণ আফ্রিকা। আর এই দলটা যে তাদের নিয়মিত অধিনায়ক আর সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ছাড়াই সফর করতে এসেছে, এও তো এত দিনে যেন ভুলে গেছে সবাই।

সর্বশেষ ৫ টেস্ট ও ৫ ওয়ানডের প্রতিটাতে হেরেই এখন সিরিজের শেষ টেস্টে মান বাঁচাতে লড়বে অস্ট্রেলিয়া। অবশ্য তাদের খুব সামান্যই সম্মান আর অবশিষ্ট আছে। এই অস্ট্রেলিয়াকে দেখে তার ঘোরতর নিন্দুকেরও নিশ্চয়ই মমতা হবে। হায় অস্ট্রেলিয়া, এ কোন অস্ট্রেলিয়া!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image-1অনলাইন ডেস্ক: দিল্লি ময়ূর বিহারের ফেজ থ্রি-তে এটিএমএ-এর সামনে বিশাল লাইন পড়েছিল। অন্যদের সঙ্গে এক তরুণীও লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই বিরক্তি প্রকাশ করছিলেন। স্বভাবতই ওই তরুণীও বিরক্ত হচ্ছিলেন। এমনিতেই নোট বাতিলের জেরে পকেটে থাকা ৫০০ এবং ১০০০ টাকার নোটগুলো অচল হয়ে গিয়েছে। কিন্তু ব্যাঙ্ক বা এটিএম থেকে নগদ সংগ্রহেও বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে।

কয়েক ঘণ্টা দাঁড়ানোর পরও ময়ূর বিহারের ফেজ থ্রি-র ওই এটিএম-এ টাকা শেষ হওয়ার খবর পান লাইনে দাঁড়ানো সকলে।

এবার আর ধৈর্য ধরে রাখতে পারেননি ওই তরুণী। রাগের চোটে লাইনে দাঁড়িয়েই নিজের টপ খুলে ফেলেন। উর্দ্ধাঙ্গ নগ্ন করে ফেলেন। এই ঘটনায় হইচই পড়ে যায়। ক্ষিপ্ত অর্ধনগ্ন তরুণী ক্ষোভে ফেটে পড়েন। রবিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি মহিলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তরুণীকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে টপ পরানো হয়।

এরপর তরুণীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। সেখান থেকে পুলিশই তাঁকে এসকর্ট করে অন্য একটি ব্যাঙ্কের এটিএম-এ নিয়ে যায়। সেখানেই এটিএম থেকে টাকা তোলেন ওই তরুণী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল ওই তরুণীর। তার মধ্যে টাকা আর পাওয়া যাবে না শুনে অন্যদের মতোই হতাশ হয়ে পড়েছিলেন তিনি। এটিএম-এ টাকা না মিললে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলেই মনে করছেন ওই প্রত্যক্ষদর্শীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ডেস্ক: যাঁরা সবজি পছন্দ করেন তাঁদের জন্য এই রেসিপি খুবই মজাদার ও স্বাস্থ্যকর। দুপুরের খাবারে সাদা ভাতের সাথে শাক, মিষ্টি আলু ও মসুর ডালের এই কারি আপনার প্রতিদিনের স্বাদে পরিবর্তন নিয়ে আসবে। এতে ফ্যাট ও ক্যালোরির পরিমাণ খুবই কম কিন্তু আছে প্রচুর পরিমাণে আয়রন। চলুন জেনে নেই কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই কারি। উপকরণ : তিলের তেল এক টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি একটি, রসুনের কোয়া একটি, আদা একটি (ছোট আকারের), লাল মরিচ কুঁচি একটি, হলুদ গুঁড়ো দেড় চা চামচ, জিরা গুঁড়ো দেড় চা চামচ, মিষ্টি আলু দুটি (৪০০ গ্রাম), মুসুর ডাল ২৫০ গ্রাম, ভেজিটেবল স্টক ৬০০ মিলি, শাক ৮০ গ্রাম, স্প্রিং অনিয়ন (এক ধরনের সবুজ পেঁয়াজ) চারটি (সাজানোর জন্য), থাই পাতা কুঁচি আধা চামচ (সাজানোর জন্য) এবং লবণ স্বাদমতো।প্রস্তুত প্রণালি: প্রথমে একটি চওড়া পাত্রে তেল গরম করুন। এতে পেঁয়াজ দিয়ে হালকা আঁচে ১০ মিনিট ভাঁজতে থাকুন। আদা, রসুন ও মরিচ কুঁচি দিয়ে আরো এক মিনিট রান্না করে বাকি মসলা দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে তাতে মিষ্টি আলুর টুকরো দিয়ে ভালো করে নাড়িয়ে মসলা মাখিয়ে নিন। লবণ, মসুর ডাল এবং ভেজিটেবল স্টক দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। ডাল ও আলু সেদ্ধ হয়ে এলে শাক দিয়ে ঢেকে দিন। রান্না হয়ে এলে স্প্রিং অনিয়ন ও থাই পাতা দিয়ে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাতের সাথে দুপুরে খাবার টেবিলে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  সোমবার দুপুরে উপজেলার কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশি তৎপরতা থাকলেও কাউকেই আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের নওশের মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (১৯) প্রতিবেশী একটি পরিবারের মেয়েশিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। উন্নত চিকিৎসা ও পরীক্ষা করার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, দুপুরে তিনি নিজ ঘরে কাপড় সেলাই করছিলেন। এমন সময় পাশে মিরাজের ঘরে শিশুটির চিৎকার শুনে তিনি দৌড়ে যান। তাঁর উপস্থিতি টের পেয়ে মিরাজ ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। তিনি ঘরে ঢুকে শিশুটিকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধর্ষণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আজ পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক রাখাল নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আরেক রাখাল। মঙ্গলবার ভোরে এসব ঘটনা ঘটে। নিহত রাখালের নাম মো. মোসলেম উদ্দিন (৩২) বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তিনি সদর উপজেলার পাঁচরকী  গ্রামের জোহর আলীর ছেলে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান জানান, প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের ১০০ গজ ভেতরে আমুদিয়ায় মেইন পিলার ১১-এর সাবপিলার ৭-এর কাছে গুলির ঘটনা ঘটে। তিনি জানান, নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিলেন বলে বলে জানা গেছে। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি, তা এখনো পরিষ্কার নয়। বিজিবির কুশখালী সীমান্ত চৌকির (বিওপি) সুবেদার মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরো একজন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। সুবেদার আরো জানান, একজন নিহত হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহরের এক মাদক সেবনকারীকে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক মাসের সাজা প্রদান করেছে। জানা যায়, গোবিন্দপুর বাজার এলাকায় গোবিন্দপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী ইউসুফ আলী সরদারের পুত্র তুহিন (২৩) রোববার সন্ধ্যায় গাঁজা সেবন করছিল। এ সময় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এ,এস,আই সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে এক পুটলা গাঁজা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
নিজস্ব প্রতিবেদক : কবিতা উৎসব ২০১৬ এর উদ্বোধক সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে কবিতা পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও কবিতা উৎসব- ১৬ এর আহবায়ক মন্ময় মনির কবিতা পরিষদের পক্ষ থেকে সোমবার রাতে রেড ক্রিসেন্ট ভবনে এ ক্রেষ্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কবিতা পরিষদের সদস্যবৃন্দরা ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়ায় রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে টেকসই উদ্যোগ প্রকল্পের এ্যাডভোকেসি গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপারঃ মাওঃ মোস্তফা রেজাউল করিমের সভাপতিত্বে ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনাল অর্থায়নে অগ্রগতি সংস্থা বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্থার এ,ও, মোরশেদ আলম, কর্মকর্তা নেতাই সেন, পিয়ার লিডার আবু সাঈদ সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে পূর্ববর্তী করণীয় এবং এর কূফল সহ বিদেশ গমনকারীদের নিরাপদ বিষয় সহ বিভিন্ন বিষয় আলোকপাত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest