ডেস্ক: রাজকোট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অ্যালেস্টার কুক ও হাসিব হামিদের শতরানের উদ্বোধনী জুটিতে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড।
শনিবার চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১১৪ রান। কুক ৪৬ ও হামিদ ৬২ রানে অপরাজিত অাছেন।
প্রথম ইনিংসে ৪৯ রানের লিড পাওয়া ইংল্যান্ড দিন শেষে এগিয়ে আছে ১৬৩ রানে। হাতে আছে ১০ উইকেট।
তবে আগামীকাল শেষ দিন হওয়ায় স্বস্তিতে থাকতে পারে ভারত। সিরিজের প্রথম টেস্টে তাই ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও কিছুটা হলেও জয়ের সম্ভাবনা আছে ইংল্যান্ডের। পঞ্চম দিনে খুব দ্রুতই রান তুলে ইনিংস ঘোষণা করে ভারতকে লক্ষ্য তাড়ায় নামানোর পরিকল্পনাও নিশ্চয় নিয়ে রেখেছে ইংলিশরা।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলেন কুক। অন্য দিকে শুরুতে আক্রমণাত্মক ছিলেন হামিদ।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাবধানী হয়ে হয়ে উঠেন হামিদ। অভিষেক টেস্টে অর্ধশতক পাওয়া ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ১১৬ বলে।
এর আগে ৪ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের দ্রুত বিদায়ে চাপে পড়ে স্বাগতিকরা।
জাফর আনসারির শর্ট বলে বোল্ড হন রাহানে। এরপর রশিদের বল পিছিয়ে খেলতে গিয়ে হিট উইকেট হন কোহলি।
এরপর অশ্বিনের অর্ধশতকে ইনিংসের ব্যবধান ৪৯ রানে নামিয়ে আনে স্বাগতিকরা।
সপ্তম উইকেটে ঋদ্ধিমান সাহার সঙ্গে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন অশ্বিন। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৫৩৭ রান। আর ভারত তাদের প্রথম ইনিংসে করেছে ৪৮৮ রান।

অনলাইন ডেস্ক:সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার আহ্বান থাকবে, সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের সর্বতভাবে নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব’।
বিনোদন ডেস্ক: পুনম পান্ডে মানেই বিতর্ক। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় তিনি ঘোষণা করেছিলেন, ভারত কাপ জিতলে তিনি জনসমক্ষে নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জেতার পর অবশ্য কথা রাখেননি পুনম।
ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৬ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন।
ডেস্ক: বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন রোববার।
ডেস্ক: মোসাদ্দেক হোসেনের ঝড়ো ইনিংসের পর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় পেয়েছে ডাকা ডায়নামাইটস। এদিন নাঈম ইসলামের রংপুরকে ৭৮ রানে হারিয়েছে সাকিবের দল।
ডেস্ক: আগামী ১৪ নভেম্বর, সোমবার পৃথিবীর সবচেয়ে নিকটে আসছে চাঁদ। বিগত ৭০ বছরে চাঁদ এত কাছে আর আসেনি। শেষবার পৃথিবীর এত কাছে এসেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি।
পাকিস্তানের বেলুচিস্তানে সুফি মুসলিমদের শাহ নূরানি মাজারে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ।