সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভাসাতক্ষীরা শহিদ আব: রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালাদেবহাটায় তারুণ্যের উৎসবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ ইউএনওর

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার খড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজি কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হয়েছেন, অন্নদা কুমার মন্ডল, সহ-সভাপতি অনিমেষ মন্ডল, সদস্য সচিব দিপক চন্দ্র রায়, সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম, সুব্রত কান্তি রায়, বিদেশ গাইন, বিথিকা রাণী রায়, দু:খীরাম ঢালী, সাধনা রাণী গাইন, দিপালী রানী গাইন ও কানাইলাল গাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

IMG_20160828_001524-picsayডি. এম. আব্দুল্লাহ আল মামুন: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলা আশ্রায়ন প্রকল্প সংলগ্ন মাঠে যুব সংঘের আয়োজনে এক সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয় শনিবার সন্ধায়। আর সেখানে অনুষ্ঠান চলাকালে কিছু লোক বিতর্কিত ভাবে ঝামেলা শুরু করে। আর সেখানে অনুষ্ঠান দেখতে আসা কালিকাপুর গ্রামের হাকিম বিশ্বাস এর ছেলে সোহেল (১৮) এবং তার ভাই সামিম (২২) কে অতর্কিত ভাবে হামলা করে । সুত্রে জানাগেছে কাশিমাড়ীর ঘোলা প্রকল্প সংলগ্ন মাঠে শনিবার সন্ধা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল,  আর যখন অনুষ্ঠান শেষ পর্যায়ে রাত আনুমানিক ১২ থেকে ১২:৩০ মিনিট এমন অবস্থায় কোন পূর্ব শত্রুতা ছাড়াই হটাৎ করে কমিটির একদল সন্ত্রাসী সাদ্দামসহ তার দলবল নিয়ে সামিম এবং তার ভাই সোহেল কে মারধোর করে এবং মাথা ফেটেযায়। অসুস্থ্য সোহেল’র ভাই সামিম এই প্রতিবেদক কে জানান আমি এবং আমার ভাই আমরা দুই জনও অনুষ্ঠানে গিয়ে ছিলাম, কিন্তু সেখানে অনুষ্ঠান চলাকালে দেখি আমার ছোট ভাই সোহেল কে মারধোর করছে।  আমি সেখানে যেতেনা যেতেই দেখি আমার ভাই সোহেল’র মাথা ফেটে রক্তাত্ত হয়েগেছে। আমি কিছু না বুঝেই দেখি ঘোলা গ্রামের কুরবান আলির ছেলে সাদ্দাম এবং তার সন্ত্রাসী দলবল আমাকে এটাক করে এবং বেধড়ক মারপিট করে। ঘোলা গ্রামের একাধিক ব্যক্তি জানান আমাদের এখানে কুরবান আলীর ছেলে সাদ্দাম, এবং তার সহযোগী সুজন, এবাদুল, রাজগুলের ছেলে মফিজুল, আলামিন সহ আরো কয়েক জন মিলে সোহেল এবং সামিম কে মারধোর করতে থাকলে আমরা যেয়ে পরিস্থিতি শান্তকরি ততক্ষণে সোহেল এর মাথাফেটে রক্ত বের হচ্ছিল। গুরতর অসুস্থ্য সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয়রা তাকে শ্যামনগরউপজেলা সাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন। সে বর্তমানে শ্যামনগর উপজেলা সাস্থ্য কম্পেলেক্সে  চিকিৎসাধীন আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dbbf3dc4cc7b2a07b22a26e0d290fdba-57c2ee5838291সা‌হিত্য ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী (৭৪) মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রবিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার (ইন্নালিল্লাহি…রাজিউন)। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক গোধূলি খান  এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ কাদরীর মৃত্যুতে শোক জানিয়েছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে আধুনিক বাংলা কবিতা এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।’

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং কবির শোকসন্তপ্ত পরিবার ও তাঁর কবিতার পাঠকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সাংবাদিক গোধূলি খান বলেন, ‘খুবই দুঃখজনক। উনার (শহীদ কাদরী) শেষ জন্মদিনে যেতে পারিনি, দেখা হলো না। শেষ দেখা বইমেলায়।’

শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। এই কবি সম্পর্কে উইকিপিডিয়াতে বলা হয়েছে, নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তি তার কবিতার মূল উপজীব্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই ও আমার চুম্বনগুলো পৌছেঁ দাও।

বাংলা একাডেমী পুরস্কার পাওয়া এই কবি ১৯৭৮ সাল থেকে দেশের বাইরে আছেন। ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে সর্বশেষ যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1472383582বিজ্ঞান ও প্রযু‌ক্তি: সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির সবচেয়ে কাছে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান জুনো। গতকাল শনিবার গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে বৃহস্পতি থেকে মাত্র চার হাজার ২০০ কিলোমিটার দূরে অবস্থান করার কথা মহাকাশযানটির।

এর আগে কোনো মহাকাশযান বৃহস্পতির এতটা কাছাকাছি যায়নি। গত জুলাইয়ে বৃহস্পতির পক্ষপথে প্রবেশ করে জুনো।

মহাকাশযান জুনোতে থাকা ক্যামেরায় নিকটতম দূরত্ব থেকে বৃহস্পতিবার ছবি তোলা হবে। এছাড়া মহাকাশযানটিতে থাকা বিভন্ন যন্ত্রপাতি দিয়ে বৃহস্পতিকে পর্যবেক্ষণ করবেন নাসার গবেষকরা।

শিগগিরই নাসা জুনোর তোলা বৃহস্পতির কিছু ছবি প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। এগুলো হবে বৃহস্পতির মেঘের সবচেয়ে বেশি ‘রেজ্যুলেশনের’ ছবি।

নাসা জানায়, বৃহস্পতিবার সবচেয়ে কাছে থাকার সময় জুনোর গতিবেগ হওয়ার কথা উত্তর থেকে দক্ষিণ দিকে ঘণ্টায় দুই লাখ আট হাজার কিলোমিটার।

পাঁচ বছর আগে পৃথিবী ছেড়ে যাওয়া জুনো মহাকাশযান ২৮০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে গত ৫ জুলাই বৃহস্পতির কক্ষপথের কাছে পৌঁছায়।

সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক স্কট বোল্টন বলেন, গত ৫ জুলাই জুনোকে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করানো হয়। এর পর থেকেই জুনোর ওপর নজর রাখা হয়েছে। এখনো অনেক বিষয় পরীক্ষা করে দেখা প্রয়োজন।

স্কট বোল্টন আরো বলেন, সৌরজগতের ‘রাজা’র কাজের পদ্ধতির ওপর গবেষণা করার এটি সুবর্ণ সুযোগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

b_মীর খায়ারুল আলম: দেবহাটায় বেকারমুক্ত গ্রাম করণে আয় মূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অর্থায়নে মাঝ সখিপুর গ্রামকে বেকারমুক্ত করতে সেলাই মেশিন, ভ্যান ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ইসমোত আরা, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদ, প্রাণিসম্পদের ভিএস জিএম আব্দুল কুদ্দুস, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

mettingদেবহাটা প্রতিনিধি: উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ উপজেলা পরিষদ মিলনায়তনে চোরাচালান, আইন শৃঙ্খলা, মানব পাচারসহ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান মাসুদ, কোম্পানি কমান্ডার সাদেক আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, পারুলিয়ার সালাউদ্দিন সরাফি, নওয়াপাড়ার আবুল কাশেম, সদর ইউপি চেয়াম্যান আবু বকর গাজী,। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমোত আরা, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদ, প্রাণি সম্পদের ভিএস জিএম আব্দুল কুদ্দুস, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, আনিসউজ্জামানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কমিটির সকল সদস্যরা। সভায় দেবহাটার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়া ১৫ আগষ্টে সখিপুর হাজিকেয়ামউদ্দীন মেমরিয়াল কলেজে জাতীর জনকের শাহদাত বার্ষিকী দায়সারা ভাবে পালন করায় সকলে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। একই সাথে সীমান্তে সকল প্রকার চোরচালান ও মানব পাচার শুন্যের কোঠায় আনতে বিজিবি সদস্যদের আরো কঠোর হতে বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

SAM_1844 copyমাহফিজুল ইসলাম আককাজ: “শেখ হাসিনার মমতা- বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের  ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে ভোমরা  ইউনিয়ন পরিষদের আয়োজনে  ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী’র সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়। তারা আজ প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ও খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশের জন্য অবদান রাখছে।  জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কে সুবর্ণ নাগরিক হিসেবে তাদের পরিচয় পত্র প্রদান করে সমাজের একটি অংশ হিসেবে তুলে ধরেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছে তাই এ সব অসহায় মানুষ গুলো এ ভাতা পেয়ে উপকৃত হচ্ছে।  এটি জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, ইউপি সদস্য মোনাজাত আলী, আহমেদ প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী আল ফেরদৌস আলফা, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সাধারণ সম্পাদক মো আজিবুর রহমান আলিম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৫৩ জন বয়স্ক, ২৪ জন বিধবা ভাতা ভোগীদের প্রত্যেক কে এককালীন ৪৮০০/- এবং ৪৩ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া ৪০৯ জন প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক হিসেবে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন কুমার দে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

DSC01670আব্দুর রহমান: সাতক্ষীরায় বিআরটিএ ফি কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮অগাস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বুথটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন ও সেবার মান বৃদ্ধি পেয়েছে। সকল প্রকার সেবা অন লাইনে প্রদানের ফলে বিআরটিএ অফিসে এসে এখন আর মানুষকে হয়রাণি হতে হয়না। জেলা প্রশাসনের কার্যালয়ে এনআরবি ব্যাংকের বিআরটিএ’র ফি কালেকশন বুথ চালু করা হয়েছে। সেবার মান বৃদ্ধিতে এটি একটি নতুন মাত্রা। এনবিআর ব্যাংকের মাধ্যমে যাতে মানুষ দ্রুত সেবা পায় সে ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতাক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক, এনবিআর ব্যাংকের কেন্দ্রীয় ব্যবস্থাপক জিসান হাসিব, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শন আমির হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest