সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভাসাতক্ষীরা শহিদ আব: রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালাদেবহাটায় তারুণ্যের উৎসবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ ইউএনওর

 

শ্যামনগর প্রতিনিধি : ১৫ ও ২০ আগষ্ট গ্রেনেড হামলা সহ দেশব্যপী জঙ্গী হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতি মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে মানব বন্ধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাংবাদিক ডাক্তার আবু কওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সকল কেমিষ্ট স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আয়োজনে কর্মসূচি বাস্তবায়ন করেন সাতক্ষীরা শাখার শ্যামনগর উপজেলা কমিটি।AZ Pic

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

SAM_1886 copyমাহফিজুল ইসলাম আককাজ: “শেখ হাসিনার মমতা- বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র প্রদান করা হয়েছে। সোমবার সকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে  ইউপি চেয়ারম্যান মো.শামছুর রহমানের সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি সাধারণ ও অসহায় মানুষদের ভালবাসতেন তেমনি তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণ ও অসহায় মানুষদের ভালবাসেন। তাই এ সকল ভাতা প্রদান করছেন। বিSAM_1879 copyশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, রাম প্রসাদ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন বয়স্ক বিধবা  ২২ জন ভোগীদের প্রত্যেক কে এককালীন ৪৮০০/- এবং ৫৫ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া ৪৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়।

অন্যদিকে, ধুলিহর ইউনিয়নে মাটিয়াডাঙ্গা, নেহালপুর ও তেঁতুলডাঙ্গা  ৩টি গ্রামে একযোগে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ধুলিহর ইউনিয়নের পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস. এম. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে একযোগে ৩টি গ্রামের ১শ’ ৯৪টি পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়। বাস্তবে রুপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, দেশের উন্নয়নে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধ পরিকর। আগামী দেড় বছরের মধ্যে সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গোবিন্দ আগার ওয়ালা, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রাম প্রসাদ মন্ডল, ভৈরব সরকার, মহাদেব কুমার ঘোষ ও এনামুল হক খোকনসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

IMG_20160829_111421আসাদুজ্জামান: সাতক্ষীরায় জলাবদ্ধ ও লবণাক্ত জমিতে বারি উদ্ভাবিত পানি ও মুখি কচু চাষের উপর কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের অর্থায়নে ও সাতক্ষীরা কৃষি গবেষনা কেন্দ্রের আয়োজনে সোমবার সকালে শহরের অদূরে বিনেরপোতাস্থ কৃষি গবেষনা কেন্দ্রে উক্ত কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি গবেষনা কেন্দ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বারির সাইন্টিফিক এ্যাসিসট্যান্ট অফিসার মশিউর রহমান, মতিয়ার রহমানসহ ৮০ জন প্রান্তিক চাষী।
কৃষক সমাবেশ থেকে গবেষষকরা জানান, যে সমস্ত জলাবদ্ধ জমিতে সর্বেচ্চ ২ ফুট পর্যন্ত পানি এবং ৬ থেকে ১০ ডিএস লবনাক্ততা রয়েছে সে সব জমিতে বারি উদ্ভাবিত পানি কচু ও মুখি কচুর চাষ করা সম্ভব হবে। তারা আরো জানান, প্রতি হেক্টর জমিতে পানি কচু চাষ করলে তা থেকে লতি উৎপাদন হবে ২৫ থেকে ৩০ মেট্রিক টন এবং কান্ড উৎপাদন হবে ১৫ থেকে ২০ মেট্রিক টন। অপরদিকে, প্রতি হেক্টর জমিতে মুখি কচূ উৎপদন হবে ৩০ থেকে ৪০ মেট্রিক টন। সম্প্রতি বারি উদ্ভাবিত কৃষি গবেষনা ইনসষ্টিটিউট এটি আবিষ্কার করে সফল হয়েছেন।
পরে, কৃষক সমাবেশ শেষে উপস্থিত প্রান্তিক চাষীদের মাঠে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন সেখানে উপস্থিত কৃষি গবেষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

imagesনিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে দুই’শ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল ৯ টার দিকে ইঞ্জিন চালিত ট্রলি যোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার পথে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমেদ হাসেমী জানান, সাতক্সীরা সীমান্ত থেকে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় পুলিশ ওৎ পেতে বসে থাকে। এসময় একটি ইঞ্জিন চালিত ট্রলিতে পুলিশ চ্যালেঞ্জ করে সেটি জব্দ করে। পরে পুলিশ  ট্রলিতে তল্লাশি চালিয়ে উক্ত দুই’শ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাদপুর গ্রামের মৃত দেরাজতুল্যার ছেলে আব্দুর রাজ্জাক গাজী (৫৫), তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের ছফেদ আলীর ছেলে জাকির হোসেন (২৭) ও একই উপজেলার ধূলান্ডা গ্রামের মোস্তফা সরদারের ছেলে মহসিন (২২)।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1472446135ডেইলি স্বাস্থ্য: বলা হয়, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আর রোগ প্রতিরোধের জন্য কিছু বিশেষ ঘরোয়া উপাদান কিন্তু খুব কাজ করে। এমন একটি ঘরোয়া উপাদান হলো গাজর ও আদার জুস। একটি গাজর কেটে টুকরো করে, এর মধ্যে কয়েক টুকরো আদা মিশিয়ে ব্ল্যান্ড করেই বানানো যায় এই জুস। বিশেষজ্ঞরা বলেন, অন্তত সাতটি রোগপ্রতিরোধ করার ক্ষমতা রাখে গাজর ও আদার জুস।
জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
দৃষ্টিশক্তি ভালো করে: গাজর ও আদার জুস দৃষ্টিশক্তি ভালো করতে কাজ করে। এটি অপটিক নার্ভের শক্তি বাড়ায় এবং কোষকে ভালো রাখে।
ক্যানসার প্রতিরোধ করে: গাজর ও আদার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস। এগুলো ক্যানসার কোষ বৃদ্ধি হওয়া প্রতিরোধ করে।
সংক্রমণ প্রতিরোধ করে: গাজর ও আদা উভয়ের মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল উপাদান। এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়াই করে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে।
বমি কমায়: এই জুস পাকস্থলীর এসিড নিষ্ক্রিয় করতে কাজ করে। এটি বমি ও বমি বমি ভাব কমায়।
পেশির প্রদাহ: আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি পেশির ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে।
হৃদরোগ প্রতিরোধ করে: আদা ও গাজর হৃদরোগ প্রতিরোধ করে। এটি হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো করে।
মাড়ির ভালো রাখে: গাজর ও আদার জুস মাড়ি ও দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখে। এটি ভালোভাবে লালা উৎপন্ন হতে সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1472458218স্বদেশ: পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টা বেঁধে দেওয়া সময়ে রিশা হত্যার আসামিকে গ্রেফতার করতে না পারায় ফের কাকরাইল মোড় অবরোধ করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সোয়া বারোটার দিকে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তারা আজ দ্বিতীয় দিনের মতো মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে। সেখানে শিক্ষামন্ত্রী এসেছেন, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলছেন।
এর আগে রবিবার একই স্থান অবরোধ করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সময়ানুযায়ী আসামিকে গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বুধবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইলের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে এক বখাটে যুবক। তার পেটের বাম পাশে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছিল। টানা চার দিন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় রিশা। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির বাংলা ভার্সনের ছাত্রী ছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

151109130306_harrassment_640x360_thinkstock_nocreditস্বদেশ: বুধবার অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশা আজ সকালে মারা যাবার পর পরিবার অভিযোগ করছে উত্ত্যক্তকারীর হামলাতেই মারা গেছে সে। নিহত ছাত্রীর বাবা ঢাকার সিদ্দিকবাজারের বাসিন্দা রমজান আলী বলেছেন, তিনি ও তার পরিবার বিশ্বাস করে, উত্ত্যক্তকারীই ছুরি নিয়ে তার মেয়ের ওপর হামলা চালিয়েছে।
এর আগে, বুধবার সুরাইয়ার ওপর হামলার পর তার মা রমনা থানায় একটি মামলা করেছিলেন, যাতে বলা হয়েছে, তিনি ও তার মেয়ে ঢাকার ইস্টার্ন মল্লিকা মার্কেটের এক দর্জির দোকানে পোশাক বানাতেন। সেখানে যোগাযোগের জন্য দেয়া মোবাইল নম্বরে ঐ দোকানের এক কর্মচারী ওবায়েদ তার মেয়েকে উত্ত্যক্ত করতো। যেকারণে এক পর্যায়ে মোবাইল নম্বরটি বন্ধ করে দিয়েছিলেন তিনি। তবে, এ নিয়ে তিনি পুলিশে কোন অভিযোগ জানাননি সুরাইয়ার মা।
পরে ঐ কর্মচারী তার মেয়েকে স্কুলের সামনে উত্ত্যক্ত করতো বলে তাকে তার মেয়ে জানিয়েছিল। এদিকে সুরাইয়ার মৃত্যুর খবর স্কুলে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীরা এ হত্যার প্রতিবাদে ও অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা কাকরাইল মোড় অবরোধ করে। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানিয়েছেন, তারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে দর্জির দোকানের মালিকসহ বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করছেন। সেই সঙ্গে ছুরিকাঘাতের ঘটনা যখন ঘটে, সেসময় প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং চেহারার বর্ণনা মিলিয়ে দেখছেন। সুরাইয়া আক্তার রিশা বুধবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুল সংলগ্ন ফুটওভার ব্রিজের ওপরে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আহত ছাত্রীটির চিৎকারে স্কুলের কয়েকজন শিক্ষার্থীরা ও অভিভাবক ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় আজ সকালে সে মারা গেছে।
সাম্প্রতিক সময়ে ইভ টিজিং এর ঘটনায় এমন মৃত্যুর কথা শোনা যায়নি, কিন্তু, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের এক হিসেব অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে, এ সময়ের মধ্যে সারাদেশে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪৮জন। এর মধ্যে ইভ-টিজিং এর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ৫৭জন আহত হয়েছেন।
এ কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়েছে অন্তত বেশ কয়েকজন শিক্ষার্থীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1472366672ডেইলি স্বাস্থ্য: লেবু যে বেশ স্বাস্থ্যকর এতে কোনো সন্দেহ নেই। গলা ব্যথা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, দাঁতের সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সমাধানে লেবু খুব উপকারী। এ ছাড়া শ্বাসতন্ত্রের সমস্যা, জ্বর ইত্যাদি সমাধানেও লেবু অনন্য। এটি ত্বক ও চুলকেও ভালো রাখতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত পরিশোধিত করে।
লেবুতে ভিটামিন ও মিনারেল ভরপুর রয়েছে। এর মধ্যে আছে ভিটামিন সি, এ, বি১, বি৬, ম্যাগনেসিয়াম, বায়োফ্লেবোনয়েড, পেকনিট, ফলিক এসিড, ক্যালসিয়াম ও পটাশিয়াম।
কেবল লেবুর রস নয়, লেবুর খোসাও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। লেবুর খোসার মধ্যে রয়েছে অ্যান্টি স্যাপটিক ও অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান। এটি গাঁট বা গেড়োর ব্যথা ভালোভাবে কমাতে কাজ করে। লেবুর খোসার মধ্যে রয়েছে অ্যাসেনসিয়াল অয়েল। এটি রক্তনালীকে শিথিল করে এবং প্রদাহ প্রতিরোধে কাজ করে। এটি গাঁট ও স্নায়ুর ব্যথা কমায়।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিমে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
লেবুর খোসা দিয়ে গাঁটের ব্যথা দূর করার প্রণালি
• লেবু থেকে লেবুর খোসা ছাড়িয়ে নিন। এরপর লেবুর খোসা থেকে পাতলা সাদা অংশটি ভালো করে আলাদা করুন। লেবুর খোসা সরাসরি ব্যথা আক্রান্ত স্থানে ঘষুন।
• লেবুর খোসা ছাড়িয়ে একটি বয়ামে রাখুন। বয়ামটিকে জলাপাইয়ের তেল দিয়ে পূর্ণ করুন। বোয়ামের মুখ বন্ধ করে দুই সপ্তাহের জন্য রেখে দিন। এবার মিশ্রণটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছে। মিশ্রণটি রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে মাখুন। এবার গজ দিয়ে মুড়িয়ে সারারাত রাখুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest