সর্বশেষ সংবাদ-
সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ডিসিসাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী অদম্য নারী পুরস্কারে ভূষিতসাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় জখম-২সখিপুরে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভাসাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী প্রশিক্ষণনানা আয়োজনে সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপনজাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: সাতক্ষীরায় নবাগত এসপিআশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে দুর্নীতির অভিযোগবাঁশদহে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়াকেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার’: সাতক্ষীরা শহর ছাত্রদলের নিন্দা

ডেক্স রিপোর্ট: সাধারণত প্রথম বলটি ‘নো’ হলেই সতর্ক হয়ে যান বোলাররা। কিন্তু যদি পরপর দুই বলে ওভার স্টেপিং এর জন্য নো বল হয় তাহলে যে কারোরই সন্দেহ জাগতে পারে ফিক্সিং নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত ১৪ নভেম্বর চট্টগ্রাম ভাইকিংস ও বরিশাল বুলসের ম্যাচে তেমনই একটি ঘটনা ঘটেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তর্ক-বিতর্ক, উঠেছে নানা প্রশ্ন।।

চিটাগংয়ের ১৬৩ রান তাড়া করে ব্যাট করতে নেমেছিল বরিশাল। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে চিটাগংয়ের পাকিস্তানি বোলার ইমরান খান তার সেই ওভারের শেষ বলে পরপর দুটি নো বল দিয়েছেন। একেবারে দাগ পেরিয়ে অনেক দূরে তার পা পড়েছে। ‘নো’ বলের ধরণটার জন্যই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে।

ইমরানের এই নো বল অসচেতনতা নাকি ইচ্ছাকৃত, তা অজানা। অবশ্য এ বিষয়টি নিয়ে এখন full_352879405_1479484313ক দৃষ্টি রয়েছে সবার। আসলে কী হয়েছে ওই ওভারে, তদন্ত হলেই তা বেরিয়ে আসবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেব। অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট: বিপিএলের ১৭তম ম্যাচে নিজেদের চতুর্থ জয় তুলে নিল রংপুর রাইডার্স। মাশরাফির কুমিল্লাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সৌম্য-আফ্রিদিদের রংপুর। এ হারের ফলে কুমিল্লা পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। ১৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি নাঈম ইসলাম। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান আহমেদ শেহজাদ আর ক্যারিবীয়ান তারকা মারলন স্যামুয়েলসের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা তুলেছে ১২২ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার হয়ে ব্যাটিং শুরু করেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস এবং লিটন দাস। তবে, ব্যাট হাতে আজ ব্যর্থই হয়েছেন ইমরুল। দলীয় ৮ রানেই ফেরেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে সোহাগ গাজীর বলে এলবির ফাঁদে পড়েন ৫ রান করা ইমরুল।

এরপর বিদায় নেন লিটন কুমার দাস। ইনিংসের ষষ্ঠ ওভারে রান আউট হওয়ার আগে তিনি ১২ বল খেলে করেন মাত্র ৪ রান। দলীয় ২১ রানের মাথায় দুই ওপেনারকে হারায় কুমিল্লা।

এরপর জুটি গড়েন আহমেদ শেহজাদ এবং মারলন স্যামুয়েলস। অর্ধশতক হাঁকিয়ে ইনিংসের ১৭তম ওভারে বিদায় নেন ৫২ রান করা শেহজাদ। এই জুটি থেকে আসে ৬৪ রান। আনোয়ার আলির বলে শহীদ আফ্রিদির তালুবন্দি হওয়ার আগে শেহজাদ ৪৫ বলে চারটি চার আর একটি ছক্কায় তার ইনিংসটি সাজান।

ইনিংসের শেষ ওভারে অর্ধশতকের দেখা পান স্যামুয়েলস। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার আর ২টি ছক্কায়। ৫২ রান করে রুবেলের বলে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৫ রান। ইনিংসের শেষ বলে রুবেল ফিরিয়ে দেন সোহেল তানভীরকে। ইনিংস শেষ হওয়ায় তাই রুবেলকে হ্যাটট্রিকের অপেক্ষায় থাকতে হচ্ছে।

এবারের আসরে দ্বিতীয় ফিফটি করেছেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। ৪৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন। মোহাম্মদ মিথুন আগের ম্যাচে ফিফটি করে ফর্মে ফিfull_1407226533_1479484732রেছেন। সেই ধারাবাহিকতায় এবার শাহজাদের সাথে দ্বিতীয় উইকেটে ম্যাচ জেতানো অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েছেন। মিথুন ৩৯ বলে ৩টি ছক্কা ও ১টি চারে ৪৫ রানে অপরাজিত ছিলেন। সৌম্য সরকার বড় রান পেলেন না লো স্কোরিং ও চাপ মুক্ত এই ম্যাচেও। ১৫ বলে ২২ রান করে মাশরাফির শিকার হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এর আগে বৃহস্পতিবার রাতে নাসিকের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য লিখিত আবেদন করেন তিনি।  উল্লেখ্য, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হবে দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম। full_1474071548_1479481072নারায়ণগঞ্জে গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী ও এ কে এম শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন। ২০১১ সালে নির্দলীয় ওই নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হন সাবেক চেয়ারম্যান আইভী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি, বিটিভির ক্যামেরাপার্সন মীর মোস্তফা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ আব্দুর রহিম। বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ, দৈনিক যুগের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সহ সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদী আলী সুজয়, কার্যনির্বাহী সদস্য, দৈনিক যুগেরবার্তা পত্রিকার মফ:স্বাল বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক, দৈনিক যুগের বার্তার শহর প্রতিনিধি আব্দুল আজিজ, সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রহমান, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান মধু, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক কালের চিত্র পত্রিকার শহর প্রতিনিধি এস এম সেলিম, দৈনিক কাফেলার শহর প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, আরটিভির ক্যামেরাপার্সন জাকির হোসেন মিঠু, কার্যনির্বাহী সদস্য দৈনিক আজকের ৭১ টিভির ক্যামেরাপার্সন সৈয়দ সাদিকুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির ক্যামেরা পার্সন হাবিবুর রহমান পলাশ, এসএ টিভির ক্যামেরাপার্সন রাহাত রাজা, দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ফিরোজ হোসেন, অয়েজ বিল্লাহ শিমুল। বার্ষিক সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ১৩ ডিসেম্বর সংগঠনের নির্বাচনের দিন ধার্য করা হয়। নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস.এম শহীদুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সহযোগি হিসেবে কাজ করবেন মোঃ আব্দুর রহিম, খন্দকার আনিছুর রহমান, ও মোঃ আব্দুল আজিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালার বাউখোলা গ্রামে ভূমিহীন কৃষকদের ১০/১২ 1বছর ভোগ দখলীয় থাকা সরকারি খাস জমি জোর দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের একের পর হামলা ও হুমকিতে আতংকিত হয়ে পড়েছে হতদরিদ্র ভূমিহীন কৃষকরা। যদিও হুমকি ও জোর দখল চেষ্টা বন্ধ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন ভূমিদস্যুদের নিষেধ করলেও তা মানছেন না ভূমিদস্যুরা। ভূমিহীন একাধিক কৃষক ভয়ের কারনে নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার বাউখোলা মৌজার বাউখোলা গ্রামের কপোতাক্ষ নদ সংলগ্ন সরকারের ১নং খাস খতিয়ান ভুক্ত ৫৮০/৬১৪ দাগের প্রায় ২৫ বিঘা জমি স্থানীয় ২০/২২ জন ভূমিহীন হতদরিদ্র কৃষকরা ১০/১২ বছর ধরে শান্তিপূর্ন ভোগ দখলিকার অবস্থায় চাষাবাদ করে আসছে। ভূমিহীনরা উক্ত জমি বিগত ২০০৫ সালে সরকারের কাছ থেকে বিধি মোতাবেক ১ সনা ইজারা গ্রহন পূর্বক জমিতে চাষাবাদ শুরু করে। কিন্ত পরবর্তিতে কপোতাক্ষ নদ ভরাটী উক্ত খাস জমি ইজারা প্রদান বন্ধ হলে ভূমিহীনরা ইজারা গ্রহণ করতে পারেনি। তারপরও সেখানে ভূমিহীন কৃষকরা চাষাবাদ করে নিজেদের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে। ভূমিহীনরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১০/১২ বছর ধরে সরকারি উক্ত খাস জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসলেও সম্প্রতি এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মৃত. মোহাম্মাদ হোসেন এর পুত্র আলাউদ্দীন শেখ, মৃত. জামির শেখের পুত্র হায়দার শেখ, দিরাজ তুল্য কাগজীর পুত্র ইদ্রিস আলী এবং আয়ুব আলী, লুৎফর রহমানের পুত্র মফিজুল রহমান, বজলু শেখের পুত্র শফিকুল রহমান শেখ, জিল্লুর রহমানের পুত্র জিয়াউল রহমান বকুল ও জাফের শেখ এর পুত্র আকবর শেখ গং সংঘবদ্ধ ভাবে সরকার ওই জমি জোর দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমি দস্যুরা ইতোমধ্যে সকল জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করতে একের পর হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে। বুধবার সকালে ভূমিদস্যুদের হামলায় হতদরিদ্র ভূমিহীন বাবলু শেখের স্ত্রী তাহেরা বেগম (৪৫) গুরুতর আহত হলে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ভর্তি করা হয়। ভূমি দস্যুদের একের পর এক হামলা ও হুমকির ঘটনায় স্থানীয় ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য মো. আল আমীন ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত জমি চাষাবাদের স্বার্থে ভূমিহীন কৃষকদের দখলীয় জমিতে চাষাবাদ কার্যক্রম অব্যাহত রাখতে বলেছেন। এছাড়া একই সময় উক্ত জমি জোর দখল না করার জন্য তিনি দখল চেষ্টাকারীদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ভূমি দস্যুরা বিভিন্ন কৌশল অবলম্বন করে খাস জমি জোর দখল নিতে অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে ভূমিহীন কৃষকরা জানিয়েছেন। এতে করে এলাকায় ভূমিহীন কৃষক এবং প্রভাবশালী ভূমিদস্যুদের মধ্যে যে কোনও সময় রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটার আশংকা সৃষ্টি হয়েছে। যে কারনে ঘটনার বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিপ্রিয় এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাদের সাথে শাখা আহ্ছানিয়া মিশন কর্মকর্তাদের সাথে শাখা আহ্ছানিয়া মিশনের অগ্রগতি প্রসঙ্গে শুক্রবার সকাল সাড়ে ৮টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ২য় তলায় হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নলতা রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আব্দুল মজিদ,যুগ্ম-সম্পাদক আলহাজ্জ শিক্ষক সাইদুর রহমান,কর্মকর্তা আলহাজ্জ শিক্ষক ইউনুচ,আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন,আলহাজ্জ শিক্ষক আবুল ফজল, সাংবাদিক মনিরুজ্জামান মহসিন,রফিকুল ইসলাম,দেবহাটা উপজেলার নাংলা শাখা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা মোঃ মাহমুদুল হক লাভলু,মাঘরি শাখা আহ্ছানিয়া মিশন,চন্ডিপুর শাখা আহ্ছানিয়া মিশন,আস্কারপুর শাখা আহ্ছানিয়া মিশন,ঘোনাপাড়া শাখা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সম্পাদকবৃন্দসহ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের রমজান আলী,ইদ্রীস আলী,আকবর হোসেন,মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে ৫টি শাখা আহ্ছানিয়া মিশনের অগ্রগতি প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: প্রথম আলো বন্ধুসভা প্রথম আলোর একটি সংগঠন। যে সংগঠনের মাধ্যমে প্রথম আলো বিভিন্ন সামাজিক কাজ করে। বিশেষ করে এসিড দগ্ধের পাশে দাঁড়ায়। ছাত্র-ছাত্রীদের মেধা শানিত করতে বিভিন্ন কাজ করে। দুর্যোগে সবার আগে ছুটে যেয়ে দাঁড়ায় অসহায় মানুষের পাশে। বন্ধুসভার সদস্যরা অধিকাংশ বয়সে তরুণ। প্রথম আলো চায় তরুণরাই  আগামি দিনে একটি সুন্দর রাষ্ট্র ও সমাজ  বিনির্মাণে তারাই  ভূমিকা রাখবে। প্রথম আলো বন্ধুসভার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় বক্তরা এসব কথা বলেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা প্রথম আলো অফিসে শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলামে সভাপতিত্বে আprothom-alo-satkhira-2লোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম,কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাানর্জি। আলোচনা সভা শেষে কেককাটা হয়। প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক উম্মে তামান্নার সঞ্চলনায় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরণের খেলাধুলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অবৈধ স্থাপনা গরুর বিটের বহনকৃত ট্রাকের ধাক্কায় নবনির্মিত কংক্রিটের যাত্রিসেবা ঘরটি গাড়ির আঘাতে ভেঙ্গে নষ্ট করে দিয়েছে। উপজেলার সদর ইউনিয়নে পাঁচপোতা কমিউনিটি ক্লিনিকের সম্মুখে রুগি ও পথচারিদের বসার জন্য নির্মিত যাত্রিছাউনি নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের নভেম্বর মাসে কাজ সম্পন্ন হলেও সেটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে ব্যবহারের আগেই। এলাকাবাসি জানান, শুক্রবার দিবাগত রাতে গরু নিতে আসা ট্রাক পার্কিং করার সময় যাত্রিসেবার ঘরটিতে সোজরে কয়েটি ধাক্কা দিলে যাত্রিসেবা ঘরটির মুল পিলার আঘাত প্রাপ্ত হয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা ইউপি সদস্য, চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে  অবৈধ্য বিট বন্ধের দাবি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest