কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ড কার্যালয়ে ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় বাংলদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এবং ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২০ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় কালিগঞ্জ মুক্ত দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান আসাদুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এসএম শাহাদাত হোসেন, মনির আহম্মেদ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকসহ সন্তান কমান্ডের নেত্ববৃন্দ এবং সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং নৈপূণ্যে চিটাগং ভাইকিংসকে ৪ রানে হারিয়েছে খুলনা টাইটানস। খুলনার দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানে গুটিয়ে যায় চিটাগং ভাইকিংস। ফলে দ্বিতীয় জয়ের দেখা পায় খুলনা টাইটানস।