road-accident
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালার জাতপুর বাজার সংলগ্ন আলাদীপুর গ্রামে দ্রুতগতীর মটরসাইকেলের ধাক্কায় শাহানারা বেগম (৪০) নামের এক গৃহবধু নিহত হয়েছে। শাহানারা আলাদিপুর গ্রামের হেকমত শেখের মেয়ে ও একই উপজেলার দাশকাটি গ্রামের আজিজুর রহমানের স্ত্রী। দূর্ঘটনায় মটরসাইকেল চালক বিন্দু রায় গুরুতর আহত হয়েছে। বিন্দু চুকনগর বাজারের মনি জুয়েলারীর কর্মচারী এবং কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের অরুন রায়ের পুত্র। স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার সময় চুকনগর থেকে জাতপুর বাজারগামী বিন্দু রায়ের দ্রুতগতীর মটরসাইকেলটি শাহানারা বেগমকে ধাক্কা দেয়। জাতপুর পুলিশ ক্যাম্পের এস.আই মোমিন উদ্দীন জানান, দূর্ঘটনার শিকার শাহানারা বেগমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এছাড়া বিন্দুকে উদ্ধার করে কেশবপুর এলাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। এরিপোর্ট লেখাকালে (বুধবার রাত সাড়ে ৭টা) কেশবপুরের একটি বেসরকারি ক্লিনিকে বিন্দুর চিকিৎসা চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

77777777777777777777777777777
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় সেলিম গাজী নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা যায় খলিষখালীর দুধলাই চর গ্রামের রুহুল গাজীর পুত্র মো: সেলিম গাজী বরগুনা জেলার বোরহানউদ্দীন থানার সি.আর ৮২/১৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকায় পাটকেলঘাটা থানা পুলিশের এক বিশেষ অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

og-jpg
নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়ি এলাকা থেকে বনদস্যু নোয়া মিয়া বাহিনীর সদস্যরা ২টি নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করেছে। দুই লাখ টাকা মুক্তিপনের দাবিতে মঙ্গলবার রাতে কদমতলা ফরেষ্ট ষ্টেশনের আওতাধীন চালতে বাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। ফিরে আসা জেলে (কাঁকড়া শিকারী) মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা মৃত মোহাম্মাদের ছেলে জুলফিকার মল্লিক বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষনিকভাবে অপহৃতদের নাম পরিচয় তিনি জানতে পারেননি। তবে, তিনি বিষয়টি কদমতলা ফরেষ্ট অফিসকে অবহিত করে এলাকায় ফিরেছেন বলে আরো জানিয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত অবহিত করা হয়নি। অবহিত করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_478673263_1475641200ডেস্ক রিপোর্ট: পরীক্ষা চলছে, আগামীকালও আছে। যে পথ ধরে খাদিজা বেগমের পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, সে পথের ওপর এখন তাঁরই রক্তের ছোপ। সংকটাপন্ন অবস্থায় খাদিজা এখন শুয়ে আছেন হাসপাতালের বিছানায়।
সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা বেগমের দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়েছে গতকাল মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে। নিউরোসার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তারের অধীনে তাঁর চিকিৎসা চলছে। রেজাউস সাত্তার গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা খুব সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে রিসিভ করেছি। এখন ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন (লাইফ সাপোর্ট)। তাঁর মাথায় ও দুই হাতে অসংখ্য কোপের ক্ষত। খুব জটিল অস্ত্রোপচার হয়েছে খাদিজার। এ ধরনের রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ৫ শতাংশ। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।’
খাদিজা বেগমরাত ১২টা ৫০ মিনিটে স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ার সার্ভিস কর্মকর্তা গোলাম মওলা বলেন, খাদিজার অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকের দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।
খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত সোমবার পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল আলম (২৬)। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। দীর্ঘদিন ধরেই তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ খাদিজাকে কোপানোর দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠে নিজেদের মতামত প্রকাশ করছে হাজারো মানুষ।
চাঁপাইনবাবগঞ্জের স্কুলছাত্রী কণিকা ঘোষ, ঢাকার সুরাইয়া আক্তার রিসা ও মাদারীপুরের নিতু মণ্ডলের পর খাদিজার ওপর বখাটে ও উত্ত্যক্তকারীদের একই ধরনের হামলার ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে সারা দেশে। বিশিষ্টজনেরা বলছেন, অপরাধীদের বিচার না হওয়ার কারণেই এমন ঘটনা বাড়ছে।
অবশ্য অপরাধীকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই স্পষ্ট। তিনি কাউকে ছাড় দেন না। আমি আপনাদের জোর গলায় বলতে পারি, যে-ই অপরাধ করেছেন, সেই অপরাধীকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।’
খাদিজা যে কলেজে পড়েন এবং যে কলেজ ক্যাম্পাসে ঘটনা ঘটেছে, সেই দুই কলেজেরই ছাত্রী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। গতকাল রাতে তিনি বলেন, ‘একই কলেজে আমিও পড়েছি, আমি সেখানে নিজেকে ভাবছি! কী নির্মম, আমি ভিডিওটা পুরো দেখতে পারিনি। আমাদের খাদিজা বেঁচে আমাদের মাঝে ফিরে আসুক।’ তিনি বলেন, তারা ধরেই নিয়েছে এ ধরনের সন্ত্রাস যারা করে, ওই সন্ত্রাসীরা বিচারের ঊর্ধ্বে। এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীর বিচার দাবি করেন।
মুঠোফোনে ধারণ করা খাদিজাকে কোপানোর ভিডিওতে দেখা যায়, মাটিতে পড়ে থাকা খাদিজাকে কিছু একটা দিয়ে আঘাত করছেন বদরুল। ভিডিওতে অনেকের চিৎকার, কান্নাকাটির শব্দ শোনা গেলেও কেউ সাহায্য করতে এগিয়ে যাননি।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কয়েকজন এগোনোর চেষ্টা করতেই চাপাতি হাতে বদরুল তাঁদেরও আঘাত করতে ছুটে আসেন। কয়েকজন দূর থেকে ঢিল ছুড়ে তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এরপর বদরুল চাপাতি হাতে পালানোর সময় ছাত্ররা তাঁকে ধাওয়া দেয়। একপর্যায়ে ছাত্ররা তাঁকে ধরে ফেলে। সেখানে তিনি পিটুনির শিকার হন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
কলেজছাত্র ও স্থানীয় জনতা রক্তাক্ত খাদিজাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সোমবার রাতে অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে ঢাকার দিকে রওনা দেন স্বজনেরা। গতকাল সকালে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খাদিজার প্রতিবেশী ও স্বজনেরা বলছেন, দীর্ঘদিন ধরেই খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন বদরুল। ২০১২ সালের ১৭ জানুয়ারিও উত্ত্যক্ত করার সময় স্থানীয় ব্যক্তিরা বদরুলকে ধরে পিটুনি দেন। পরদিন বদরুল তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন জালালাবাদ থানায়। মারধরকারীদের জামায়াত-শিবিরের নেতা-কর্মী হিসেবে উল্লেখ করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ওই মামলার এক আসামি বলেন, উত্ত্যক্ত করার জন্যই যে তাঁকে মারধর করা হয়েছিল, তা সবাই জানত, পুলিশও। তারপরও ২০১২ সালের ৩১ মে ১৪ জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বদরুলের করা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে তখন তিনি থানায় কর্তব্যরত ছিলেন না বলে তদন্ত ও ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ সদস্য বলেন, ওই অভিযোগপত্র বদরুলের মনঃপূত হয়নি। এ নিয়ে তিনি বেশ কয়েকবার পুলিশকে শাসিয়েছেন। গত সোমবার খাদিজাকে কোপানোর পেছনে সেই ঘটনার ক্ষোভ থাকতে পারে বলে তিনি মনে করেন।
গণপিটুনির শিকার হয়ে আহত বদরুল পুলিশ পাহারায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হামলার কথা স্বীকার করে বলেন, ঘটনার দিন দুপুর থেকেই তিনি খাদিজার বাড়ি ফেরার পথে অপেক্ষা করছিলেন।
বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন দাবি করেছেন, বদরুল সুনামগঞ্জের ছাতকে একটি স্কুলে শিক্ষকতা করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, কর্মজীবনে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রলীগ থেকে বদরুলের পদ বাতিল হয়েছে। এটা তাঁর ব্যক্তিগত পাশবিকতা। তিনি বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গতকাল দুপুরে জাকির খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান।
হামলার ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস গতকাল হত্যাচেষ্টার অভিযোগে বদরুলের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা করেন। শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, এ মামলায় বদরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
খাদিজার চাচা বলেন, খাদিজার বাবা মাশুক মিয়া সৌদি আরবপ্রবাসী, মেয়ের জখম হওয়ার খবর শুনে তিনি রওনা দিয়েছেন। আর মা মনোয়ারা বেগম অসুস্থ। মেয়েকে তিনি জীবিত ফেরত চান। তিন ভাই ও দুই বোনের মধ্যে খাদিজা দ্বিতীয়। সিলেটের জালালাবাদের আউশা গ্রামে খাদিজাদের বাড়ি।
হামলার ঘটনায় বদরুলকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রক্টরিয়াল কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি মহিলা কলেজ ও এমসি কলেজের ছাত্রছাত্রীরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরের জিন্দাবাজারের মহিলা কলেজের ছাত্রীরা ও দুপুরে টিলাগড় মোড়ে এমসি কলেজের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষোভ কর্মসূচি থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বুধবার সিলেটের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কালোব্যাজ ধারণ ও পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তাঁরা। সিলেটের সব শ্রেণির মানুষ এ ঘটনার বিচার দাবি করেছেন।
খাদিজাকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গত রাতে তিনি বলেন, ‘মেয়েটাকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করব। অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। অপরাধী কোনো দলের নয়।’
মানবাধিকার নেত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলছেন, যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বার্তা না দিতে পারবে যে এই ধরনের অন্যায়ের জন্য তাকে কঠোর শাস্তি পেতে হবে, ততক্ষণ এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এ ধরনের ঘটনা যখন ঘটে তখন বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় অপরাধী কোনো না কোনো ক্ষেত্রে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ ক্ষেত্রেও তাই হয়েছে।
সুলতানা কামাল বলেন, ‘ক্ষমতাসীন দলের কেউ হলেই মনে করে তার কোনো জবাবদিহি নেই। এ কারণেই অপরাধপ্রবণতা কমে না। তাই রাষ্ট্রের এখন দায়িত্ব এসব অপরাধ বন্ধে কঠোর হওয়া। খাদিজার চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। তিনি যেন বেঁচে থাকেন সেই প্রার্থনা করছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

qbn9quy53uppসার্ক নয়, এবার পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেকসহ অন্যান্য উপ-আঞ্চলিক জোট গড়ে তোলার দিকে জোর দিচ্ছে ভারত। মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে ত্রি-দেশীয় অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চিন্তাও আছে ভারতের। এক্ষেত্রে বাংলাদেশকে পাশে চায় ভারত।
সরকারি আমন্ত্রণে দিল্লী সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের খোলামেলা আলাপে এসব কথা উঠে আসে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও একই ইঙ্গিত দিয়েছেন।
উন্নয়ন কাজে অসহযোগিতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে এ বছর ইসলামাবাদ সার্কে যোগ দিতে অস্বীকার করেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি সদস্য দেশ। এর কারণে বাতিল হয়েছে উনিশতম সার্ক শীর্ষ সম্মেলন। আবারও অনিশ্চিত হয়ে পরেছে সার্ক-এর ভবিষ্যৎ। আর সে কারণেই সার্কের বাইরে গিয়ে ভারত নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের চিন্তা করছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, পাকিস্তান সার্ককে নিজের সুবিধার জন্যই শুধু ব্যবহার করতে চায়। ‘যেন তাদের সমস্যাগুলোর সমাধান আগে হয়ে যায়। কিন্তু সার্কের তো এটা মূলকথা ছিল না। এখানে বলাই হয়েছিল দ্বিপাক্ষিক ইস্যুগুলো দ্বিপাক্ষিকভাবেই সমাধান হবে। আঞ্চলিক বিষয়, যাকে আমরা দক্ষিণ এশিয়ার কর্পোরেট স্বার্থ বলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা সার্কে লক্ষ্য।’
বাংলাদেশকে সঙ্গে নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও।
সাবেক হাইকমিশনার বলেন, মালদ্বীপকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আফগানিস্তানকেও যদি বিমসটেকে নিয়ে আসা হয়, অন্তত শুরুর দিকে পর্যবেক্ষক হিসেবে, তাহলে দক্ষিণ এশীয় দেশগুলো পাকিস্তানকে বাদ দিয়ে একত্র হতে পারে। পাকিস্তানকে বাদ দেয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি। কেননা পাকিস্তানকে যোগ করলে ইস্যুগুলো আগের গণ্ডিতেই ঘুরতে থাকবে। সমস্যার সমাধান হবে না।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান একঘরে হয়ে পড়ছে উল্লেখ করে ভারতের সাবেক-বর্তমান কূটনীতিকরা বলছেন, সামনের দিনগুলোতে উপ-আঞ্চলিক জোটগুলো শক্তিশালী করতে নেতৃত্ব দেবে বাংলাদেশ ও ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

x02apa1f8wcoবাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার ছেলে সোহেল মর্তুজার জন্মদিন আজ।
৩৪ বছরে পা দেওয়া মাশরাফি ১৯৮৩ সালের নড়াইলে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম কৌশিক। অন্যদিকে দু-বছরে পা দেওয়া মাশরাফির একমাত্র ছেলে সোহেল ঢাকায় জন্মগ্রহণ করেন।
পাড়ার মাঠে বল হাতে গতি ছোটানো মাশরাফি প্রথমে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ দলে। সেখান থেকেই তিনি চোখে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের। তার হাতে পড়েই ক্যারিয়ার বদলে যায় মাশরাফির। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলেই টেস্টে অভিষিক্ত হন।
ইনজুরির কারণে টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হয়নি মাশরাফির। মাত্র ৩৬ টেস্ট খেলে নিয়েছেন ৭৮ উইকেট। একই সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৭।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেলেছেন তিনি- ১৬৩টি। উইকেট পেয়েছেন ২০৮টি, আর রান ১ হাজার ৪৫০।
নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৫টি বছর পার করে ফেলেছেন ক্যারিয়ারের। ২০০৬ সালে এক পঞ্জিকাবর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারি বোলার।
তিনি ওই বছর নিয়েছিলেন ৪৯ উইকেট। তারই নেতৃত্বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেলেছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল।
তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট স্বর্ণালী যুগে প্রবেশ করেছে। ২০১৪ সালে নতুন করে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি।
দেশের মাটিতে টানা ৫ম সিরিজ জয়ের রেকর্ডও হয়েছে নড়াইল এক্সপ্রেসের সময়েই। মাশরাফির জন্মদিনে শুভেচ্ছা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1lor9oqfypr8ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অনন্ত ৬ জন। নিহতরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া শম্ভুপুর গ্রামের বোকাই মিঞার ছেলে সোহেল মিঞা (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাশিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফছার (৬০) ও অজ্ঞাতনামা একজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে পৌঁছালে ট্রাকটির চাকা পাংচার হয়।

“এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশ্ববর্তী খাঁদে পড়ে যায়। ট্রাকের উপরে থাকা ২৬ জন যাত্রী সিমেন্টর নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1476684438_1475645945স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপপরিচালক তামজিদ সারওয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে মিরপুর আহম্মদনগর-পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে দুদক উপপরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম তাকে গ্রেপ্তার করে।

দুদক উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক উপপরিচালক জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় একটি সড়ক নির্মাণে এক কোটি দুই লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলা করেন দুদক উপ-পরিচালক সুভাষ চন্দ্র। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest