সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

333333
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘জাতিকে আলোকিত ও সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। শিক্ষা বৃত্তি ও এককালীন অনুদান এবং চিকিৎসা ভাতাসহ নতুন প্রজন্মের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। আগামী দিনে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাধ্যমে সমিতির সদস্য এবং তাদের ছেলে মেয়েদের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। এছাড়া আরো বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা জিয়াউদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সহ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, মোজাম্মেল হক, মোহাম্মাদ আলী ছিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি বাবদ ৮৭হাজার টাকা,এককালীন অনুদান বাবদ ৩৬ হাজার টাকা এবং জরুরি চিকিৎসা ভাতা হিসেবে ২৭ হাজার ৭শ টাকা প্রদান করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

UNO (Medium)

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কিন্ডারগার্টেনের পক্ষ  থেকে  সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় স্কুলের প্রধান শিক্ষক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার  শাহ আব্দুল সাদী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা রাফিজা খাতুন ,শেখ আবু ছালেক, স্কুল রেজিস্টার বৌদ্যনাথ কুন্ডুসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য আগামী ১২ আগষ্ট  সাতক্ষীরা সদর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মীনি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন মাস্টারস করার জন্য স্কলারশীপ নিয়ে লন্ডনে যাচ্ছেন। শাহ আব্দুল সাদী লন্ডনের সাসেক্র বিশ্ববিদ্যালয়ে এমএসসি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর ম্যাস্টারস করবে এবং তার সহধর্মীনি তহমিনা খাতুন লন্ডনের গ্লাসগো ক্যালিডোনিয়া বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের উপর মাস্টার করবেন। পরে প্রধান শিক্ষক বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের হাতে এ সম্মননা  ক্রেস্ট তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক ঃ নাশকতার পরিকল্পনা করার সময় সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলামসহ ৩ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত অপর দুই জামায়াত কর্মী হলেন, কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের আলী হাসান (৪২) ও খলিসখালী ইউনিয়নের দুদলি গ্রামের নূরুল ইসলাম (৪৫)। বুধবার সকাল ১০ টার দিকে পুলিশ মাওলানা মফিজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম জানান, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলামের কাটাখালিস্থ বাড়িতে নাশকতার পরিকল্পনা করছে ১০/১২ জন জামায়াত নেতা-কর্মী। এমন সংবাদের ভিdownload (1) (Medium)ত্তিতে পাটকেলঘাটা থানার এস আই উজ্জলের নেতৃত্বে সেখানে অভিযানে চালানো হয়। এ সময় সেখান থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলামসহ ৩ জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়। তবে, এসময় কপোতাক্ষ নদে ঝাপিয়ে সাঁতার কেটে অন্যরা পালিয়ে যায়। ওসি আরো জানান, মাওলানা মফিজুল ইসলামের নামে ইতিপূর্বে নাশকতার মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

07.09
দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অসহায়, দারিদ্র মানুষের মধ্যে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৯টায় নিজ হাতে চাউল বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব নারায়ন চন্দ্র অধিকারী, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রেহেনা ইসলাম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের আলফাতুন নেছা, ৭,৮ ও ৯নং আরুতি রানী, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেছ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর আলী, ৩নং ওয়ার্ড সদস্য পরিতোষ বিশ্বাস, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম, ৫নং ওয়ার্ড সদস্য জগন্নাথ মন্ডল, ৬নং ওয়ার্ড সদস্য নির্মল কুমার মন্ডল, ৭নং ওয়ার্ড সদস্য মোনাজাত আলী, ৮নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান প্রমুখ। এসময় ৩১১৬ জন অসহায়, দারিদ্রদের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক শাখার সভাপতি মোঃ নাইমুর হোসেন ও  সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর স্বাক্ষরিত একপত্রে জানায় যে, ৪টি টেকনোলোজির ১ম ও ২য় শিফটের ৮টি কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন, কম্পিউটার টেকনোলজি ১ম শিফট সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ইসা রুহুল্লাহ নোমান, সাংগঠনিক সম্পাদক শেখ তৌফিকুর রহমান। ২য় শিফট সভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাত্তাহ, সাংগনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইলেক্ট্রনিক্স ১ম শিফট সভাপতি সূর্য শেখর, সাধারণ সম্পাদক সাদিকুল সাদিক, সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন, ২য় শিফট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ গাজী, সাংগঠনিক সম্পাদক নয়ন সাকলাইন, আরএসি ১ম শিফট সভাপতি শেখ মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক আতিক মাসুদ সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, ২য় শিফট সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ শেখ,এনভায়রনমেন্টাল ১ম শিফট সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক শামীম গাজী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, ২য় শিফট সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকার রাস্তা গুলো খানাখন্দে পরিণত  হয়েছে। দীর্ঘদিন যাবৎ এমন অবস্থা সৃষ্টি হলেও সড়ক সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি সড়ক ও জনপদ বিভাগ। এতে প্রায় প্রতিদিনই শহরে ঘটছে ছোট বড় দূর্ঘটনার।  শহরের বাঁকাল থেকে খুলনা রোড পর্যন্ত সড়কের বড় বড় গর্তে প্রতিদিন ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। গর্তে পড়ে মাইক্রো, প্রাইভেট, মটরসাইকেলসহ যানবাহনের ব্যাপক ক্ষক্ষতি হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ করেন, ঠিকাদার সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় ৫ বছরের স্থায়িত্বের রাস্তা ৫ মাসেই নষ্ট হয়ে গেছে। ছাল চামড়া উঠে যায়।
সূত্র জানায়, খানা-খন্দ, আর ধুলা-বালির শহরে পরিণত হয়েছে সাতক্ষীরা জেলা শহর। বিশেষ করে সাতক্ষীরা সিটি কলেজ মোড় থেকে বাঁকাল কোল্ডস্টোর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটর সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার উপর ভরে গেছে ছোট ছোট অসংখ্য পাথর আর খোয়ার টুকরায়। রাস্তার ছালচামড়া উঠে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, প্রধান সড়ক দিয়ে পায়ে হাঁটতে গেলেও শরীর কেঁপে উঠে। অথচ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার পথচারীকে চলতে হচ্ছে ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়েই। শুধু তাই নয়, সাতক্ষীরা ইটাগাছা হাটের মোড় থেকে বাঁকালস্থ ছফুরননেছা মহিলা কলেজ পর্যন্ত (সাতক্ষক্ষীরা-মুন্সগঞ্জ সড়কের) সবচেয়ে ব্যস্ততম এলাকার দু’ধারে রাখা হয়েছে যত্রতত্র কয়েক’শ ট্রাক। এই এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে নাকাল হয়ে পড়ছে পথচারীরা। কিন্তু এসব রাস্তার যেন কোন অভিভাবক নেই।
চলতি বর্ষা মৌসুমের আগেই সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাঁকাল পর্যন্ত সংস্কার কাজ করা হয়। ব্যয় করা হয় প্রায় অর্ধকোটি টাকা। কিন্তু মাত্র কয়েক দিনের টানা বর্ষনে জেলা শহরের ব্যস্ততম এই সড়কের ছাল-চামড়া উঠে গেছে। অসংখ্য খানা, খন্দের সৃষ্টি হয়েছে। অত্যন্ত নিম্নমানের সংস্কার কাজ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাথর, খোয়ার টুকরা আর ধুলা, বালিতে ভরে গেছে সমস্ত রাস্তা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার সংস্কার কাজ রাতে হওয়ায় দুর্নীতি ও অনিয়ম বেশি হয়েছে। যার কারণে কয়েক মাস যেতে না যেতেই রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে।
বৃদ্ধ আজিজুর রহমান (৭০) জানালেন, জেলা শহরে চলছি বহুকাল ধরে। কিন্তু এতো ভয়াবহ পরিস্থিতি কখনও দেখিনি। যানবাহন তো দূরের কথা পায়ে হাটারও পরিস্থিতি নেই।
অন্যদিকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের দুই গেটের মাঝখানের রাস্তার অংশটুকু মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিন কয়েকটি গাড়ি, ভ্যান উল্টে যাচ্ছে। রাস্তার উপর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
মিলবাজার এলাকার আব্দুর রহিম বলেন, রাস্তার এমন অবস্থা হলেও আমাদের কর্তা ব্যক্তিরা চোখে দেখেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির দিনে পাকা রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন আমাদের ভিজতে হচ্ছে। চার চাকার গাড়িতে গেলে রাস্তার অবস্থা দেখা যায় না। রাস্তার এ অবস্থার কারণে ঈদে ঘরে ফেরা মানুষ চরম দুর্ভোগে পড়বে বলে স্থানীয়রা আরো জানান। এ বিষয়ে কথা বলার জন্য সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

DSC03962 (Medium)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Aman1
প্রেস বিজ্ঞপ্তি: জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মরহুমের নিজস্ব বাসভবনে, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি শিশু সদনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ামোনাজাত ও কোরআন খানি অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবার ও জেলা মৎস্যজীবী দলের আয়োজনে দোয়া মাহফিলে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : বেসরকারি সংস্থা দলিত মহেশ্বরপাশা-খুলনা এর উদ্যোগে, সংস্থার “ওয়াটার ফর ফুড ইন দ্যা কোস্টাল এরিয়া অব সুন্দরবনস্ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ” প্রকল্প’র আওতায় কৃষকদের ধান ও শবজি চাষের উপর প্রশিক্ষন দেয়া হয়েছে। দাতা সংস্থা এফ.এ.ডি.ভি. এর সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলার ইসলামকাটী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কৃষকদের প্রশিক্ষন প্রদান করেন, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্র- সাতক্ষীরা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহীম ও কৃষি গবেষনা কেন্দ্র- সাতক্ষীরা এর বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির। এসময় সংশ্লিষ্ট ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন সহ ইউপি সদস্য, ইউপি সচিব এবং উপকারভোগী ৫৯জন কৃষক উপস্থিত ছিলেন। পরে ঘোনা গ্রামে উপকারভোগী কৃষকদের ভাসমান শবজি ক্ষেত এবং সুজনশাহা গ্রামে ধান চাষ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদিউজ্জামান, এফএডিভি এর প্রতিনিধি ও সংস্থার প্রোগ্রাম অফিসার শুভ্রা মুখোপাধ্যায়, দলিতের সহকারী পরিচালক বাসন্তি লতা দাশ, প্রকল্প ম্যানেজার ছিদ্দিকুর রহমান, সহকারী ম্যানেজার প্রভাষ দাশ ও মোবিলাইজার জুয়েল সরকার সহ মিডিয়া কর্মী, উপকারভোগী কৃষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest